ওয়ান প্লাস কিনে নিয়েছে অপো!

প্রযুক্তি ডেস্ক
আপডেট : ২১ জুন ২০২১, ১৮: ৫৮
Thumbnail image

ঢাকা: একীভূত হয়েছে বৃহৎ দুই চীনা ব্র্যান্ড ওয়ান প্লাস এবং অপো। মূলত প্রিমিয়াম সেলফোন প্রস্তুতকারক ব্র্যান্ড ওয়ান প্লাস এখন অপোর সাব–ব্র্যান্ড। সম্প্রতি ফাঁস হওয়া একটি মেমোতে এমনটাই দেখা যাচ্ছে।

তবে ওয়ান প্লাস এবং অপো উভয় পক্ষই তাদের নিজ নিজ অপারেটিং সিস্টেম যথাক্রমে অক্সিজেন ওএস এবং কালার ওএস–একীভূত হবে কি–না সে ব্যাপারে কোনো মন্তব্য না করার সিদ্ধান্ত নিয়েছে।

ফাঁস হওয়া মেমোতে দুই কোম্পানি একীভূত হওয়ার বিষয়ে কিছু নির্দেশনা রয়েছে। যেখানে ওয়ান প্লাসের সহ-প্রতিষ্ঠাতা এবং সিইও পিট লউ গত সপ্তাহে জানিয়েছিলেন, দুই কোম্পানির মধ্যে বিদ্যমান পারস্পরিক সহযোগিতা থেকে ‘ইতিবাচক প্রভাব দেখার পরে’ সিদ্ধান্ত নিয়েছেন যে অপোর সঙ্গে সম্পর্ক ও সহযোগিতা আরও ‘আরও সংহত’ করবেন তাঁরা। তবে এই সহযোগিতার ধরন কেমন হবে সে ব্যাপারে বিস্তারিত কিছু বলেননি তিনি।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, জনপ্রিয় প্রযুক্তি ব্লগার ইভান ব্লাস টুইটারে এমন একটি নথি ফাঁস করেছেন যেটি অভ্যন্তরীণ মেমো হিসেবেই শনাক্ত করেছেন বিশেষজ্ঞরা। এটি ওয়ান প্লাসের গণযোগাযোগ বিভাগে ব্যবহার করা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

দুই কোম্পানির নতুন সম্পর্ক বিষয়ে এক প্রশ্নোত্তরে মেমোটিতে বলা হয়েছে, সমন্বয়ের ফলে ওয়ান প্লাস অপোর একটি ব্র্যান্ড হয়ে যাবে। তবে এটি একটি স্বতন্ত্র সত্তা হিসেবে কাজ চালিয়ে যাবে।

মেমোটিতে একটি নোটও অন্তর্ভুক্ত রয়েছে। যেখানে কর্মীদের অক্সিজেন এবং কালারওএস অপারেটিং সিস্টেম সম্পর্কিত কোনো প্রশ্নের উত্তর দেওয়া থেকে তাঁদের বিরত থাকতে বলা হয়েছে।

— Evan Blass (@evleaks) June 18, 2021

ওয়ান প্লাসের ফোনে অক্সিজেনওস অপারেটিং সিস্টেমটি অ্যান্ড্রয়েডের প্রায় স্টক সিস্টেমের অভিজ্ঞতা দেয়। অন্যদিকে, অপোর কালারওএস ব্যাপকভাবে পরিবর্তিত একটি অ্যান্ড্রয়েড ফর্ক। ওয়ান প্লাস চলতি বছরের শুরুর দিকে অক্সিজেনওএস–এর চীনা সংস্করণ হাইড্রোজেনওএস আনার কথা বলেছিল। যেটি অপোর কালারওএস-কে প্রতিস্থাপিত করার কথা ছিল।

মেমোতে আরও উল্লেখ করা হয়েছে, গ্রাহক যোগাযোগের চ্যানেল এবং জনসংযোগের দিক থেকে কোনো পরিবর্তন হবে না। কারণ ওয়ান প্লাস এবং অপো উভয়ই স্বতন্ত্র ব্র্যান্ড হিসেবে থাকবে। এ ছাড়া ডিভাইস থেকে প্রাপ্ত ডাটা ওয়ান প্লাস নিজেদের সার্ভারেই সংরক্ষণ করবে।

সামগ্রিকভাবে, ওয়ান প্লাস এবং অপোর একীভূতকরণে গ্রাহকদের জন্য কোনো উল্লেখযোগ্য পরিবর্তন আসার সম্ভাবনা নেই। কারণ উভয়ই এরই মধ্যে তাদের উৎপাদন এবং সরবরাহ চেইন ভাগ করে নিয়েছে। কোম্পানি দুটি গত বছর তাদের গবেষণা এবং উন্নয়ন কার্যক্রমকে আরও গভীরভাবে সংহত করার সিদ্ধান্ত নিয়েছে। তবে ওয়ান প্লাস কীভাবে তার ভবিষ্যতের ডিভাইসগুলো বাজারে অপোর পাশাপাশি প্রতিযোগিতামূলক অবস্থান ধরে রাখবে সেটি পরিষ্কার নয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত