প্রযুক্তি ডেস্ক
ওয়াইফাই দিন দিন আরও দ্রুত গতির হচ্ছে। দ্রুতগতির ইন্টারনেটের চাহিদা ক্রমাগত বাড়ছে। বিশেষ করে ল্যাপটপ এবং স্মার্টফোনে বিভিন্ন অ্যাপ, গেম এবং ভিডিও দেখার জন্য বেশি ব্যান্ডউইথ অপরিহার্য হয়ে পড়েছে।
ওয়াইফাই প্রযুক্তির সর্বশেষ সংস্করণ হলো ওয়াইফাই ৬। নতুন সংস্করণ শুধু গতি বৃদ্ধির ব্যাপার নয়, এখানে থাকছে নতুন আরও কিছু চমৎকার ফিচার। আগের সংস্করণের (ওয়াইফাই ৫) তুলনায় বেশি কার্যকর ডেটা এনকোডিং প্রযুক্তিসহ এতে থাকছে একসঙ্গে বেশি ডিভাইস ব্যবহারে বিদ্যমান সমস্যাগুলোর সমাধান। চলিত বছরেই এই ওয়াইফাই প্রযুক্তির ব্যবহার হাতের নাগালে আসতে শুরু করেছে।
কখন ব্যবহার করবেন?
যদি মনে করেন বর্তমানে আপনার ব্যবহৃত রাউটারটি পুরোনো হয়ে গেছে কিংবা পরিবর্তনের সময় হয়েছে তাহলে ‘ওয়াইফাই ৬’ সমর্থিত রাউটারে আপগ্রেড করে ফেলাই হবে বুদ্ধিমানের কাজ। অনেকে বলে থাকেন, বাসা কিংবা অফিসে ব্যবহৃত ডিভাইসগুলো যদি ওয়াইফাই ৬ সমর্থিত না হয় তাহলে ওয়াইফাই ৬ সমর্থিত রাউটারে আপগ্রেড করে কোনো লাভ হবে না—এটি একটি ভুল ধারণা।
ওয়াইফাই ৬–এ আপগ্রেড করলে কিছু বাড়তি সুবিধা অবশ্যই পাওয়া সম্ভব। ওয়াইফাই ৬ এ যুক্ত হওয়া নতুন একটি প্রযুক্তি হচ্ছে ‘ওএফডিএমএ’। এই প্রযুক্তিটি ওয়াইফাইয়ের আগের সংস্করণের ডেটা ট্রান্সফারের সীমাবদ্ধতাকে অতিক্রম করেছে। পূর্বের সংস্করণে শুধু একটি স্ট্রিমে ডেটা ট্রান্সফার হলেও ‘ওএফডিএমএ’ প্রযুক্তির ফলে এই স্ট্রিমকে কয়েক ভাগে ভাগ করে আরও কার্যকরভাবে ডেটা ট্রান্সফার করা হয়। এর ফলাফল হিসেবে আপনি পাবেন আগের তুলনায় অধিক গতি।
এ ছাড়া, এতে আছে এমইউ-এমআইএমও প্রযুক্তি। এর পূর্ণ রূপ দাঁড়ায় ‘মাল্টি-ইউজার, মাল্টিপল ইনপুট, মাল্টিপল আউটপুট’। ওয়াইফাই ৬ আসার আগে এই প্রযুক্তি অনেক রাউটার এবং ডিভাইসে ব্যবহৃত হলেও, ওয়াইফাই ৬–এ এই প্রযুক্তি আরও উন্নত হয়। এই প্রযুক্তির ফলে একটি রাউটার অনেকগুলো ডিভাইসের সঙ্গে একসঙ্গে যোগাযোগ রক্ষা করতে পারে। বিদ্যমান প্রযুক্তিতে একটি রাউটার একসঙ্গে সর্বোচ্চ চারটি ডিভাইসের ডেটা ট্রান্সফার করতে পারে। তবে ওয়াইফাই ৬ সমর্থিত রাউটার মোট ৮টি ডিভাইসের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে পারে।
বাড়বে ইন্টারনেটের গতি
