Ajker Patrika

ইয়ারফোন ব্যবহারে ভুল নয়

আপডেট : ২৮ আগস্ট ২০২২, ০৮: ২৫
ইয়ারফোন ব্যবহারে ভুল নয়

বর্তমান সময়ে বিজ্ঞান ও প্রযুক্তির উৎকর্ষের কল্যাণে মানুষের ডিজিটাল জীবনযাপনের অংশ হিসেবে হেডফোন, ইয়ারবাড বা ইয়ারফোন প্রায় সবারই কাজ বা বিনোদনের সঙ্গী। তবে সঙ্গী হলেও এর যথেচ্ছ ব্যবহারে হতে পারে নানাবিধ ক্ষতি। এই ক্ষতি এড়াতে কিছু কিছু বিষয়ে মেনে চলতে হবে সতর্কতা। যেমন:

  • ইয়ারফোনে গান শোনার সময় ভলিউম বেশি ব্যবহার করা যাবে না। এতে শ্রবণশক্তি ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই বিশেষজ্ঞরা পরামর্শ দিয়ে থাকেন ভলিউম স্তর সর্বোচ্চ ৬০ শতাংশের বেশি সেট না করতে।
  • হেডফোনের অতিরিক্ত ব্যবহারের ফলে মানুষের কানের সমস্যা দেখা দিচ্ছে। পাশাপাশি দেখা দিচ্ছে কানে ব্যথা, মাথা ধরার মতো উপসর্গও। তাই যতটা সম্ভব ইয়ারফোন কম ব্যবহার করার চেষ্টা করতে হবে।
  • কোন কানে কোন অংশ গুঁজে গান শুনবেন নির্দিষ্ট করা থাকে, সেটা মেনে চলতে হবে।
  • প্রতিটি ফোনেই হেডফোনের ভলিউমের শ্রবণযোগ্য মাত্রা নির্দেশ করা থাকে। এই নির্দেশনা এড়িয়ে গেলে কান ক্ষতিগ্রস্ত হতে পারে।
  • বাইরে বেরিয়ে গান শুনতে হলে, তা এক জায়গায় বসে শুনুন। রাস্তায় হাঁটার সময়, রাস্তা বা রেললাইন পার হওয়ার সময় কখনো হেডফোন বা ইয়ারফোন ব্যবহার করবেন না। গাড়ি বা বাইক চালানোর সময় কানে ইয়ারফোন লাগাবেন না। কারণ, এর ফলে আশপাশের গাড়ির হর্ন আপনি শুনতে পাবেন না। এতে দুর্ঘটনার ঝুঁকি অনেকটাই বেড়ে যেতে পারে।
  • মোবাইল ফোনে কোনো সিনেমা দেখতে হলে ৩০ থেকে ৪০ মিনিট পরপর মিনিট পাঁচেকের বিরতি নিতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

পাগল বেশে রাস্তায় মেয়েদের উত্ত্যক্ত করা কন্টেন্ট ক্রিয়েটর সম্পর্কে যা জানা গেল

প্রধান উপদেষ্টার নতুন বিশেষ সহকারী কে এই আনিসুজ্জামান চৌধুরী

সেনাবাহিনীর ভূমিকা নিয়ে জাতিসংঘের ফলকার তুর্কের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল আইএসপিআর

হাবিবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত