Ajker Patrika

এবার ছাঁটাইয়ের পথে হাঁটল স্যামসাং 

প্রযুক্তি ডেস্ক
এবার ছাঁটাইয়ের পথে হাঁটল স্যামসাং 

সাম্প্রতিক সময়ে টেক জায়ান্টগুলো নতুন প্রযুক্তির বদলে বেশি শিরোনাম হয়েছে কর্মী ছাঁটাইয়ের খবরে। গত বছর ৭০ হাজারেরও বেশি কর্মী ছাঁটাই করেছে গুগল, আমাজন, মাইক্রোসফট, মেটার মতো প্রতিষ্ঠানগুলো। এরই মধ্যে, কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে আরেক প্রযুক্তি জায়ান্ট স্যামসাং।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকঅ্যাডভাইজারের প্রতিবেদন অনুযায়ী, স্যামসাং এর যুক্তরাষ্ট্রের ডিভাইস সলিউশনস  আমেরিকা (ডিএসএ) বিভাগে ৩ শতাংশ কর্মী ছাঁটাই করা হবে। সেমিকন্ডাক্টর সহ বেশ কয়েকটি পণ্যের চাহিদা কমা ও কোম্পানির ক্ষতি কমাতে এই ছাঁটাই বলে জানা গিয়েছে।

মহামারির সময় বিপুলসংখ্যক কর্মী নিয়োগ করলেও সম্প্রতি গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট ১২ হাজার, আমাজন ১৮ হাজার, মেটা ১১ হাজার, টুইটার ৪ হাজার ও মাইক্রোসফট ১০ হাজার কর্মী ছাঁটাই করেছে। সম্প্রতি মেটা দ্বিতীয় দফায় ১০ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেয়।

বিশ্বজুড়ে নানা আর্থিক ও রাজনৈতিক সংকটের কারণে ২০২২ সালে স্মার্টফোন বিক্রি ২০২১ সালকে ছাড়িয়ে যেতে পারেনি। শীর্ষ দুই স্মার্টফোন নির্মাতা স্যামসাং ও অ্যাপল ছাড়া পিছিয়ে পড়ছে বেশির ভাগ নির্মাতা প্রতিষ্ঠান।

২০২১ সালে স্মার্টফোনের বাজারে স্যামসাংয়ের দখলে ছিল মোট বিক্রির ২০ শতাংশ। ২০২২ সালে তা বেড়ে দাঁড়ায় ২২ শতাংশে। ২০২২ সালে বিশ্বে মোট স্মার্টফোন বিক্রি হয়েছে ১২০ কোটির কম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চার মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সেবা ডিজিটাইজ করার নির্দেশ দিল সরকার

গত দশ বছর ভিসা না পাওয়ার কারণে বাংলাদেশে আসতে পারিনি: মাইলাম

মাগুরার শিশুটি এখনো অচেতন, চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

ঈদে পুলিশের সহযোগী ফোর্স হবে বেসরকারি নিরাপত্তাকর্মী, পাবে গ্রেপ্তারের ক্ষমতা

তিন নারী আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: তারেক রহমান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত