অনলাইন ডেস্ক
ভারতের বাজারে ভি৪০প্রো ও ভি৪০ মডেল স্মার্টফোন উন্মোচন করেছে চীনের ভিভো কোম্পানি। উভয় মডেল ভিভোর ‘ভি’ সিরিজের অন্তর্ভুক্ত ও মডেলগুলোয় ৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে। ভি৪০প্রো ফোনে মিডিয়াটেকের ও ভি৪০ মডেলে স্ন্যাপড্রাগন চিপসেট ব্যবহার করা হয়েছে। সেই সঙ্গে শক্তিশালী ব্যাটারি ব্যবহার করা হয়েছে।
ভিভোর এই সিরিজে ডিসপ্লেতেও গুরুত্ব দেওয়া হয়েছে। তাই উজ্জ্বল রংগুলো আরও স্পষ্টভাবে ডিসপ্লে দেখা যায়। উভয় মডেলে জেসিস ব্র্যান্ডেড অত্যাধুনিক ক্যামেরা ব্যবহার করা হয়েছে।
ভি ৪০ ও ভি৪০ প্রো এর দাম ও রং
ভি ৪০ ফোনটি ১৯ আগস্ট ও প্রো মডেলটি ১৩ আগস্টে ভারতের বাজারে বিক্রি শুরু হবে।
ভি ৪০ প্রো মডেলটির ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ সংস্করণের দাম প্রায় ৪৯ হাজার ৯৯৯ রুপি বা প্রায় ৬৯ হাজার ৮২৮ টাকা।
ভি ৪০ প্রো মডেলটির ১২ জিবি ও ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজ সংস্করণের দাম প্রায় ৫৫ হাজার ৯৯৯ রুপি বা প্রায় ৭৮ হাজার ২০৮ টাকা।
এই মডেল গঙ্গা ব্লু (নীল) ও টাইটেনিয়াম গ্রে (ধূসর) রঙে পাওয়া যাবে।
ভি ৪০ মডেলটির ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি সংস্করণের দাম প্রায় ৩৬ হাজার ৯৯৯ রুপি বা প্রায় ৫১ হাজার ৬৭২ টাকা।
ভি ৪০ মডেলটির ১২ জিবি র্যাম ও ৫১২ জিবি সংস্করণের দাম প্রায় ৪১ হাজার ৯৯৯ রুপি বা প্রায় ৫৮ হাজার ৬৫৫ টাকা।
এই মডেল গঙ্গা ব্লু (নীল), লোটাস পার্পেল (বেগুনি) ও টাইটেনিয়াম গ্রে (ধূসর) রঙে পাওয়া যাবে।
ভিভো ৪০ প্রো এর স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: ত্রিপল ক্যামেরা—৫০ মেগাপিক্সেল ওয়াইড লেন্স, ৫০ মেগাপিক্সেল ২ এক্স অপটিক্যাল জুম ও ৫০ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স।
সেলফি ক্যামেরা: ডুয়েল ফ্ল্যাশ লাইটসহ ৫০ মেগাপিক্সেল ক্যামেরা।
নেটওয়ার্ক: ৫জি
ওয়াইফাই: ৬
আয়তন: ১৬৪.২ x ৭৪.৯ x ৭.৬ এমএম
ওজন: ১৯২ গ্রাম
সিম: ন্যানো সিম, ডুয়েল সিম ও ইসিম।
ডিসপ্লে: ৬.৭৮ ইঞ্চি অ্যামলেড স্ক্রিন, এইচডিআর ১০ +
রেজল্যুশন: ১২৬০ x ২৮০০ পিক্সেলস
রিফ্রেশ রেট: ১২০ হার্টজ
ব্রাইটনেস: ৪৫০০ নিটস
আইপি রেটিং: আইপি ৬৮। ফোনটি ৩০ মিনিট ১.৫ গভীরে পানিতে থাকতে পারবে।
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক ফানটাচ ১৪
চিপসেট: মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০০ +
সিপিইউ: অক্টাকোর
জিপিইউ: জি৭১৫ এমসি ১১
র্যাম: ৮ জিবি ও ১২ জিবি
ইন্টারনাল স্টোরেজ: ২৫৬ জিবি ও ৫১২ জিবি
ব্লুটুথ: ৫.৩
এনএফসি: আছে
ইউএসবি: টাইপ সি ২.০
ওটিজি: সমর্থন রয়েছে।
ব্যাটারি: ৫৫০০ এমএএইচ
চার্জিং: ৮০ ওয়াট
ভি ৪০ মডেলে স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: ডুয়েল ক্যামেরা—অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সুবিধাসহ দুটি ৫০ মেগাপিক্সেল ক্যামেরা।
এটি ৩০ এফপিএস–এ ৪কে ভিডিও ধারণ করা যাবে।
সেলফি ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল
নেটওয়ার্ক: ৪জি ও ৫জি
পুরুত্ব: ৭.৬ এমএম
ওজন: ১৯০ গ্রাম
ডিসপ্লে: ৬.৭৮ ইঞ্চি অ্যামোলেড স্ক্রিন
রেজল্যুশন: ১২৬০ x ২৮০০ পিক্সেলস
রিফ্রেশ রেট: ১২০ হার্টজ
টাচ স্যাম্পলিং রেট: ৪৮০ হার্টজ
ব্রাইটনেস: ৪৫০০ নিটস
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক ফানটাচ ১৪
চিপসেট: কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ জেন ৩
র্যাম: ৮ জিবি
ভার্চুয়াল র্যাম: ৮ জিবি
ইন্টারনাল স্টোরেজ: ১২৮ জিবি ও ৫১২ জিবি
ব্লুটুথ: ৫.৪
এনএফসি: আছে
ইউএসবি: টাইপ সি ২.০
ব্যাটারি: ৫৫০০ এমএএইচ
চার্জিং: ৮০ ওয়াট ফ্লাশচার্জ
ভারতের বাজারে ভি৪০প্রো ও ভি৪০ মডেল স্মার্টফোন উন্মোচন করেছে চীনের ভিভো কোম্পানি। উভয় মডেল ভিভোর ‘ভি’ সিরিজের অন্তর্ভুক্ত ও মডেলগুলোয় ৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে। ভি৪০প্রো ফোনে মিডিয়াটেকের ও ভি৪০ মডেলে স্ন্যাপড্রাগন চিপসেট ব্যবহার করা হয়েছে। সেই সঙ্গে শক্তিশালী ব্যাটারি ব্যবহার করা হয়েছে।
ভিভোর এই সিরিজে ডিসপ্লেতেও গুরুত্ব দেওয়া হয়েছে। তাই উজ্জ্বল রংগুলো আরও স্পষ্টভাবে ডিসপ্লে দেখা যায়। উভয় মডেলে জেসিস ব্র্যান্ডেড অত্যাধুনিক ক্যামেরা ব্যবহার করা হয়েছে।
ভি ৪০ ও ভি৪০ প্রো এর দাম ও রং
ভি ৪০ ফোনটি ১৯ আগস্ট ও প্রো মডেলটি ১৩ আগস্টে ভারতের বাজারে বিক্রি শুরু হবে।
ভি ৪০ প্রো মডেলটির ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ সংস্করণের দাম প্রায় ৪৯ হাজার ৯৯৯ রুপি বা প্রায় ৬৯ হাজার ৮২৮ টাকা।
ভি ৪০ প্রো মডেলটির ১২ জিবি ও ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজ সংস্করণের দাম প্রায় ৫৫ হাজার ৯৯৯ রুপি বা প্রায় ৭৮ হাজার ২০৮ টাকা।
এই মডেল গঙ্গা ব্লু (নীল) ও টাইটেনিয়াম গ্রে (ধূসর) রঙে পাওয়া যাবে।
ভি ৪০ মডেলটির ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি সংস্করণের দাম প্রায় ৩৬ হাজার ৯৯৯ রুপি বা প্রায় ৫১ হাজার ৬৭২ টাকা।
ভি ৪০ মডেলটির ১২ জিবি র্যাম ও ৫১২ জিবি সংস্করণের দাম প্রায় ৪১ হাজার ৯৯৯ রুপি বা প্রায় ৫৮ হাজার ৬৫৫ টাকা।
এই মডেল গঙ্গা ব্লু (নীল), লোটাস পার্পেল (বেগুনি) ও টাইটেনিয়াম গ্রে (ধূসর) রঙে পাওয়া যাবে।
ভিভো ৪০ প্রো এর স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: ত্রিপল ক্যামেরা—৫০ মেগাপিক্সেল ওয়াইড লেন্স, ৫০ মেগাপিক্সেল ২ এক্স অপটিক্যাল জুম ও ৫০ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স।
সেলফি ক্যামেরা: ডুয়েল ফ্ল্যাশ লাইটসহ ৫০ মেগাপিক্সেল ক্যামেরা।
নেটওয়ার্ক: ৫জি
ওয়াইফাই: ৬
আয়তন: ১৬৪.২ x ৭৪.৯ x ৭.৬ এমএম
ওজন: ১৯২ গ্রাম
সিম: ন্যানো সিম, ডুয়েল সিম ও ইসিম।
ডিসপ্লে: ৬.৭৮ ইঞ্চি অ্যামলেড স্ক্রিন, এইচডিআর ১০ +
রেজল্যুশন: ১২৬০ x ২৮০০ পিক্সেলস
রিফ্রেশ রেট: ১২০ হার্টজ
ব্রাইটনেস: ৪৫০০ নিটস
আইপি রেটিং: আইপি ৬৮। ফোনটি ৩০ মিনিট ১.৫ গভীরে পানিতে থাকতে পারবে।
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক ফানটাচ ১৪
চিপসেট: মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০০ +
সিপিইউ: অক্টাকোর
জিপিইউ: জি৭১৫ এমসি ১১
র্যাম: ৮ জিবি ও ১২ জিবি
ইন্টারনাল স্টোরেজ: ২৫৬ জিবি ও ৫১২ জিবি
ব্লুটুথ: ৫.৩
এনএফসি: আছে
ইউএসবি: টাইপ সি ২.০
ওটিজি: সমর্থন রয়েছে।
ব্যাটারি: ৫৫০০ এমএএইচ
চার্জিং: ৮০ ওয়াট
ভি ৪০ মডেলে স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: ডুয়েল ক্যামেরা—অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সুবিধাসহ দুটি ৫০ মেগাপিক্সেল ক্যামেরা।
এটি ৩০ এফপিএস–এ ৪কে ভিডিও ধারণ করা যাবে।
সেলফি ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল
নেটওয়ার্ক: ৪জি ও ৫জি
পুরুত্ব: ৭.৬ এমএম
ওজন: ১৯০ গ্রাম
ডিসপ্লে: ৬.৭৮ ইঞ্চি অ্যামোলেড স্ক্রিন
রেজল্যুশন: ১২৬০ x ২৮০০ পিক্সেলস
রিফ্রেশ রেট: ১২০ হার্টজ
টাচ স্যাম্পলিং রেট: ৪৮০ হার্টজ
ব্রাইটনেস: ৪৫০০ নিটস
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক ফানটাচ ১৪
চিপসেট: কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ জেন ৩
র্যাম: ৮ জিবি
ভার্চুয়াল র্যাম: ৮ জিবি
ইন্টারনাল স্টোরেজ: ১২৮ জিবি ও ৫১২ জিবি
ব্লুটুথ: ৫.৪
এনএফসি: আছে
ইউএসবি: টাইপ সি ২.০
ব্যাটারি: ৫৫০০ এমএএইচ
চার্জিং: ৮০ ওয়াট ফ্লাশচার্জ
২০৩০ সালের মধ্যে ৬ থেকে ৮ মিলিয়ন দক্ষ আইটি পেশাদার তৈরির পরিকল্পনা নিয়েছে সরকার। আজ শনিবার পূর্বাচলের বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে ‘বাংলাদেশ: দ্য ইমার্জিং আইসিটি পাওয়ার হাউস’ শীর্ষক এক সেমিনারে তথ্য ও যোগাযোগ...
৪২ মিনিট আগেচলতি বছরে স্মার্টফোন শিল্প অত্যন্ত উদ্ভাবনমুখী হবে বলে আশা করা হচ্ছে। ডিভাইসগুলোতে উন্নত ক্যামেরা, বিশেষ এআই ফিচারের পাশাপাশি শক্তিশালী ও বড় আকারের ব্যাটারি দেখতে পাওয়া যাবে। ফ্ল্যাগশিপ ফোন থেকে বাজেট স্মার্টফোনেও এই ধরনের শক্তিশালী ব্যাটারি থাকবে।
৮ ঘণ্টা আগেগরম খাবার খেতে গিয়ে জিভ পুড়ে যাওয়ার অভিজ্ঞতা কম বেশি সবারই রয়েছে। আবার ব্যস্ততার সময় ফুঁ দিয়ে খাবার বা পানীয় ঠান্ডা করাও একটি বিরক্তির বিষয়। তবে এ ধরনের সমস্যা সমাধানের জন্য ‘নেকোজিতা ক্যাট ফুফু’ নামের ছোট একটি বিড়াল রোবট তৈরি করেছে জাপানের ইয়ুকাই ইঞ্জিনিয়ারিং স্টার্টআপ। কফি, স্যুপ বা অন্য কোনো গরম
৯ ঘণ্টা আগেচলমান তদন্তের অংশ হিসেবে সোশ্যাল মিডিয়া কোম্পানি এক্স (সাবেক টুইটার)–এর কাছে অ্যাপটির অ্যালগরিদম সিস্টেমের কার্যকারিতা সম্পর্কিত তথ্য চেয়েছে ইউরোপীয় কমিশন। বিশেষত, অ্যালগরিদমের মধ্যে সম্প্রতি যে কোনো পরিবর্তনের বিষয়ে জানতে চেয়েছে কমিশন।
১৪ ঘণ্টা আগে