প্রযুক্তি ডেস্ক
সাধারণ টিভির রিমোটের ব্যাটারির চার্জ ফুরিয়ে গেলে নতুন ব্যাটারি কেনার ঝামেলা পোহাতে হয়। রিচার্জেবল ব্যাটারি হলেও সময় মতো চার্জে দেওয়ার ঝামেলা রয়েছে।
তবে যুক্তরাজ্য ভিত্তিক প্রযুক্তি কোম্পানি টিডব্লিউ ইলেকট্রনিকস গুগল টিভির জন্য এমন এক ধরনের রিমোট নিয়ে এসেছে যার ব্যাটারি রিচার্জ হবে নিজে নিজেই। ফলে থাকবে না নতুন ব্যাটারি কেনা বা চার্জে দেওয়ার ঝামেলা। সোজা কথায়, এ রিমোট কন্ট্রোলারের ব্যাটারির চার্জ কখনো ফুরাবে না।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড অথোরিটির এক প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক কনজ্যুমার ইলেকট্রনিকস শোতে (সিইএস) টিডব্লিউ ইলেকট্রনিকস গুগল টিভির জন্য নতুন এক ধরনের রিমোট প্রদর্শন করে। এটি দেখতে আগের গুগল রিমোটগুলো থেকে আলাদা নয়। তবে এর নতুন একটি সুবিধা নজর কেড়েছে দর্শনার্থীদের।
রিমোটটিতে একটি ফটোভোলটাইক প্যানেল রয়েছে। এতে আলো পড়লেই এর ব্যাটারি রিচার্জ হয়। প্যানেলটি সরবরাহ করেছে সুইডিশ সোলার সেল প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘এক্সেগার’।
অবশ্য নিজে থেকেই রিচার্জ হতে পারে এমন রিমোট কন্ট্রোলার এটিই প্রথম নয়। স্যামসাংও এর আগে এমন রিমোট কন্ট্রোলার বাজারে এনেছিল। তবে টিডব্লিউ ইলেকট্রনিকস এবারই প্রথম গুগল টিভির জন্য এমন রিমোট বানাল। ডিভাইসটি ঠিক কবে বাজারে আসবে তা নিয়ে এখনো নির্দিষ্ট করে কিছুই জানায়নি প্রতিষ্ঠানটি।
সাধারণ টিভির রিমোটের ব্যাটারির চার্জ ফুরিয়ে গেলে নতুন ব্যাটারি কেনার ঝামেলা পোহাতে হয়। রিচার্জেবল ব্যাটারি হলেও সময় মতো চার্জে দেওয়ার ঝামেলা রয়েছে।
তবে যুক্তরাজ্য ভিত্তিক প্রযুক্তি কোম্পানি টিডব্লিউ ইলেকট্রনিকস গুগল টিভির জন্য এমন এক ধরনের রিমোট নিয়ে এসেছে যার ব্যাটারি রিচার্জ হবে নিজে নিজেই। ফলে থাকবে না নতুন ব্যাটারি কেনা বা চার্জে দেওয়ার ঝামেলা। সোজা কথায়, এ রিমোট কন্ট্রোলারের ব্যাটারির চার্জ কখনো ফুরাবে না।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড অথোরিটির এক প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক কনজ্যুমার ইলেকট্রনিকস শোতে (সিইএস) টিডব্লিউ ইলেকট্রনিকস গুগল টিভির জন্য নতুন এক ধরনের রিমোট প্রদর্শন করে। এটি দেখতে আগের গুগল রিমোটগুলো থেকে আলাদা নয়। তবে এর নতুন একটি সুবিধা নজর কেড়েছে দর্শনার্থীদের।
রিমোটটিতে একটি ফটোভোলটাইক প্যানেল রয়েছে। এতে আলো পড়লেই এর ব্যাটারি রিচার্জ হয়। প্যানেলটি সরবরাহ করেছে সুইডিশ সোলার সেল প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘এক্সেগার’।
অবশ্য নিজে থেকেই রিচার্জ হতে পারে এমন রিমোট কন্ট্রোলার এটিই প্রথম নয়। স্যামসাংও এর আগে এমন রিমোট কন্ট্রোলার বাজারে এনেছিল। তবে টিডব্লিউ ইলেকট্রনিকস এবারই প্রথম গুগল টিভির জন্য এমন রিমোট বানাল। ডিভাইসটি ঠিক কবে বাজারে আসবে তা নিয়ে এখনো নির্দিষ্ট করে কিছুই জানায়নি প্রতিষ্ঠানটি।
ভিয়েতনামের বাজারে রিয়েলমি সি৭৫ মডেল নিয়ে এল চীনের কোম্পানি রিয়েলমি। এতে চিপসেট হিসেবে রয়েছে মিডিয়াটেক হেলিয়ো জি৯২ ম্যাক্স। স্মার্টফোনটির বিশেষ বৈশিষ্ট্য হলো এতে রিভার্স চার্জিং ফিচার রয়েছে। অর্থাৎ এতে ইউএসবি টাইপ সি যুক্ত করে অন্য স্মার্টফোনে চার্জ দেওয়া যাবে। ফলে ফোনটি একটি পাওয়ার ব্যাংক হিসেবে কাজ
৮ ঘণ্টা আগেঅ্যান্ড্রয়েড ডিভাইসগুলোর জন্য নতুন ফিচারের ঘোষণা দিয়েছে গুগল। ফিচারটি মাধ্যমে নতুন ডিভাইস সেট আপ করার প্রক্রিয়া দ্রুত এবং আরও কার্যকরী হবে। এই ফিচারটির নাম ‘রিস্টোর ক্রেডেনশিয়ালস’, যা ডিভাইস পরিবর্তনের পর ব্যবহারকারীদের স্বয়ংক্রিয়ভাবে অ্যাপগুলোতে লগ ইন করতে সাহায্য করবে। এজন্য ফিচারটি একটি ‘রিস্টোর
১১ ঘণ্টা আগেমেমোরি এবং ফাউন্ড্রি চিপ ইউনিটের জন্য নতুন প্রধানদের সরিয়ে দিয়েছে স্যামসাং ইলেকট্রনিকস। বৈশ্বিক কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চিপ বাজারে এসকে হাইনিক্স এবং তাইওয়ানের টিএসএমসি–এর মতো চিপ উৎপাদনকারী প্রতিষ্ঠানদারকারী সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য চেষ্টা করছে কোম্পানিটি।
১৪ ঘণ্টা আগেসোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের তথ্য যাচাই করার জন্য ‘জরুরিভিত্তিতে’ সহায়তার প্রয়োজন বলে সতর্ক করেছে ইউনেসকো। ফলোয়ারদের কাছে মিথ্যা তথ্য ছড়ানো থেকে বিরত থাকার জন্য ইনফ্লুয়েন্সার ফ্যাক্টচেকিং বা তথ্য যাচাইয়ের প্রশিক্ষণের প্রয়োজন।
১৬ ঘণ্টা আগে