প্রযুক্তি ডেস্ক
চীন-ভিত্তিক স্মার্টফোন কোম্পানি ইনফিনিক্স বাজারে নিয়ে এলো নতুন স্মার্টফোন হট ২০এস। ফোনটিতে আছে মিডিয়াটেক হেলিও জি৯৬, ৬৪-বিট অক্টা-কোর চিপসেট ফিচারিং দু’টি শক্তিশালী আর্ম করটেক্স-এ৭৬, ছয়টি করটেক্স-এ৫৫ প্রসেসর যা ২.০৫ গিগাহার্টজ পর্যন্ত চলতে পারে। আনটুটু, গিক বেঞ্চ সিঙ্গেল এবং গিক বেঞ্চ মাল্টির মতো সফটওয়্যার বেঞ্চমার্কিং টুলগুলোর হিসেবে, বাজারে প্রচলিত অন্য অনেক প্রসেসরের তুলনায় ২৫ শতাংশ বেশি পারফর্ম করে মিডিয়াটেক হেলিও জি৯৬। মূলত মোবাইল গেমিংয়ের কথা মাথায় রেখেই এই ফোনের ডিজাইন করা হয়েছে।
এই ফোনে আরও আছে ৬.৭৮ ইঞ্চি এফএইচডি+হাইপার ভিশন ডিসপ্লে। ডিসপ্লেতে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ফলে পাওয়া যাবে স্বচ্ছন্দ ব্রাউজিং এবং দ্রুত গেমিং কন্ট্রোল এর সুবিধা। হট ২০এস-এ আরও আছে ২৪০ হার্টজ আলট্রা টাচ স্যামপ্লিং রেটসম্বৃদ্ধ আলট্রা টাচ মোড। গেমিংয়ের সময় টাচ ইনপুটে স্বচ্ছন্দ ভিজ্যুয়াল ফিডব্যাক প্রদানের ক্ষেত্রে এটি সহায়ক।
ফোনটিতে আছে ১৩ জিবি (৮ জিবি+৫ জিবি) এক্সটেনডেড র্যাম এবং ১২৮ জিবি রম, যা ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। এর অ্যাডভান্সড এক্সটেনডেড এলপিডিডিআরফোর এক্স হাই স্পিড র্যাম প্রযুক্তির কারণে হট ২০এস নির্বিঘ্নে ২০টি ব্যাকগ্রাউন্ড অ্যাপ পরিবর্তন করতে পারে। ফোনটিতে রয়েছে ১৮ ওয়াট ফাস্ট চার্জিংয়ের সুবিধাসহ ৫০০০ এমএএইচ এর ব্যাটারি। ‘পাওয়ার ম্যারাথন’ প্রযুক্তির পাশাপাশি টাইপ-সি ফাস্ট চার্জিং কেবল রয়েছে ফোনটির সঙ্গে।
ফোনটির ব্যাক ক্যামেরায় রয়েছে ৫০ মেগা পিক্সেল ক্যামেরা। আরও আছে ২ মেগাপিক্সেল বোকেহ ক্যামেরা, ২ মেগাপিক্সেল সুপার ম্যাক্রো ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এর আই-ট্র্যাকিং ফোকাসের কারণে পোর্ট্রেট মোডে তোলা যায় আরও নিখুঁতভাবে।
হট ২০এস পাওয়া যাচ্ছে দুটি রঙে- সনিক ব্ল্যাক ও টেম্পো ব্লু। ফোনটির বাজার মুল্য ধরা হয়েছে ১৮ হাজার ৯৯৯ টাকা। এই দামের মধ্যে শুধু হট ২০এস-ই দিচ্ছে এমন আধুনিক সব ফিচার। আপনার নিকটস্থ দোকানে আর ইনফিনিক্স ব্র্যান্ড শপে হট সিরিজের ফোনগুলো পাওয়া যাবে। ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজের ১২.১২ ক্যাম্পেইন থেকেও এই ফোন কেনা যাবে।
চীন-ভিত্তিক স্মার্টফোন কোম্পানি ইনফিনিক্স বাজারে নিয়ে এলো নতুন স্মার্টফোন হট ২০এস। ফোনটিতে আছে মিডিয়াটেক হেলিও জি৯৬, ৬৪-বিট অক্টা-কোর চিপসেট ফিচারিং দু’টি শক্তিশালী আর্ম করটেক্স-এ৭৬, ছয়টি করটেক্স-এ৫৫ প্রসেসর যা ২.০৫ গিগাহার্টজ পর্যন্ত চলতে পারে। আনটুটু, গিক বেঞ্চ সিঙ্গেল এবং গিক বেঞ্চ মাল্টির মতো সফটওয়্যার বেঞ্চমার্কিং টুলগুলোর হিসেবে, বাজারে প্রচলিত অন্য অনেক প্রসেসরের তুলনায় ২৫ শতাংশ বেশি পারফর্ম করে মিডিয়াটেক হেলিও জি৯৬। মূলত মোবাইল গেমিংয়ের কথা মাথায় রেখেই এই ফোনের ডিজাইন করা হয়েছে।
