প্রযুক্তি ডেস্ক
যুক্তরাজ্যের মিলটন কিনেস ইউনিভার্সিটি হাসপাতালের রোগীদের কাছে নির্দিষ্ট সময়ে ওষুধ নিয়ে হাজির হচ্ছে রোবট। স্বয়ংক্রিয় যানবাহনের মতো একই প্রযুক্তি ব্যবহার করে কাজ করছে এটি। কর্মীদের ওপর চাপ কমাতে পরীক্ষামূলকভাবে এ রোবট ব্যবহার শুরু করেছে হাসপাতালটি।
ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদন অনুযায়ী, এ রোবট তৈরি করেছে যুক্তরাজ্যের প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাকাডেমি অব রোবোটিকস। প্রতিষ্ঠানটি এরই মধ্যে নিজেদের স্বয়ংক্রিয় গাড়ি ‘কার-গো’–এর প্রযুক্তি নিয়ে কাজ করেছে। কার-গো গাড়িতে ব্যবহৃত ‘সোনার’ এবং ‘লিডার’ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে রোবটটিতে। ফলে হাসপাতালের ভেতরে মানুষ, হুইলচেয়ার এবং বিছানার মতো বাধাগুলো এড়িয়ে চলতে পারে। এতে হাসপাতালে অন্যদের চলাচলে কোনো সমস্যা সৃষ্টি করে না এটি।
একাডেমি অব রোবোটিকসের প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) উইলিয়াম সচিটি জানিয়েছেন, সাহায্যকারী এই রোবটগুলো হাসপাতালের কর্মী এবং রোগী উভয়ের জীবন আরও সহজ করার জন্য কাজ করে যাচ্ছে। আমরা আশা করছি, এই প্রযুক্তি সবার জন্য সুফল বয়ে আনবে এবং আমরা এই কর্মসূচি বড় করার পাশাপাশি এটির প্রযুক্তি পরীক্ষা এবং উন্নত করতে থাকব।
উল্লেখ্য, অ্যাকাডেমি অব রোবোটিকসের স্বয়ংক্রিয় গাড়ি ‘কার-গো’ বর্তমানে পণ্য সরবরাহের কাজে ব্যবহার করা হচ্ছে। ঘণ্টায় ৬০ মাইল পর্যন্ত গতিতে চলাচল করতে সক্ষম স্বয়ংক্রিয় এই যান। কার-গো এরই মধ্যে অক্সফোর্ড শায়ারের ব্রিজ নর্টনের রয়্যাল এয়ার ফোর্স ঘাঁটিতে পরীক্ষা করা হয়েছে। কর্মীদের বিভিন্ন সরঞ্জাম সরবরাহ করেছে এটি।
যুক্তরাজ্যের মিলটন কিনেস ইউনিভার্সিটি হাসপাতালের রোগীদের কাছে নির্দিষ্ট সময়ে ওষুধ নিয়ে হাজির হচ্ছে রোবট। স্বয়ংক্রিয় যানবাহনের মতো একই প্রযুক্তি ব্যবহার করে কাজ করছে এটি। কর্মীদের ওপর চাপ কমাতে পরীক্ষামূলকভাবে এ রোবট ব্যবহার শুরু করেছে হাসপাতালটি।
ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদন অনুযায়ী, এ রোবট তৈরি করেছে যুক্তরাজ্যের প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাকাডেমি অব রোবোটিকস। প্রতিষ্ঠানটি এরই মধ্যে নিজেদের স্বয়ংক্রিয় গাড়ি ‘কার-গো’–এর প্রযুক্তি নিয়ে কাজ করেছে। কার-গো গাড়িতে ব্যবহৃত ‘সোনার’ এবং ‘লিডার’ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে রোবটটিতে। ফলে হাসপাতালের ভেতরে মানুষ, হুইলচেয়ার এবং বিছানার মতো বাধাগুলো এড়িয়ে চলতে পারে। এতে হাসপাতালে অন্যদের চলাচলে কোনো সমস্যা সৃষ্টি করে না এটি।
একাডেমি অব রোবোটিকসের প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) উইলিয়াম সচিটি জানিয়েছেন, সাহায্যকারী এই রোবটগুলো হাসপাতালের কর্মী এবং রোগী উভয়ের জীবন আরও সহজ করার জন্য কাজ করে যাচ্ছে। আমরা আশা করছি, এই প্রযুক্তি সবার জন্য সুফল বয়ে আনবে এবং আমরা এই কর্মসূচি বড় করার পাশাপাশি এটির প্রযুক্তি পরীক্ষা এবং উন্নত করতে থাকব।
উল্লেখ্য, অ্যাকাডেমি অব রোবোটিকসের স্বয়ংক্রিয় গাড়ি ‘কার-গো’ বর্তমানে পণ্য সরবরাহের কাজে ব্যবহার করা হচ্ছে। ঘণ্টায় ৬০ মাইল পর্যন্ত গতিতে চলাচল করতে সক্ষম স্বয়ংক্রিয় এই যান। কার-গো এরই মধ্যে অক্সফোর্ড শায়ারের ব্রিজ নর্টনের রয়্যাল এয়ার ফোর্স ঘাঁটিতে পরীক্ষা করা হয়েছে। কর্মীদের বিভিন্ন সরঞ্জাম সরবরাহ করেছে এটি।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সানি ভ্যালে শহরে অত্যাধুনিক ও পরিবেশবান্ধব পাঁচতলা অফিস ভবন তৈরি করেছে টেক জায়ান্ট গুগল। এই ভবনের বিশেষত্ব হলো—এটি তৈরিতে প্রথমবারের মতো ‘মাস টিম্বার’ ব্যবহার করেছে কোম্পানিটি। কাঠ বিভিন্নভাবে প্রক্রিয়াকরণের মাধ্যমে মাস টিম্বার তৈরি করা হয়। তাই ভবনটি...
১৫ ঘণ্টা আগেপাশ্চাত্যে উৎসবের মৌসুমে বা নতুন বছর আসার আগে প্রায় সবাই ছুটি উপভোগ করেন। এই সময়টিতে পরিবার এবং বন্ধুদের সঙ্গে সময় কাটানো, বিশ্রাম নেওয়া এবং গত বছরের কঠিন কাজের চাপ থেকে মুক্তি পাওয়া একটি সাধারণ বিষয়। অনেক কোম্পানি এসময় কর্মীদের ছুটি দেয়, যাতে তারা শারীরিক এবং মানসিকভাবে পুনরুজ্জীবিত হতে পারে। তবে এ
১৭ ঘণ্টা আগেদৈনন্দিন জীবনে ব্যবহারে জন্য টেকসই স্মার্টফোনের চাহিদা অনেক বেশি। এজন্য মিড রেঞ্জের টেকসই স্মার্টফোন ‘অনার এক্স ৯ সি’ উন্মোচন করেছে অনার। এই মডেল গত অক্টোবর মাসে লঞ্চ হওয়া এক্স ৯ বি–এর উত্তরসূরি। ফোনটি হাত থেকে পড়ে গেলেও অক্ষত থাকবে বলে কোম্পানিটি দাবি করছে। ফোনটির ব্যাটারি চার্জ ২ শতাংশে নেমে আসে ত
১৮ ঘণ্টা আগেইলন মাস্কের মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম এক্স–এর মতো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক ফিচার নিয়ে পরীক্ষা নিয়ে করছে মেটার থ্রেডস। ফিচারটি এআই ব্যবহার করে ট্রেন্ডিং বিষয়গুলো সারসংক্ষেপ তৈরি করে দেবে।
২১ ঘণ্টা আগে