প্রযুক্তি ডেস্ক
স্মার্ট টেকনোলজিস বিডি লিমিটেড বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে গিগাবাইট ব্র্যান্ডের গেমিং মনিটর। এটি কনটেন্ট ক্রিয়েটরদের জন্যও দারুণ একটি মনিটর। প্রফেশনাল গেমার ও কনটেন্ট ক্রিয়েটররা সব সময়ই আপডেটেড টেকনোলজি ব্যবহার করে থাকেন। গিগাবাইটের এই নতুন মনিটরটিতে হালনাগাদ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।
৩২ ইঞ্চি স্ক্রিন সাইজের এই মনিটরের মডেল এম ৩২ কিউ। এই মনিটর দেবে ফুল এইচডি থেকে দ্বিগুণ পিকচার কোয়ালিটি। এই মনিটরে ৯৪ শতাংশ ডিসিআই-পি থ্রি প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, ফলে ভিউয়ার পাবেন ট্রু কালার। এই মনিটর খুবই রেসপন্সিভ, রেসপন্স টাইম ১ মিলি সেকেন্ড।
ডিসপ্লে ভিউয়িং অ্যাঙ্গেল যথাসম্ভব বেশি রাখার জন্য মনিটরে আইপিএস প্যানেল ব্যবহার করা হয়েছে। রেজল্যুশন ২৫৬০ x ১৪৪০। ঝকেঝকে উজ্জ্বল। রিফ্রেশ রেট ১৪৪ হার্জ।
মোশন ব্লার কমানোর জন্য রয়েছে বিল্ট ইন এইম স্ট্যাবিলাইজার। ফলে গেমাররা ঝকঝকে স্পষ্ট ছবি দেখতে পাবেন।
গেমিং মনিটরের স্ট্যান্ডটির রয়েছে বিভিন্ন কোণে রাখার সুবিধা। মনিটরটিতে রয়েছে একটি এক্সক্লুসিভ ড্যাশবোর্ড, যেখানে হার্ডওয়্যার সম্পর্কিত তথ্য যেমন—সিপিইউ ভোল্টেজ, ক্লক স্পিড, টেম্পারেচারসহ বিভিন্ন প্রয়োজনীয় তথ্য রিয়েলটাইমে পাওয়া যাবে। এমনকি ড্যাশবোর্ডটি সুবিধামতো কাস্টমাইজও করা যাবে।
গিগাবাইটের এই মনিটরের ইনপুট পোর্ট হিসেবে থাকছে দুটি এইচডিএমআই ২.০, একটি এয়ার ফোন জ্যাক, একটি ডিসপ্লে পোর্ট, ইউএসবি ৩.০ পোর্ট ও ইউএসবি সি পোর্ট। নিখুঁত এবং পরিষ্কার শব্দ পেতে এই মনিটরে রয়েছে ছয় ওয়াটের স্পিকার।
মনিটরটিতে ভেসা মাউন্টিং করা যাবে ১০০ মিমি পর্যন্ত। এ ছাড়া কেনসিনংটন লকের সঙ্গে ওয়াল মাউন্ট করার সুবিধা তো থাকছেই।
স্মার্ট টেকনোলজিস বিডি লিমিটেড বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে গিগাবাইট ব্র্যান্ডের গেমিং মনিটর। এটি কনটেন্ট ক্রিয়েটরদের জন্যও দারুণ একটি মনিটর। প্রফেশনাল গেমার ও কনটেন্ট ক্রিয়েটররা সব সময়ই আপডেটেড টেকনোলজি ব্যবহার করে থাকেন। গিগাবাইটের এই নতুন মনিটরটিতে হালনাগাদ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।
৩২ ইঞ্চি স্ক্রিন সাইজের এই মনিটরের মডেল এম ৩২ কিউ। এই মনিটর দেবে ফুল এইচডি থেকে দ্বিগুণ পিকচার কোয়ালিটি। এই মনিটরে ৯৪ শতাংশ ডিসিআই-পি থ্রি প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, ফলে ভিউয়ার পাবেন ট্রু কালার। এই মনিটর খুবই রেসপন্সিভ, রেসপন্স টাইম ১ মিলি সেকেন্ড।
