অনলাইন ডেস্ক
বহুল কাঙ্ক্ষিত স্যামসাং গ্যালাক্সি এস ২৫ সিরিজ উন্মোচন হতে পারে আগামী মাসেই। এই সিরিজের ডিভাইসগুলোকে জনপ্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই পণ্য জেমিনি অ্যাডভান্স এর সাবস্ক্রিপশন ক্রেতাদের বিনামূল্যে ব্যবহারের সুযোগ দিতে পারে গুগল। গ্রাহকদের কাছে ডিভাইসগুলো আরও আকর্ষণীয় করে তুলতে এই পদক্ষেপ নিতে পারে কোম্পানিটি।
নতুন গ্যালাক্সি এস ২৫ মডেলের সঙ্গে বিভিন্ন সময়কালীন ট্রায়াল সাবস্ক্রিপশন বান্ডল করার পরিকল্পনা করছে গুগল এবং স্যামসাং। এই ট্রায়াল সাবস্ক্রিপশনগুলো ৩ মাস থেকে ১ বছর পর্যন্ত হতে পারে।
উল্লেখ্য, কোনো সেবা বা পণ্যকে নির্দিষ্ট সময়ের জন্য ফ্রি বা ছাড়ে ব্যবহার করতে দেওয়াকে ট্রায়াল সাবস্ক্রিপশন বলে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড অথোরিটির প্রতিবেদনে জানা গেছে, প্রিমিয়াম এআই ফিচারগুলো গ্যালাক্সি এস ২৫ সিরিজে ক্রেতাদের ব্যবহারে সুযোগ দিতে পারে গুগল। গুগল অ্যাপ বেটা সংস্করণ ১৫.৫২. ৩৭-এর একটি এপিকে সংস্করণের কোড বিশ্লেষণে সময় এই বান্ডল অফারের প্রমাণ খুঁজে পাওয়া গেছে।
প্রতিবেদনে কোডগুলোতে ‘গুগল ওয়ান’ এবং ‘স্যামসাং’ উল্লেখ করা হয়েছে এবং ‘আপসেল’ শব্দ ব্যবহার করা হয়েছে। এআই ফিচারগুলো ব্যবহারকারীদের দেখানোর পর, তারা সাবস্ক্রিপশন কেনার জন্য উৎসাহী হবে বলে মনে করছে গুগল।
কোড স্ট্রিংগুলোর (কোডের লাইন বা কোডের অংশ) মধ্যে আরেকটি উল্লেখযোগ্য বিষয় ছিল—‘আপনার ডিভাইস জেমিনি অ্যাডভান্সড-এর {xxx} মাসের সাবস্ক্রিপশনে দেবে, যা কোন খরচ ছাড়াই আমাদের সবচেয়ে শক্তিশালী এআই মডেলগুলোতে অ্যাকসেস প্রদান করবে। এখানে ‘xxx’ সংখ্যা ৩ মাস, ৬ মাস, ৯ মাস বা ১ বছরের মধ্যে পরিবর্তিত হতে পারে।
এ ছাড়া, প্রতিবেদনে আরও কিছু কোড স্ট্রিং এর কথা বলা হয়েছে যেখানে স্যামসাং এস ২৫ এর কথা সরাসরি উল্লেখ করে। অনুমান করা হচ্ছে, সিরিজের বিভিন্ন মডেল অনুযায়ী এই সাবস্ক্রিপশন অফার বিভিন্ন সময়কাল নিয়ে আসতে পারে। যেমন: স্ট্যান্ডার্ড মডেলে ৩ অথবা ৬ মাসের সাবস্ক্রিপশন থাকতে পারে, তবে প্লাস এবং আলট্রা মডেলে ৯ মাস বা ১ বছরের ফ্রি সাবস্ক্রিপশন থাকতে পারে।
তবে, গুগল বা স্যামসাং থেকে আনুষ্ঠানিকভাবে এই অফারের কথা ঘোষণা করা হয়নি এবং অ্যাপের কোডে এর উল্লেখ পাওয়া শুধুমাত্র একটি সম্ভাব্য ইঙ্গিত। তাই, এই তথ্য নিশ্চিত হওয়ার জন্য গ্যালাক্সি এস ২৫ সিরিজের আনুষ্ঠানিক উন্মোচনের জন্য অপেক্ষা করতে হবে।
তথ্যসূত্র: ৩৬০ গ্যাজেটস
বহুল কাঙ্ক্ষিত স্যামসাং গ্যালাক্সি এস ২৫ সিরিজ উন্মোচন হতে পারে আগামী মাসেই। এই সিরিজের ডিভাইসগুলোকে জনপ্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই পণ্য জেমিনি অ্যাডভান্স এর সাবস্ক্রিপশন ক্রেতাদের বিনামূল্যে ব্যবহারের সুযোগ দিতে পারে গুগল। গ্রাহকদের কাছে ডিভাইসগুলো আরও আকর্ষণীয় করে তুলতে এই পদক্ষেপ নিতে পারে কোম্পানিটি।
নতুন গ্যালাক্সি এস ২৫ মডেলের সঙ্গে বিভিন্ন সময়কালীন ট্রায়াল সাবস্ক্রিপশন বান্ডল করার পরিকল্পনা করছে গুগল এবং স্যামসাং। এই ট্রায়াল সাবস্ক্রিপশনগুলো ৩ মাস থেকে ১ বছর পর্যন্ত হতে পারে।
