Ajker Patrika

২০০ ডলার ছাড়সহ বড় চমক দিতে পারে ওয়ানপ্লাস ওপেন

অনলাইন ডেস্ক
আপডেট : ১৩ অক্টোবর ২০২৩, ১৩: ৩৮
২০০ ডলার ছাড়সহ বড় চমক দিতে পারে ওয়ানপ্লাস ওপেন

ফোল্ডেবল স্মার্টফোন ওয়ানপ্লাস ওপেন নিয়ে আসছে ওয়ানপ্লাস। কোম্পানির প্রথম ফ্লোডিং ফোনটি ১৯ অক্টোবর বাজারে ছাড়া হবে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট জিএসএমএরিনার এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। 

ওয়ানপ্লাস ওপেনের দাম সম্পর্কে অফিশিয়াল কোনো তথ্য পাওয়া না গেলেও ফোনটির দামে ২০০ ডলার বা ২৩০ ইউরো বা ২৫০ পাউন্ড ছাড় দেওয়ার কথা শোনা যাচ্ছে। এর ফলে বড় ছাড়ে দাম হাতের নাগালে থাকতে পারে।

প্রি–অর্ডারে ফোনটি কেনার বিষয়টি নিয়ে নিশ্চিত না হলেও  গ্রাহকেরা ৫০ মার্কিন ডলার বা ৬০ কানাডিয়ান ডলারে ওয়ানপ্লাস ইমেইল ক্যাম্পেইনের সাবস্ক্রিপশন কিনতে পারবেন। 

৯৯ ইউরো (৯৯ পাউন্ড) দিয়ে  প্রি–অর্ডার করলে  স্মার্টফোনটির মূল দাম থেকে ২৫০ ইউরো (২৫০ পাউন্ড) ছাড় পাওয়া যাবে। সেই সঙ্গে ওয়ানপ্লাস বাডস প্রো ২ বিনামূল্যে দেওয়া হবে। অফার সম্পর্কে বিস্তারিত তথ্য ওয়ানপ্লাসের অফিশিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে। তবে ফোনটির মূল্য সম্পর্কে স্পষ্ট তথ্য জানানো হয়নি। 

অপ্পো ফিন্ড এন ৩ ফোনটিও ১৯ অক্টোবর উন্মোচন করা হবে। 

ওয়ানপ্লাসের মার্কেটিংয়ে ব্যবহৃত ছবি ও গিকবেঞ্চ সার্টিফিকেশন সাইট থেকে ওয়ানপ্লাস ওপেন মডেলের স্পেসিফিকেশন সম্পর্কে ধারণা করা যায়। 

ওয়ানপ্লাস ওপেন মডেলের সম্ভাব্য স্পেসিফিকেশন 
পেছনের ক্যামেরা: ত্রিপল ক্যামেরা সেটআপ, ওয়াইড অ্যাঙ্গেল লেন্সসহ ৪৮ মেগাপিক্সেল সেন্সর। অথবা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সসহ ৪৮ মেগাপিক্সেল সেন্সর ও ৬৪ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা। 
ভেতরের ডিসপ্লে: ১২০ হার্টজ রিফ্রেশ রেটসহ ৭ দশমিক ৮২ ইঞ্চি ওলেড স্ক্রিন ও ২২৬৮ x ২৪৪০ পিক্সেল রেজল্যুশন
বাইরের ডিসপ্লে: ১২০ হার্টজ রিফ্রেশ রেটসহ ৬ দশমিক ৩১ ইঞ্চি ওলেড স্ক্রিন ও ১১১৬ x ২৪৮৪ পিক্সেল 
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৩ 
চিপসেট: স্ন্যাপড্রাগন ৮ জেন ২ এসওসি 
মেমোরি: ১২ জিবি র‍্যাম 
ব্যাটারি: ৪,৮০৫ এমএএইচ
চার্জিং: ১০০ ওয়াট ফাস্ট চার্জিং
রঙ: ইমরাল্ড ইকলিপ্স (পান্নার মত গাড় সবুজ) ও ভয়েজ ব্ল্যাক (কালো)

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

স্বাধীনতা পদক পাচ্ছেন এম এ জি ওসমানীসহ ৮ জন

কনের বাড়িতে প্রবেশের আগমুহূর্তে হৃদ্‌রোগে বরের মৃত্যু

বগুড়ায় মোবাইল ফোনে কথা বলার সময় ছাদ থেকে পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত