ধ্বংস করা হবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন, ইলন মাস্কের স্পেসএক্সকে ভাড়া করেছে নাসা

প্রযুক্তি ডেস্ক
প্রকাশ : ২৮ জুন ২০২৪, ০১: ৪৪
আপডেট : ২৮ জুন ২০২৪, ১১: ১৬

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের বিলোপ ঘটছে শিগগিরই। রাশিয়ার সঙ্গে যৌথভাবে পরিচালিত এই মহাকাশ স্টেশনের জীবনকাল শেষ হয়ে যাওয়ার পর নিরাপদে পৃথিবীতে নামিয়ে আনতে স্পেসএক্সকে ভাড়া করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা।

ক্যালিফোর্নিয়া–ভিত্তিক এই বেসরকারি রকেট সংস্থাটি আগামী দশকের শুরুতে ৪৩০ টন ওজনের মহাকাশ স্টেশনকে কক্ষপথ থেকে সরিয়ে প্রশান্ত মহাসাগরে ফেলার জন্য বিশেষ যান তৈরি করবে। এই কাজের জন্য ৮৪ কোটি ৩০ লাখ ডলারের যুক্তি করেছে নাসা। গত বুধবার (২৬) এই চুক্তির কথা জানানো হয়। এই রকেট কোম্পানির মালিক বিলিয়নিয়ার ব্যবসায়ী ইলন মাস্ক।

মহাকাশ স্টেশনের প্রাথমিক অংশগুলো সচল করা হয় ১৯৯৮ সালে। আর ২০০০ সাল থেকে নিয়মিত যাতায়াত শুরু হয়। এরপর থেকে স্টেশনটি ২৩ বছর ২৩৮ দিন ধরে মানুষের বাসস্থানে পরিণত হয়েছে। মহাকাশে মানুষের দীর্ঘতম অবিচ্ছিন্ন উপস্থিতির রেকর্ড এটি। ২০২৪ সালের মার্চ পর্যন্ত ২২টি দেশের ২৭৯ জন ব্যক্তি মহাকাশ স্টেশন পরিদর্শন করেছেন।

ভূপৃষ্ঠ থেকে ৪০০ কিলোমিটার ওপরে অবস্থিত মহাকাশ স্টেশনটি প্রতি ৯০ মিনিটে পৃথিবীকে একবার প্রদক্ষিণ করে। হাজার হাজার বৈজ্ঞানিক পরীক্ষা–নিরীক্ষার ল্যাবরেটরিতে পরিণত হয়েছে এটি। মানুষের বার্ধক্য প্রক্রিয়া থেকে শুরু করে নতুন ধরনের উপকরণের সূত্র পর্যন্ত সব ধরনের বিষয়ই এখানে পরীক্ষা করে দেখা হয়।

নাসার প্রকৌশলীরা বলছেন, ল্যাবরেটরিটি কাঠামোগতভাবে সবল রয়েছে। তবে এর চূড়ান্ত নিষ্পত্তির জন্য এখনই পরিকল্পনা করা দরকার। বাইরের সহায়তা ছাড়াই এটি পৃথিবীতে ফিরে আসতে সক্ষম। তবে স্থলভাগে বসবাসরত মানুষের জন্য এটি ঝুঁকিপূর্ণ।

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের নেতৃত্বে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়া। ইউরোপ, কানাডা এবং জাপান এখানে সহায়ক ভূমিকা পালন করে। পশ্চিমা অংশীদারেরা সবাই ২০৩০ সাল পর্যন্ত স্টেশনটি পরিচালনায় অর্থায়নে সম্মত হয়েছে। তবে রাশিয়া বলেছে, কমপক্ষে ২০২৮ সাল পর্যন্ত তারা এই প্রকল্পের সঙ্গে থাকবে।

নাসা এই মহাকাশ স্টেশনের অন্তিম পরিণতি নিরাপদ করতে বিভিন্ন বিকল্প যাচাই করে দেখেছে। এর মধ্যে একটি হলো, স্টেশনের মডিউলগুলো আলাদা করা এবং পরবর্তী প্রজন্মের প্ল্যাটফর্মে ছোট উপাদানগুলো ব্যবহার করা। আরেকটি বিকল্প নিয়ে কাজ করা এবং রক্ষণাবেক্ষণের জন্য এটিকে একটি বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করার কথাও ভেবেছিল নাসা।

কিন্তু এই সমস্ত সমাধানগুলোর জটিলতা এবং খরচ বিবেচনার পাশাপাশি মালিকানা নিয়ে জটিলতা সংক্রান্ত কিছু আইনি জটিলতা রয়েছে। 

মহাকাশ স্টেশনটিকে কক্ষপথ থেকে বিচ্যুত করে পৃথিবীতে নামিয়ে আনার জন্য যে বিশেষ যান ব্যবহার করা হবে সেটির নকশার বিশদ বিবরণ এখনো প্রকাশ করেনি নাসা ও স্পেসএক্স। এটি নিশ্চিত যে, মহাকাশ স্টেশনটিকে সঠিক জায়গায় এবং সঠিক সময়ে অবতরণ করানোর জন্য যথেষ্ট শক্তি খরচ হবে।

মহাকাশ স্টেশনের ভর বিপুল এবং এর ব্যাপ্তি মোটামুটি একটি ফুটবল মাঠের সমান। ফলে এটি পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করলে উত্তপ্ত হয়ে এর কাঠামোর চূড়ান্ত ক্ষতি হতে বাধ্য।

পরিকল্পনা অনুযায়ী, মহাকাশ স্টেশনের কক্ষপথকে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে সংকুচিত হতে দেওয়া হবে। শেষ ক্রুকে বের করার পর চূড়ান্ত ডি–অরবিট কৌশল প্রয়োগ করতে টাগবোট বা বিশেষ যানকে নির্দেশ দেওয়া হবে।

অপ্রয়োজনীয় মহাকাশযানগুলোকে সাধারণত প্রশান্ত মহাসাগরের একটি দূরবর্তী স্থানে ফেলা হয়, যেটি পয়েন্ট নিমো নামে পরিচিত।

জুলস ভার্নের বই ‘২০,০০০ লিগস আন্ডার দ্য সি’ –এর বিখ্যাত সাবমেরিন নাবিকের নামে এই নামকরণ। স্থানটি নিকটতম স্থলভাগ থেকে আড়াই হাজার কিলোমিটারেরও বেশি গভীরে।

নাসা আশাবাদী যে, আন্তর্জাতিক মহাকাশ স্টেশনকে পৃথিবীতে ফিরিয়ে আনার আগেই কয়েকটি বেসরকারি সংস্থা বাণিজ্যিক মহাকাশ স্টেশন স্থাপনের কাজ শুরু করবে। মার্কিন মহাকাশ সংস্থাগুলোর নজর এখন ‘গেটওয়ে’ নামে একটি প্ল্যাটফর্ম তৈরি করা যা চাঁদকে প্রদক্ষিণ করবে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত