অনলাইন ডেস্ক
প্রযুক্তির জগতে যুক্ত হল কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) নতুন ডিভাইস নোটপিন। গলার হার, ঘড়ি বা পিন হিসেবে এই ডিভাইস ব্যবহার করা যাবে। এটি কোনো মিটিং বা ক্লাসের নোট নিতে, পরিচিতদের নাম মনে রাখতে ও কাজের তালিকা তৈরি করতে সাহায্য করবে। আপনার চারপাশের কথাবার্তাগুলো এই ডিভাইস স্বয়ংক্রিয়ভাবে টেক্সট হিসেবে সংরক্ষণ করবে।
এআইভিত্তিক কোম্পানি ‘প্লড’ ডিভাইসটি তৈরি করেছে। নোটপিন ডিভাইস কথাবার্তাগুলো টেক্সটে রূপান্তর করার পাশাপাশি এগুলোর সারসংক্ষেপও তৈরি করতে পারবে। এটি ইংরেজি ছাড়াও ৫৯টি ভাষায় নোট নিতে পারবে ও অনুবাদ করতে পারবে। আলাপ–আলোচনার সময় কে কথা বলছে ডিভাইসটির এআই তা চিহ্নিত করতে পারে।
একে একবার চার্জ দিলে টানা ২০ ঘণ্টা পর্যন্ত কথোপকথন রেকর্ড করতে পারবে। তবে ডিভাইসটি সব সময় চালু থাকে না। এর ওপর ট্যাপ করে চালু করতে হয়। ফলে ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা থাকবে। সে অনুযায়ী কথাবার্তাগুলো সংরক্ষণ করবে। অর্থাৎ এটি একটি স্ক্রিপ্টের মতো ডকুমেন্ট তৈরি করে দেবে।
এই ডিভাইসটির সঙ্গে একটি অ্যাপ ব্যবহার করতে হবে। অ্যাপটিতে একটি চ্যাট উইন্ডোও রয়েছে, যার মাধ্যমে ডিভাইসটিকে বিভিন্ন প্রশ্নও জিজ্ঞেস করা যাবে।
নোটপিন আকার অনেক ছোট ও হালকা। এর ওজন প্রায় একটি পেনসিল বা ‘এএ’ ব্যাটারির সমান। তাই খুব স্বাচ্ছন্দ্যভাবে ডিভাইসটি পরে থাকা যাবে। ডিভাইসটি বর্তমানে প্রিঅর্ডার করা যাবে। নোটপিনটির মূল্য ১৭০ ডলার। তবে প্রতি মাসে ৩০০ মিনিটেরও বেশি ডিভাইসটি দিয়ে রেকর্ড করলে অতিরিক্ত ৮০ ডলার খরচ করতে হবে।
আর প্লডের বিশেষ এআই ফিচার ব্যবহার করতে চাইলে প্রতিবছর আরও ৭৯ ডলার সাবস্ক্রিপশন কিনতে হবে।
চলতি বছরে একটি পরিধানযোগ্য ডিভাইস ‘হিউম্যান এআই’ বাজারে এসেছে। এই ডিভাইস শুধু জামা কাপড়ের সঙ্গে লাগিয়ে ব্যবহার করা যায়। তবে ডিভাইসটি ব্যবসা সফল হতে পারেনি।
তথ্যসূত্র: দ্য ভার্জ ও এনগেজেট
প্রযুক্তির জগতে যুক্ত হল কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) নতুন ডিভাইস নোটপিন। গলার হার, ঘড়ি বা পিন হিসেবে এই ডিভাইস ব্যবহার করা যাবে। এটি কোনো মিটিং বা ক্লাসের নোট নিতে, পরিচিতদের নাম মনে রাখতে ও কাজের তালিকা তৈরি করতে সাহায্য করবে। আপনার চারপাশের কথাবার্তাগুলো এই ডিভাইস স্বয়ংক্রিয়ভাবে টেক্সট হিসেবে সংরক্ষণ করবে।
এআইভিত্তিক কোম্পানি ‘প্লড’ ডিভাইসটি তৈরি করেছে। নোটপিন ডিভাইস কথাবার্তাগুলো টেক্সটে রূপান্তর করার পাশাপাশি এগুলোর সারসংক্ষেপও তৈরি করতে পারবে। এটি ইংরেজি ছাড়াও ৫৯টি ভাষায় নোট নিতে পারবে ও অনুবাদ করতে পারবে। আলাপ–আলোচনার সময় কে কথা বলছে ডিভাইসটির এআই তা চিহ্নিত করতে পারে।
একে একবার চার্জ দিলে টানা ২০ ঘণ্টা পর্যন্ত কথোপকথন রেকর্ড করতে পারবে। তবে ডিভাইসটি সব সময় চালু থাকে না। এর ওপর ট্যাপ করে চালু করতে হয়। ফলে ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা থাকবে। সে অনুযায়ী কথাবার্তাগুলো সংরক্ষণ করবে। অর্থাৎ এটি একটি স্ক্রিপ্টের মতো ডকুমেন্ট তৈরি করে দেবে।
এই ডিভাইসটির সঙ্গে একটি অ্যাপ ব্যবহার করতে হবে। অ্যাপটিতে একটি চ্যাট উইন্ডোও রয়েছে, যার মাধ্যমে ডিভাইসটিকে বিভিন্ন প্রশ্নও জিজ্ঞেস করা যাবে।
নোটপিন আকার অনেক ছোট ও হালকা। এর ওজন প্রায় একটি পেনসিল বা ‘এএ’ ব্যাটারির সমান। তাই খুব স্বাচ্ছন্দ্যভাবে ডিভাইসটি পরে থাকা যাবে। ডিভাইসটি বর্তমানে প্রিঅর্ডার করা যাবে। নোটপিনটির মূল্য ১৭০ ডলার। তবে প্রতি মাসে ৩০০ মিনিটেরও বেশি ডিভাইসটি দিয়ে রেকর্ড করলে অতিরিক্ত ৮০ ডলার খরচ করতে হবে।
আর প্লডের বিশেষ এআই ফিচার ব্যবহার করতে চাইলে প্রতিবছর আরও ৭৯ ডলার সাবস্ক্রিপশন কিনতে হবে।
চলতি বছরে একটি পরিধানযোগ্য ডিভাইস ‘হিউম্যান এআই’ বাজারে এসেছে। এই ডিভাইস শুধু জামা কাপড়ের সঙ্গে লাগিয়ে ব্যবহার করা যায়। তবে ডিভাইসটি ব্যবসা সফল হতে পারেনি।
তথ্যসূত্র: দ্য ভার্জ ও এনগেজেট
মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে মানব মস্তিষ্কে চিপ স্থাপনের অনুমোদন পেল ইলন মাস্কের নিউরো প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান নিউরালিংক। কানাডায় মানব ট্রায়াল চালানোর জন্য অনুমোদন পেয়েছে প্রতিষ্ঠানটি। এই প্রক্রিয়ার জন্য ‘প্রথম এবং একমাত্র সার্জিক্যাল সাইট’ হবে কানাডার টরন্টো ওয়েস্
৩ ঘণ্টা আগেবিশ্বব্যাপী নতুন সিরিজ ফাইন্ড এক্স ৮ উন্মোচন করল চীনের স্মার্টফোন নির্মাতা অপো। এই সিরিজে অপো ফাইন্ড এক্স ও অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেল দুটি অন্তর্ভুক্ত রয়েছে। মডেল দুটিতেই ৫০ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। তবে অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেলে আইফোনের মতো ক্যামেরা বাটন যুক্ত করা হয়েছে। সিরিজটিতে মিডিয়াটেক
২১ ঘণ্টা আগেবৈদ্যুতিক গাড়ির জন্য সলিড স্টেট ব্যাটারি ব্যাপক পরিমাণে তৈরি করবে হোন্ডা। এ জন্য জাপানে একটি উৎপাদন কেন্দ্র তৈরি করেছে কোম্পানিটি। এখানে ব্যাটারিটি তৈরি পরিকল্পনাটি পরীক্ষা–নিরীক্ষা করা হবে। এই পরিকল্পনা কম খরচে ও টেকসই ব্যাটারি তৈরিতে সহায়ক হবে।
১ দিন আগেম্যাসেজিং প্ল্যাটফর্ম মেসেঞ্জারে একযোগে বেশ কিছু ফিচার যুক্ত করেছে মেটা। ফিচারগুলো ভিডিও কল ও অডিও কলের অভিজ্ঞতাকে আরও উন্নত করবে। নতুন আপডেটের মাধ্যমে মেসেঞ্জারে নয়েজ সারপ্রেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক ব্যাকগ্রাউন্ড, এইচডি ভিডিও কল এবং হ্যান্ডস ফ্রি কলিংয়ের মতো ফিচার পাওয়া যাবে। এক ব্লগ প
১ দিন আগে