মাহিন আলম
কোনো কিছুকে হিমায়িত করার জন্য এখন যেসব প্রযুক্তি প্রচলিত আছে, তার বিকল্প একটি প্রযুক্তি উদ্ভাবন করেছেন বিজ্ঞানীরা। এর নাম আয়নোক্যালোরিক কুলিং। শুধু তা-ই নয়, নতুন এই প্রযুক্তি বিশ্বের জন্য আরও বেশি নিরাপদ ও সহায়ক বলে দাবি করেছেন তারা।
ডিপার্টমেন্ট অব এনার্জির লরেন্স বার্কলে ন্যাশনাল ল্যাবরেটরির (বার্কলে ল্যাব) গবেষকেরা গরম ও শীতল করার এই নতুন পদ্ধতির মৌলিক ধারণাটি প্রয়োগ করেছেন। তাঁদের এ গবেষণাপত্র ২০২২ সালের ২৩ ডিসেম্বর সায়েন্স জার্নালে প্রকাশিত হয়েছে।
সাধারণ হিমায়ন-প্রক্রিয়ায় গ্যাসের মাধ্যমে তাপ বাদ দিয়ে শীতল অবস্থার সৃষ্টি করা হয়। ব্যবহৃত গ্যাস পরিবেশের জন্য ক্ষতিকর। আয়নোক্যালোরিক চক্র লবণ থেকে আসা আয়ন প্রবাহের মাধ্যমে তাপমাত্রার পরিবর্তন ঘটায়। এই রেফ্রিজারেশন পদ্ধতিটি পরিবেশের জন্য ক্ষতিকর নয়।
এই প্রযুক্তির প্রথম পরীক্ষায় এক ভোল্টেরও কম বিদ্যুৎ ব্যবহার করে ২৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পরিবর্তন দেখানো হয়েছে।
গবেষণায় নেতৃত্বদানকারী বার্কলে ল্যাবের গবেষণা সহকারী ড্রিউ লিলি বলেন, ‘আমরা এমন একটি বিকল্প সমাধান তৈরি করতে চাইছিলাম, যা জিনিসপত্রকে ঠান্ডা করে, দক্ষতার সঙ্গে কাজ করে, নিরাপদ ও পরিবেশেরও ক্ষতি করে না। আমরা মনে করি, আয়নোক্যালোরিক চক্রের সেসব লক্ষ্য পূরণ করার সম্ভাবনা রয়েছে, যদি যথাযথভাবে প্রয়োগ করা হয়। বর্তমান রেফ্রিজারেন্টগুলো হাইড্রোফ্লুরোকার্বন (এইচএফসি) উৎপাদন করে, যা কার্বন ডাই-অক্সাইডের মতো হাজার হাজার গুণ কার্যকরভাবে তাপ আটকাতে পারে। কিন্তু আয়নোক্যালোরিক চক্রে এই গ্যাস তৈরি হবে না।
রবি প্রাশার নামে গবেষণা দলের একজন জানিয়েছেন, লিথিয়াম-আয়ন ব্যাটারিতে ব্যবহৃত একটি সাধারণ জৈব দ্রাবক ইথিলিন কার্বোনেটের পাশাপাশি আয়োডিন ও সোডিয়াম দিয়ে তৈরি একধরনের লবণ ব্যবহার করা হয় এ পদ্ধতিতে। এই প্রযুক্তির প্রথম পরীক্ষায় এক ভোল্টেরও কম বিদ্যুৎ ব্যবহার করে ২৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পরিবর্তন দেখানো হয়েছে।
সূত্র: সায়েন্স অ্যালার্ট ডটকম, সাইটেক ডেইলি
কোনো কিছুকে হিমায়িত করার জন্য এখন যেসব প্রযুক্তি প্রচলিত আছে, তার বিকল্প একটি প্রযুক্তি উদ্ভাবন করেছেন বিজ্ঞানীরা। এর নাম আয়নোক্যালোরিক কুলিং। শুধু তা-ই নয়, নতুন এই প্রযুক্তি বিশ্বের জন্য আরও বেশি নিরাপদ ও সহায়ক বলে দাবি করেছেন তারা।
ডিপার্টমেন্ট অব এনার্জির লরেন্স বার্কলে ন্যাশনাল ল্যাবরেটরির (বার্কলে ল্যাব) গবেষকেরা গরম ও শীতল করার এই নতুন পদ্ধতির মৌলিক ধারণাটি প্রয়োগ করেছেন। তাঁদের এ গবেষণাপত্র ২০২২ সালের ২৩ ডিসেম্বর সায়েন্স জার্নালে প্রকাশিত হয়েছে।
সাধারণ হিমায়ন-প্রক্রিয়ায় গ্যাসের মাধ্যমে তাপ বাদ দিয়ে শীতল অবস্থার সৃষ্টি করা হয়। ব্যবহৃত গ্যাস পরিবেশের জন্য ক্ষতিকর। আয়নোক্যালোরিক চক্র লবণ থেকে আসা আয়ন প্রবাহের মাধ্যমে তাপমাত্রার পরিবর্তন ঘটায়। এই রেফ্রিজারেশন পদ্ধতিটি পরিবেশের জন্য ক্ষতিকর নয়।
