অনলাইন ডেস্ক
বিশেষ ছাড়ে পিক্সেল ৮ ও পিক্সেল ৮ প্রো মডেলের দাম কমাল গুগল। পিক্সেল ৮ মডেলের দাম ১৫০ ডলার কমিয়ে ৩৯৯ ডলার ও পিক্সেল ৮ প্রো মডেলের দাম ২০০ ডলার কমিয়ে ৫৯৯ ডলার নির্ধারণ করেছে কোম্পানিটি। আমেরিকান বিজনেস ম্যাগাজিন ফোর্বসের এক প্রতিবেদনে জানায়, গত বছরের ডিসেম্বরে ও এই বছরের জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চ মাসেও ফোন দুটির দাম কমানো হয়েছিল।
এর আগেও বিভিন্ন ছাড়ের মাধ্যমে পণ্যের দাম কমিয়েছে গুগল। বিশেষ করে পিক্সেল ফোল্ড ফোনের ক্ষেত্রে ছাড় দিয়ে দাম কমিয়ে থাকে এই টেক জায়ান্ট। বর্তমানে পিক্সেল ফোল্ড ৫০০ ডলার কমে পাওয়া যাচ্ছে।
গুগলের বার্ষিক সফটওয়্যার নির্মাণ সম্মেলন আই/ও আগামী ১৪ মে অনুষ্ঠিত হবে। সেই অনুষ্ঠানে পিক্সেল ৮এ ফোনের উন্মোচন করা হতে পারে। এর জন্য পিক্সেল ৭এ ফোনেও বেশ কয়েকবার ছাড় দেওয়া হয়। বাজেট ফোনটির মূল দাম ৪৯৯ ডলার। বর্তমানে এটি ১৫০ ডলার কমে বিক্রি করা হচ্ছে।
ফোর্বসের প্রতিবেদক বলেন, পিক্সেল ৮এ মডেলের দাম আবার কমলেও তাতে আশ্চর্য হওয়ার কিছু নেই। পিক্সেল ৮এ ফোন উন্মোচনের আগে বেশি কিছু ডিভাইসের দাম কমাতে পারে গুগল। কারণ অন্যান্য খুচরা বিক্রেতারাও পিক্সেল ৮এ বাজারে আসার আগে পুরোনো মডেলগুলোর মজুত শেষ করতে চায়।
২০২৪ সালের প্রতি মাসেই পিক্সেল সিরিজের অন্তর্ভুক্ত ফোনগুলোর দাম কমিয়েছে গুগল। এ ছাড়া পিক্সেল ৮ ফোন ব্যবহারকারীদের ইউটিউব প্রিমিয়াম সাবস্ক্রিপশন কেনার জন্য ১২৫ ডলার ছাড়ও দেয়া হয়। এলোমেলোভাবে গুগল ফটোজ ব্যবহারকারীদের জন্য ১০০ ডলার কুপন ইমেইলের মাধ্যমে পাঠায় গুগল।
গুগল সব সময়ই তাদের পণ্যে এই ধরনের ছাড় দিয়ে আসছে। তবে এত বেশি পরিমাণ ছাড় দেওয়াকে গুগলের নতুন কৌশল হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। স্যামসাংও গ্যালাক্সি এস ২৪ সিরিজের ফোনে বার বার ছাড় দিচ্ছে। এদিকে মটোরোলা তাদের নতুন মডেলগুলোতে ছাড় দিচ্ছে।
সাবস্ক্রিপশন সেবাতেও পরিবর্তন আনছে গুগল। এগুলোকে আরও আকর্ষণীয় করার চেষ্টা করছে কোম্পানিটি। হার্ডওয়্যারভিত্তিক সেবাতেও ছাড় আনছে গুগল। আর একবার গুগলের ইকোসিস্টেমের ওপর নির্ভরশীল হয়ে গেলে এগুলো থেকে বের হওয়া ব্যবহারকারীদের জন্য কঠিন হয়ে পড়ে।
গুগলের ওয়ান ক্লাউড স্টোরেজের প্ল্যানের সঙ্গে নেস্ট এওয়ার (গুগলের সিসি ক্যামেরা সেবার প্ল্যান) ও ফিটবিট প্রিমিয়ামের (গুগলের স্মার্ট ঘড়ির সাবস্ক্রিপশন প্ল্যান) সাবস্ক্রিপশন প্ল্যানকেও যুক্ত করা হয়েছে। আবার গুগলের ফটোজের ডেস্কটপ প্ল্যাটফর্মের জন্য এআই ভিত্তিক এডিটিং টুল ব্যবহার সুবিধা দেওয়া হয়েছে। প্রতি মাসে গুগল ওয়ানের সাবস্ক্রাইবাররা এআই দিয়ে আরও বেশি ছবি এডিট করতে পারবে। যেখানে বিনামূল্যে প্ল্যাটফর্মের ক্ষেত্রে ব্যবহারকারীরা মাত্র ১০টি ছবি এডিট করতে পারে।
