অনলাইন ডেস্ক
আইফোন ব্যবহারকারীদের স্প্যাম কলের বিড়ম্বনা থেকে মুক্তি দিতে নতুন ‘অটো–ব্লক স্প্যাম’ ফিচার নিয়ে এল ট্রুকলার। নতুন ফিচারটি ট্রুকলারের বিদ্যমান স্প্যাম ব্লক ফিচারে নতুন মাত্রা যোগ করে। কারণ ফিচারটি স্প্যামার, প্রতারক বা টেলিমার্কেটারদের কাছ থেকে কল স্বয়ংক্রিয়ভাবে ব্লক করার সুযোগ দেয়। নতুন অটো-ব্লক স্প্যাম ফিচারটি এই ধরনের কল আপনার ফোনে রিং হওয়ার আগেই ব্লক করতে সক্ষম। ফলে কাজের মধ্যে বিঘ্ন সৃষ্টি হবে না এবং আইফোন ব্যবহারকারীরা নিজেদের কাজে মনোযোগ দিতে পারবেন।
ট্রুকলার সব সময়ই অপরিচিত নম্বর চিহ্নিত করতে সাহায্য করে এসেছে। কিন্তু নতুন ফিচারটি আরও কার্যকরভাবে স্প্যাম কলগুলোকে ব্লক করে, যাতে সেগুলো আপনার কাছে পৌঁছাতে না পারে। ব্যবহারকারীরা দুটি স্তরের সুরক্ষা বেছে নিতে পারেন—
শীর্ষ স্প্যামার ব্লক: এই সেটিংস চালু কররে ট্রলার আগে থেকে চিহ্নিত করা সবচেয়ে খারাপ প্রতারক বা ঠকবাজদের কল ব্লক করে।
সব স্প্যামার ব্লক: যারা সম্পূর্ণ স্প্যাম-মুক্ত অভিজ্ঞতা চান, তাদের জন্য এই অপশনটি প্রয়োজন। স্প্যাম হিসেবে চিহ্নিত সব নম্বর ব্লক এই ফিচার করে। তবে এর মাধ্যমে বৈধ কলগুলোও ব্লক হতে পারে।
ব্লক হওয়া কলগুলো রিং করবে না, ফলে বিরক্তির সৃষ্টি হবে না। বরং, সেগুলো মিসড কল হিসেবে কল লগে দেখাবে, যেখানে স্পষ্টভাবে লেখা থাকবে ‘স্প্যামার’ বা ‘প্রতারক’।
প্রাথমিকভাবে ট্রুকলারের প্রিমিয়াম ব্যবহারকারীরা আইওএস ১৮ অপারেটিং সিস্টেমে চলা আইফোনে এ সুবিধা ব্যবহার করতে পারবেন। ট্রুকলার অ্যাপের প্রটেক্ট ট্যাব থেকে সহজেই সুবিধাটি চালু করা যাবে।
সম্প্রতি আইওএস ১৮ অপারেটিং সিস্টেমে চলা আইফোনের জন্য সরাসরি লাইভ কলার আইডি সুবিধা চালু করেছে ট্রুকলার। এ সুবিধা চালুর ফলে আইওএস ১৮ অপারেটিং সিস্টেমে চলা আইফোনে সরাসরি ট্রুকলারের লাইভ কলার আইডি সুবিধা ব্যবহার করার সুযোগ মিলে থাকে।
স্প্যাম কল একটি সাধারণ বিড়ম্বনা এবং এগুলো মোকাবিলা করা অত্যন্ত হতাশাজনক হতে পারে। অটো-ব্লক স্প্যাম ফিচারটি আইফোন ব্যবহারকারীদের জন্য একটি সহজ সমাধান প্রদান করে।
আইফোন ব্যবহারকারীদের স্প্যাম কলের বিড়ম্বনা থেকে মুক্তি দিতে নতুন ‘অটো–ব্লক স্প্যাম’ ফিচার নিয়ে এল ট্রুকলার। নতুন ফিচারটি ট্রুকলারের বিদ্যমান স্প্যাম ব্লক ফিচারে নতুন মাত্রা যোগ করে। কারণ ফিচারটি স্প্যামার, প্রতারক বা টেলিমার্কেটারদের কাছ থেকে কল স্বয়ংক্রিয়ভাবে ব্লক করার সুযোগ দেয়। নতুন অটো-ব্লক স্প্যাম ফিচারটি এই ধরনের কল আপনার ফোনে রিং হওয়ার আগেই ব্লক করতে সক্ষম। ফলে কাজের মধ্যে বিঘ্ন সৃষ্টি হবে না এবং আইফোন ব্যবহারকারীরা নিজেদের কাজে মনোযোগ দিতে পারবেন।
ট্রুকলার সব সময়ই অপরিচিত নম্বর চিহ্নিত করতে সাহায্য করে এসেছে। কিন্তু নতুন ফিচারটি আরও কার্যকরভাবে স্প্যাম কলগুলোকে ব্লক করে, যাতে সেগুলো আপনার কাছে পৌঁছাতে না পারে। ব্যবহারকারীরা দুটি স্তরের সুরক্ষা বেছে নিতে পারেন—
শীর্ষ স্প্যামার ব্লক: এই সেটিংস চালু কররে ট্রলার আগে থেকে চিহ্নিত করা সবচেয়ে খারাপ প্রতারক বা ঠকবাজদের কল ব্লক করে।
সব স্প্যামার ব্লক: যারা সম্পূর্ণ স্প্যাম-মুক্ত অভিজ্ঞতা চান, তাদের জন্য এই অপশনটি প্রয়োজন। স্প্যাম হিসেবে চিহ্নিত সব নম্বর ব্লক এই ফিচার করে। তবে এর মাধ্যমে বৈধ কলগুলোও ব্লক হতে পারে।
ব্লক হওয়া কলগুলো রিং করবে না, ফলে বিরক্তির সৃষ্টি হবে না। বরং, সেগুলো মিসড কল হিসেবে কল লগে দেখাবে, যেখানে স্পষ্টভাবে লেখা থাকবে ‘স্প্যামার’ বা ‘প্রতারক’।
প্রাথমিকভাবে ট্রুকলারের প্রিমিয়াম ব্যবহারকারীরা আইওএস ১৮ অপারেটিং সিস্টেমে চলা আইফোনে এ সুবিধা ব্যবহার করতে পারবেন। ট্রুকলার অ্যাপের প্রটেক্ট ট্যাব থেকে সহজেই সুবিধাটি চালু করা যাবে।
সম্প্রতি আইওএস ১৮ অপারেটিং সিস্টেমে চলা আইফোনের জন্য সরাসরি লাইভ কলার আইডি সুবিধা চালু করেছে ট্রুকলার। এ সুবিধা চালুর ফলে আইওএস ১৮ অপারেটিং সিস্টেমে চলা আইফোনে সরাসরি ট্রুকলারের লাইভ কলার আইডি সুবিধা ব্যবহার করার সুযোগ মিলে থাকে।
স্প্যাম কল একটি সাধারণ বিড়ম্বনা এবং এগুলো মোকাবিলা করা অত্যন্ত হতাশাজনক হতে পারে। অটো-ব্লক স্প্যাম ফিচারটি আইফোন ব্যবহারকারীদের জন্য একটি সহজ সমাধান প্রদান করে।
বিশ্বব্যাপী নতুন সিরিজ ফাইন্ড এক্স ৮ উন্মোচন করল চীনের স্মার্টফোন নির্মাতা অপো। এই সিরিজে অপো ফাইন্ড এক্স ও অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেল দুটি অন্তর্ভুক্ত রয়েছে। মডেল দুটিতেই ৫০ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। তবে অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেলে আইফোনের মতো ক্যামেরা বাটন যুক্ত করা হয়েছে। সিরিজটিতে মিডিয়াটেক
১৬ ঘণ্টা আগেবৈদ্যুতিক গাড়ির জন্য সলিড স্টেট ব্যাটারি ব্যাপক পরিমাণে তৈরি করবে হোন্ডা। এ জন্য জাপানে একটি উৎপাদন কেন্দ্র তৈরি করেছে কোম্পানিটি। এখানে ব্যাটারিটি তৈরি পরিকল্পনাটি পরীক্ষা–নিরীক্ষা করা হবে। এই পরিকল্পনা কম খরচে ও টেকসই ব্যাটারি তৈরিতে সহায়ক হবে।
১৮ ঘণ্টা আগেম্যাসেজিং প্ল্যাটফর্ম মেসেঞ্জারে একযোগে বেশ কিছু ফিচার যুক্ত করেছে মেটা। ফিচারগুলো ভিডিও কল ও অডিও কলের অভিজ্ঞতাকে আরও উন্নত করবে। নতুন আপডেটের মাধ্যমে মেসেঞ্জারে নয়েজ সারপ্রেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক ব্যাকগ্রাউন্ড, এইচডি ভিডিও কল এবং হ্যান্ডস ফ্রি কলিংয়ের মতো ফিচার পাওয়া যাবে। এক ব্লগ প
১৯ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের সরকার যেন অ্যাপলের বিরুদ্ধে দায়ের করা অ্যান্টিট্রাস্ট বা প্রতিযোগিতা মামলা খারিজ করে, এ জন্য ফেডারেল বিচারককে অনুরোধ করেছে কোম্পানিটি। টেক জায়ান্টটি বলছে, তাদের বিরুদ্ধে দায়ের করা মামলাটি কাল্পনিক এবং অ্যাপল একচেটিয়া আধিপত্য বিস্তার করে তা প্রমাণ করতে পারেনি যুক্তরাষ্ট্রের সরকার।
২০ ঘণ্টা আগে