অনলাইন ডেস্ক
পূর্বঘোষণা ছাড়াই পিক্সেল ৮এ ফোনটি আকস্মিকভাবে উন্মোচন করেছে গুগল। পিক্সেল ৮ সিরিজের মধ্যে এ মডেলই সবচেয়ে সাশ্রয়ী। ফোনটির প্রধান ক্যামেরায় ৬৪ মেগাপিক্সেল সেন্সর ও প্রসেসর হিসেবে গুগলের টেনসর জি৩ ব্যবহার করা হয়েছে।
ফোনটির বডিতে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে। তবে অন্যান্য পিক্সেল ফোনের মতো এই মডেলের সঙ্গেও চার্জার থাকবে না। আলাদাভাবে চার্জার কিনতে হবে।
৭ মে ফোনটি উন্মোচন করে গুগল। ১৪ মে থেকে ফোনটি খুচরা বাজারে পাওয়া যাবে। প্রাথমিকভাবে পিক্সেল ৮এ ফোনটি যুক্তরাষ্ট্র, ইউরোপ, ভারত, জাপান, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, তাইওয়ানসহ কয়েকটি দেশে পাওয়া যাবে।
পিক্সেল ৮এ-এর দাম ও রং
পিক্সেল ৮এ-এর ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি ইন্টারন্যাল স্টোরেজ সংস্করণের দাম ৪৯৯ ডলার। আর ফোনটির ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারন্যাল স্টোরেজ সংস্করণের দাম ৫৫৯ ডলার।
অবসিডিয়ান (কালো), পোর্সেলিন (হলদে সাদা), বে (হালকা নীল) ও অ্যালো (কিছুটা নিয়ন সবুজের মতো)–এই চার রঙে ফোনটি পাওয়া যাবে। তবে ২৫৬ জিবি ইন্টারন্যাল সংস্করণের ফোনটি শুধু অবসিডিয়ান রঙে পাওয়া যাবে।
স্পেসিফিকেশন:
পেছনের ক্যামেরা: ৬৪ মেগাপিক্সেল ওয়াইড ক্যামেরা, ১৩ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা
সেলফি ক্যামেরা: ১৩ মেগাপিক্সেল
নেটওয়ার্ক: ৫জি ও ৪জি
আয়তন: ১৫২.৪ x ৭৩.৭ x ১০.১ এমএম
ওজন: ১৯২.৮ গ্রাম
সিম: ন্যানো ও ইসিম
ডিসপ্লে: ৬ দশমিক ১ ইঞ্চি ওলেড
রেজল্যুশন: ২৪০০ x ১০৮০
রিফ্রেশ রেট: ১২০ হার্টজ
ব্রাইটনেস: ২০০০ নিটস
আইপি রেটিং: আইপি ৬৭
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক পিক্সেল ইউআই
চিপসেট: টেনসর জি৩ প্রসেসর
মেমোরি: ৮ জিবি
ইন্টারনাল স্টোরেজ: ১২৮ জিবি ও ২৫৬ জিবি
স্পিকার: স্টেরিও স্পিকার
ব্লুটুথ: ৫ দশমিক ৩
এনএফসি: আছে
ইউএসবি: সি
ব্যাটারি: ৪ হাজার ৪৯২ এমএএইচ
চার্জিং: ১৮ ওয়াট ওয়্যারড চার্জিং ও ৭ দশমিক ৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং
তথ্যসূত্র: অ্যান্ড্রয়েড অথরিটি
পূর্বঘোষণা ছাড়াই পিক্সেল ৮এ ফোনটি আকস্মিকভাবে উন্মোচন করেছে গুগল। পিক্সেল ৮ সিরিজের মধ্যে এ মডেলই সবচেয়ে সাশ্রয়ী। ফোনটির প্রধান ক্যামেরায় ৬৪ মেগাপিক্সেল সেন্সর ও প্রসেসর হিসেবে গুগলের টেনসর জি৩ ব্যবহার করা হয়েছে।
ফোনটির বডিতে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে। তবে অন্যান্য পিক্সেল ফোনের মতো এই মডেলের সঙ্গেও চার্জার থাকবে না। আলাদাভাবে চার্জার কিনতে হবে।
৭ মে ফোনটি উন্মোচন করে গুগল। ১৪ মে থেকে ফোনটি খুচরা বাজারে পাওয়া যাবে। প্রাথমিকভাবে পিক্সেল ৮এ ফোনটি যুক্তরাষ্ট্র, ইউরোপ, ভারত, জাপান, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, তাইওয়ানসহ কয়েকটি দেশে পাওয়া যাবে।
পিক্সেল ৮এ-এর দাম ও রং
পিক্সেল ৮এ-এর ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি ইন্টারন্যাল স্টোরেজ সংস্করণের দাম ৪৯৯ ডলার। আর ফোনটির ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারন্যাল স্টোরেজ সংস্করণের দাম ৫৫৯ ডলার।
অবসিডিয়ান (কালো), পোর্সেলিন (হলদে সাদা), বে (হালকা নীল) ও অ্যালো (কিছুটা নিয়ন সবুজের মতো)–এই চার রঙে ফোনটি পাওয়া যাবে। তবে ২৫৬ জিবি ইন্টারন্যাল সংস্করণের ফোনটি শুধু অবসিডিয়ান রঙে পাওয়া যাবে।
স্পেসিফিকেশন:
পেছনের ক্যামেরা: ৬৪ মেগাপিক্সেল ওয়াইড ক্যামেরা, ১৩ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা
সেলফি ক্যামেরা: ১৩ মেগাপিক্সেল
নেটওয়ার্ক: ৫জি ও ৪জি
আয়তন: ১৫২.৪ x ৭৩.৭ x ১০.১ এমএম
ওজন: ১৯২.৮ গ্রাম
সিম: ন্যানো ও ইসিম
ডিসপ্লে: ৬ দশমিক ১ ইঞ্চি ওলেড
রেজল্যুশন: ২৪০০ x ১০৮০
রিফ্রেশ রেট: ১২০ হার্টজ
ব্রাইটনেস: ২০০০ নিটস
আইপি রেটিং: আইপি ৬৭
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক পিক্সেল ইউআই
চিপসেট: টেনসর জি৩ প্রসেসর
মেমোরি: ৮ জিবি
ইন্টারনাল স্টোরেজ: ১২৮ জিবি ও ২৫৬ জিবি
স্পিকার: স্টেরিও স্পিকার
ব্লুটুথ: ৫ দশমিক ৩
এনএফসি: আছে
ইউএসবি: সি
ব্যাটারি: ৪ হাজার ৪৯২ এমএএইচ
চার্জিং: ১৮ ওয়াট ওয়্যারড চার্জিং ও ৭ দশমিক ৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং
তথ্যসূত্র: অ্যান্ড্রয়েড অথরিটি
সৌরবিদ্যুতে চলা নতুন ল্যাপটপ উন্মোচন করল লেনেভো। স্পেনের বার্সেলোনায় শুরু হওয়া মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে (এমডব্লিউসি) নতুন এই কনসেপ্ট ল্যাপটপটি উন্মোচন করে প্রতিষ্ঠানটি। এটি ল্যাপটপটি ব্যবহারকারীদের বিদ্যুৎ তারের ওপর নির্ভরশীলতা কমাতে এবং বাইরের পরিবেশে কাজ করতে উৎসাহ দেবে।
১৮ ঘণ্টা আগেআগামী পাঁচ বছরে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিতে ১০ বিলিয়ন বা ১ হাজার কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে চীনা স্মার্টফোন নির্মাতা অনার। এই বিনিয়োগের মাধ্যমে এআই চালিত উন্নত পিসি, ট্যাবলেট এবং ওয়্যারেবল (পরিধানযোগ্য) ডিভাইস তৈরি করতে চায় কোম্পানিটি। গতকাল রোববার বার্সেলোনায় অনুষ্ঠিত মোবাইল...
২০ ঘণ্টা আগেসামাজিক যোগাযোগমাধ্যম টিকটক, রেডিট এবং অনলাইন ছবি শেয়ারিং সাইট ইমগুরের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে যুক্তরাজ্যের তথ্য কমিশনার অফিস (আইসিও)। শিশুদের ব্যক্তিগত তথ্য সংরক্ষণ ও সুরক্ষায় প্ল্যাটফর্মগুলো যথাযথ পদক্ষেপ গ্রহণ করছে কি না, তা যাচাইয়ে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
১ দিন আগেব্যক্তিগত ও পেশাগত উভয় কাজে হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন অনেকেই। তাই বিভিন্ন মেসেজের ভিড়ে জরুরি মেসেজগুলো নিচের দিকে দিকে চলে যায়। ফলে সেগুলো দ্রুত খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়ে। প্ল্যাটফর্মটির ‘পিন মেসেজ’ ফিচার ব্যবহারের মাধ্যমে এই সমস্যা থেকে মুবতি পাওয়া যায়। কাঙ্ক্ষিত মেসেজ থ্রেডগুলো চ্যাট তালিকার...
১ দিন আগে