মিহিকা মৌরিন
শহর কিংবা গ্রাম—ফ্রিজ এখন আর বিলাসিতার জিনিস নয়; প্রয়োজন। ফ্রিজ নির্দিষ্ট সময়ের জন্য ক্ষতিকর ব্যাকটেরিয়া থেকে খাবার রক্ষা করে ও সতেজ রাখে। ফ্রিজ কেনার আগে এর বিভিন্ন ধরন, সুবিধা-অসুবিধা, দাম ও বিক্রয়োত্তর সেবার আদ্যোপান্ত জেনে নেওয়া ভালো।
বরফ জমাটবাঁধার ওপর ভিত্তি করে ফ্রিজ দুই রকমের হতে পারে—ফ্রস্ট ও নন-ফ্রস্ট। দুটোরই সুবিধা ও অসুবিধা রয়েছে। ফ্রস্ট ফ্রিজে খাবার দ্রুত ঠান্ডা হয় এবং বরফ জমে যায়। এর সুবিধা হলো, বিদ্যুৎ না থাকলেও ছয় থেকে সাত ঘণ্টা পর্যন্ত খাবার ভালো থাকে। ফ্রস্ট ফ্রিজ একই সঙ্গে বিদ্যুৎসাশ্রয়ী এবং তুলনামূলকভাবে কম দামে পাওয়া যায়। ফ্রস্ট ফ্রিজ ব্যবহারের অসুবিধা হলো ডিপ ফ্রিজ থেকে মাছ-মাংস বের করে স্বাভাবিক হওয়ার জন্য বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হয়। নন-ফ্রস্ট ফ্রিজে বরফ কম জমবে। আধুনিক ফ্রিজগুলোতে টোটাল নো ফ্রস্ট প্রযুক্তি ব্যবহার করা হয়। এই প্রযুক্তির ভালো দিক হলো, খাবার ফ্রিজ থেকে বের করে সরাসরি রান্না করা যাবে, ফ্রস্ট ফ্রিজের মতো সময়ের প্রয়োজন নেই। তবে বিদ্যুৎ না থাকলে দুই থেকে তিন ঘণ্টার বেশি খাবার ভালো থাকে না এবং এতে বিদ্যুৎ খরচ বেশি।
এরপর ফ্রিজের নকশার দিকে নজর দিতে পারেন। সে ক্ষেত্রে শুরুতেই ফ্রিজ রাখার জায়গা ও ক্যাপাসিটি নিয়ে ভাবতে হবে। সাধারণত সবচেয়ে বেশি চোখে পড়ে টপ ফ্রিজার মডেলগুলো, যেখানে ফ্রিজের ওপরের অংশটি ডিপ থাকে। প্রায় সব ফ্রিজ নির্মাতা প্রতিষ্ঠান এই নকশার বেসিক কিছু মডেল তৈরি করে। এখন এর সঙ্গে আরও কয়েক ধরনের ডিজাইন দেখা যায়, যেমন সাইড বাই সাইড, ফ্রেঞ্চ ডোর ও বটম ফ্রিজার। এসব ফ্রিজে খাবার ভালো রাখা এবং ব্যবহারের সুবিধার্থে বিভিন্ন আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়। এগুলোর মধ্যে আছে ন্যানো হেলথ কেয়ার প্রযুক্তি, যা ব্যাকটেরিয়া প্রতিরোধ করতে বিশেষভাবে কাজ করে।
ব্র্যান্ড ও প্রযুক্তির ওপর ফ্রিজের
দরদাম নির্ভর করে। ওয়ালটন, স্যামসাং, ট্রান্সটেক, ওয়ার্লপুল, এলজি, সনি-র্যাংগসসহ বিভিন্ন ব্র্যান্ডের ফ্রিজ বাজার ঘুরে পেয়ে যাবেন। ঈদ সামনে রেখে প্রতিষ্ঠানগুলো
বিভিন্ন ছাড় ও ক্যাশব্যাক অফার দিয়ে থাকে। তা ছাড়া কিস্তিতেও ফ্রিজ কেনার সুযোগ পাবেন।
ফ্রিজ যেহেতু দীর্ঘদিন ধরে ব্যবহার করা হয় এবং ২৪ ঘণ্টা চালু থাকে, তাই এটি নিঃসন্দেহে বাড়ির বেশি ব্যবহৃত গ্যাজেটগুলোর একটি। কিছুদিন পরপর এর যত্নে কিছু সময় ব্যয় করলে হঠাৎ ফ্রিজ নষ্ট হওয়ার আশঙ্কা থাকে না। এ ক্ষেত্রে কয়েকটি বিষয় মনে রাখতে পারেন।
সূত্র: ডিজাইনার অ্যাপ্লায়েন্সেস, অনসাইটগো, ক্লেভার কনজ্যুমার
শহর কিংবা গ্রাম—ফ্রিজ এখন আর বিলাসিতার জিনিস নয়; প্রয়োজন। ফ্রিজ নির্দিষ্ট সময়ের জন্য ক্ষতিকর ব্যাকটেরিয়া থেকে খাবার রক্ষা করে ও সতেজ রাখে। ফ্রিজ কেনার আগে এর বিভিন্ন ধরন, সুবিধা-অসুবিধা, দাম ও বিক্রয়োত্তর সেবার আদ্যোপান্ত জেনে নেওয়া ভালো।
বরফ জমাটবাঁধার ওপর ভিত্তি করে ফ্রিজ দুই রকমের হতে পারে—ফ্রস্ট ও নন-ফ্রস্ট। দুটোরই সুবিধা ও অসুবিধা রয়েছে। ফ্রস্ট ফ্রিজে খাবার দ্রুত ঠান্ডা হয় এবং বরফ জমে যায়। এর সুবিধা হলো, বিদ্যুৎ না থাকলেও ছয় থেকে সাত ঘণ্টা পর্যন্ত খাবার ভালো থাকে। ফ্রস্ট ফ্রিজ একই সঙ্গে বিদ্যুৎসাশ্রয়ী এবং তুলনামূলকভাবে কম দামে পাওয়া যায়। ফ্রস্ট ফ্রিজ ব্যবহারের অসুবিধা হলো ডিপ ফ্রিজ থেকে মাছ-মাংস বের করে স্বাভাবিক হওয়ার জন্য বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হয়। নন-ফ্রস্ট ফ্রিজে বরফ কম জমবে। আধুনিক ফ্রিজগুলোতে টোটাল নো ফ্রস্ট প্রযুক্তি ব্যবহার করা হয়। এই প্রযুক্তির ভালো দিক হলো, খাবার ফ্রিজ থেকে বের করে সরাসরি রান্না করা যাবে, ফ্রস্ট ফ্রিজের মতো সময়ের প্রয়োজন নেই। তবে বিদ্যুৎ না থাকলে দুই থেকে তিন ঘণ্টার বেশি খাবার ভালো থাকে না এবং এতে বিদ্যুৎ খরচ বেশি।
এরপর ফ্রিজের নকশার দিকে নজর দিতে পারেন। সে ক্ষেত্রে শুরুতেই ফ্রিজ রাখার জায়গা ও ক্যাপাসিটি নিয়ে ভাবতে হবে। সাধারণত সবচেয়ে বেশি চোখে পড়ে টপ ফ্রিজার মডেলগুলো, যেখানে ফ্রিজের ওপরের অংশটি ডিপ থাকে। প্রায় সব ফ্রিজ নির্মাতা প্রতিষ্ঠান এই নকশার বেসিক কিছু মডেল তৈরি করে। এখন এর সঙ্গে আরও কয়েক ধরনের ডিজাইন দেখা যায়, যেমন সাইড বাই সাইড, ফ্রেঞ্চ ডোর ও বটম ফ্রিজার। এসব ফ্রিজে খাবার ভালো রাখা এবং ব্যবহারের সুবিধার্থে বিভিন্ন আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়। এগুলোর মধ্যে আছে ন্যানো হেলথ কেয়ার প্রযুক্তি, যা ব্যাকটেরিয়া প্রতিরোধ করতে বিশেষভাবে কাজ করে।
ব্র্যান্ড ও প্রযুক্তির ওপর ফ্রিজের
দরদাম নির্ভর করে। ওয়ালটন, স্যামসাং, ট্রান্সটেক, ওয়ার্লপুল, এলজি, সনি-র্যাংগসসহ বিভিন্ন ব্র্যান্ডের ফ্রিজ বাজার ঘুরে পেয়ে যাবেন। ঈদ সামনে রেখে প্রতিষ্ঠানগুলো
বিভিন্ন ছাড় ও ক্যাশব্যাক অফার দিয়ে থাকে। তা ছাড়া কিস্তিতেও ফ্রিজ কেনার সুযোগ পাবেন।
ফ্রিজ যেহেতু দীর্ঘদিন ধরে ব্যবহার করা হয় এবং ২৪ ঘণ্টা চালু থাকে, তাই এটি নিঃসন্দেহে বাড়ির বেশি ব্যবহৃত গ্যাজেটগুলোর একটি। কিছুদিন পরপর এর যত্নে কিছু সময় ব্যয় করলে হঠাৎ ফ্রিজ নষ্ট হওয়ার আশঙ্কা থাকে না। এ ক্ষেত্রে কয়েকটি বিষয় মনে রাখতে পারেন।
সূত্র: ডিজাইনার অ্যাপ্লায়েন্সেস, অনসাইটগো, ক্লেভার কনজ্যুমার
স্মার্টফোনের সবচেয়ে সংবেদশীল অংশ হলো ডিভাইসের স্ক্রিন। হাত থেকে পড়ে গেলে তা সহজেই ভেঙে যেতে পারে। তাই ফোন কেনার সঙ্গে সঙ্গে স্ক্রিন প্রটেক্টর লাগিয়ে থাকেন অনেকেই। এটি মূল স্ক্রিনকে একটি অতিরিক্ত সুরক্ষা দেয়। টেম্পারড গ্লাস থেকে শুরু করে লিকুইড কোটিং পর্যন্ত, বিভিন্ন ধরনের স্ক্রিন প্রটেক্টর বাজারে...
৭ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে জনসাধারণকে আরও ব্যক্তিগতকৃত কনটেন্ট সরবরাহের জন্য নতুন একটি বিভাগ তৈরি করবে বিবিসি নিউজ। সংবাদমাধ্যমটির প্রধান ডেবোরা টার্নেস বলেন, এআই ব্যবহার করে তাদের সংস্থা ‘এআই’ এবং ‘উদ্ভাবনের’ এর মাধ্যমে শ্রোতাদের নতুন ও আধুনিক উপায়ে সংবাদ উপস্থাপন করবে। বিশেষত তরুণদের..
৮ ঘণ্টা আগেপ্রতিনিয়ত নানা ধরনের বার্তা আদান-প্রদান করা হয় হোয়াটসঅ্যাপে। এর ফলে প্ল্যাটফর্মটি ব্যবহারের একঘেয়েমি আসতে পারে। তবে হোয়াটসঅ্যাপের চ্যাট থিম পরিবর্তন করে সেটিকে আরও আকর্ষণীয় ও বৈচিত্র্যময় করা যায়। থিম পরিবর্তন করে আপনি চ্যাটের ব্যাকগ্রাউন্ড, ফন্টের রং, এবং স্টাইল কাস্টমাইজ করতে পারেন, যা আপনার চ্যাটি
১৩ ঘণ্টা আগেবর্তমানে অনেক গুরুত্বপূর্ণ বার্তা আদান-প্রদানের জন্য হোয়াটসঅ্যাপ ব্যবহৃত হয়। তবে ফোন হারিয়ে গেলে বা অন্য কারণে এসব মূল্যবান কথোপকথন বা গুরুত্বপূর্ণ ডেটা হারিয়ে যেতে পারে। তাই সঠিক সময়ে ব্যাকআপ করে রাখতে হয়। হোয়াটসঅ্যাপের ব্যাকআপ ফিচারের মাধ্যমে সহজেই আপনার সমস্ত চ্যাট, মিডিয়া ফাইল ও ভয়েস...
২ দিন আগে