Ajker Patrika

যে টিভি রিমোটের ব্যাটারির চার্জ কখনো ফুরাবে না

প্রযুক্তি ডেস্ক
যে টিভি রিমোটের ব্যাটারির চার্জ কখনো ফুরাবে না

সাধারণ টিভির রিমোটের ব্যাটারির চার্জ ফুরিয়ে গেলে নতুন ব্যাটারি কেনার ঝামেলা পোহাতে হয়। রিচার্জেবল ব্যাটারি হলেও সময় মতো চার্জে দেওয়ার ঝামেলা রয়েছে। 

তবে যুক্তরাজ্য ভিত্তিক প্রযুক্তি কোম্পানি টিডব্লিউ ইলেকট্রনিকস গুগল টিভির জন্য এমন এক ধরনের রিমোট নিয়ে এসেছে যার ব্যাটারি রিচার্জ হবে নিজে নিজেই। ফলে থাকবে না নতুন ব্যাটারি কেনা বা চার্জে দেওয়ার ঝামেলা। সোজা কথায়, এ রিমোট কন্ট্রোলারের ব্যাটারির চার্জ কখনো ফুরাবে না। 

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড অথোরিটির এক প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক কনজ্যুমার ইলেকট্রনিকস শোতে (সিইএস) টিডব্লিউ ইলেকট্রনিকস গুগল টিভির জন্য নতুন এক ধরনের রিমোট প্রদর্শন করে। এটি দেখতে আগের গুগল রিমোটগুলো থেকে আলাদা নয়। তবে এর নতুন একটি সুবিধা নজর কেড়েছে দর্শনার্থীদের। 

রিমোটটিতে একটি ফটোভোলটাইক প্যানেল রয়েছে। এতে আলো পড়লেই এর ব্যাটারি রিচার্জ হয়। প্যানেলটি সরবরাহ করেছে সুইডিশ সোলার সেল প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘এক্সেগার’। 

অবশ্য নিজে থেকেই রিচার্জ হতে পারে এমন রিমোট কন্ট্রোলার এটিই প্রথম নয়। স্যামসাংও এর আগে এমন রিমোট কন্ট্রোলার বাজারে এনেছিল। তবে টিডব্লিউ ইলেকট্রনিকস এবারই প্রথম গুগল টিভির জন্য এমন রিমোট বানাল। ডিভাইসটি ঠিক কবে বাজারে আসবে তা নিয়ে এখনো নির্দিষ্ট করে কিছুই জানায়নি প্রতিষ্ঠানটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বনশ্রীতে স্বর্ণ ডাকাতির মামলায় গ্রেপ্তার আমিনুল ছাত্রলীগের, সুমন শ্রমিক দলের নেতা

সামরিক বাহিনীর ৮ সংস্থা ও স্থাপনার নাম পরিবর্তন

ককটেল ফুটতেই সেলুনে লুকায় পুলিশ, রণক্ষেত্র হয় এলাকা

মসজিদে লুকিয়েও রক্ষা পেলেন না স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তাঁর ভাই, ঘরবাড়ি জ্বালিয়ে দিল প্রতিপক্ষ

বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক নিয়ে আবারও যা বললেন ভারতের সেনাপ্রধান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত