৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরার ভিভোর ভি৪০ প্রো ও ভিভো ভি৪০ স্মার্টফোন, দাম ও স্পেসিফিকেশন 

অনলাইন ডেস্ক
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৪, ১৬: ৩০

ভারতের বাজারে ভি৪০প্রো ও ভি৪০ মডেল স্মার্টফোন উন্মোচন করেছে চীনের ভিভো কোম্পানি। উভয় মডেল ভিভোর ‘ভি’ সিরিজের অন্তর্ভুক্ত ও মডেলগুলোয় ৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে। ভি৪০প্রো ফোনে মিডিয়াটেকের ও ভি৪০ মডেলে স্ন্যাপড্রাগন চিপসেট ব্যবহার করা হয়েছে। সেই সঙ্গে শক্তিশালী ব্যাটারি ব্যবহার করা হয়েছে। 

ভিভোর এই সিরিজে ডিসপ্লেতেও গুরুত্ব দেওয়া হয়েছে। তাই উজ্জ্বল রংগুলো আরও স্পষ্টভাবে ডিসপ্লে দেখা যায়। উভয় মডেলে জেসিস ব্র্যান্ডেড অত্যাধুনিক ক্যামেরা ব্যবহার করা হয়েছে। 

ভি ৪০ ও ভি৪০ প্রো এর দাম ও রং
ভি ৪০ ফোনটি ১৯ আগস্ট ও প্রো মডেলটি ১৩ আগস্টে ভারতের বাজারে বিক্রি শুরু হবে। 
ভি ৪০ প্রো মডেলটির ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ সংস্করণের দাম প্রায় ৪৯ হাজার ৯৯৯ রুপি বা প্রায় ৬৯ হাজার ৮২৮ টাকা। 
ভি ৪০ প্রো মডেলটির ১২ জিবি ও ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজ সংস্করণের দাম প্রায় ৫৫ হাজার ৯৯৯ রুপি বা প্রায় ৭৮ হাজার ২০৮ টাকা। 
এই মডেল গঙ্গা ব্লু (নীল) ও টাইটেনিয়াম গ্রে (ধূসর) রঙে পাওয়া যাবে। 

ভি ৪০ মডেলটির ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি সংস্করণের দাম প্রায় ৩৬ হাজার ৯৯৯ রুপি বা প্রায় ৫১ হাজার ৬৭২ টাকা। 
ভি ৪০ মডেলটির ১২ জিবি র‍্যাম ও ৫১২ জিবি সংস্করণের দাম প্রায় ৪১ হাজার ৯৯৯ রুপি বা প্রায় ৫৮ হাজার ৬৫৫ টাকা। 

এই মডেল গঙ্গা ব্লু (নীল), লোটাস পার্পেল (বেগুনি) ও টাইটেনিয়াম গ্রে (ধূসর) রঙে পাওয়া যাবে। 

ভিভো ৪০ প্রো এর স্পেসিফিকেশন 
পেছনের ক্যামেরা: ত্রিপল ক্যামেরা—৫০ মেগাপিক্সেল ওয়াইড লেন্স, ৫০ মেগাপিক্সেল ২ এক্স অপটিক্যাল জুম ও ৫০ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স। 
সেলফি ক্যামেরা: ডুয়েল ফ্ল্যাশ লাইটসহ ৫০ মেগাপিক্সেল ক্যামেরা। 
নেটওয়ার্ক: ৫জি 
ওয়াইফাই: ৬ 
আয়তন: ১৬৪.২ x ৭৪.৯ x ৭.৬ এমএম 
ওজন: ১৯২ গ্রাম 
সিম: ন্যানো সিম, ডুয়েল সিম ও ইসিম। 
ডিসপ্লে: ৬.৭৮ ইঞ্চি অ্যামলেড স্ক্রিন, এইচডিআর ১০ ‍+ 
রেজল্যুশন: ১২৬০ x ২৮০০ পিক্সেলস
রিফ্রেশ রেট: ১২০ হার্টজ
ব্রাইটনেস: ৪৫০০ নিটস
আইপি রেটিং: আইপি ৬৮। ফোনটি ৩০ মিনিট ১.৫ গভীরে পানিতে থাকতে পারবে। 
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক ফানটাচ ১৪ 
চিপসেট: মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০০ ‍+
সিপিইউ: অক্টাকোর 
জিপিইউ: জি৭১৫ এমসি ১১ 
র‍্যাম: ৮ জিবি ও ১২ জিবি 
ইন্টারনাল স্টোরেজ: ২৫৬ জিবি ও ৫১২ জিবি 
ব্লুটুথ: ৫.৩ 
এনএফসি: আছে 
ইউএসবি: টাইপ সি ২.০ 
ওটিজি: সমর্থন রয়েছে। 
ব্যাটারি: ৫৫০০ এমএএইচ
চার্জিং: ৮০ ওয়াট 

ভি ৪০ মডেলে স্পেসিফিকেশন 
পেছনের ক্যামেরা: ডুয়েল ক্যামেরা—অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সুবিধাসহ দুটি ৫০ মেগাপিক্সেল ক্যামেরা। 
এটি ৩০ এফপিএস–এ ৪কে ভিডিও ধারণ করা যাবে। 
সেলফি ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল 
নেটওয়ার্ক: ৪জি ও ৫জি 
পুরুত্ব: ৭.৬ এমএম
ওজন: ১৯০ গ্রাম
ডিসপ্লে: ৬.৭৮ ইঞ্চি অ্যামোলেড স্ক্রিন 
রেজল্যুশন: ১২৬০ x ২৮০০ পিক্সেলস
রিফ্রেশ রেট: ১২০ হার্টজ 
টাচ স্যাম্পলিং রেট: ৪৮০ হার্টজ 
ব্রাইটনেস: ৪৫০০ নিটস 
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক ফানটাচ ১৪ 
চিপসেট: কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ জেন ৩ 
র‍্যাম: ৮ জিবি 
ভার্চুয়াল র‍্যাম: ৮ জিবি 
ইন্টারনাল স্টোরেজ: ১২৮ জিবি ও ৫১২ জিবি
ব্লুটুথ: ৫.৪ 
এনএফসি: আছে 
ইউএসবি: টাইপ সি ২.০ 
ব্যাটারি: ৫৫০০ এমএএইচ
চার্জিং: ৮০ ওয়াট ফ্লাশচার্জ

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত