অনলাইন ডেস্ক
চীনের বাজারে উন্মোচন হলো অপো এ৫ প্রো ৫ জি। এই ফোনটি বেশ টেকসই হবে বলে দাবি করছে কোম্পানিটি। কারণ এতে রয়েছে ৩৬০-ডিগ্রি ড্রপ রেজিস্ট্যান্ট ফিচার। অর্থাৎ যে কোনো দিক থেকে ফোনটি মাটিতে পড়লেও তার হার্ডওয়্যার ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা কম থাকে। ধুলা ও পানি প্রতিরোধের জন্য ফোনটিতে আইপি ৬৯, আইপি ৬৮ এবং আইপি ৬৬ সুরক্ষার সমন্বয় রয়েছে। এমনকি মাইনাস ৩৫ ডিগ্রি সেলসিয়াস চরম তাপমাত্রাতেও ফোনটি ভালোভাবে পারফর্ম করতে পারবে।
ফোনটিতে অক্টাকর মিডিয়াটেক ৭৩০০ চিপসেট রয়েছে। এ ছাড়া শক্তিশালী ৬০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে, যা ফাস্ট চার্জিং সমর্থন করে।
অপো এ৫ প্রো (৫ জি) দাম ও রঙ
চীনে অপো এ৫ প্রো এর ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল সংস্করণের দাম ১ হাজার ৯৯৯ চীনা ইউয়ান বা প্রায় ৩২ হাজার ৬৮৯ টাকা।
চীনে অপো এ৫ প্রো এর ১২ জিবি র্যাম ও ৫১২ জিবি ইন্টারনাল সংস্করণের দাম ২ হাজার ৪৯৯ চীনা ইউয়ান বা প্রায় ৪০ হাজার ৮৬৫ টাকা।
বর্তমানে অপোর চীনের ওয়েবসাইট থেকে ফোনটি প্রি অর্ডার শুরু হবে। আগামী ২৭ ডিসেম্বর থেকে খুচরা বাজারে স্মার্টফোনটির বিক্রি শুরু হবে।
স্মার্টফোনটি নিউ ইয়ার রেড (লাল), কোয়ার্টজ হোয়াইট (সাদা), রক ব্ল্যাক (কালো) ও স্যান্ডস্টোর পার্পল (বেগুনি) –এই চারটি রঙে পাওয়া যাবে।
অপো এ৫ প্রো (৫ জি) এর স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল
সেলফি ক্যামেরা: ১৬ মেগাপিক্সেল
নেটওয়ার্ক: ৫ জি,৪জি ভিওএলটিই
আয়তন: ১৬১.৫০ x ৭৪.৮৫ x ৭.৫৫ মিলিমিটার (কোয়ার্টজ হোয়াইট ও রক ব্ল্যাক) এবং ১৬১.৫০ x ৭৪.৮৫ x ৭.৬৭ মিলিমিটার (নিউ ইয়ার রেড ও স্যান্ডস্টোন পার্পল)
ওজন: ১৮০ গ্রাম (কোয়ার্টজ হোয়াইট ও রক ব্ল্যাক), ১৮৬ গ্রাম (নিউ ইয়ার রেড ও স্যান্ডস্টোন পার্পল)
সিম: ডুয়েল ন্যানো সিম
ডিসপ্লে: ৬.৭ ইঞ্চি ফুল-এইচডি+ (১,০৮০ x ২,৪১২ পিক্সেল) অ্যামলেড
রিফ্রেশ রেট: ১২০ হার্টজ
টাচ স্যাম্পলিং রেট: ২,১৬০ হার্টজ
গঠন: আইপি ৬৯, আইপি ৬৮ এবং আইপি ৬৬ রেটিং (ধুলো এবং পানি প্রতিরোধী)
সাইজ: ৬.৭ ইঞ্চি
রেজল্যুশন: ১,০৮০ x ২,৪১২ পিক্সেল
ব্রাইটনেস: ১,২০০ নিটস পিক ব্রাইটনেস
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৫-ভিত্তিক কালারওএস ১৫
চিপসেট: মিডিয়াটেক ডাইনমেনসিটি ৭৩০০
সিপিইউ: অক্টা-কোর
জিপিইউ: এমালি জি৭১০
র্যাম: ১২ জিবি
ইন্টারনাল স্টোরেজ: ৫১২ জিবি
স্পিকার: স্টেরিও স্পিকার
ব্লুটুথ: ৫.৪
এনএফসি: আছে
জিপিএস: আছে
ইনফারেড পোর্ট: নেই
রেডিও: নেই
ইউএসবি: টাইপ-সি
ফিচার: ইন-ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ৩৬০-ডিগ্রি ড্রপ প্রতিরোধ,-৩৫ °সেলসিয়াস পর্যন্ত কম তাপমাত্রা সহনশীলতা
ব্যাটারি: ৬,০০০ এমএএইচ
চার্জিং: ৮০ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং
রঙ: কোয়ার্টজ হোয়াইট, রক ব্ল্যাক, নিউ ইয়ার রেড, স্যান্ডস্টোন পার্পল
তথ্যসূত্র: ৩৬০ গ্যাজেটস
চীনের বাজারে উন্মোচন হলো অপো এ৫ প্রো ৫ জি। এই ফোনটি বেশ টেকসই হবে বলে দাবি করছে কোম্পানিটি। কারণ এতে রয়েছে ৩৬০-ডিগ্রি ড্রপ রেজিস্ট্যান্ট ফিচার। অর্থাৎ যে কোনো দিক থেকে ফোনটি মাটিতে পড়লেও তার হার্ডওয়্যার ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা কম থাকে। ধুলা ও পানি প্রতিরোধের জন্য ফোনটিতে আইপি ৬৯, আইপি ৬৮ এবং আইপি ৬৬ সুরক্ষার সমন্বয় রয়েছে। এমনকি মাইনাস ৩৫ ডিগ্রি সেলসিয়াস চরম তাপমাত্রাতেও ফোনটি ভালোভাবে পারফর্ম করতে পারবে।
ফোনটিতে অক্টাকর মিডিয়াটেক ৭৩০০ চিপসেট রয়েছে। এ ছাড়া শক্তিশালী ৬০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে, যা ফাস্ট চার্জিং সমর্থন করে।
অপো এ৫ প্রো (৫ জি) দাম ও রঙ
চীনে অপো এ৫ প্রো এর ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল সংস্করণের দাম ১ হাজার ৯৯৯ চীনা ইউয়ান বা প্রায় ৩২ হাজার ৬৮৯ টাকা।
চীনে অপো এ৫ প্রো এর ১২ জিবি র্যাম ও ৫১২ জিবি ইন্টারনাল সংস্করণের দাম ২ হাজার ৪৯৯ চীনা ইউয়ান বা প্রায় ৪০ হাজার ৮৬৫ টাকা।
বর্তমানে অপোর চীনের ওয়েবসাইট থেকে ফোনটি প্রি অর্ডার শুরু হবে। আগামী ২৭ ডিসেম্বর থেকে খুচরা বাজারে স্মার্টফোনটির বিক্রি শুরু হবে।
স্মার্টফোনটি নিউ ইয়ার রেড (লাল), কোয়ার্টজ হোয়াইট (সাদা), রক ব্ল্যাক (কালো) ও স্যান্ডস্টোর পার্পল (বেগুনি) –এই চারটি রঙে পাওয়া যাবে।
অপো এ৫ প্রো (৫ জি) এর স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল
সেলফি ক্যামেরা: ১৬ মেগাপিক্সেল
নেটওয়ার্ক: ৫ জি,৪জি ভিওএলটিই
আয়তন: ১৬১.৫০ x ৭৪.৮৫ x ৭.৫৫ মিলিমিটার (কোয়ার্টজ হোয়াইট ও রক ব্ল্যাক) এবং ১৬১.৫০ x ৭৪.৮৫ x ৭.৬৭ মিলিমিটার (নিউ ইয়ার রেড ও স্যান্ডস্টোন পার্পল)
ওজন: ১৮০ গ্রাম (কোয়ার্টজ হোয়াইট ও রক ব্ল্যাক), ১৮৬ গ্রাম (নিউ ইয়ার রেড ও স্যান্ডস্টোন পার্পল)
সিম: ডুয়েল ন্যানো সিম
ডিসপ্লে: ৬.৭ ইঞ্চি ফুল-এইচডি+ (১,০৮০ x ২,৪১২ পিক্সেল) অ্যামলেড