এই প্রযুক্তির প্রথম পরীক্ষায় এক ভোল্টেরও কম বিদ্যুৎ ব্যবহার করে ২৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পরিবর্তন দেখানো হয়েছে।
গবেষণায় নেতৃত্বদানকারী বার্কলে ল্যাবের গবেষণা সহকারী ড্রিউ লিলি বলেন, ‘আমরা এমন একটি বিকল্প সমাধান তৈরি করতে চাইছিলাম, যা জিনিসপত্রকে ঠান্ডা করে, দক্ষতার সঙ্গে কাজ করে, নিরাপদ ও পরিবেশেরও ক্ষতি করে না। আমরা মনে করি, আয়নোক্যালোরিক চক্রের সেসব লক্ষ্য পূরণ করার সম্ভাবনা রয়েছে, যদি যথাযথভাবে প্রয়োগ করা হয়। বর্তমান রেফ্রিজারেন্টগুলো হাইড্রোফ্লুরোকার্বন (এইচএফসি) উৎপাদন করে, যা কার্বন ডাই-অক্সাইডের মতো হাজার হাজার গুণ কার্যকরভাবে তাপ আটকাতে পারে। কিন্তু আয়নোক্যালোরিক চক্রে এই গ্যাস তৈরি হবে না।
রবি প্রাশার নামে গবেষণা দলের একজন জানিয়েছেন, লিথিয়াম-আয়ন ব্যাটারিতে ব্যবহৃত একটি সাধারণ জৈব দ্রাবক ইথিলিন কার্বোনেটের পাশাপাশি আয়োডিন ও সোডিয়াম দিয়ে তৈরি একধরনের লবণ ব্যবহার করা হয় এ পদ্ধতিতে। এই প্রযুক্তির প্রথম পরীক্ষায় এক ভোল্টেরও কম বিদ্যুৎ ব্যবহার করে ২৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পরিবর্তন দেখানো হয়েছে।
সূত্র: সায়েন্স অ্যালার্ট ডটকম, সাইটেক ডেইলি
স্যামসাং গ্যালাক্সি এস ২৫ সিরিজের চতুর্থ এবং শেষ ফোন হল গ্যালাক্সি এস ২৫ এজ। এই মডেল আগামী মাসে আনুষ্ঠানিকভাবে বাজারে আসার বেশ সম্ভাবনা রয়েছে। তবে এর আগে ফোনটি সম্পর্কে বেশ কিছু নতুন তথ্য ফাঁস হয়েছে, যা ফোনটি সম্পর্কে আরও বিস্তারিত ধারণা প্রদান করছে। এমনকি এর সম্ভাব্য দাম সম্পর্কেও জানা গেছে।
১০ ঘণ্টা আগেওপেনএআই-এর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই রিজনিং মডেলগুলো তৈরি করতে শুরু করেছে টেক জায়ান্ট মাইক্রোসফট। এসব মডেলগুলো ডেভেলপারদের কাছে বিক্রির উদ্যোগও নিতে পারে কোম্পানিটি। সংশ্লিষ্ট একাধিক সূত্রের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমে ‘দ্য ইনফরমেশন’ এসব তথ্য জানিয়েছে।
১৪ ঘণ্টা আগেডিজিটাল যুগে যোগাযোগের জন্য বহুল ব্যবহৃত প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। একসময় এটি শুধু ব্যক্তিগত ম্যাসেজিং অ্যাপ হিসেবে পরিচিত ছিল। তবে এখন এটি ব্যবসা, ব্র্যান্ডের প্রচার-প্রচারণা এবং বৃহত্তর শ্রোতাদের সঙ্গে যোগাযোগের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। হোয়াটসঅ্যাপ চ্যানেল নামক নতুন ফিচারটি এ
১৬ ঘণ্টা আগেস্মার্টফোনের সবচেয়ে সংবেদশীল অংশ হলো ডিভাইসের স্ক্রিন। হাত থেকে পড়ে গেলে তা সহজেই ভেঙে যেতে পারে। তাই ফোন কেনার সঙ্গে সঙ্গে স্ক্রিন প্রটেক্টর লাগিয়ে থাকেন অনেকেই। এটি মূল স্ক্রিনকে একটি অতিরিক্ত সুরক্ষা দেয়। টেম্পারড গ্লাস থেকে শুরু করে লিকুইড কোটিং পর্যন্ত, বিভিন্ন ধরনের স্ক্রিন প্রটেক্টর বাজারে...
১ দিন আগে