এই ফোনে আরও আছে ৬.৭৮ ইঞ্চি এফএইচডি+হাইপার ভিশন ডিসপ্লে। ডিসপ্লেতে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ফলে পাওয়া যাবে স্বচ্ছন্দ ব্রাউজিং এবং দ্রুত গেমিং কন্ট্রোল এর সুবিধা। হট ২০এস-এ আরও আছে ২৪০ হার্টজ আলট্রা টাচ স্যামপ্লিং রেটসম্বৃদ্ধ আলট্রা টাচ মোড। গেমিংয়ের সময় টাচ ইনপুটে স্বচ্ছন্দ ভিজ্যুয়াল ফিডব্যাক প্রদানের ক্ষেত্রে এটি সহায়ক।
ফোনটিতে আছে ১৩ জিবি (৮ জিবি+৫ জিবি) এক্সটেনডেড র্যাম এবং ১২৮ জিবি রম, যা ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। এর অ্যাডভান্সড এক্সটেনডেড এলপিডিডিআরফোর এক্স হাই স্পিড র্যাম প্রযুক্তির কারণে হট ২০এস নির্বিঘ্নে ২০টি ব্যাকগ্রাউন্ড অ্যাপ পরিবর্তন করতে পারে। ফোনটিতে রয়েছে ১৮ ওয়াট ফাস্ট চার্জিংয়ের সুবিধাসহ ৫০০০ এমএএইচ এর ব্যাটারি। ‘পাওয়ার ম্যারাথন’ প্রযুক্তির পাশাপাশি টাইপ-সি ফাস্ট চার্জিং কেবল রয়েছে ফোনটির সঙ্গে।
ফোনটির ব্যাক ক্যামেরায় রয়েছে ৫০ মেগা পিক্সেল ক্যামেরা। আরও আছে ২ মেগাপিক্সেল বোকেহ ক্যামেরা, ২ মেগাপিক্সেল সুপার ম্যাক্রো ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এর আই-ট্র্যাকিং ফোকাসের কারণে পোর্ট্রেট মোডে তোলা যায় আরও নিখুঁতভাবে।
হট ২০এস পাওয়া যাচ্ছে দুটি রঙে- সনিক ব্ল্যাক ও টেম্পো ব্লু। ফোনটির বাজার মুল্য ধরা হয়েছে ১৮ হাজার ৯৯৯ টাকা। এই দামের মধ্যে শুধু হট ২০এস-ই দিচ্ছে এমন আধুনিক সব ফিচার। আপনার নিকটস্থ দোকানে আর ইনফিনিক্স ব্র্যান্ড শপে হট সিরিজের ফোনগুলো পাওয়া যাবে। ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজের ১২.১২ ক্যাম্পেইন থেকেও এই ফোন কেনা যাবে।
ফেসবুক, ইনস্টাগ্রামসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া জায়ান্টেদের ওপর বৈশ্বিক আয়ের ৫ শতাংশ পর্যন্ত জরিমানা আরোপ করার পরিকল্পনা প্রত্যাহার করেছে অস্ট্রেলিয়া। চলতি বছরের প্রস্তাবিত একটি আইন অনুযায়ী, কোম্পানিগুলোর বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে জরিমানা আরোপ করার পরিকল্পনা করেছিল দেশটি।
১ ঘণ্টা আগেমার্কেট ইন্টেলিজেন্স ফার্ম সিমিলার ওয়েবের মতে, প্রতিদিনের সক্রিয় ব্যবহারকারীদের দিক থেকে থ্রেডসের সঙ্গে প্রতিযোগিতা করছে ব্লুস্কাই। বর্তমানে ব্লুস্কাইয়ের অ্যাপটি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের অ্যাপল অ্যাপ স্টোরে সবচেয়ে বেশি ডাউনলোড করা অ্যাপ। এরপরেই রয়েছে থ্রেডস।
১৯ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সানি ভ্যালে শহরে অত্যাধুনিক ও পরিবেশবান্ধব পাঁচতলা অফিস ভবন তৈরি করেছে টেক জায়ান্ট গুগল। এই ভবনের বিশেষত্ব হলো—এটি তৈরিতে প্রথমবারের মতো ‘মাস টিম্বার’ ব্যবহার করেছে কোম্পানিটি। কাঠ বিভিন্নভাবে প্রক্রিয়াকরণের মাধ্যমে মাস টিম্বার তৈরি করা হয়। তাই ভবনটি...
২ দিন আগেপাশ্চাত্যে উৎসবের মৌসুমে বা নতুন বছর আসার আগে প্রায় সবাই ছুটি উপভোগ করেন। এই সময়টিতে পরিবার এবং বন্ধুদের সঙ্গে সময় কাটানো, বিশ্রাম নেওয়া এবং গত বছরের কঠিন কাজের চাপ থেকে মুক্তি পাওয়া একটি সাধারণ বিষয়। অনেক কোম্পানি এসময় কর্মীদের ছুটি দেয়, যাতে তারা শারীরিক এবং মানসিকভাবে পুনরুজ্জীবিত হতে পারে। তবে এ
২ দিন আগে