প্রযুক্তি বিশ্লেষকদের মতে, অ্যান্ড্রয়েড ফোন কেনার এখনই উপযুক্ত সময়। তবে বিনামূল্যে ও ফি দিয়ে এআই টুল ব্যবহারের মধ্যে বেশ পার্থক্য রয়েছে। সাবস্ক্রিপশন কিনলে গুগল ফটোজে এআই দিয়ে বেশি সংখ্যক ছবি এডিট করা যাবে। নেস্ট ক্যামেরা মাধ্যমে গ্যারেজের দরজা খোলা বা বন্ধ রয়েছে কিনা তা শুধু সাবস্ক্রিপশন প্ল্যান কিনলেই জানা যাবে। আবার ২০২৫ সালের পরে কিছু এআই টুল ব্যবহারের জন্য স্যামসাংয়ের গ্রাহকদের অর্থ খরচ করতে হতে পারে।
বিশেষ ছাড়ে পিক্সেল ৮ ও পিক্সেল ৮ প্রো মডেলের দাম কমাল গুগল। পিক্সেল ৮ মডেলের দাম ১৫০ ডলার কমিয়ে ৩৯৯ ডলার ও পিক্সেল ৮ প্রো মডেলের দাম ২০০ ডলার কমিয়ে ৫৯৯ ডলার নির্ধারণ করেছে কোম্পানিটি। আমেরিকান বিজনেস ম্যাগাজিন ফোর্বসের এক প্রতিবেদনে জানায়, গত বছরের ডিসেম্বরে ও এই বছরের জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চ মাসেও ফোন দুটির দাম কমানো হয়েছিল।
এর আগেও বিভিন্ন ছাড়ের মাধ্যমে পণ্যের দাম কমিয়েছে গুগল। বিশেষ করে পিক্সেল ফোল্ড ফোনের ক্ষেত্রে ছাড় দিয়ে দাম কমিয়ে থাকে এই টেক জায়ান্ট। বর্তমানে পিক্সেল ফোল্ড ৫০০ ডলার কমে পাওয়া যাচ্ছে।
গুগলের বার্ষিক সফটওয়্যার নির্মাণ সম্মেলন আই/ও আগামী ১৪ মে অনুষ্ঠিত হবে। সেই অনুষ্ঠানে পিক্সেল ৮এ ফোনের উন্মোচন করা হতে পারে। এর জন্য পিক্সেল ৭এ ফোনেও বেশ কয়েকবার ছাড় দেওয়া হয়। বাজেট ফোনটির মূল দাম ৪৯৯ ডলার। বর্তমানে এটি ১৫০ ডলার কমে বিক্রি করা হচ্ছে।
ফোর্বসের প্রতিবেদক বলেন, পিক্সেল ৮এ মডেলের দাম আবার কমলেও তাতে আশ্চর্য হওয়ার কিছু নেই। পিক্সেল ৮এ ফোন উন্মোচনের আগে বেশি কিছু ডিভাইসের দাম কমাতে পারে গুগল। কারণ অন্যান্য খুচরা বিক্রেতারাও পিক্সেল ৮এ বাজারে আসার আগে পুরোনো মডেলগুলোর মজুত শেষ করতে চায়।
২০২৪ সালের প্রতি মাসেই পিক্সেল সিরিজের অন্তর্ভুক্ত ফোনগুলোর দাম কমিয়েছে গুগল। এ ছাড়া পিক্সেল ৮ ফোন ব্যবহারকারীদের ইউটিউব প্রিমিয়াম সাবস্ক্রিপশন কেনার জন্য ১২৫ ডলার ছাড়ও দেয়া হয়। এলোমেলোভাবে গুগল ফটোজ ব্যবহারকারীদের জন্য ১০০ ডলার কুপন ইমেইলের মাধ্যমে পাঠায় গুগল।
গুগল সব সময়ই তাদের পণ্যে এই ধরনের ছাড় দিয়ে আসছে। তবে এত বেশি পরিমাণ ছাড় দেওয়াকে গুগলের নতুন কৌশল হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। স্যামসাংও গ্যালাক্সি এস ২৪ সিরিজের ফোনে বার বার ছাড় দিচ্ছে। এদিকে মটোরোলা তাদের নতুন মডেলগুলোতে ছাড় দিচ্ছে।
