Ajker Patrika

৫০ মেগাপিক্সেল এআই ডুয়েল ক্যামেরাসহ নতুন স্মার্টফোন নিয়ে এল পোকো

অনলাইন ডেস্ক
পোকো সি৭৫ ফোনটি ব্ল্যাক (কালো), গোল্ড (হালকা সোনালি) ও গ্রিন (হালকা সবুজ) রঙে পাওয়া যাবে। ছবি:পোকো
পোকো সি৭৫ ফোনটি ব্ল্যাক (কালো), গোল্ড (হালকা সোনালি) ও গ্রিন (হালকা সবুজ) রঙে পাওয়া যাবে। ছবি:পোকো

বিশ্বব্যাপী পোকো সি৭৫ নামের নতুন মডেল উন্মোচন করল চীনের স্মার্টফোন নির্মাতা শাওমি। রেডমি ১৪সি ফোনটিরই আরেক সংস্করণ হলো পোকোর এই মডেল। পোকো সি৭৫ ফোনটিতে চিপসেট হিসেবে রয়েছে মিডিয়াটেক হেলিও জি৮১ আলট্রা। ফোনটির ক্যামেরার সঙ্গে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করা হয়েছে বলে দাবি করছে কোম্পানিটি।

নতুন মডেলটিতে শক্তিশালী ব্যাটারিও রয়েছে। ফোনটি শাওমির হাইপারওএস অপারেটিং সিস্টেমের সমর্থন পাবে।

পোকো সি৭৫ দাম ও রং

পোকো সি৭৫ এর ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ সংস্করণের দাম ১০৯ ডলার বা প্রায় ১৩ হাজার টাকা।

আর ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ সংস্করণের দাম ১২৯ ডলার বা প্রায় ১৫ হাজার ৪৪৮ টাকা।

তবে শাওমি বলছে এটি ‘প্রাথমিক’ দাম। অর্থাৎ পরবর্তীতে মডেলটির দাম আরও বাড়তে পারে।

পোকো সি৭৫ ফোনটি ব্ল্যাক (কালো), গোল্ড (হালকা সোনালি) ও গ্রিন (হালকা সবুজ) রঙে পাওয়া যাবে।

পোকো সি৭৫ স্পেসিফিকেশন

পেছনের ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল এআই ডুয়েল ক্যামেরা

সেলফি ক্যামেরা: ১৩ মেগাপিক্সেল

নেটওয়ার্ক: ৪জি এলটিই

সিম: ডুয়েল (ন্যানো)

আয়তন: ১৭১.৮৮ x৭৭.৮ x৮.২২ এমএম

ওজন: ২০৪ গ্রাম

ডিসপ্লে: ৬ দশমিক ৮৮ ইঞ্চি এলসিডি ডিসপ্লে

রিফ্রেশ রেট: ১২০ হার্টজ

অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক হাইপারওএস

চিপসেট: মিডিয়াটেক হেলিও জি৮১ আলট্রা

র‍্যাম: ৬ জিবিও ৮ জিবি

ইন্টারনাল স্টোরেজ: ১২৮ জিবি ও ২৫৬ জিবি

ব্লুটুথ: ৫.৪

এনএফসি: আছে

ইউএসবি: টাইপ সি

হেডফোন জ্যাক: ৩.৫ এমএম

ব্যাটারি: ৫,১৬০ এমএএইচ

চার্জিং: ১৮ ওয়াট

তথ্যসূত্র: গ্যাজেটস ৩৬০

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সিরিয়ায় রাশিয়ার ঘাঁটি রাখতে যুক্তরাষ্ট্রে ইসরায়েলের তদবির

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

‘আমাদের অনুমতি ছাড়া কাউকে গ্রেপ্তার করলে থানা ঘেরাও করব’, সরকারি কর্মকর্তার বক্তব্য ভাইরাল

এনসিপির কর্মীদের ঢাকায় আনতে সরকারের বাস রিকুইজিশন, সমালোচনার ঝড়

নয়াদিল্লিতে নতুন হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ, ৩ মাস সময় নিল ভারত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত