Ajker Patrika

স্প্রিং ইভেন্টে যা আনল অ্যাপল

অনলাইন ডেস্ক
স্প্রিং ইভেন্টে যা আনল অ্যাপল

ঢাকা: করোনাভাইরাসের কারণে গোটা বিশ্বেই বড় বড় সব ইভেন্ট বন্ধ রয়েছে। কিন্তু তাই বলে প্রযুক্তি পণ্যের বাজার তো আর অচল হয়ে যেতে পারে না। বরং এই লকডাউন বাস্তবতায় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোই তো সবার থেকে এগিয়ে। ফলে ইভেন্ট আয়োজনেই বা তরা পিছিয়ে থাকবে কেন। ভার্চ্যুয়াল এক ইভেন্টে গত মঙ্গলবার বেশ কিছু পণ্য উন্মোচন করেছে অ্যাপল। এগুলো নিয়েই থাকছে আজকের আয়োজন—

এয়ারট্যাগস

বেশ কিছুদিন ধরে আলোচনায় ছিল অ্যাপলের এয়ারট্যাগস ডিভাইস। অবশেষে ছোট্ট এই ডিভাইস নিয়ে হাজির হয়েছে অ্যাপল।

ডিভাইসটি চাবির রিং, ওয়ালেট, লাগেজ, ব্যাকপ্যাকে লাগানো থাকলে সেগুলো খুব সহজেই খুঁজে পাওয়া যাবে। কিছু খুঁজে বের করতে হলে ফাইন্ড মাই অ্যাপটির সঙ্গে ডিভাইসটি কানেক্ট করতে হবে। অ্যাপে থাকা প্রিসিশন ফাইন্ডিং ফিচারটি এয়াট্যাগসযুক্ত জিনিসের অবস্থান জানিয়ে দেবে। ব্যবহারকারীর ফোন থেকে ডিভাইসটি কত ফুট দূরে রয়েছে, তাও জানা যাবে অ্যাপটির মাধ্যমে।

ছোট গোলাকার ডিভাইসটির মধ্যে আছে অ্যাপলের লোগো। অ্যাপলের ভয়েস অ্যাসিস্ট্যান্ট সিরির মাধ্যমেও হারানো জিনিস খোঁজা যাবে। ‘হেই সিরি, ফাইন্ড মাই ব্যাগ’ বললেও এয়ারট্যাগসের বিল্ট-ইন স্পিকার বেজে উঠবে। এতে করে শব্দ অনুসরণ করে সহজেই হারানো জিনিস খুঁজে পাওয়া যাবে। এয়ারট্যাগসের দাম ধরা হয়েছে ২৯ ডলার। একসঙ্গে চারটি এয়ারট্যাগস কিনতে খরচ পড়বে ৯৯ ডলার। ডিভাইসটির বিক্রি শুরু হবে আগামীকাল শুক্রবার থেকে। ডেলিভারি শুরু হবে ৩০ এপ্রিল থেকে।

আইম্যাক

ভার্চ্যুয়াল ইভেন্টে রিডিজাইন করা আইম্যাক এনেছে অ্যাপল। নতুন এই আইম্যাক পাওয়া যাবে সবুজ, হলুদ, কমলা, গোলাপি, বেগুনি, নীল ও রূপালি রঙে। আইম্যাকের ডিসপ্লের আকার ২৪ ইঞ্চি এবং স্ক্রিনের রেজ্যুলেশন ৪.৫কে। এর সঙ্গে আছে ফুল এইচডি ক্যামেরা, পাঁচটি পোর্ট, তিনটি মাইক্রোফোন, ছয়টি স্পিকার ও টাচ আইডিসহ ম্যাজিক কিবোর্ড।

আইম্যাকের সেভেন কোর জিপিইউ, ৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ সংস্করণের দাম পড়বে ১ হাজার ২৯৯ ডলার। ১ হাজার ৪৯৯ ডলারের মডেলে থাকবে এইট কোর জিপিইউ ও এইট কোর সিপিইউ।

‘ওয়ার্ক ফ্রম হোম’–এর কথা মাথায় রেখে নতুন আইম্যাকটি বানিয়েছে অ্যাপল। প্রি-অর্ডার শুরু হবে আগামী ৩০ এপ্রিল থেকে। ডেলিভারি শুরু হবে মে মাসের মাঝামাঝি থেকে।

আইপ্যাড প্রো ও বেগুনি আইফোন

ভার্চ্যুয়াল ইভেন্টে নতুন মডেলের আইপ্যাড প্রোও এনেছে অ্যাপল। আইপ্যাড প্রো ২০২১–এ আছে ফাইভজি কানেকটিভিটি, অ্যাপলের নিজস্ব এম১ প্রসেসর, ২ টেরাবাইট স্টোরেজ। ১১ ইঞ্চি সংস্করণের দাম ৭৯৯ ডলার এবং ১২.৯ ইঞ্চি সংস্করণের দাম ১ হাজার ৯৯ ডলার। এ ছাড়া বেগুনি রঙে আইফোন ১২ ও আইফোন ১২ মিনি এনেছে অ্যাপল।

সূত্র : বিজনেস ইনসাইডার

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত