স্কাইপে বিজ্ঞাপন বন্ধ করল মাইক্রোসফট 

অনলাইন ডেস্ক
প্রকাশ : ০১ আগস্ট ২০২৪, ১৩: ১২

ভিডিও কলিং প্ল্যাটফর্ম স্কাইপে বিজ্ঞাপন দেখানো বন্ধ করল মাইক্রোসফট। নতুন এক আপডেটের মাধ্যমে গত সোমবার প্ল্যাটফর্মটিতে এই পরিবর্তন নিয়ে আসা হয়েছে। এ ছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে ছবি তৈরির নতুন ফিচার যুক্ত করেছে এই প্ল্যাটফর্ম। 

অ্যান্ড্রয়েড, আইওএস স্মার্টফোন ও কম্পিউটারের স্কাইপের সংস্করণে এআই ফিচার পাওয়া যাবে। এক ব্লগ পোস্টে মাইক্রোসফট বলে, স্কাইপের ৮.১২৫. ৭৬.২০১ সংস্করণের মাধ্যমে ডিজাইনসহ অ্যাপটিতে বেশ কিছু পরিবর্তন নিয়ে আসা হয়েছে। 

স্কাইপের সকল প্ল্যাটফর্মে বিজ্ঞাপন দেখানো বন্ধ করা হবে। এই পরিবর্তনের মাধ্যমে ব্যবহারকারীরা আরও নির্বিঘ্নে অ্যাপটি ব্যবহার করতে পারবে বলে দাবি করছে মাইক্রোসফট। এর ফলে কথোপকথনের সময় বিজ্ঞাপন দেখে ব্যবহারকারীদের মনোযোগের ব্যাঘাত ঘটবে না। 

স্কাইপে পুরোপুরি বিজ্ঞাপন সরিয়ে ফেলে স্কাইপের আয় কিছুটা কমে যাবে। তবে কল ও টেক্সটের জন্য স্কাইপের পেইড সংস্করণ রয়েছে। এর মাধ্যমে আয় করে স্কাইপ। স্কাইপের জনপ্রিয়তা কমে যাওয়ার জন্য মাইক্রোসফট এই সিদ্ধান্ত নিয়েছে। 

ব্যবহারকারীরা চ্যাট উইন্ডো বা ন্যাভিগেশন বারে এআই ব্যবহার করে ছবি তৈরি করতে পারবেন। এ ছাড়া এআই দিয়ে তৈরি ছবিগুলোর পাশে ফরোয়ার্ড অপশন থাকবে। ফলে ছবিগুলো অন্য কাউকে পাঠানো যাবে। এআই দিয়ে তৈরি ছবির ওপর ট্যাপ বা ক্লিক করলে তা স্ক্রিনে বড় করে দেখা যায়। ফলে অন্যদের পাঠানোর আগে ছবিটি ভালোমতো পর্যবেক্ষণ করে দেখতে পারবেন। 

আইওএস ডিভাইসে স্কাইপ অ্যাকাউন্টে সহজে সাইন ইন করার জন্য ‘ওয়ানঅথ’ ইন্টিগ্রেশন যুক্ত করেছে মাইক্রোসফট। এর ফলে মাইক্রোসফটের প্ল্যাটফর্মে লগ ইন থাকলে স্কাইপে সাইন ইন করার জন্য পাসওয়ার্ডের প্রয়োজন হবে না। স্বয়ংক্রিয়ভাবে স্কাইপে লগ ইন হবে। তবে অ্যান্ড্রয়েডের স্কাইপের সংস্করণে এই সুবিধা আগে থেকেই ছিল। 

নতুন আপডেটের মাধ্যমে স্কাইপের বিভিন্ন ত্রুটিও দূর করা হয়েছে। ৫জি নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হয়ে কোনো মিডিয়া আদান প্রদানের সময় স্কাইপে সমস্যা দেখা দিত। নতুন আপডেটটির মাধ্যমে সমস্যাটি দূর করা হয়েছে বলে মাইক্রোসফট বলেছে। 

এ ছাড়া আইওএস ডিভাইস ব্যবহারকারীরা স্কাইপের রিংটোন শুনলেও ফোন ধরতে পারতেন না। ত্রুটিটি সংশোধন করেছে মাইক্রোসফট। 

তথ্যসূত্র: দ্য ভার্জ

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত