অনলাইন ডেস্ক
বিশ্বজুড়ে আর্জেন্টিনার ফুটবল দলের সমর্থক রয়েছে। এই কথা মাথায় রেখেই ভারতে রেডমি নোট ১৩ প্রো এর নতুন সংস্করণ উন্মোচন করল শাওমি। মডেলটির নতুন সংস্করণের নাম হলো—রেডমি নোট ১৩ প্রো + ৫জি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন এডিশন। আর্জেন্টিনার ২০২২ সালের ফিফা ওয়ার্ল্ডে কাপ জয়ের ঘটনাটি ঘিরে এই ফোনের নকশা করা হয়েছে।
আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সঙ্গে অংশীদারত্বে রেডমি নোট ১৩ প্রো–এর নতুন সংস্করণটি তৈরি করা হয়েছে। ভারতের বাজারে ১০ বছর ধরে ফোন বিক্রি করছে শাওমি। এই ১০ম বাষির্কী উদযাপনে সংস্করণটি উন্মোচন করেছে কোম্পানিটি। ফোনটিতে একটি অন্যান্য ব্যাক প্যানেল রয়েছে। যেখানে আর্জেন্টিনার পতাকা রয়েছে।
বিশেষ সংস্করণ হলেও ফোনটির দাম ও রেডমি নোট ১৩ প্রো–এর দাম একই। নতুন সংস্করণটির দাম হলো—৩৪ হাজার ৪৯৯ রুপি।
ফোনটির বক্সে যা যা অন্তর্ভুক্ত থাকবে
রেডমি নোট ১৩ প্রো –এর ৫জি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন সংস্করণটির বক্সটি আর্জেন্টিনার পতাকার মতো সাদা ও নীল রঙের ডোরাকাটা নকশার সঙ্গে ফুটবল তারকা অ্যাঞ্জেল ডি মারিয়া, এমিলিয়ানো মার্টিনেজ ও রদ্রিগো ডি পলের ছবি রয়েছে।
থাকবে। তিনটি বিশ্বকাপ জেতার জন্য এখানে তিনটি তারকা ও এএফএ–এর লোগোও রয়েছে। বক্সের মধ্যে একটি কার্ড রয়েছে। যেখানে সোনালি অক্ষরে রেডমি লোগো ও বার্ষিকী সম্পর্কিত টেক্সট রয়েছে। কার্ডটির ব্যাকগ্রাউন্ডে আর্জেন্টিনার খেলোয়াড়রা বিশ্বকাপ হাতে নিয়ে উদ্যাপন করছেন এমন ছবি রয়েছে।
কার্ডটির উল্টো পাশে আর্জেন্টিনার চ্যাম্পিয়ন দলটির পোস্টার রয়েছে। এর নিচে প্রতিটি খেলোয়াড়ের নাম রয়েছে। বক্সের সঙ্গে এএফএ লোগো সংবলিত নীল রঙের চার্জার দেওয়া থাকবে। ফুটবলের আদলে একটি নতুন নকশা সিম ইজেকশন টুল দেওয়া হবে।
রেডমি নোট ১৩ প্রো + ৫জি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন এডিশনের নকশা ও ডিসপ্লে
ফোনটির ব্যাকপ্যানেলের অর্ধেক অংশে আর্জেন্টিনার পতাকা রয়েছে ও বাকি অর্ধেক অংশে নীল রঙের ওপরে এএফএ ও রেডমির লোগো রয়েছে। সেই সঙ্গে ১০ সংখ্যাটি লেখা রয়েছে। এর মাধ্যমে লিওনেল মেসির জার্সির নম্বর ও শাওমি ১০ম বার্ষিকীর বিষয়টি তুলে ধরা হয়েছে। ফোনটিতে ৬ দশমিক ৬৭ ইঞ্চির ৩ডি কার্ভ অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। ভলিয়ম ও পাওয়ার বাটনগুলো নীল রঙের।
ফোনটির জন্য দুইটি ওয়ালপেপার তৈরি করা রয়েছে। একটি ওয়ালপেপারে বক্সের মতো তিনটি তারকা রয়েছে ও আরেকটিতে ফুটবল মাঠের সঙ্গে এএফএ–এর লোগো রয়েছে।
ফোনটির অ্যাপ আইকোনগুলোতেও সাদা ও নীল রং দেখতে পাওয়া যাবে। তবে ব্যবহারকারীরা চাইলে আইকোনগুলো সাধারণ আইকোনে পরিবর্তন করতে পারবে।
রেডমি নোট ১৩ প্রো + ৫জি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন এডিশনের স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: তিনটি ক্যামেরা—অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন ২০০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স।
সেলফি ক্যামেরা: ১৬ মেগাপিক্সেল
নেটওয়ার্ক: ৪ জি/৫জি
ওজন: ১৯৯ গ্রাম
ডিসপ্লে: ৬ দশমিক ৬৭ ইঞ্চির ৩ডি কার্ভ অ্যামোলেড ডিসপ্লে
ফিঙ্গারপ্রিন্ট সেন্সর: ইন ডিসপ্লে
রিফ্রেশ রেট: ১২০ হার্টজ
টাচ স্যাম্পলিং রেট: ২৪০ হার্টজ
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক হাইপারওএস
চিপসেট: মিডিয়াটেক ডাইমেনসিটি ৭২০০ আলট্রা চিপসেট
মেমোরি: ১২ জিবি
ভার্চুয়াল র্যাম: ৮ জিই
ইন্টারনাল স্টোরেজ: ৫১২ জিবি
ইউএসবি: সি
ব্লুটুথ: ৫.৩
হেডফোন জ্যাক: নেই
এনএফসি: আছে
ব্যাটারি: ৫০০০ এমএএইচ
চার্জিং: ১২ ওয়াট
বিশ্বজুড়ে আর্জেন্টিনার ফুটবল দলের সমর্থক রয়েছে। এই কথা মাথায় রেখেই ভারতে রেডমি নোট ১৩ প্রো এর নতুন সংস্করণ উন্মোচন করল শাওমি। মডেলটির নতুন সংস্করণের নাম হলো—রেডমি নোট ১৩ প্রো + ৫জি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন এডিশন। আর্জেন্টিনার ২০২২ সালের ফিফা ওয়ার্ল্ডে কাপ জয়ের ঘটনাটি ঘিরে এই ফোনের নকশা করা হয়েছে।
আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সঙ্গে অংশীদারত্বে রেডমি নোট ১৩ প্রো–এর নতুন সংস্করণটি তৈরি করা হয়েছে। ভারতের বাজারে ১০ বছর ধরে ফোন বিক্রি করছে শাওমি। এই ১০ম বাষির্কী উদযাপনে সংস্করণটি উন্মোচন করেছে কোম্পানিটি। ফোনটিতে একটি অন্যান্য ব্যাক প্যানেল রয়েছে। যেখানে আর্জেন্টিনার পতাকা রয়েছে।
বিশেষ সংস্করণ হলেও ফোনটির দাম ও রেডমি নোট ১৩ প্রো–এর দাম একই। নতুন সংস্করণটির দাম হলো—৩৪ হাজার ৪৯৯ রুপি।
ফোনটির বক্সে যা যা অন্তর্ভুক্ত থাকবে
রেডমি নোট ১৩ প্রো –এর ৫জি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন সংস্করণটির বক্সটি আর্জেন্টিনার পতাকার মতো সাদা ও নীল রঙের ডোরাকাটা নকশার সঙ্গে ফুটবল তারকা অ্যাঞ্জেল ডি মারিয়া, এমিলিয়ানো মার্টিনেজ ও রদ্রিগো ডি পলের ছবি রয়েছে।
থাকবে। তিনটি বিশ্বকাপ জেতার জন্য এখানে তিনটি তারকা ও এএফএ–এর লোগোও রয়েছে। বক্সের মধ্যে একটি কার্ড রয়েছে। যেখানে সোনালি অক্ষরে রেডমি লোগো ও বার্ষিকী সম্পর্কিত টেক্সট রয়েছে। কার্ডটির ব্যাকগ্রাউন্ডে আর্জেন্টিনার খেলোয়াড়রা বিশ্বকাপ হাতে নিয়ে উদ্যাপন করছেন এমন ছবি রয়েছে।
কার্ডটির উল্টো পাশে আর্জেন্টিনার চ্যাম্পিয়ন দলটির পোস্টার রয়েছে। এর নিচে প্রতিটি খেলোয়াড়ের নাম রয়েছে। বক্সের সঙ্গে এএফএ লোগো সংবলিত নীল রঙের চার্জার দেওয়া থাকবে। ফুটবলের আদলে একটি নতুন নকশা সিম ইজেকশন টুল দেওয়া হবে।
রেডমি নোট ১৩ প্রো + ৫জি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন এডিশনের নকশা ও ডিসপ্লে
ফোনটির ব্যাকপ্যানেলের অর্ধেক অংশে আর্জেন্টিনার পতাকা রয়েছে ও বাকি অর্ধেক অংশে নীল রঙের ওপরে এএফএ ও রেডমির লোগো রয়েছে। সেই সঙ্গে ১০ সংখ্যাটি লেখা রয়েছে। এর মাধ্যমে লিওনেল মেসির জার্সির নম্বর ও শাওমি ১০ম বার্ষিকীর বিষয়টি তুলে ধরা হয়েছে। ফোনটিতে ৬ দশমিক ৬৭ ইঞ্চির ৩ডি কার্ভ অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। ভলিয়ম ও পাওয়ার বাটনগুলো নীল রঙের।