সংক্ষেপে বললে, ওয়াইফাই ৬–এর গতি ৯ দশমিক ৬ জিবিপিএস। যেখানে ওয়াইফাই ৫–এর সর্বোচ্চ গতি ৩ দশমিক ৫ জিবিপিএস।
এই গতির হিসাবে যদিও তাত্ত্বিক। বাস্তব-বিশ্বে ওয়াইফাইয়ের ব্যবহার ওই সর্বোচ্চ গতিতে পৌঁছানোর সম্ভাবনা কম। কেউ যদি ওই গতিতে পৌঁছাতে পারেনও তবে এটা সত্য যে সাধারণ ব্যবহারকারীর আসলে তত গতির ইন্টারনেট লাগে না। যেখানে যুক্তরাষ্ট্রে সাধারণ ডাউনলোডের গতি মাত্র ৭২ এমবিপিএস, অর্থাৎ তাত্ত্বিক সর্বোচ্চ গতির ১ শতাংশেরও কম।
এটা সত্য যে ওয়াইফাই ৬–এর তাত্ত্বিক গতি সীমা এর পূর্বসূরির চেয়ে অনেক বেশি। ব্যাপারটা তাত্ত্বিক হলেও কিন্তু গুরুত্বপূর্ণ। ৯ দশমিক ৬ জিবিপিএস গতির পুরোটা তো একটি কম্পিউটারে ব্যবহার হবে না। এই গতি একটি সম্পূর্ণ নেটওয়ার্ক জুড়ে বিভক্ত করা যেতে পারে। এর মানে হলো একই নেটওয়ার্কে থাকা প্রতিটি ডিভাইসের জন্য বেশি গতি বরাদ্দ থাকবে।
এক কথায়, ওয়াইফাই ৬–এ পাবেন আরও গতিময় ইন্টারনেট ব্যবহারের অভিজ্ঞতা।
জনাকীর্ণ স্থানেও হবে না অসুবিধা
পাবলিক ওয়াইফাইয়ে একসঙ্গে বহু মানুষ যুক্ত থাকেন। এ ক্ষেত্রে অনেক সময় নেটওয়ার্কের কার্যক্ষমতা কমে আসে। তবে ওয়াইফাই ৬ প্রযুক্তির ফলে মিলবে এই সমস্যার সমাধান। ওয়াইফাই ৬ প্রযুক্তিতে এসব জনাকীর্ণ এলাকায়ও ইউজাররা ইন্টারনেটের গতি পাবেন আগের কয়েক গুণ বেশি। ফলে ইন্টারনেট ব্যবহারের অভিজ্ঞতাও হবে দারুণ।
ব্যাটারির দম ফুরাবে না দ্রুত
মোবাইল, ল্যাপটপসহ বিভিন্ন ডিভাইসে ওয়াইফাই ব্যবহার করলেই দেখা যায় চার্জ দ্রুত ফুরিয়ে যায়। এর সমাধানও এনেছে ওয়াইফাই ৬। ওয়াইফাই ৬–এ রয়েছে ‘টার্গেট ওয়ার্ক টাইম’ নামের বিশেষ ফিচার। কোনো ডিভাইস নেটওয়ার্কে যুক্ত থাকাকালে ডেটা আদান প্রদান কখন হবে আর কখন হবে না তা নির্দিষ্ট করে জানাবে ফিচারটি। এর ফলে ব্যাটারির খরচ কমে আসবে অনেকখানি। এই সুবিধা অবশ্য ল্যাপটপের মতো ডিভাইসের ক্ষেত্রে খুব একটা কার্যকর হবে না। কারণ, ল্যাপটপে সাধারণত সর্বক্ষণই ইন্টারনেটের সংযোগ প্রয়োজন হয়। হোম ডিভাইসগুলোর ক্ষেত্রে এই ফিচারটি বেশ কাজে আসবে। যেহেতু ডিভাইসগুলো বেশির ভাগ সময়ই ইন্টারনেট ব্যবহার করে না।
নিরাপত্তা সুবিধা
গত বছর থেকেই ওয়াইফাই গত দশকের সবচেয়ে কার্যকরী আপডেট পেতে শুরু করেছে। এই আপডেটে যুক্ত হয়েছে ‘ডব্লিউপিএ ৩’ নামের নতুন নিরাপত্তা প্রটোকল। ডব্লিউপিএ ৩–এর ফলে হ্যাকাররা সহজে ওয়াইফাই হ্যাক করতে পারে না। যদি কোনোভাবে হ্যাকার ওয়াইফাই হ্যাক করতে সমর্থ হয়ও, খুব বেশি তথ্য চুরি করতে পারবে না। ওয়াইফাই ৬ সমর্থিত কোনো ডিভাইসকে ‘ওয়াইফাই অ্যালায়েন্স’ থেকে প্রত্যয়িত হতে হলে সেই ডিভাইসে ডব্লিউপিএ ৩ নিরাপত্তা প্রটোকলটি সমর্থন করতে হবে। এ কারণে বর্তমানে ওয়াইফাই ৬ সমর্থিত প্রায় সব ডিভাইস এবং রাউটারই ডব্লিউপিএ ৩ সমর্থন করে।
ওয়াইফাই দিন দিন আরও দ্রুত গতির হচ্ছে। দ্রুতগতির ইন্টারনেটের চাহিদা ক্রমাগত বাড়ছে। বিশেষ করে ল্যাপটপ এবং স্মার্টফোনে বিভিন্ন অ্যাপ, গেম এবং ভিডিও দেখার জন্য বেশি ব্যান্ডউইথ অপরিহার্য হয়ে পড়েছে।
ওয়াইফাই প্রযুক্তির সর্বশেষ সংস্করণ হলো ওয়াইফাই ৬। নতুন সংস্করণ শুধু গতি বৃদ্ধির ব্যাপার নয়, এখানে থাকছে নতুন আরও কিছু চমৎকার ফিচার। আগের সংস্করণের (ওয়াইফাই ৫) তুলনায় বেশি কার্যকর ডেটা এনকোডিং প্রযুক্তিসহ এতে থাকছে একসঙ্গে বেশি ডিভাইস ব্যবহারে বিদ্যমান সমস্যাগুলোর সমাধান। চলিত বছরেই এই ওয়াইফাই প্রযুক্তির ব্যবহার হাতের নাগালে আসতে শুরু করেছে।
কখন ব্যবহার করবেন?
যদি মনে করেন বর্তমানে আপনার ব্যবহৃত রাউটারটি পুরোনো হয়ে গেছে কিংবা পরিবর্তনের সময় হয়েছে তাহলে ‘ওয়াইফাই ৬’ সমর্থিত রাউটারে আপগ্রেড করে ফেলাই হবে বুদ্ধিমানের কাজ। অনেকে বলে থাকেন, বাসা কিংবা অফিসে ব্যবহৃত ডিভাইসগুলো যদি ওয়াইফাই ৬ সমর্থিত না হয় তাহলে ওয়াইফাই ৬ সমর্থিত রাউটারে আপগ্রেড করে কোনো লাভ হবে না—এটি একটি ভুল ধারণা।
ওয়াইফাই ৬–এ আপগ্রেড করলে কিছু বাড়তি সুবিধা অবশ্যই পাওয়া সম্ভব। ওয়াইফাই ৬ এ যুক্ত হওয়া নতুন একটি প্রযুক্তি হচ্ছে ‘ওএফডিএমএ’। এই প্রযুক্তিটি ওয়াইফাইয়ের আগের সংস্করণের ডেটা ট্রান্সফারের সীমাবদ্ধতাকে অতিক্রম করেছে। পূর্বের সংস্করণে শুধু একটি স্ট্রিমে ডেটা ট্রান্সফার হলেও ‘ওএফডিএমএ’ প্রযুক্তির ফলে এই স্ট্রিমকে কয়েক ভাগে ভাগ করে আরও কার্যকরভাবে ডেটা ট্রান্সফার করা হয়। এর ফলাফল হিসেবে আপনি পাবেন আগের তুলনায় অধিক গতি।
এ ছাড়া, এতে আছে এমইউ-এমআইএমও প্রযুক্তি। এর পূর্ণ রূপ দাঁড়ায় ‘মাল্টি-ইউজার, মাল্টিপল ইনপুট, মাল্টিপল আউটপুট’। ওয়াইফাই ৬ আসার আগে এই প্রযুক্তি অনেক রাউটার এবং ডিভাইসে ব্যবহৃত হলেও, ওয়াইফাই ৬–এ এই প্রযুক্তি আরও উন্নত হয়। এই প্রযুক্তির ফলে একটি রাউটার অনেকগুলো ডিভাইসের সঙ্গে একসঙ্গে যোগাযোগ রক্ষা করতে পারে। বিদ্যমান প্রযুক্তিতে একটি রাউটার একসঙ্গে সর্বোচ্চ চারটি ডিভাইসের ডেটা ট্রান্সফার করতে পারে। তবে ওয়াইফাই ৬ সমর্থিত রাউটার মোট ৮টি ডিভাইসের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে পারে।
বাড়বে ইন্টারনেটের গতি
সংক্ষেপে বললে, ওয়াইফাই ৬–এর গতি ৯ দশমিক ৬ জিবিপিএস। যেখানে ওয়াইফাই ৫–এর সর্বোচ্চ গতি ৩ দশমিক ৫ জিবিপিএস।
এই গতির হিসাবে যদিও তাত্ত্বিক। বাস্তব-বিশ্বে ওয়াইফাইয়ের ব্যবহার ওই সর্বোচ্চ গতিতে পৌঁছানোর সম্ভাবনা কম। কেউ যদি ওই গতিতে পৌঁছাতে পারেনও তবে এটা সত্য যে সাধারণ ব্যবহারকারীর আসলে তত গতির ইন্টারনেট লাগে না। যেখানে যুক্তরাষ্ট্রে সাধারণ ডাউনলোডের গতি মাত্র ৭২ এমবিপিএস, অর্থাৎ তাত্ত্বিক সর্বোচ্চ গতির ১ শতাংশেরও কম।
এটা সত্য যে ওয়াইফাই ৬–এর তাত্ত্বিক গতি সীমা এর পূর্বসূরির চেয়ে অনেক বেশি। ব্যাপারটা তাত্ত্বিক হলেও কিন্তু গুরুত্বপূর্ণ। ৯ দশমিক ৬ জিবিপিএস গতির পুরোটা তো একটি কম্পিউটারে ব্যবহার হবে না। এই গতি একটি সম্পূর্ণ নেটওয়ার্ক জুড়ে বিভক্ত করা যেতে পারে। এর মানে হলো একই নেটওয়ার্কে থাকা প্রতিটি ডিভাইসের জন্য বেশি গতি বরাদ্দ থাকবে।
এক কথায়, ওয়াইফাই ৬–এ পাবেন আরও গতিময় ইন্টারনেট ব্যবহারের অভিজ্ঞতা।
জনাকীর্ণ স্থানেও হবে না অসুবিধা
পাবলিক ওয়াইফাইয়ে একসঙ্গে বহু মানুষ যুক্ত থাকেন। এ ক্ষেত্রে অনেক সময় নেটওয়ার্কের কার্যক্ষমতা কমে আসে। তবে ওয়াইফাই ৬ প্রযুক্তির ফলে মিলবে এই সমস্যার সমাধান। ওয়াইফাই ৬ প্রযুক্তিতে এসব জনাকীর্ণ এলাকায়ও ইউজাররা ইন্টারনেটের গতি পাবেন আগের কয়েক গুণ বেশি। ফলে ইন্টারনেট ব্যবহারের অভিজ্ঞতাও হবে দারুণ।
ব্যাটারির দম ফুরাবে না দ্রুত
মোবাইল, ল্যাপটপসহ বিভিন্ন ডিভাইসে ওয়াইফাই ব্যবহার করলেই দেখা যায় চার্জ দ্রুত ফুরিয়ে যায়। এর সমাধানও এনেছে ওয়াইফাই ৬। ওয়াইফাই ৬–এ রয়েছে ‘টার্গেট ওয়ার্ক টাইম’ নামের বিশেষ ফিচার। কোনো ডিভাইস নেটওয়ার্কে যুক্ত থাকাকালে ডেটা আদান প্রদান কখন হবে আর কখন হবে না তা নির্দিষ্ট করে জানাবে ফিচারটি। এর ফলে ব্যাটারির খরচ কমে আসবে অনেকখানি। এই সুবিধা অবশ্য ল্যাপটপের মতো ডিভাইসের ক্ষেত্রে খুব একটা কার্যকর হবে না। কারণ, ল্যাপটপে সাধারণত সর্বক্ষণই ইন্টারনেটের সংযোগ প্রয়োজন হয়। হোম ডিভাইসগুলোর ক্ষেত্রে এই ফিচারটি বেশ কাজে আসবে। যেহেতু ডিভাইসগুলো বেশির ভাগ সময়ই ইন্টারনেট ব্যবহার করে না।
নিরাপত্তা সুবিধা
গত বছর থেকেই ওয়াইফাই গত দশকের সবচেয়ে কার্যকরী আপডেট পেতে শুরু করেছে। এই আপডেটে যুক্ত হয়েছে ‘ডব্লিউপিএ ৩’ নামের নতুন নিরাপত্তা প্রটোকল। ডব্লিউপিএ ৩–এর ফলে হ্যাকাররা সহজে ওয়াইফাই হ্যাক করতে পারে না। যদি কোনোভাবে হ্যাকার ওয়াইফাই হ্যাক করতে সমর্থ হয়ও, খুব বেশি তথ্য চুরি করতে পারবে না। ওয়াইফাই ৬ সমর্থিত কোনো ডিভাইসকে ‘ওয়াইফাই অ্যালায়েন্স’ থেকে প্রত্যয়িত হতে হলে সেই ডিভাইসে ডব্লিউপিএ ৩ নিরাপত্তা প্রটোকলটি সমর্থন করতে হবে। এ কারণে বর্তমানে ওয়াইফাই ৬ সমর্থিত প্রায় সব ডিভাইস এবং রাউটারই ডব্লিউপিএ ৩ সমর্থন করে।
এক্সের (সাবেক টুইটার) প্রতিদ্বন্দ্বী মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম থ্রেডসের অ্যালগরিদম পরিবর্তন করল মেটা। এর ফলে যেসব অ্যাকাউন্ট ব্যবহারকারীরা ফলো করেন সেগুলোর কনটেন্টই বেশি দেখানো হবে। গত বৃহস্পতিবার থেকে ফিচারটি চালু হয়।
১৫ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা টাইম ম্যাগাজিন–এর কভারে ধনকুবের ইলন মাস্কের ‘টু ডু লিস্ট’ বা দিনের কাজের তালিকা প্রকাশ করেছে। তবে এটি মাস্কের ব্যক্তিগত চেকলিস্ট নয় বলে স্পষ্টভাবে জানিয়েছেন মাস্ক।
১৫ ঘণ্টা আগেটাইপ করার চেয়ে ভয়েস মেসেজ পাঠানো বেশ সহজ। তবে অনেক সময় ভয়েস মেসেজ সবার সামনে শোনা যায় না। সে ক্ষেত্রে মেসেজ না শুনে রিপ্লাই–ও দেওয়া যায়না। এই সমস্যা থেকে মুক্তি দেওয়ার জন্য মেসেজ ট্রান্সক্রাইব ফিচার যুক্ত করল হোয়াটসঅ্যাপ। এই ফিচারের মাধ্যমে ভয়েস মেসেজগুলো সহজে টেক্সটে রূপান্তর করা যাবে।
১৭ ঘণ্টা আগেনিয়মিত নতুন উদ্ভাবনী ধারণা ও প্রযুক্তি দিয়ে বিশ্বকে চমকে দেওয়ার জন্য পরিচিত জাপান। এবার ‘মানুষ ধোয়ার মেশিন’ তৈরি করে তাক লাগিয়ে দিল দেশটি। এটি মানুষ গোসলের জন্য ব্যবহার করতে পারবে। যন্ত্রটির কার্যকারিতা ও ডিজাইন দেখে একে ‘মানুষ ধোয়ার ওয়াশিং মেশিন’ বলে আখ্যা দিয়েছে অনেকই।
১৮ ঘণ্টা আগে