প্রযুক্তি ডেস্ক
ম্যাক মিনি এম ১ সহ অ্যাপলের নতুন ডেস্কটপ আর ল্যাপটপগুলোতে ব্যবহৃত হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার নিউর্যাল ইঞ্জিন। এই কৃত্রিম বুদ্ধিমত্তার নিউর্যাল ইঞ্জিনের কারণেই অ্যাপলের ডিভাইসগুলোতে গতি এসেছে। যেমন ম্যাক মিনি এম ১ কে অনেকেই লাইভ স্ট্রিমিং এর জন্য দারুণ একটি ডেস্কটপ হিসেবে উল্লেখ করেছেন। এই ডিভাইসের প্রসেসরে রয়েছে অসাধারণ এম ১ চিপ। এছাড়াও সঙ্গে রয়েছে ৮ কোর সিপিইউ এবং ১৬ কোর নিউর্যাল ইঞ্জিন।
এখানে নিউর্যাল ইঞ্জিনটি অ্যাপলের এই ডিভাইসটিকে করেছে অনন্য। অ্যাপল এই বিশেষ ধরনের চিপ সংশ্লিষ্ট ইঞ্জিনটি ডিজাইন করে তাঁদের নিজস্ব চিপ এম ১ কে মাথায় রেখে। আর অ্যাপলের ডিজাইন অনুযায়ী এই নিউর্যাল ইঞ্জিন তৈরি করে তাইওয়ানের বিখ্যাত চিপ নির্মাণকারী প্রতিষ্ঠান টিএসএমসি (তাইওয়ান সেমিকন্ডাকটর ম্যানুফেকচারার কোম্পানি)।
নিউর্যাল ইঞ্জিনের কার্যক্রম অনেকটাই কৃত্রিম বুদ্ধিমত্তা সংশ্লিষ্ট। অ্যাপলের সিইও টিম কুককে এ ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক চিপ তৈরির পরিকল্পনায় সহযোগিতা করে ইসরায়েলি প্রযুক্তিবিদ জনি স্রোউজি। পুরো নিউর্যাল ইঞ্জিন নির্মাণের ক্ষেত্রে অবদান রাখেন তাতার বংশোদ্ভূত কানাডীয় গবেষক রুশ সালাখুতদিনোভ।
ম্যাক মিনি এম ১ এর নিউর্যাল ইঞ্জিনে রয়েছে ডেডিকেটেড নিউর্যাল নেটওয়ার্ক হার্ডওয়্যার। এই হার্ডওয়্যার প্রতি সেকেন্ডে ৬০০ বিলিয়ন অপারেশন পরিচালনা করতে পারে। ফেস আইডি, অ্যানিমোজি এবং নানা ধরনের মেশিন লার্নিং কার্যক্রম বাস্তবায়নে এই ডেডিকেটেড নিউর্যাল নেটওয়ার্ক হার্ডওয়্যার কাজ করে থাকে।
এভাবে ম্যাক মিনি এম ১ সহ অ্যাপলের নানারকম ডিভাইসে গতিশীলতা এনেছে নিউর্যাল ইঞ্জিন। আর নিউর্যাল ইঞ্জিনকে আপগ্রেড করতে প্রতিনিয়তই কাজ করছে অ্যাপলের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টিম।
ম্যাক মিনি এম ১ সহ অ্যাপলের নতুন ডেস্কটপ আর ল্যাপটপগুলোতে ব্যবহৃত হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার নিউর্যাল ইঞ্জিন। এই কৃত্রিম বুদ্ধিমত্তার নিউর্যাল ইঞ্জিনের কারণেই অ্যাপলের ডিভাইসগুলোতে গতি এসেছে। যেমন ম্যাক মিনি এম ১ কে অনেকেই লাইভ স্ট্রিমিং এর জন্য দারুণ একটি ডেস্কটপ হিসেবে উল্লেখ করেছেন। এই ডিভাইসের প্রসেসরে রয়েছে অসাধারণ এম ১ চিপ। এছাড়াও সঙ্গে রয়েছে ৮ কোর সিপিইউ এবং ১৬ কোর নিউর্যাল ইঞ্জিন।
এখানে নিউর্যাল ইঞ্জিনটি অ্যাপলের এই ডিভাইসটিকে করেছে অনন্য। অ্যাপল এই বিশেষ ধরনের চিপ সংশ্লিষ্ট ইঞ্জিনটি ডিজাইন করে তাঁদের নিজস্ব চিপ এম ১ কে মাথায় রেখে। আর অ্যাপলের ডিজাইন অনুযায়ী এই নিউর্যাল ইঞ্জিন তৈরি করে তাইওয়ানের বিখ্যাত চিপ নির্মাণকারী প্রতিষ্ঠান টিএসএমসি (তাইওয়ান সেমিকন্ডাকটর ম্যানুফেকচারার কোম্পানি)।
নিউর্যাল ইঞ্জিনের কার্যক্রম অনেকটাই কৃত্রিম বুদ্ধিমত্তা সংশ্লিষ্ট। অ্যাপলের সিইও টিম কুককে এ ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক চিপ তৈরির পরিকল্পনায় সহযোগিতা করে ইসরায়েলি প্রযুক্তিবিদ জনি স্রোউজি। পুরো নিউর্যাল ইঞ্জিন নির্মাণের ক্ষেত্রে অবদান রাখেন তাতার বংশোদ্ভূত কানাডীয় গবেষক রুশ সালাখুতদিনোভ।
ম্যাক মিনি এম ১ এর নিউর্যাল ইঞ্জিনে রয়েছে ডেডিকেটেড নিউর্যাল নেটওয়ার্ক হার্ডওয়্যার। এই হার্ডওয়্যার প্রতি সেকেন্ডে ৬০০ বিলিয়ন অপারেশন পরিচালনা করতে পারে। ফেস আইডি, অ্যানিমোজি এবং নানা ধরনের মেশিন লার্নিং কার্যক্রম বাস্তবায়নে এই ডেডিকেটেড নিউর্যাল নেটওয়ার্ক হার্ডওয়্যার কাজ করে থাকে।
এভাবে ম্যাক মিনি এম ১ সহ অ্যাপলের নানারকম ডিভাইসে গতিশীলতা এনেছে নিউর্যাল ইঞ্জিন। আর নিউর্যাল ইঞ্জিনকে আপগ্রেড করতে প্রতিনিয়তই কাজ করছে অ্যাপলের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টিম।
এক্সের (সাবেক টুইটার) প্রতিদ্বন্দ্বী মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম থ্রেডসের অ্যালগরিদম পরিবর্তন করল মেটা। এর ফলে যেসব অ্যাকাউন্ট ব্যবহারকারীরা ফলো করেন সেগুলোর কনটেন্টই বেশি দেখানো হবে। গত বৃহস্পতিবার থেকে ফিচারটি চালু হয়।
৮ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা টাইম ম্যাগাজিন–এর কভারে ধনকুবের ইলন মাস্কের ‘টু ডু লিস্ট’ বা দিনের কাজের তালিকা প্রকাশ করেছে। তবে এটি মাস্কের ব্যক্তিগত চেকলিস্ট নয় বলে স্পষ্টভাবে জানিয়েছেন মাস্ক।
৯ ঘণ্টা আগেটাইপ করার চেয়ে ভয়েস মেসেজ পাঠানো বেশ সহজ। তবে অনেক সময় ভয়েস মেসেজ সবার সামনে শোনা যায় না। সে ক্ষেত্রে মেসেজ না শুনে রিপ্লাই–ও দেওয়া যায়না। এই সমস্যা থেকে মুক্তি দেওয়ার জন্য মেসেজ ট্রান্সক্রাইব ফিচার যুক্ত করল হোয়াটসঅ্যাপ। এই ফিচারের মাধ্যমে ভয়েস মেসেজগুলো সহজে টেক্সটে রূপান্তর করা যাবে।
১০ ঘণ্টা আগেনিয়মিত নতুন উদ্ভাবনী ধারণা ও প্রযুক্তি দিয়ে বিশ্বকে চমকে দেওয়ার জন্য পরিচিত জাপান। এবার ‘মানুষ ধোয়ার মেশিন’ তৈরি করে তাক লাগিয়ে দিল দেশটি। এটি মানুষ গোসলের জন্য ব্যবহার করতে পারবে। যন্ত্রটির কার্যকারিতা ও ডিজাইন দেখে একে ‘মানুষ ধোয়ার ওয়াশিং মেশিন’ বলে আখ্যা দিয়েছে অনেকই।
১১ ঘণ্টা আগে