অনলাইন ডেস্ক
আইপ্যাডের জন্য নতুন পেন্সিল নিয়ে এল অ্যাপল। এতে ইউএসবি সি পোর্ট যুক্ত করা হয়েছে, যার মাধ্যমে পেন্সিলটিতে চার্জ দেয়া ও পেয়ারিং করা যাবে। অন্যান্য অ্যাপল পেন্সিলের তুলনায় এটি সবচেয়ে সাশ্রয়ী। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গ্যাজেডটস নাও এর প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
অ্যাপল দাবি করছে, প্রথম ও দ্বিতীয় জেনারেশনের অ্যাপল পেন্সিলের মত টিল্ট সেন্সিটিভিটি ও কম ল্যাটেন্সি থাকবে এই মডেলে। নোট, স্কেচিং, জার্নালিংসহ অন্যান্য কাজ পেন্সিলটি নির্ভুলভাবে করতে পারবে।
পেন্সিলটির দাম ও যেসব স্থানে পাওয়া যাবে
নভেম্বর থেকে ইউএসবি টাইপ সি যুক্ত অ্যাপল পেন্সিলটি পাওয়া যাবে। এটির দাম হল ৭ হাজার ৯৯০ রুপি। বর্তমান শিক্ষার্থী ও কলেজে ভর্তি হবে এমন ছাত্র–ছাত্রী ও অভিভাবক, ফ্যাকাল্টি ও ফ্যাকাল্টির সদস্য এবং হোম–স্কুলের শিক্ষকরা ৬ হাজার ৯৯০ রুপিতে পেন্সিলটি কিনতে পারবে।
যেসব আইপ্যাডে অ্যাপল পেন্সিলটি ব্যবহার করা যাবে
ইউএসবি টাইপ সি পোর্ট যুক্ত আইপ্যাডে নতুন অ্যাপল পেন্সিলটি ব্যবহার করা যাবে। যেসব আইপ্যাডে এই পেন্সিল ব্যবহার করা যাবে সেগুলো হল–
ইউএসবি সি যুক্ত অ্যাপল পেন্সিলের ফিচার
অ্যাপল পেন্সিলের একদম উপরে স্লাইডিং কভারের ভেতরে ইউএসবি সি পোর্ট রয়েছে। ইউএসবি সি পোর্টের মাধ্যমে চার্জিং ও পেয়ারিং করা যাবে।
অ্যাপল বলছে, আইপ্যাডে চুম্বকের সঙ্গে আটকে পেন্সিলটি চার্জিং দেওয়া যাবে। এ সময় ব্যাটারি সাশ্রয় করতে পেন্সিলটি স্লিপিং স্টেটে থাকবে। প্রথম ও দ্বিতীয় জেনারেশনের অ্যাপল পেন্সিলের সব সুবিধা এতে পাওয়া যাবে। এটি অ্যাপলের ইকোসিস্টেমের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
নতুন অ্যাপল পেন্সিলটি আইপ্যাডওসের স্ক্রিবল, কুয়িক নোটের সঙ্গে কাজ করবে। এছাড়া ফ্রি ফর্মেও এই পেন্সিলটি ব্যবহার করা যাবে।
আইপ্যাড প্রো এর এম২ মডেলের সঙ্গে পেয়ার করলে পেন্সিলটি দিয়ে হোভার ফিচারের ব্যবহার করা যাবে। স্কেচিং ও ইলাস্ট্রেশনকে আরও সহজ করে তুলবে এই ফিচার।
আইপ্যাডের জন্য নতুন পেন্সিল নিয়ে এল অ্যাপল। এতে ইউএসবি সি পোর্ট যুক্ত করা হয়েছে, যার মাধ্যমে পেন্সিলটিতে চার্জ দেয়া ও পেয়ারিং করা যাবে। অন্যান্য অ্যাপল পেন্সিলের তুলনায় এটি সবচেয়ে সাশ্রয়ী। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গ্যাজেডটস নাও এর প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
অ্যাপল দাবি করছে, প্রথম ও দ্বিতীয় জেনারেশনের অ্যাপল পেন্সিলের মত টিল্ট সেন্সিটিভিটি ও কম ল্যাটেন্সি থাকবে এই মডেলে। নোট, স্কেচিং, জার্নালিংসহ অন্যান্য কাজ পেন্সিলটি নির্ভুলভাবে করতে পারবে।
পেন্সিলটির দাম ও যেসব স্থানে পাওয়া যাবে
নভেম্বর থেকে ইউএসবি টাইপ সি যুক্ত অ্যাপল পেন্সিলটি পাওয়া যাবে। এটির দাম হল ৭ হাজার ৯৯০ রুপি। বর্তমান শিক্ষার্থী ও কলেজে ভর্তি হবে এমন ছাত্র–ছাত্রী ও অভিভাবক, ফ্যাকাল্টি ও ফ্যাকাল্টির সদস্য এবং হোম–স্কুলের শিক্ষকরা ৬ হাজার ৯৯০ রুপিতে পেন্সিলটি কিনতে পারবে।
যেসব আইপ্যাডে অ্যাপল পেন্সিলটি ব্যবহার করা যাবে
ইউএসবি টাইপ সি পোর্ট যুক্ত আইপ্যাডে নতুন অ্যাপল পেন্সিলটি ব্যবহার করা যাবে। যেসব আইপ্যাডে এই পেন্সিল ব্যবহার করা যাবে সেগুলো হল–
ইউএসবি সি যুক্ত অ্যাপল পেন্সিলের ফিচার
অ্যাপল পেন্সিলের একদম উপরে স্লাইডিং কভারের ভেতরে ইউএসবি সি পোর্ট রয়েছে। ইউএসবি সি পোর্টের মাধ্যমে চার্জিং ও পেয়ারিং করা যাবে।
অ্যাপল বলছে, আইপ্যাডে চুম্বকের সঙ্গে আটকে পেন্সিলটি চার্জিং দেওয়া যাবে। এ সময় ব্যাটারি সাশ্রয় করতে পেন্সিলটি স্লিপিং স্টেটে থাকবে। প্রথম ও দ্বিতীয় জেনারেশনের অ্যাপল পেন্সিলের সব সুবিধা এতে পাওয়া যাবে। এটি অ্যাপলের ইকোসিস্টেমের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
নতুন অ্যাপল পেন্সিলটি আইপ্যাডওসের স্ক্রিবল, কুয়িক নোটের সঙ্গে কাজ করবে। এছাড়া ফ্রি ফর্মেও এই পেন্সিলটি ব্যবহার করা যাবে।
আইপ্যাড প্রো এর এম২ মডেলের সঙ্গে পেয়ার করলে পেন্সিলটি দিয়ে হোভার ফিচারের ব্যবহার করা যাবে। স্কেচিং ও ইলাস্ট্রেশনকে আরও সহজ করে তুলবে এই ফিচার।
ইলন মাস্কের মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম এক্স–এর মতো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক ফিচার নিয়ে পরীক্ষা নিয়ে করছে মেটার থ্রেডস। ফিচারটি এআই ব্যবহার করে ট্রেন্ডিং বিষয়গুলো সারসংক্ষেপ তৈরি করে দেবে।
৩ ঘণ্টা আগেওপেনএআই-এর প্রতিদ্বন্দ্বী অ্যানথ্রোপিক–এ আরও ৪ বিলিয়ন বা ৪০০ কোটি ডলার বিনিয়োগ করেছে যুক্তরাষ্ট্রের বহুজাতিক কোম্পানি আমাজন। বড় প্রযুক্তি প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে জেনারেটিভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (জেনএআই) প্রযুক্তি ব্যবহার করার প্রতিযোগিতায় লিপ্ত হওয়ার কারণে ই-কমার্স জায়ান্টটি এই বিনিয়োগ করেছে। সং
৪ ঘণ্টা আগেএক্সের (সাবেক টুইটার) প্রতিদ্বন্দ্বী মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম থ্রেডসের অ্যালগরিদম পরিবর্তন করল মেটা। এর ফলে যেসব অ্যাকাউন্ট ব্যবহারকারীরা ফলো করেন সেগুলোর কনটেন্টই বেশি দেখানো হবে। গত বৃহস্পতিবার থেকে ফিচারটি চালু হয়।
২১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা টাইম ম্যাগাজিন–এর কভারে ধনকুবের ইলন মাস্কের ‘টু ডু লিস্ট’ বা দিনের কাজের তালিকা প্রকাশ করেছে। তবে এটি মাস্কের ব্যক্তিগত চেকলিস্ট নয় বলে স্পষ্টভাবে জানিয়েছেন মাস্ক।
১ দিন আগে