অনলাইন ডেস্ক
ডিসেম্বর মাসের সিকিউরিটি আপডেটের মাধ্যমে অ্যান্ড্রয়েড ডিভাইসের ৮৫টি নিরাপত্তার ত্রুটি দূর করবে গুগল। তাই গ্রাহকদের আপডেটটি দ্রুত ডিভাইসে ডাউনলোড করার নির্দেশনা দিচ্ছে কোম্পানিটি।
ত্রুটিগুলোর মধ্যে সিভিই–২০২৩–৪০০৮৮ নামের ‘জটিল’ একটি বাগ বা ত্রুটি রয়েছে। এটি হ্যাকাররা দূর থেকে নিয়ন্ত্রণ করে বা রিমোট কোড এক্সিকিউশনের মাধ্যমে নিজস্ব কোড অ্যান্ড্রয়েড ডিভাইসে প্রবেশ করাতে পারবে। এর আগে হ্যাকাররা নিরাপত্তা ত্রুটিটি ব্যবহার করে সফল হয়েছে কিনা তা নিয়ে গুগল কোনো স্পষ্ট তথ্য দেয়নি।
অ্যান্ড্রয়েডের সিকিউরিটি বুলেটিনে এ বিষয়ে গুগল বলেছে, ত্রুটিগুলোর মধ্যে সবচেয়ে গুরুতর নিরাপত্তার দুর্বলতা হল রিমোট কোড এক্সিকিউশন। এটি কাজ করার জন্য ব্যবহারকারীর সঙ্গে সরাসরি কোনো যোগযোগ বা ইন্টারঅ্যাকশনের প্রয়োজন নেই। গুগল একে ‘জটিল’ ত্রুটি হিসেবে শ্রেণিবদ্ধ করেছে। জটিল নিরাপত্তা ত্রুটির মধ্যে গুগল শুধু ১৬টি দুর্বলতার তালিকা করেছে।
গুগল আরও বলছে, অ্যান্ড্রয়েড ১১,১২, ১২ এল, ১৩ ও ১৪ ভার্সনের ডিভাইসে এই ত্রুটি সমস্যা সৃষ্টি করতে পারে।
ডিসেম্বরের সিকিউরিটি আপডেটের সঙ্গে পিক্সেল ফোনের আপডেট নিয়ে আসেনি গুগল। এটি ত্রৈমাসিক প্ল্যাটফর্ম আপডেটের সঙ্গে আসবে। এটি পিক্সেল ফিচার ড্রপ হিসেবে পরিচিত। এই আপডেটের গুরুত্ব বোঝাতে গুগল এটি আলাদাভাবে ছাড়বে।
আপডেটের মাধ্যমে নতুন অনেক ফিচার যুক্ত হবে পিক্সেল মডেলে। এর মধ্যে রয়েছে পিক্সেল ৮ প্রো ফোনের ভিডিও বুস্ট ফিচার। ফোনে রেকর্ড করা ভিডিওর দুইটি কপি তৈরি করবে এই ফিচার। এর মধ্যে একটি কপি গুগল ক্লাউডে পাঠানো হবে। কোম্পানির বিভিন্ন টুল দিয়ে ভিডিওয়ের মান ‘উন্নয়ন’ করা হবে। এরপর ভিডিওটি আবার গ্রাহকের কাছে পাঠানো হবে। ভিডিও রেডি হলে ব্যবহারকারীরা একটি নোটিফিকেশন পাবে ও গুগল ফটো লাইব্রেরিতে তা যুক্ত হবে।
ডিসেম্বর মাসের সিকিউরিটি আপডেটের মাধ্যমে অ্যান্ড্রয়েড ডিভাইসের ৮৫টি নিরাপত্তার ত্রুটি দূর করবে গুগল। তাই গ্রাহকদের আপডেটটি দ্রুত ডিভাইসে ডাউনলোড করার নির্দেশনা দিচ্ছে কোম্পানিটি।
ত্রুটিগুলোর মধ্যে সিভিই–২০২৩–৪০০৮৮ নামের ‘জটিল’ একটি বাগ বা ত্রুটি রয়েছে। এটি হ্যাকাররা দূর থেকে নিয়ন্ত্রণ করে বা রিমোট কোড এক্সিকিউশনের মাধ্যমে নিজস্ব কোড অ্যান্ড্রয়েড ডিভাইসে প্রবেশ করাতে পারবে। এর আগে হ্যাকাররা নিরাপত্তা ত্রুটিটি ব্যবহার করে সফল হয়েছে কিনা তা নিয়ে গুগল কোনো স্পষ্ট তথ্য দেয়নি।
