অনলাইন ডেস্ক
ফোল্ডেবল স্মার্টফোন ওয়ানপ্লাস ওপেন নিয়ে আসছে ওয়ানপ্লাস। কোম্পানির প্রথম ফ্লোডিং ফোনটি ১৯ অক্টোবর বাজারে ছাড়া হবে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট জিএসএমএরিনার এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।
ওয়ানপ্লাস ওপেনের দাম সম্পর্কে অফিশিয়াল কোনো তথ্য পাওয়া না গেলেও ফোনটির দামে ২০০ ডলার বা ২৩০ ইউরো বা ২৫০ পাউন্ড ছাড় দেওয়ার কথা শোনা যাচ্ছে। এর ফলে বড় ছাড়ে দাম হাতের নাগালে থাকতে পারে।
প্রি–অর্ডারে ফোনটি কেনার বিষয়টি নিয়ে নিশ্চিত না হলেও গ্রাহকেরা ৫০ মার্কিন ডলার বা ৬০ কানাডিয়ান ডলারে ওয়ানপ্লাস ইমেইল ক্যাম্পেইনের সাবস্ক্রিপশন কিনতে পারবেন।
৯৯ ইউরো (৯৯ পাউন্ড) দিয়ে প্রি–অর্ডার করলে স্মার্টফোনটির মূল দাম থেকে ২৫০ ইউরো (২৫০ পাউন্ড) ছাড় পাওয়া যাবে। সেই সঙ্গে ওয়ানপ্লাস বাডস প্রো ২ বিনামূল্যে দেওয়া হবে। অফার সম্পর্কে বিস্তারিত তথ্য ওয়ানপ্লাসের অফিশিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে। তবে ফোনটির মূল্য সম্পর্কে স্পষ্ট তথ্য জানানো হয়নি।
অপ্পো ফিন্ড এন ৩ ফোনটিও ১৯ অক্টোবর উন্মোচন করা হবে।
ওয়ানপ্লাসের মার্কেটিংয়ে ব্যবহৃত ছবি ও গিকবেঞ্চ সার্টিফিকেশন সাইট থেকে ওয়ানপ্লাস ওপেন মডেলের স্পেসিফিকেশন সম্পর্কে ধারণা করা যায়।
ওয়ানপ্লাস ওপেন মডেলের সম্ভাব্য স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: ত্রিপল ক্যামেরা সেটআপ, ওয়াইড অ্যাঙ্গেল লেন্সসহ ৪৮ মেগাপিক্সেল সেন্সর। অথবা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সসহ ৪৮ মেগাপিক্সেল সেন্সর ও ৬৪ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা।
ভেতরের ডিসপ্লে: ১২০ হার্টজ রিফ্রেশ রেটসহ ৭ দশমিক ৮২ ইঞ্চি ওলেড স্ক্রিন ও ২২৬৮ x ২৪৪০ পিক্সেল রেজল্যুশন
বাইরের ডিসপ্লে: ১২০ হার্টজ রিফ্রেশ রেটসহ ৬ দশমিক ৩১ ইঞ্চি ওলেড স্ক্রিন ও ১১১৬ x ২৪৮৪ পিক্সেল
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৩
চিপসেট: স্ন্যাপড্রাগন ৮ জেন ২ এসওসি
মেমোরি: ১২ জিবি র্যাম
ব্যাটারি: ৪,৮০৫ এমএএইচ
চার্জিং: ১০০ ওয়াট ফাস্ট চার্জিং
রঙ: ইমরাল্ড ইকলিপ্স (পান্নার মত গাড় সবুজ) ও ভয়েজ ব্ল্যাক (কালো)
ফোল্ডেবল স্মার্টফোন ওয়ানপ্লাস ওপেন নিয়ে আসছে ওয়ানপ্লাস। কোম্পানির প্রথম ফ্লোডিং ফোনটি ১৯ অক্টোবর বাজারে ছাড়া হবে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট জিএসএমএরিনার এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।
ওয়ানপ্লাস ওপেনের দাম সম্পর্কে অফিশিয়াল কোনো তথ্য পাওয়া না গেলেও ফোনটির দামে ২০০ ডলার বা ২৩০ ইউরো বা ২৫০ পাউন্ড ছাড় দেওয়ার কথা শোনা যাচ্ছে। এর ফলে বড় ছাড়ে দাম হাতের নাগালে থাকতে পারে।
প্রি–অর্ডারে ফোনটি কেনার বিষয়টি নিয়ে নিশ্চিত না হলেও গ্রাহকেরা ৫০ মার্কিন ডলার বা ৬০ কানাডিয়ান ডলারে ওয়ানপ্লাস ইমেইল ক্যাম্পেইনের সাবস্ক্রিপশন কিনতে পারবেন।