রিফ্রেশ রেট: ১২০ হার্টজ
টাচ স্যাম্পলিং রেট: ২,১৬০ হার্টজ
গঠন: আইপি ৬৯, আইপি ৬৮ এবং আইপি ৬৬ রেটিং (ধুলো এবং পানি প্রতিরোধী)
সাইজ: ৬.৭ ইঞ্চি
রেজল্যুশন: ১,০৮০ x ২,৪১২ পিক্সেল
ব্রাইটনেস: ১,২০০ নিটস পিক ব্রাইটনেস
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৫-ভিত্তিক কালারওএস ১৫
চিপসেট: মিডিয়াটেক ডাইনমেনসিটি ৭৩০০
সিপিইউ: অক্টা-কোর
জিপিইউ: এমালি জি৭১০
র্যাম: ১২ জিবি
ইন্টারনাল স্টোরেজ: ৫১২ জিবি
স্পিকার: স্টেরিও স্পিকার
ব্লুটুথ: ৫.৪
এনএফসি: আছে
জিপিএস: আছে
ইনফারেড পোর্ট: নেই
রেডিও: নেই
ইউএসবি: টাইপ-সি
ফিচার: ইন-ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ৩৬০-ডিগ্রি ড্রপ প্রতিরোধ,-৩৫ °সেলসিয়াস পর্যন্ত কম তাপমাত্রা সহনশীলতা
ব্যাটারি: ৬,০০০ এমএএইচ
চার্জিং: ৮০ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং
রঙ: কোয়ার্টজ হোয়াইট, রক ব্ল্যাক, নিউ ইয়ার রেড, স্যান্ডস্টোন পার্পল
তথ্যসূত্র: ৩৬০ গ্যাজেটস
হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট একটি বিশেষ ধরনের অ্যাকাউন্ট, যা ব্যবসায়িক উদ্দেশ্যে তৈরি করা হয়। এটি সাধারণ হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের মতো হলেও এর মধ্যে বেশ কিছু অতিরিক্ত ফিচার রয়েছে। এই অ্যাকাউন্টের মাধ্যমে ব্যবসায়ীরা তাঁদের পণ্য বা সেবা-সম্পর্কিত তথ্য গ্রাহকদের কাছে দ্রুত এবং পেশাদারভাবে পৌঁছাতে পারেন
১ ঘণ্টা আগেচীনে অতিসম্প্রতি একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এজেন্ট ‘মানুস’ (যার মূল শব্দ ল্যাটিন থেকে আসা এবং অর্থ হাত) বৈশ্বিক প্রযুক্তি খাতকে চমকে দিয়েছে। এই এআই এজেন্ট নিজের সক্ষমতা প্রমাণ করেছে ঐতিহ্যগতভাবে হোয়াইট-কলার (বিশেষজ্ঞ) কর্মীদের সম্পাদিত কাজ নিজে করার মাধ্যমে। হংকংভিত্তিক সংবাদমাধ্যম এশিয়া...
১৭ ঘণ্টা আগেচীনা কোম্পানি ভিভো তার পরবর্তী বড় ফ্ল্যাগশিপ ফোন এক্স ২০০ আলট্রা উন্মোচনের জন্য প্রস্তুত। এটি চীনের বাজারে এপ্রিলের মাঝামাঝি থেকে শেষের দিকে আসতে পারে। ডিভাইসটি ইতিমধ্যে অনেক খবরের শিরোনামে উঠে এসেছে।
১৭ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক নতুন ভিডিও লেন্স নিয়ে আসছে সামাজিক যোগাযোগ মাধ্যম স্ন্যাপচ্যাপ। নিজস্ব এআই মডেল ব্যবহার করে এসব লেন্স তৈরি করেছে কোম্পানিটি। এটি ব্যবহারকারীদের আরও বিস্ময়কর এবং বিনোদনমূলক উপায়ে তাদের ছবি বা ভিডিও শেয়ার করার সুযোগ দেবে।
১৯ ঘণ্টা আগে