অনলাইন ডেস্ক
বিশ্বব্যাপী পোকো সি৭৫ নামের নতুন মডেল উন্মোচন করল চীনের স্মার্টফোন নির্মাতা শাওমি। রেডমি ১৪সি ফোনটিরই আরেক সংস্করণ হলো পোকোর এই মডেল। পোকো সি৭৫ ফোনটিতে চিপসেট হিসেবে রয়েছে মিডিয়াটেক হেলিও জি৮১ আলট্রা। ফোনটির ক্যামেরার সঙ্গে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করা হয়েছে বলে দাবি করছে কোম্পানিটি।
নতুন মডেলটিতে শক্তিশালী ব্যাটারিও রয়েছে। ফোনটি শাওমির হাইপারওএস অপারেটিং সিস্টেমের সমর্থন পাবে।
পোকো সি৭৫ দাম ও রং
পোকো সি৭৫ এর ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ সংস্করণের দাম ১০৯ ডলার বা প্রায় ১৩ হাজার টাকা।
আর ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ সংস্করণের দাম ১২৯ ডলার বা প্রায় ১৫ হাজার ৪৪৮ টাকা।
তবে শাওমি বলছে এটি ‘প্রাথমিক’ দাম। অর্থাৎ পরবর্তীতে মডেলটির দাম আরও বাড়তে পারে।
পোকো সি৭৫ ফোনটি ব্ল্যাক (কালো), গোল্ড (হালকা সোনালি) ও গ্রিন (হালকা সবুজ) রঙে পাওয়া যাবে।
পোকো সি৭৫ স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল এআই ডুয়েল ক্যামেরা
সেলফি ক্যামেরা: ১৩ মেগাপিক্সেল
নেটওয়ার্ক: ৪জি এলটিই
সিম: ডুয়েল (ন্যানো)
আয়তন: ১৭১.৮৮ x৭৭.৮ x৮.২২ এমএম
ওজন: ২০৪ গ্রাম
ডিসপ্লে: ৬ দশমিক ৮৮ ইঞ্চি এলসিডি ডিসপ্লে
রিফ্রেশ রেট: ১২০ হার্টজ
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক হাইপারওএস
চিপসেট: মিডিয়াটেক হেলিও জি৮১ আলট্রা
র্যাম: ৬ জিবিও ৮ জিবি
ইন্টারনাল স্টোরেজ: ১২৮ জিবি ও ২৫৬ জিবি
ব্লুটুথ: ৫.৪
এনএফসি: আছে
ইউএসবি: টাইপ সি
হেডফোন জ্যাক: ৩.৫ এমএম
ব্যাটারি: ৫,১৬০ এমএএইচ
চার্জিং: ১৮ ওয়াট
তথ্যসূত্র: গ্যাজেটস ৩৬০
বিশ্বব্যাপী পোকো সি৭৫ নামের নতুন মডেল উন্মোচন করল চীনের স্মার্টফোন নির্মাতা শাওমি। রেডমি ১৪সি ফোনটিরই আরেক সংস্করণ হলো পোকোর এই মডেল। পোকো সি৭৫ ফোনটিতে চিপসেট হিসেবে রয়েছে মিডিয়াটেক হেলিও জি৮১ আলট্রা। ফোনটির ক্যামেরার সঙ্গে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করা হয়েছে বলে দাবি করছে কোম্পানিটি।
নতুন মডেলটিতে শক্তিশালী ব্যাটারিও রয়েছে। ফোনটি শাওমির হাইপারওএস অপারেটিং সিস্টেমের সমর্থন পাবে।
পোকো সি৭৫ দাম ও রং
পোকো সি৭৫ এর ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ সংস্করণের দাম ১০৯ ডলার বা প্রায় ১৩ হাজার টাকা।
আর ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ সংস্করণের দাম ১২৯ ডলার বা প্রায় ১৫ হাজার ৪৪৮ টাকা।
তবে শাওমি বলছে এটি ‘প্রাথমিক’ দাম। অর্থাৎ পরবর্তীতে মডেলটির দাম আরও বাড়তে পারে।
পোকো সি৭৫ ফোনটি ব্ল্যাক (কালো), গোল্ড (হালকা সোনালি) ও গ্রিন (হালকা সবুজ) রঙে পাওয়া যাবে।
পোকো সি৭৫ স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল এআই ডুয়েল ক্যামেরা
সেলফি ক্যামেরা: ১৩ মেগাপিক্সেল
নেটওয়ার্ক: ৪জি এলটিই
সিম: ডুয়েল (ন্যানো)
আয়তন: ১৭১.৮৮ x৭৭.৮ x৮.২২ এমএম
ওজন: ২০৪ গ্রাম
ডিসপ্লে: ৬ দশমিক ৮৮ ইঞ্চি এলসিডি ডিসপ্লে
রিফ্রেশ রেট: ১২০ হার্টজ
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক হাইপারওএস
চিপসেট: মিডিয়াটেক হেলিও জি৮১ আলট্রা
র্যাম: ৬ জিবিও ৮ জিবি
ইন্টারনাল স্টোরেজ: ১২৮ জিবি ও ২৫৬ জিবি
ব্লুটুথ: ৫.৪
এনএফসি: আছে
ইউএসবি: টাইপ সি
হেডফোন জ্যাক: ৩.৫ এমএম
ব্যাটারি: ৫,১৬০ এমএএইচ
চার্জিং: ১৮ ওয়াট
তথ্যসূত্র: গ্যাজেটস ৩৬০
কোম্পানির গোপন তথ্য বাইরে ফাঁস করায় সম্প্রতি প্রায় ২০ জন কর্মীকে বরখাস্ত করেছে ফেসবুকের মূল কোম্পানি মেটা। এ তথ্য নিশ্চিত করেছেন মেটার একজন মুখপাত্র ডেভ আর্নল্ড।
১৭ ঘণ্টা আগেরমজান শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই তাদের প্রিয়জনদের রমজানের শুভেচ্ছা জানান অনেকেই। এই বার্তা জানাতে ব্যবহার করতে পারেন হোয়াটসঅ্যাপ। আর এসব বার্তার সঙ্গে রমজানের জন্য বিশেষ স্টিকার বা জিআইফ পাঠিয়ে সেগুলো আরও আকর্ষণীয় করে তুলতে পারবেন।
১৯ ঘণ্টা আগেনতুন পথচলার প্রস্তুতি নিচ্ছে মেটার কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি। কারণ চলতি বছরে দ্বিতীয় ত্রৈমাসিকে চ্যাটজিপিটির মতো আলাদা অ্যাপ হিসেবে এই প্রযুক্তি উন্মোচন করার পরিকল্পনা করছে কোম্পানিটি। নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনবিসি।
২১ ঘণ্টা আগেবিশ্বব্যাপী জনপ্রিয় ইন্টারনেটভিত্তিক ফোন এবং ভিডিও কলিং সেবা স্কাইপ ২০ বছর পর পুরোপুরি বন্ধ হতে যাচ্ছে। মাইক্রোসফট নিশ্চিত করেছে, আগামী মে মাস থেকে স্কাইপ আর ব্যবহারযোগ্য হবে না। তবে স্কাইপের লগ ইন তথ্য দিয়ে বিনা মূল্যে মাইক্রোসফট টিমস ব্যবহার করা যাবে। শিগগিরই উন্মুক্ত হবে এই সেবা।
২১ ঘণ্টা আগে