৯৯ ইউরো (৯৯ পাউন্ড) দিয়ে প্রি–অর্ডার করলে স্মার্টফোনটির মূল দাম থেকে ২৫০ ইউরো (২৫০ পাউন্ড) ছাড় পাওয়া যাবে। সেই সঙ্গে ওয়ানপ্লাস বাডস প্রো ২ বিনামূল্যে দেওয়া হবে। অফার সম্পর্কে বিস্তারিত তথ্য ওয়ানপ্লাসের অফিশিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে। তবে ফোনটির মূল্য সম্পর্কে স্পষ্ট তথ্য জানানো হয়নি।
অপ্পো ফিন্ড এন ৩ ফোনটিও ১৯ অক্টোবর উন্মোচন করা হবে।
ওয়ানপ্লাসের মার্কেটিংয়ে ব্যবহৃত ছবি ও গিকবেঞ্চ সার্টিফিকেশন সাইট থেকে ওয়ানপ্লাস ওপেন মডেলের স্পেসিফিকেশন সম্পর্কে ধারণা করা যায়।
ওয়ানপ্লাস ওপেন মডেলের সম্ভাব্য স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: ত্রিপল ক্যামেরা সেটআপ, ওয়াইড অ্যাঙ্গেল লেন্সসহ ৪৮ মেগাপিক্সেল সেন্সর। অথবা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সসহ ৪৮ মেগাপিক্সেল সেন্সর ও ৬৪ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা।
ভেতরের ডিসপ্লে: ১২০ হার্টজ রিফ্রেশ রেটসহ ৭ দশমিক ৮২ ইঞ্চি ওলেড স্ক্রিন ও ২২৬৮ x ২৪৪০ পিক্সেল রেজল্যুশন
বাইরের ডিসপ্লে: ১২০ হার্টজ রিফ্রেশ রেটসহ ৬ দশমিক ৩১ ইঞ্চি ওলেড স্ক্রিন ও ১১১৬ x ২৪৮৪ পিক্সেল
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৩
চিপসেট: স্ন্যাপড্রাগন ৮ জেন ২ এসওসি
মেমোরি: ১২ জিবি র্যাম
ব্যাটারি: ৪,৮০৫ এমএএইচ
চার্জিং: ১০০ ওয়াট ফাস্ট চার্জিং
রঙ: ইমরাল্ড ইকলিপ্স (পান্নার মত গাড় সবুজ) ও ভয়েজ ব্ল্যাক (কালো)
জাপানি প্রতিষ্ঠান শিমাদজু করপোরেশন বাজারে এনেছে বিশ্বের সবচেয়ে নির্ভুল ঘড়ি ‘এথার ক্লক ওসি জিরো টু জিরো’। স্ট্রনটিয়াম অপটিক্যাল ল্যাটিস প্রযুক্তির এই ঘড়ি এক হাজার বছরে মাত্র এক সেকেন্ড বিচ্যুত হয়। গবেষণার জন্য তৈরি ঘড়িটির দাম ৩৩ লাখ ডলার।
৬ ঘণ্টা আগেগুগল তাদের সার্চ ফিচারকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেছে। গত বুধবার কোম্পানিটি ঘোষণা করেছে, তারা নতুন একটি অভিনব এআই টুল নিয়ে এসেছে। যার নাম–‘এআই মোড’। এটি ব্যবহারকারীদের জটিল এবং বহুস্তরের প্রশ্নের জন্য উন্নত উত্তর দেবে, যেগুলোর জন্য সাধারণত একাধিক অনুসন্ধানের প্রয়োজন হয়।
৮ ঘণ্টা আগেবিশ্বখ্যাত কৃত্রিম বুদ্ধিমত্তা টুল চ্যাটজিপিটি এর নির্মাতা ওপেনএআই–এর সঙ্গে পাঁচ বছরের অংশীদারত্ব ঘোষণা করেছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। এই অংশীদারত্বের মাধ্যমে অক্সফোর্ডের শিক্ষার্থী ও গবেষকেরা উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) টুলের সুবিধা পাবেন...
৯ ঘণ্টা আগেডিপফেক ও ভুয়া ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্মের মাধ্যমে গত দুই বছরে প্রতারণা শিকার হয়েছে যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের ৬ হাজার ব্যক্তি। জর্জিয়ার তিবলিসি শহরে অবস্থিত একটি কল সেন্টারের প্রতারণা চক্রটি একাধিক প্রতারণা কার্যক্রম চালিয়ে ভুক্তভোগীদের কাছ থেকে প্রায় ৩৫ মিলিয়ন ডলার (প্রায় ২৭ মিলিয়ন ইউরো) হাতিয়ে
১০ ঘণ্টা আগে