অ্যান্ড্রয়েডের সিকিউরিটি বুলেটিনে এ বিষয়ে গুগল বলেছে, ত্রুটিগুলোর মধ্যে সবচেয়ে গুরুতর নিরাপত্তার দুর্বলতা হল রিমোট কোড এক্সিকিউশন। এটি কাজ করার জন্য ব্যবহারকারীর সঙ্গে সরাসরি কোনো যোগযোগ বা ইন্টারঅ্যাকশনের প্রয়োজন নেই। গুগল একে ‘জটিল’ ত্রুটি হিসেবে শ্রেণিবদ্ধ করেছে। জটিল নিরাপত্তা ত্রুটির মধ্যে গুগল শুধু ১৬টি দুর্বলতার তালিকা করেছে।
গুগল আরও বলছে, অ্যান্ড্রয়েড ১১,১২, ১২ এল, ১৩ ও ১৪ ভার্সনের ডিভাইসে এই ত্রুটি সমস্যা সৃষ্টি করতে পারে।
ডিসেম্বরের সিকিউরিটি আপডেটের সঙ্গে পিক্সেল ফোনের আপডেট নিয়ে আসেনি গুগল। এটি ত্রৈমাসিক প্ল্যাটফর্ম আপডেটের সঙ্গে আসবে। এটি পিক্সেল ফিচার ড্রপ হিসেবে পরিচিত। এই আপডেটের গুরুত্ব বোঝাতে গুগল এটি আলাদাভাবে ছাড়বে।
আপডেটের মাধ্যমে নতুন অনেক ফিচার যুক্ত হবে পিক্সেল মডেলে। এর মধ্যে রয়েছে পিক্সেল ৮ প্রো ফোনের ভিডিও বুস্ট ফিচার। ফোনে রেকর্ড করা ভিডিওর দুইটি কপি তৈরি করবে এই ফিচার। এর মধ্যে একটি কপি গুগল ক্লাউডে পাঠানো হবে। কোম্পানির বিভিন্ন টুল দিয়ে ভিডিওয়ের মান ‘উন্নয়ন’ করা হবে। এরপর ভিডিওটি আবার গ্রাহকের কাছে পাঠানো হবে। ভিডিও রেডি হলে ব্যবহারকারীরা একটি নোটিফিকেশন পাবে ও গুগল ফটো লাইব্রেরিতে তা যুক্ত হবে।
মার্কেট ইন্টেলিজেন্স ফার্ম সিমিলার ওয়েবের মতে, প্রতিদিনের সক্রিয় ব্যবহারকারীদের দিক থেকে থ্রেডসের সঙ্গে প্রতিযোগিতা করছে ব্লুস্কাই। বর্তমানে ব্লুস্কাইয়ের অ্যাপটি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের অ্যাপল অ্যাপ স্টোরে সবচেয়ে বেশি ডাউনলোড করা অ্যাপ। এরপরেই রয়েছে থ্রেডস।
১০ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সানি ভ্যালে শহরে অত্যাধুনিক ও পরিবেশবান্ধব পাঁচতলা অফিস ভবন তৈরি করেছে টেক জায়ান্ট গুগল। এই ভবনের বিশেষত্ব হলো—এটি তৈরিতে প্রথমবারের মতো ‘মাস টিম্বার’ ব্যবহার করেছে কোম্পানিটি। কাঠ বিভিন্নভাবে প্রক্রিয়াকরণের মাধ্যমে মাস টিম্বার তৈরি করা হয়। তাই ভবনটি...
১ দিন আগেপাশ্চাত্যে উৎসবের মৌসুমে বা নতুন বছর আসার আগে প্রায় সবাই ছুটি উপভোগ করেন। এই সময়টিতে পরিবার এবং বন্ধুদের সঙ্গে সময় কাটানো, বিশ্রাম নেওয়া এবং গত বছরের কঠিন কাজের চাপ থেকে মুক্তি পাওয়া একটি সাধারণ বিষয়। অনেক কোম্পানি এসময় কর্মীদের ছুটি দেয়, যাতে তারা শারীরিক এবং মানসিকভাবে পুনরুজ্জীবিত হতে পারে। তবে এ
২ দিন আগেদৈনন্দিন জীবনে ব্যবহারে জন্য টেকসই স্মার্টফোনের চাহিদা অনেক বেশি। এজন্য মিড রেঞ্জের টেকসই স্মার্টফোন ‘অনার এক্স ৯ সি’ উন্মোচন করেছে অনার। এই মডেল গত অক্টোবর মাসে লঞ্চ হওয়া এক্স ৯ বি–এর উত্তরসূরি। ফোনটি হাত থেকে পড়ে গেলেও অক্ষত থাকবে বলে কোম্পানিটি দাবি করছে। ফোনটির ব্যাটারি চার্জ ২ শতাংশে নেমে আসে ত
২ দিন আগে