Ajker Patrika

অ্যাপলের বাতিলের খাতায় এবার দুই আইফোনসহ ৬ ডিভাইস

অনলাইন ডেস্ক
আইফোন এক্সএস ম্যাক্স ও আইফোন ৬ এস প্লাস এখন ভিনটেজ পণ্যের তালিকায় ঠাঁই পেয়েছে। ছবি: ইউগাটেক
আইফোন এক্সএস ম্যাক্স ও আইফোন ৬ এস প্লাস এখন ভিনটেজ পণ্যের তালিকায় ঠাঁই পেয়েছে। ছবি: ইউগাটেক

দুটি পুরোনো আইফোনের মডেল এবং স্মার্টঘড়ির চারটি মডেলকে বাতিলের (অবসোলেট) তালিকায় রেখেছে অ্যাপল। এগুলোকে ভিনটেজ ও অবসোলেট পণ্যের তালিকায় রেখেছে কোম্পানিটি। ২০১৮ সালে বাজারে আসা আইফোন এক্সএস ম্যাক্স ও ২০১৫ সালের আইফোন ৬ এস প্লাস এখন ভিনটেজ পণ্যের তালিকায় ঠাঁই পেয়েছে। এ ছাড়া অ্যাপল ওয়াচ সিরিজ ২ এখন অবসোলেট পণ্য।

তবে আইফোন ৬ এস প্লাস ৩২ জিবি স্টোরেজ মডেলটি আগে থেকেই ‘অবসোলেট’ হিসেবে তালিকাভুক্ত ছিল।

অ্যাপলের ভিনটেজ পণ্য

অ্যাপলের সাপোর্ট পেজ অনুসারে, ‘যখন অ্যাপল একটি পণ্য বিক্রির জন্য বিতরণ করা বন্ধ করে দেয় এবং সেই পণ্যটি ৫ বছরের বেশি ও ৭ বছরের কম পুরোনো হয়, তখন সেটিকে ভিনটেজ পণ্য হিসেবে বিবেচনা করা হয়। বর্তমানে নিম্নলিখিত আইফোন মডেলগুলি অ্যাপল ভিনটেজ পণ্য হিসেবে তালিকাভুক্ত রয়েছে—

  • আইফোন ৪ (৮ জিবি)
  • আইফোন ৫
  • আইফোন ৬ এস প্লাস
  • আইফোন এসই
  • আইফোন ৮ রেড
  • আইফোন ৮ প্লাস রেড
  • আইফোন এক্স
  • আইফোন এক্সএস ম্যাক্স

অ্যাপল অবসোলেট পণ্য কি

অ্যাপল সাপোর্ট পেজে বলা হয়েছে যে, পণ্যগুলো অবসোলেট (পুরোনো) হয়ে যায় যখন অ্যাপল সেগুলো বিক্রির জন্য সরবরাহ বন্ধ করে দেয় এবং যেগুলো ৭ বছরেরও বেশি সময় আগে। অ্যাপল অবসোলেট পণ্যগুলোর জন্য সব হার্ডওয়্যার সার্ভিস বন্ধ করে দেয় এবং সার্ভিস প্রোভাইডাররা অবসোলেট পণ্যগুলোর জন্য যন্ত্রাংশ অর্ডার করতে পারে না।

তবে, ম্যাক ল্যাপটপগুলোর জন্য বিশেষ নিয়ম রয়েছে। এগুলো ১০ বছর পর্যন্ত ব্যাটারি পরিবর্তন বা মেরামতের যোগ্য হতে পারে। তবে এটি প্রয়োজনীয় যন্ত্রাংশ প্রাপ্যতার ওপর নির্ভর করে।

অ্যাপল ওয়াচ সিরিজ ২–এর যেসব মডেল এখন ‘অবসোলেট’

অ্যাপল ওয়াচ সিরিজ ২ এর চারটি মডেল এখন অবসোলেট হিসেবে বিবেচিত। এগুলো হলো—

  • অ্যাপল ওয়াচ সিরিজ ২, অ্যালুমিনিয়াম (২য় প্রজন্ম), ৩৮ এমএম
  • অ্যাপল ওয়াচ সিরিজ ২, অ্যালুমিনিয়াম (২য় প্রজন্ম), ৪২ এমএম
  • অ্যাপল ওয়াচ সিরিজ ২, স্টেইনলেস স্টিল (২য় প্রজন্ম), ৩৮ এমএম
  • অ্যাপল ওয়াচ সিরিজ ২, স্টেইনলেস স্টিল (২য় প্রজন্ম), ৪২ এমএম

তথ্যসূত্র: ম্যাকরিউমার, ৯ টুফাইভম্যাক

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

এনসিপির কর্মীদের ঢাকায় আনতে সরকারের বাস রিকুইজিশন, সমালোচনার ঝড়

নয়াদিল্লিতে নতুন হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ, ৩ মাস সময় নিল ভারত

চাপে পড়ে ৫টি বাস রিকুইজিশন দিয়েছেন পিরোজপুরের ডিসি, সরকারের হস্তক্ষেপ নেই: প্রেস সচিব

রাতে স্বামীর জন্মদিন উদ্‌যাপন, সকালে নদীতে মিলল নববধূর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত