বিজ্ঞপ্তি
আরও দুই মডেলের অল-ইন-ওয়ান পিসি বাজারে এনেছে ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কম্পিউটার বিভাগ। ইউনিফাই এস ২৪ সিরিজের অল-ইন-ওয়ান কম্পিউটার দেখতে যেমন নজরকাড়া ডিজাইনের, তেমনি অত্যাধুনিক বিভিন্ন ফিচারে ভরপুর।
ওয়ালটনের নতুন পিসিতে রয়েছে ফুল এইচডি আইপিএস ডিসপ্লে, ইন্টেলের দ্বাদশ প্রজন্মের প্রসেসর, ৮ জিবি র্যাম, ৫১২ জিবি সলিড স্টেট ড্রাইভসহ বিভিন্ন আকর্ষণীয় ফিচার।
গ্রাহকদের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়ায় আরও আপডেটেড এবং নতুন ফিচার সমৃদ্ধ দুই মডেলের অল-ইন-ওয়ান পিসি নিয়ে এসেছে ওয়ালটন। ইউনিফাই এস ২৪ ডব্লিউএওএস ২৪১২১ এম এবং ইউনিফাই এস ২৪ ডব্লিউএওএস ২৪১২২৪ এম মডেলের এই অল-ইন-ওয়ান পিসি দুটির দাম যথাক্রমে ৭৪ হাজার ৫০০ এবং ৮১ হাজার ৫০০ টাকা।
ওয়ালটন কম্পিউটার পণ্যের চিফ বিজনেস অফিসার মো. তৌহিদুর রহমান রাদ জানান, অল-ইন-ওয়ান পিসিতে ওয়ালটন দিচ্ছে কাস্টোমাইজেশন সুবিধা। এর ফলে গ্রাহক চাহিদা ও প্রয়োজন অনুযায়ী ফিচার যুক্ত করে পণ্য ডেলিভারি নিতে পারবেন।
জানা গেছে, ইউনিফাই এস ২৪ ডব্লিউএওএস ২৪১২১ এম মডেলে ব্যবহৃত হয়েছে বিশ্বখ্যাত চিপসেট নির্মাতা প্রতিষ্ঠান ইন্টেলের দ্বাদশ প্রজন্মের কোরআই থ্রি প্রসেসর। আর ইউনিফাই এস ২৪ ডব্লিউএওএস ২৪১২২৪ এম মডেলে রয়েছে ইন্টেলের দ্বাদশ প্রজন্মের কোরআই ফাইভ প্রসেসর।
পিসির উচ্চগতি নিশ্চিতে আরও রয়েছে ইন্টেল এইচ ৬১০ চিপসেট, ৩২০০ মেগাহার্টজ গতিসম্পন্ন ডুয়াল চ্যানেল ৮ জিবি ডিডিআরফোর র্যাম, যা ৬৪ গিগাবাইট পর্যন্ত এক্সপান্ড করা যাবে। গ্রাফিকস ইউনিটে রয়েছে ইন্টেল ইউএইচডি ৭৩০ গ্রাফিকস। উভয় মডেলে ৫১২ গিগাবাইট এসএসডি স্টোরেজ ব্যবস্থা রাখা হয়েছে। রয়েছে ১৭৮ ডিগ্রি ভিউইং অ্যাঙ্গেলের ২৩ দশমিক ৮ ইঞ্চি অ্যান্টি গ্লেয়ার ফুল এইচডি আইপিএস ডিসপ্লে।
ইন্টারনেট কানেক্টিভিটির জন্য ইথারনেট ল্যান পোর্ট ছাড়াও রয়েছে বিল্ট ইন ওয়াই-ফাই ৫। ফাইল শেয়ারিং কিংবা ওয়ারলেস কানেক্টিভিটির জন্য রয়েছে ব্লুটুথ ৫,২টি টাইপ এ ইউএসবি ৩ দশমিক ১, ১টি টাইপ এ ইউএসবি ৩ দশমিক ২, ১টি টাইপ সি ইউএসবি ৩ দশমিক ২ এবং ২টি ইউএসবি ২ দশমিক ০ পোর্ট। হাই-ডেফিনেশন বিল্ট ইন স্পিকারে সরাসরি সাউন্ড উপভোগের পাশাপাশি থাকছে অডিও পোর্টে আলাদা স্পিকার ব্যবহারের সুবিধা। ডিভাইসগুলোর বিশেষ সুবিধা হিসেবে থাকছে ৫ দশমিক ০ মেগাপিক্সেল ক্যামেরা এবং মাইক্রোফোন। সব মডেলের অল-ইন-ওয়ান পিসিতে ২ বছর পর্যন্ত বিক্রয়োত্তর সেবা দিচ্ছে ওয়ালটন।
আরও দুই মডেলের অল-ইন-ওয়ান পিসি বাজারে এনেছে ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কম্পিউটার বিভাগ। ইউনিফাই এস ২৪ সিরিজের অল-ইন-ওয়ান কম্পিউটার দেখতে যেমন নজরকাড়া ডিজাইনের, তেমনি অত্যাধুনিক বিভিন্ন ফিচারে ভরপুর।
ওয়ালটনের নতুন পিসিতে রয়েছে ফুল এইচডি আইপিএস ডিসপ্লে, ইন্টেলের দ্বাদশ প্রজন্মের প্রসেসর, ৮ জিবি র্যাম, ৫১২ জিবি সলিড স্টেট ড্রাইভসহ বিভিন্ন আকর্ষণীয় ফিচার।
গ্রাহকদের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়ায় আরও আপডেটেড এবং নতুন ফিচার সমৃদ্ধ দুই মডেলের অল-ইন-ওয়ান পিসি নিয়ে এসেছে ওয়ালটন। ইউনিফাই এস ২৪ ডব্লিউএওএস ২৪১২১ এম এবং ইউনিফাই এস ২৪ ডব্লিউএওএস ২৪১২২৪ এম মডেলের এই অল-ইন-ওয়ান পিসি দুটির দাম যথাক্রমে ৭৪ হাজার ৫০০ এবং ৮১ হাজার ৫০০ টাকা।
ওয়ালটন কম্পিউটার পণ্যের চিফ বিজনেস অফিসার মো. তৌহিদুর রহমান রাদ জানান, অল-ইন-ওয়ান পিসিতে ওয়ালটন দিচ্ছে কাস্টোমাইজেশন সুবিধা। এর ফলে গ্রাহক চাহিদা ও প্রয়োজন অনুযায়ী ফিচার যুক্ত করে পণ্য ডেলিভারি নিতে পারবেন।
জানা গেছে, ইউনিফাই এস ২৪ ডব্লিউএওএস ২৪১২১ এম মডেলে ব্যবহৃত হয়েছে বিশ্বখ্যাত চিপসেট নির্মাতা প্রতিষ্ঠান ইন্টেলের দ্বাদশ প্রজন্মের কোরআই থ্রি প্রসেসর। আর ইউনিফাই এস ২৪ ডব্লিউএওএস ২৪১২২৪ এম মডেলে রয়েছে ইন্টেলের দ্বাদশ প্রজন্মের কোরআই ফাইভ প্রসেসর।
পিসির উচ্চগতি নিশ্চিতে আরও রয়েছে ইন্টেল এইচ ৬১০ চিপসেট, ৩২০০ মেগাহার্টজ গতিসম্পন্ন ডুয়াল চ্যানেল ৮ জিবি ডিডিআরফোর র্যাম, যা ৬৪ গিগাবাইট পর্যন্ত এক্সপান্ড করা যাবে। গ্রাফিকস ইউনিটে রয়েছে ইন্টেল ইউএইচডি ৭৩০ গ্রাফিকস। উভয় মডেলে ৫১২ গিগাবাইট এসএসডি স্টোরেজ ব্যবস্থা রাখা হয়েছে। রয়েছে ১৭৮ ডিগ্রি ভিউইং অ্যাঙ্গেলের ২৩ দশমিক ৮ ইঞ্চি অ্যান্টি গ্লেয়ার ফুল এইচডি আইপিএস ডিসপ্লে।
ইন্টারনেট কানেক্টিভিটির জন্য ইথারনেট ল্যান পোর্ট ছাড়াও রয়েছে বিল্ট ইন ওয়াই-ফাই ৫। ফাইল শেয়ারিং কিংবা ওয়ারলেস কানেক্টিভিটির জন্য রয়েছে ব্লুটুথ ৫,২টি টাইপ এ ইউএসবি ৩ দশমিক ১, ১টি টাইপ এ ইউএসবি ৩ দশমিক ২, ১টি টাইপ সি ইউএসবি ৩ দশমিক ২ এবং ২টি ইউএসবি ২ দশমিক ০ পোর্ট। হাই-ডেফিনেশন বিল্ট ইন স্পিকারে সরাসরি সাউন্ড উপভোগের পাশাপাশি থাকছে অডিও পোর্টে আলাদা স্পিকার ব্যবহারের সুবিধা। ডিভাইসগুলোর বিশেষ সুবিধা হিসেবে থাকছে ৫ দশমিক ০ মেগাপিক্সেল ক্যামেরা এবং মাইক্রোফোন। সব মডেলের অল-ইন-ওয়ান পিসিতে ২ বছর পর্যন্ত বিক্রয়োত্তর সেবা দিচ্ছে ওয়ালটন।
২০৩০ সালের মধ্যে ৬ থেকে ৮ মিলিয়ন দক্ষ আইটি পেশাদার তৈরির পরিকল্পনা নিয়েছে সরকার। আজ শনিবার পূর্বাচলের বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে ‘বাংলাদেশ: দ্য ইমার্জিং আইসিটি পাওয়ার হাউস’ শীর্ষক এক সেমিনারে তথ্য ও যোগাযোগ...
৪ ঘণ্টা আগেচলতি বছরে স্মার্টফোন শিল্প অত্যন্ত উদ্ভাবনমুখী হবে বলে আশা করা হচ্ছে। ডিভাইসগুলোতে উন্নত ক্যামেরা, বিশেষ এআই ফিচারের পাশাপাশি শক্তিশালী ও বড় আকারের ব্যাটারি দেখতে পাওয়া যাবে। ফ্ল্যাগশিপ ফোন থেকে বাজেট স্মার্টফোনেও এই ধরনের শক্তিশালী ব্যাটারি থাকবে।
১২ ঘণ্টা আগেগরম খাবার খেতে গিয়ে জিভ পুড়ে যাওয়ার অভিজ্ঞতা কম বেশি সবারই রয়েছে। আবার ব্যস্ততার সময় ফুঁ দিয়ে খাবার বা পানীয় ঠান্ডা করাও একটি বিরক্তির বিষয়। তবে এ ধরনের সমস্যা সমাধানের জন্য ‘নেকোজিতা ক্যাট ফুফু’ নামের ছোট একটি বিড়াল রোবট তৈরি করেছে জাপানের ইয়ুকাই ইঞ্জিনিয়ারিং স্টার্টআপ। কফি, স্যুপ বা অন্য কোনো গরম
১২ ঘণ্টা আগেচলমান তদন্তের অংশ হিসেবে সোশ্যাল মিডিয়া কোম্পানি এক্স (সাবেক টুইটার)–এর কাছে অ্যাপটির অ্যালগরিদম সিস্টেমের কার্যকারিতা সম্পর্কিত তথ্য চেয়েছে ইউরোপীয় কমিশন। বিশেষত, অ্যালগরিদমের মধ্যে সম্প্রতি যে কোনো পরিবর্তনের বিষয়ে জানতে চেয়েছে কমিশন।
১৭ ঘণ্টা আগে