সাবস্ক্রিপশন সেবাতেও পরিবর্তন আনছে গুগল। এগুলোকে আরও আকর্ষণীয় করার চেষ্টা করছে কোম্পানিটি। হার্ডওয়্যারভিত্তিক সেবাতেও ছাড় আনছে গুগল। আর একবার গুগলের ইকোসিস্টেমের ওপর নির্ভরশীল হয়ে গেলে এগুলো থেকে বের হওয়া ব্যবহারকারীদের জন্য কঠিন হয়ে পড়ে।
গুগলের ওয়ান ক্লাউড স্টোরেজের প্ল্যানের সঙ্গে নেস্ট এওয়ার (গুগলের সিসি ক্যামেরা সেবার প্ল্যান) ও ফিটবিট প্রিমিয়ামের (গুগলের স্মার্ট ঘড়ির সাবস্ক্রিপশন প্ল্যান) সাবস্ক্রিপশন প্ল্যানকেও যুক্ত করা হয়েছে। আবার গুগলের ফটোজের ডেস্কটপ প্ল্যাটফর্মের জন্য এআই ভিত্তিক এডিটিং টুল ব্যবহার সুবিধা দেওয়া হয়েছে। প্রতি মাসে গুগল ওয়ানের সাবস্ক্রাইবাররা এআই দিয়ে আরও বেশি ছবি এডিট করতে পারবে। যেখানে বিনামূল্যে প্ল্যাটফর্মের ক্ষেত্রে ব্যবহারকারীরা মাত্র ১০টি ছবি এডিট করতে পারে।
প্রযুক্তি বিশ্লেষকদের মতে, অ্যান্ড্রয়েড ফোন কেনার এখনই উপযুক্ত সময়। তবে বিনামূল্যে ও ফি দিয়ে এআই টুল ব্যবহারের মধ্যে বেশ পার্থক্য রয়েছে। সাবস্ক্রিপশন কিনলে গুগল ফটোজে এআই দিয়ে বেশি সংখ্যক ছবি এডিট করা যাবে। নেস্ট ক্যামেরা মাধ্যমে গ্যারেজের দরজা খোলা বা বন্ধ রয়েছে কিনা তা শুধু সাবস্ক্রিপশন প্ল্যান কিনলেই জানা যাবে। আবার ২০২৫ সালের পরে কিছু এআই টুল ব্যবহারের জন্য স্যামসাংয়ের গ্রাহকদের অর্থ খরচ করতে হতে পারে।
এক্সের (সাবেক টুইটার) প্রতিদ্বন্দ্বী মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম থ্রেডসের অ্যালগরিদম পরিবর্তন করল মেটা। এর ফলে যেসব অ্যাকাউন্ট ব্যবহারকারীরা ফলো করেন সেগুলোর কনটেন্টই বেশি দেখানো হবে। গত বৃহস্পতিবার থেকে ফিচারটি চালু হয়।
৮ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা টাইম ম্যাগাজিন–এর কভারে ধনকুবের ইলন মাস্কের ‘টু ডু লিস্ট’ বা দিনের কাজের তালিকা প্রকাশ করেছে। তবে এটি মাস্কের ব্যক্তিগত চেকলিস্ট নয় বলে স্পষ্টভাবে জানিয়েছেন মাস্ক।
৯ ঘণ্টা আগেটাইপ করার চেয়ে ভয়েস মেসেজ পাঠানো বেশ সহজ। তবে অনেক সময় ভয়েস মেসেজ সবার সামনে শোনা যায় না। সে ক্ষেত্রে মেসেজ না শুনে রিপ্লাই–ও দেওয়া যায়না। এই সমস্যা থেকে মুক্তি দেওয়ার জন্য মেসেজ ট্রান্সক্রাইব ফিচার যুক্ত করল হোয়াটসঅ্যাপ। এই ফিচারের মাধ্যমে ভয়েস মেসেজগুলো সহজে টেক্সটে রূপান্তর করা যাবে।
১১ ঘণ্টা আগেনিয়মিত নতুন উদ্ভাবনী ধারণা ও প্রযুক্তি দিয়ে বিশ্বকে চমকে দেওয়ার জন্য পরিচিত জাপান। এবার ‘মানুষ ধোয়ার মেশিন’ তৈরি করে তাক লাগিয়ে দিল দেশটি। এটি মানুষ গোসলের জন্য ব্যবহার করতে পারবে। যন্ত্রটির কার্যকারিতা ও ডিজাইন দেখে একে ‘মানুষ ধোয়ার ওয়াশিং মেশিন’ বলে আখ্যা দিয়েছে অনেকই।
১১ ঘণ্টা আগে