ডিসপ্লে ভিউয়িং অ্যাঙ্গেল যথাসম্ভব বেশি রাখার জন্য মনিটরে আইপিএস প্যানেল ব্যবহার করা হয়েছে। রেজল্যুশন ২৫৬০ x ১৪৪০। ঝকেঝকে উজ্জ্বল। রিফ্রেশ রেট ১৪৪ হার্জ।
মোশন ব্লার কমানোর জন্য রয়েছে বিল্ট ইন এইম স্ট্যাবিলাইজার। ফলে গেমাররা ঝকঝকে স্পষ্ট ছবি দেখতে পাবেন।
গেমিং মনিটরের স্ট্যান্ডটির রয়েছে বিভিন্ন কোণে রাখার সুবিধা। মনিটরটিতে রয়েছে একটি এক্সক্লুসিভ ড্যাশবোর্ড, যেখানে হার্ডওয়্যার সম্পর্কিত তথ্য যেমন—সিপিইউ ভোল্টেজ, ক্লক স্পিড, টেম্পারেচারসহ বিভিন্ন প্রয়োজনীয় তথ্য রিয়েলটাইমে পাওয়া যাবে। এমনকি ড্যাশবোর্ডটি সুবিধামতো কাস্টমাইজও করা যাবে।
গিগাবাইটের এই মনিটরের ইনপুট পোর্ট হিসেবে থাকছে দুটি এইচডিএমআই ২.০, একটি এয়ার ফোন জ্যাক, একটি ডিসপ্লে পোর্ট, ইউএসবি ৩.০ পোর্ট ও ইউএসবি সি পোর্ট। নিখুঁত এবং পরিষ্কার শব্দ পেতে এই মনিটরে রয়েছে ছয় ওয়াটের স্পিকার।
মনিটরটিতে ভেসা মাউন্টিং করা যাবে ১০০ মিমি পর্যন্ত। এ ছাড়া কেনসিনংটন লকের সঙ্গে ওয়াল মাউন্ট করার সুবিধা তো থাকছেই।
এক্সের (সাবেক টুইটার) প্রতিদ্বন্দ্বী মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম থ্রেডসের অ্যালগরিদম পরিবর্তন করল মেটা। এর ফলে যেসব অ্যাকাউন্ট ব্যবহারকারীরা ফলো করেন সেগুলোর কনটেন্টই বেশি দেখানো হবে। গত বৃহস্পতিবার থেকে ফিচারটি চালু হয়।
৮ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা টাইম ম্যাগাজিন–এর কভারে ধনকুবের ইলন মাস্কের ‘টু ডু লিস্ট’ বা দিনের কাজের তালিকা প্রকাশ করেছে। তবে এটি মাস্কের ব্যক্তিগত চেকলিস্ট নয় বলে স্পষ্টভাবে জানিয়েছেন মাস্ক।
৮ ঘণ্টা আগেটাইপ করার চেয়ে ভয়েস মেসেজ পাঠানো বেশ সহজ। তবে অনেক সময় ভয়েস মেসেজ সবার সামনে শোনা যায় না। সে ক্ষেত্রে মেসেজ না শুনে রিপ্লাই–ও দেওয়া যায়না। এই সমস্যা থেকে মুক্তি দেওয়ার জন্য মেসেজ ট্রান্সক্রাইব ফিচার যুক্ত করল হোয়াটসঅ্যাপ। এই ফিচারের মাধ্যমে ভয়েস মেসেজগুলো সহজে টেক্সটে রূপান্তর করা যাবে।
১০ ঘণ্টা আগেনিয়মিত নতুন উদ্ভাবনী ধারণা ও প্রযুক্তি দিয়ে বিশ্বকে চমকে দেওয়ার জন্য পরিচিত জাপান। এবার ‘মানুষ ধোয়ার মেশিন’ তৈরি করে তাক লাগিয়ে দিল দেশটি। এটি মানুষ গোসলের জন্য ব্যবহার করতে পারবে। যন্ত্রটির কার্যকারিতা ও ডিজাইন দেখে একে ‘মানুষ ধোয়ার ওয়াশিং মেশিন’ বলে আখ্যা দিয়েছে অনেকই।
১১ ঘণ্টা আগে