অনলাইন ডেস্ক
পাতলা ফোন হিসেবে ম্যাজিক ভি৩ মডেল উন্মোচন করল অনার। ফোনটি ভাঁজ করলে এর দৈর্ঘ্য হয় ৯.৭ মিলিমিটার। আর ভাঁজ খুললে ৪.৬৫ মিলিমিটার হয়। এটি গত ১২ জুলাই চীনের বাজার ছাড়া হয়েছে।
ফোনটিতে চিপসেট হিসেবে রয়েছে স্ন্যাপড্রাগন ৮ জেন ৩। সেই সঙ্গে ৬৬ ওয়াট ক্ষমতার ফাস্ট চার্জিং সুবিধাও রয়েছে। এ ছাড়া ক্যামেরার সঙ্গে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।
অনার ম্যাজিক ভি৩ মডেলের দাম ও রং
অনার ম্যাজিক ভি৩ এর ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারন্যাশনাল স্টোরেজের সংস্করণের দাম ৮ হাজার ৯৯৯ চীনা ইয়ার্ন বা ১ লাখ ৪৫ হাজার ৯০১ টাকা।
অনার ম্যাজিক ভি৩ এর ১২ জিবি র্যাম ও ৫১২ জিবি ইন্টারন্যাল স্টোরেজের সংস্করণের দাম ৯ হাজার ৯৯৯ চীনা ইউয়ান বা ১ লাখ ৬২ হাজার ১১৪ টাকা।
অনার ম্যাজিক ভি৩ এর ১৬ জিবি র্যাম ও ১ টিবি (টেরাবাইট) ইন্টারন্যাল স্টোরেজের সংস্করণের দাম ১০ হাজার ৯৯৯ চীনা ইউয়ান বা ১ লাখ ৭৮ হাজার ৩২৭ টাকা।
জুলাই ১৯ থেকে চীন থেকে ফোনগুলো কেনা যাবে। মডেলটি কালো, সবুজ, লাল ও সাদা রঙে পাওয়া যাবে।
অনার ম্যাজিক ভি৩ মডেলের স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: ট্রিপল ক্যামেরা সেটাআপ। সেটআপটিতে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সহ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ৪০ মেগাপিক্সেলের আলট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স ও ৫x অপটিক্যাল এবং ৫০x ডিজিটাল জুমসহ একটি ৮ মেগাপিক্সেলের পেরিস্কোপ ইউনিট রয়েছে।
কভার স্ক্রিনের সেলফি ক্যামেরা: ১৬ মেগাপিক্সেল
ভেতরের স্ক্রিনের সেলফি ক্যামেরা: ৮ মেগাপিক্সেল
নেটওয়ার্ক: ৫জি
ওজন: ২২৯ গ্রাম।
মূল ডিসপ্লে: ৭ দশমিক ৯২ ইঞ্চি ফুল এইচডি ও এলটিপিও ওলেড ডিসপ্লে।
মূল ডিসপ্লে রেজল্যুশন: ২,৩৪৪ x ২,১৫৬ পিক্সেলস
কভার ডিসপ্লে: ৬ দশমিক ৪৩ ইঞ্চি ফুল এইচডি ও এলটিপিও ওলেড ডিসপ্লে।
কভার ডিসপ্লে রেজল্যুশন: ২৩৭৬ x ১০৮০ পিক্সেলস
রিফ্রেশ রেট: ১২০ হার্টজ (উভয় ডিসপ্লে)
ব্রাইটনেস: ৫০০০ নিটস
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক ম্যাজিক ওস ৮.০. ১
চিপসেট: স্ন্যাপড্রাগন ৮ জেন ২
র্যাম: ১২ জিবি ও ১৬ জিবি
ইন্টারনাল স্টোরেজ: ২৫৬ জিবি, ৫১২ জিবি ও ১ টিবি (টেরাবাইট)
ব্লুটুথ: ৫.৩
ইউএসবি: টাইপ সি
ব্যাটারি: ৫,০০০ এমএএইচ
চার্জিং: ৬৬ ওয়াট ফাস্ট চার্জিং এবং ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং
রং: কালো, সবুজ, লাল ও সাদা
গত বছরের ম্যাজিক ভিএস ২ এবং ম্যাজিক ভি২-এর উত্তরসূরি হিসেবে এসেছে অনার ম্যাজিক ভি৩ ফোনটি এসেছে। এগুলো সম্প্রতি লঞ্চ হওয়া স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৬, ওয়ানপ্লাস ওপেন, অপো ফাইন্ড এন ৩ ফোল্ডেবল ফোনগুলোর সঙ্গে প্রতিযোগিতা করবে।
পাতলা ফোন হিসেবে ম্যাজিক ভি৩ মডেল উন্মোচন করল অনার। ফোনটি ভাঁজ করলে এর দৈর্ঘ্য হয় ৯.৭ মিলিমিটার। আর ভাঁজ খুললে ৪.৬৫ মিলিমিটার হয়। এটি গত ১২ জুলাই চীনের বাজার ছাড়া হয়েছে।
ফোনটিতে চিপসেট হিসেবে রয়েছে স্ন্যাপড্রাগন ৮ জেন ৩। সেই সঙ্গে ৬৬ ওয়াট ক্ষমতার ফাস্ট চার্জিং সুবিধাও রয়েছে। এ ছাড়া ক্যামেরার সঙ্গে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।
অনার ম্যাজিক ভি৩ মডেলের দাম ও রং
অনার ম্যাজিক ভি৩ এর ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারন্যাশনাল স্টোরেজের সংস্করণের দাম ৮ হাজার ৯৯৯ চীনা ইয়ার্ন বা ১ লাখ ৪৫ হাজার ৯০১ টাকা।
অনার ম্যাজিক ভি৩ এর ১২ জিবি র্যাম ও ৫১২ জিবি ইন্টারন্যাল স্টোরেজের সংস্করণের দাম ৯ হাজার ৯৯৯ চীনা ইউয়ান বা ১ লাখ ৬২ হাজার ১১৪ টাকা।
অনার ম্যাজিক ভি৩ এর ১৬ জিবি র্যাম ও ১ টিবি (টেরাবাইট) ইন্টারন্যাল স্টোরেজের সংস্করণের দাম ১০ হাজার ৯৯৯ চীনা ইউয়ান বা ১ লাখ ৭৮ হাজার ৩২৭ টাকা।
জুলাই ১৯ থেকে চীন থেকে ফোনগুলো কেনা যাবে। মডেলটি কালো, সবুজ, লাল ও সাদা রঙে পাওয়া যাবে।
অনার ম্যাজিক ভি৩ মডেলের স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: ট্রিপল ক্যামেরা সেটাআপ। সেটআপটিতে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সহ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ৪০ মেগাপিক্সেলের আলট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স ও ৫x অপটিক্যাল এবং ৫০x ডিজিটাল জুমসহ একটি ৮ মেগাপিক্সেলের পেরিস্কোপ ইউনিট রয়েছে।
কভার স্ক্রিনের সেলফি ক্যামেরা: ১৬ মেগাপিক্সেল
ভেতরের স্ক্রিনের সেলফি ক্যামেরা: ৮ মেগাপিক্সেল
নেটওয়ার্ক: ৫জি
ওজন: ২২৯ গ্রাম।
মূল ডিসপ্লে: ৭ দশমিক ৯২ ইঞ্চি ফুল এইচডি ও এলটিপিও ওলেড ডিসপ্লে।
মূল ডিসপ্লে রেজল্যুশন: ২,৩৪৪ x ২,১৫৬ পিক্সেলস
কভার ডিসপ্লে: ৬ দশমিক ৪৩ ইঞ্চি ফুল এইচডি ও এলটিপিও ওলেড ডিসপ্লে।
কভার ডিসপ্লে রেজল্যুশন: ২৩৭৬ x ১০৮০ পিক্সেলস
রিফ্রেশ রেট: ১২০ হার্টজ (উভয় ডিসপ্লে)
ব্রাইটনেস: ৫০০০ নিটস
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক ম্যাজিক ওস ৮.০. ১
চিপসেট: স্ন্যাপড্রাগন ৮ জেন ২
র্যাম: ১২ জিবি ও ১৬ জিবি
ইন্টারনাল স্টোরেজ: ২৫৬ জিবি, ৫১২ জিবি ও ১ টিবি (টেরাবাইট)
ব্লুটুথ: ৫.৩
ইউএসবি: টাইপ সি
ব্যাটারি: ৫,০০০ এমএএইচ
চার্জিং: ৬৬ ওয়াট ফাস্ট চার্জিং এবং ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং
রং: কালো, সবুজ, লাল ও সাদা
গত বছরের ম্যাজিক ভিএস ২ এবং ম্যাজিক ভি২-এর উত্তরসূরি হিসেবে এসেছে অনার ম্যাজিক ভি৩ ফোনটি এসেছে। এগুলো সম্প্রতি লঞ্চ হওয়া স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৬, ওয়ানপ্লাস ওপেন, অপো ফাইন্ড এন ৩ ফোল্ডেবল ফোনগুলোর সঙ্গে প্রতিযোগিতা করবে।
সৌরবিদ্যুতে চলা নতুন ল্যাপটপ উন্মোচন করল লেনেভো। স্পেনের বার্সেলোনায় শুরু হওয়া মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে (এমডব্লিউসি) নতুন এই কনসেপ্ট ল্যাপটপটি উন্মোচন করে প্রতিষ্ঠানটি। এটি ল্যাপটপটি ব্যবহারকারীদের বিদ্যুৎ তারের ওপর নির্ভরশীলতা কমাতে এবং বাইরের পরিবেশে কাজ করতে উৎসাহ দেবে।
১০ ঘণ্টা আগেআগামী পাঁচ বছরে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিতে ১০ বিলিয়ন বা ১ হাজার কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে চীনা স্মার্টফোন নির্মাতা অনার। এই বিনিয়োগের মাধ্যমে এআই চালিত উন্নত পিসি, ট্যাবলেট এবং ওয়্যারেবল (পরিধানযোগ্য) ডিভাইস তৈরি করতে চায় কোম্পানিটি। গতকাল রোববার বার্সেলোনায় অনুষ্ঠিত মোবাইল...
১৩ ঘণ্টা আগেসামাজিক যোগাযোগমাধ্যম টিকটক, রেডিট এবং অনলাইন ছবি শেয়ারিং সাইট ইমগুরের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে যুক্তরাজ্যের তথ্য কমিশনার অফিস (আইসিও)। শিশুদের ব্যক্তিগত তথ্য সংরক্ষণ ও সুরক্ষায় প্ল্যাটফর্মগুলো যথাযথ পদক্ষেপ গ্রহণ করছে কি না, তা যাচাইয়ে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
১৪ ঘণ্টা আগেব্যক্তিগত ও পেশাগত উভয় কাজে হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন অনেকেই। তাই বিভিন্ন মেসেজের ভিড়ে জরুরি মেসেজগুলো নিচের দিকে দিকে চলে যায়। ফলে সেগুলো দ্রুত খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়ে। প্ল্যাটফর্মটির ‘পিন মেসেজ’ ফিচার ব্যবহারের মাধ্যমে এই সমস্যা থেকে মুবতি পাওয়া যায়। কাঙ্ক্ষিত মেসেজ থ্রেডগুলো চ্যাট তালিকার...
১৫ ঘণ্টা আগে