উল্লেখ্য, কোনো সেবা বা পণ্যকে নির্দিষ্ট সময়ের জন্য ফ্রি বা ছাড়ে ব্যবহার করতে দেওয়াকে ট্রায়াল সাবস্ক্রিপশন বলে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড অথোরিটির প্রতিবেদনে জানা গেছে, প্রিমিয়াম এআই ফিচারগুলো গ্যালাক্সি এস ২৫ সিরিজে ক্রেতাদের ব্যবহারে সুযোগ দিতে পারে গুগল। গুগল অ্যাপ বেটা সংস্করণ ১৫.৫২. ৩৭-এর একটি এপিকে সংস্করণের কোড বিশ্লেষণে সময় এই বান্ডল অফারের প্রমাণ খুঁজে পাওয়া গেছে।
প্রতিবেদনে কোডগুলোতে ‘গুগল ওয়ান’ এবং ‘স্যামসাং’ উল্লেখ করা হয়েছে এবং ‘আপসেল’ শব্দ ব্যবহার করা হয়েছে। এআই ফিচারগুলো ব্যবহারকারীদের দেখানোর পর, তারা সাবস্ক্রিপশন কেনার জন্য উৎসাহী হবে বলে মনে করছে গুগল।
কোড স্ট্রিংগুলোর (কোডের লাইন বা কোডের অংশ) মধ্যে আরেকটি উল্লেখযোগ্য বিষয় ছিল—‘আপনার ডিভাইস জেমিনি অ্যাডভান্সড-এর {xxx} মাসের সাবস্ক্রিপশনে দেবে, যা কোন খরচ ছাড়াই আমাদের সবচেয়ে শক্তিশালী এআই মডেলগুলোতে অ্যাকসেস প্রদান করবে। এখানে ‘xxx’ সংখ্যা ৩ মাস, ৬ মাস, ৯ মাস বা ১ বছরের মধ্যে পরিবর্তিত হতে পারে।
এ ছাড়া, প্রতিবেদনে আরও কিছু কোড স্ট্রিং এর কথা বলা হয়েছে যেখানে স্যামসাং এস ২৫ এর কথা সরাসরি উল্লেখ করে। অনুমান করা হচ্ছে, সিরিজের বিভিন্ন মডেল অনুযায়ী এই সাবস্ক্রিপশন অফার বিভিন্ন সময়কাল নিয়ে আসতে পারে। যেমন: স্ট্যান্ডার্ড মডেলে ৩ অথবা ৬ মাসের সাবস্ক্রিপশন থাকতে পারে, তবে প্লাস এবং আলট্রা মডেলে ৯ মাস বা ১ বছরের ফ্রি সাবস্ক্রিপশন থাকতে পারে।
তবে, গুগল বা স্যামসাং থেকে আনুষ্ঠানিকভাবে এই অফারের কথা ঘোষণা করা হয়নি এবং অ্যাপের কোডে এর উল্লেখ পাওয়া শুধুমাত্র একটি সম্ভাব্য ইঙ্গিত। তাই, এই তথ্য নিশ্চিত হওয়ার জন্য গ্যালাক্সি এস ২৫ সিরিজের আনুষ্ঠানিক উন্মোচনের জন্য অপেক্ষা করতে হবে।
তথ্যসূত্র: ৩৬০ গ্যাজেটস
চীনে আইফোনের ওপর বিশেষ ছাড় দেওয়া শুরু করেছে অ্যাপল। দেশটির স্থানীয় ব্র্যান্ডগুলোর তীব্র বাড়তি প্রতিযোগিতা বাড়ায় অ্যাপল এই ছাড় দিয়েছে। আগামী ৪ জানুয়ারি থেকে শুরু হওয়া চার দিনের প্রমোশনে কিছু আইফোন মডেলের ওপর ৫০০ ইউয়ান (প্রায় ৬৮ দশমিক ৫০ ডলার বা ৫৫ দশমিক ৩০ পাউন্ড) পর্যন্ত ছাড় দিচ্ছে টেক জায়ান্টটি।
১৮ ঘণ্টা আগেচলতি মাসেই আত্মপ্রকাশ করতে পারে স্যামসাং গ্যালাক্সি এস ২৫ সিরিজ। এর আগেই এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের ডিজাইন, হার্ডওয়্যার এবং ক্যামেরা নিয়ে বিভিন্ন তথ্য অনলাইনে ছড়িয়ে পড়েছে। এবার জানা গেলো সিরিজটির চিপসেট সম্পর্কে। এতে সিরিজটির সবগুলো মডেলে ও সংস্করণে স্ন্যাপড্রাগনের চিপসেট ব্যবহার করা হতে পারে।
১৯ ঘণ্টা আগেপ্রতারণা ও মিথ্যা তথ্য ছড়িয়ে পড়া ঠেকাতে একটি নতুন ভেরিফিকেশন ফিচার চালুর ঘোষণা দিয়েছে টেলিগ্রাম। এর মাধ্যমে অনুমোদিত তৃতীয় পক্ষের সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো ব্যবহারকারীদের টেলিগ্রাম অ্যাকাউন্ট ও চ্যাটে অতিরিক্ত ভেরিফিকেশন আইকন যুক্ত করার সুযোগ পাবে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জের প্রতিবেদনে
১ দিন আগেগোপনীয়তা লঙ্ঘন করার অভিযোগে অ্যাপলের বিরুদ্ধে একটি ক্লাস অ্যাকশন মামলা দায়ের করতে চাচ্ছে অসংখ্য ব্যবহারকারী। তবে এর আগেই ৯৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিয়ে মামলাটি নিষ্পত্তি করতে সম্মত হয়েছে অ্যাপল। এই মামলায় অভিযোগ ছিল যে, অ্যাপলের ভয়েস অ্যাসিস্ট্যান্ট ‘সিরি’ ব্যবহারকারীদের অজান্তেই কথোপকথন রেকর্ড করত।
১ দিন আগে