ফোনটির জন্য দুইটি ওয়ালপেপার তৈরি করা রয়েছে। একটি ওয়ালপেপারে বক্সের মতো তিনটি তারকা রয়েছে ও আরেকটিতে ফুটবল মাঠের সঙ্গে এএফএ–এর লোগো রয়েছে।
ফোনটির অ্যাপ আইকোনগুলোতেও সাদা ও নীল রং দেখতে পাওয়া যাবে। তবে ব্যবহারকারীরা চাইলে আইকোনগুলো সাধারণ আইকোনে পরিবর্তন করতে পারবে।
রেডমি নোট ১৩ প্রো + ৫জি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন এডিশনের স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: তিনটি ক্যামেরা—অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন ২০০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স।
সেলফি ক্যামেরা: ১৬ মেগাপিক্সেল
নেটওয়ার্ক: ৪ জি/৫জি
ওজন: ১৯৯ গ্রাম
ডিসপ্লে: ৬ দশমিক ৬৭ ইঞ্চির ৩ডি কার্ভ অ্যামোলেড ডিসপ্লে
ফিঙ্গারপ্রিন্ট সেন্সর: ইন ডিসপ্লে
রিফ্রেশ রেট: ১২০ হার্টজ
টাচ স্যাম্পলিং রেট: ২৪০ হার্টজ
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক হাইপারওএস
চিপসেট: মিডিয়াটেক ডাইমেনসিটি ৭২০০ আলট্রা চিপসেট
মেমোরি: ১২ জিবি
ভার্চুয়াল র্যাম: ৮ জিই
ইন্টারনাল স্টোরেজ: ৫১২ জিবি
ইউএসবি: সি
ব্লুটুথ: ৫.৩
হেডফোন জ্যাক: নেই
এনএফসি: আছে
ব্যাটারি: ৫০০০ এমএএইচ
চার্জিং: ১২ ওয়াট
মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে মানব মস্তিষ্কে চিপ স্থাপনের অনুমোদন পেল ইলন মাস্কের নিউরো প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান নিউরালিংক। কানাডায় মানব ট্রায়াল চালানোর জন্য অনুমোদন পেয়েছে প্রতিষ্ঠানটি। এই প্রক্রিয়ার জন্য ‘প্রথম এবং একমাত্র সার্জিক্যাল সাইট’ হবে কানাডার টরন্টো ওয়েস্
২ ঘণ্টা আগেবিশ্বব্যাপী নতুন সিরিজ ফাইন্ড এক্স ৮ উন্মোচন করল চীনের স্মার্টফোন নির্মাতা অপো। এই সিরিজে অপো ফাইন্ড এক্স ও অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেল দুটি অন্তর্ভুক্ত রয়েছে। মডেল দুটিতেই ৫০ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। তবে অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেলে আইফোনের মতো ক্যামেরা বাটন যুক্ত করা হয়েছে। সিরিজটিতে মিডিয়াটেক
২০ ঘণ্টা আগেবৈদ্যুতিক গাড়ির জন্য সলিড স্টেট ব্যাটারি ব্যাপক পরিমাণে তৈরি করবে হোন্ডা। এ জন্য জাপানে একটি উৎপাদন কেন্দ্র তৈরি করেছে কোম্পানিটি। এখানে ব্যাটারিটি তৈরি পরিকল্পনাটি পরীক্ষা–নিরীক্ষা করা হবে। এই পরিকল্পনা কম খরচে ও টেকসই ব্যাটারি তৈরিতে সহায়ক হবে।
১ দিন আগেম্যাসেজিং প্ল্যাটফর্ম মেসেঞ্জারে একযোগে বেশ কিছু ফিচার যুক্ত করেছে মেটা। ফিচারগুলো ভিডিও কল ও অডিও কলের অভিজ্ঞতাকে আরও উন্নত করবে। নতুন আপডেটের মাধ্যমে মেসেঞ্জারে নয়েজ সারপ্রেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক ব্যাকগ্রাউন্ড, এইচডি ভিডিও কল এবং হ্যান্ডস ফ্রি কলিংয়ের মতো ফিচার পাওয়া যাবে। এক ব্লগ প
১ দিন আগে