এ বছর বাজার মাতাবে যেসব প্রযুক্তি ও পণ্য

অনিন্দ্য চৌধুরী অর্ণব, ঢাকা
আপডেট : ০৩ জানুয়ারি ২০২৩, ২০: ৫৭
Thumbnail image

প্রযুক্তির এই অগ্রগতির সময়ে দুর্দান্ত কিছু গ্যাজেট পেয়েছি আমরা, যেগুলো সত্যিই অসাধারণ। নতুন বছর শুরুর সঙ্গে সঙ্গে প্রযুক্তিপ্রেমীদের মধ্যে আলোচনা শুরু হয়ে গেছে সেই সব প্রযুক্তি, গ্যাজেট ও ডিভাইস নিয়ে, ২০২৩ সালে যেগুলো আসবে বলে কথা ছিল। করোনা অতিমারি সত্ত্বেও ২০২২ সাল প্রযুক্তির জন্য একটি অবিশ্বাস্য বছর প্রমাণিত হয়েছে। প্রযুক্তি, গ্যাজেট ও ডিভাইসের দীর্ঘ সারি থেকে ২০২৩ সালে প্রযুক্তিবিশ্বে নতুন ট্রেন্ড চালু হবে।  

ভার্চুয়াল রিয়্যালিটি বা ভিআর সেটএআই
শিল্পবিপ্লবের সময়ে মেশিন যেভাবে মানুষের বিকল্প হয়েছিল; ধারণা করা হচ্ছে, আগামী বিশ্বে মানুষের আরেকটি বিকল্প হতে যাচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট বা কৃত্রিম বুদ্ধিমত্তা। সহজ করে বললে, মানুষ দিয়ে যেসব কাজ করা হয়, সেগুলো বুদ্ধিমান রোবট দিয়ে করানো হলে বেঁচে যাবে খরচ ও সময়। ম্যাকেঞ্জি গ্লোবালের এক গবেষণায় দেখা যায়, ২০৩০ সালের মধ্যে 
৩৭৫ মিলিয়ন মানুষের অর্থাৎ ১৪ শতাংশ মানুষের বিকল্প হিসেবে কাজ করবে এই এআই।

ওপেন এআই-এর শক্তিশালী জেনারেটিভ ল্যাঙ্গুয়েজ মডেলের পরবর্তী প্রজন্ম জিপিটি-৪ সম্পর্কে গুজব ছড়িয়েছে। বলা হচ্ছে, জিপিটি-৪ নতুন বছরের শুরুর দিকে প্রকাশিত হবে এবং জিপিটি-৩ ও ৩.৫-এর তুলনায় একটি নাটকীয় ধাপ পরিবর্তন করে কর্মক্ষমতা উন্নতির প্রতিনিধিত্ব করবে।  

কোয়ান্টাম কম্পিউটিং
কোয়ান্টাম কম্পিউটিং ডেভেলপমেন্টের এক অসাধারণ প্রতিযোগিতা চলছে বর্তমানে। মূলত সাবঅ্যাটমিক পার্টিকলস ব্যবহার করে তথ্য সংরক্ষণ ও প্রসেস করার এক নতুন প্রযুক্তি এই কোয়ান্টাম কম্পিউটিং। এই প্রযুক্তির সুবিধা হলো, এটি সাধারণ প্রসেসরের চেয়ে লাখ গুণ দ্রুত যেকোনো কাজ করতে পারে।

২০২৩ সালে কোয়ান্টাম কম্পিউটার প্রযুক্তির ফলে বিশ্বে অভাবনীয় উন্নতি দেখা যেতে পারে।

মেটাভার্স
মেটাভার্স নিয়ে অধিকাংশ মানুষের মাথাব্যথা না থাকলেও ইন্টারনেটের প্রসারের সঙ্গে সঙ্গে এ বছর এই প্রযুক্তির প্রসার চোখে পড়বে আরও বেশি। বিশেষজ্ঞদের মতে, ২০৩০ সালের মধ্যে বিশ্ব অর্থনীতিতে ৫ লাখ কোটি ডলার যোগ করবে মেটাভার্স। ২০২৩ সাল হতে পারে এই প্রযুক্তির জন্য বেশ গুরুত্বপূর্ণ একটি বছর। এ বছর অগমেন্টেড রিয়্যালিটি (এআর) ও ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর) প্রযুক্তি আরও উন্নত হবে। এর ফলে স্বাভাবিকভাবে এগিয়ে যাবে মেটাভার্স। অ্যাডভান্সড অ্যাভাটার টেকনোলজিও চোখে পড়বে এ বছর।

ইতিমধ্যে শোনা যাচ্ছে, এ বছরের শেষের দিকে মেটা কোয়েস্ট ৩ আসবে বাজারে, যাতে সম্ভবত প্যানকেক লেন্স এবং কালার পাস-থ্রু ক্যামেরা ব্যবহার করা হবে। 

গ্রিন টেকনোলজি
কার্বন নির্গমন বাড়ার ফলে জলবায়ুতে বিরূপ প্রভাব পড়ছে। এ বছর গ্রিন হাইড্রোজেনের মতো নতুন প্রযুক্তির ব্যবহার বাড়ার মাধ্যমে প্রায় জিরো গ্রিন হাউস গ্যাস এমিশন হবে। ডিসেন্ট্রালাইজড পাওয়ার গ্রিডের ক্ষেত্রেও বেশ উল্লেখযোগ্য উন্নতি দেখা যাবে এ বছর। 

গুগল পিক্সেল ফোল্ড মোবাইল
গুগলের ফোল্ডিং অ্যান্ড্রয়েড ফোন এটি। সম্প্রতি প্রকাশিত রিপোর্টে জানা গেছে, ২০২৩ সালের মে মাসে বাজারে আসতে পারে গুগল পিক্সেল ফোল্ড মোবাইল। এ ফোনে বড় স্ক্রিন থাকবে, যা ভাঁজ করা যাবে। এই স্ক্রিনের ওপরে তুলনামূলক চওড়া বেজেল থাকতে পারে। এ ছাড়া ফোনের বাইরে থাকবে একটি পৃথক ডিসপ্লে। ফোনের পেছনে ৩টি ক্যামেরা থাকতে পারে। ফোনের ওপরে ও নিচে থাকতে পারে স্টিরিও স্পিকার সেটআপ। 

রোবট
এ বছর রোবট প্রযুক্তির ক্ষমতা ও উপস্থিতি উল্লেখযোগ্য হারে বাড়বে। রিয়েল ওয়ার্ল্ডের বিভিন্ন কাজে রোবটের ব্যবহার বৃদ্ধি পাবে। ওয়্যারহাউস ও ফ্যাক্টরির বিভিন্ন জটিল কাজ থেকে শুরু করে 
উৎপাদন ও রসদ সরবরাহের কাজে মানুষের পাশাপাশি রোবট কাজ করবে।

কিউডি-ওএলইডি টিভি
ঠিক যখন আমরা ভাবছি টিভি ডিসপ্লে প্রযুক্তিতে শীর্ষ পালক আমরা ছুঁয়ে ফেলেছি, ঠিক তখনই স্যামসাং ও সনি সিদ্ধান্ত নিল কিউডি-ওএলইডি টিভি বাজারে আনার। তারা সেই প্রযুক্তিতে সফলও হয়েছে। আর তাই সম্ভবত এ বছরের শুরুতে এই দুই প্রযুক্তি নির্মাতা সংস্থা বাজারে আনবে সেকেন্ড জেনারেশন টিভি।  

অ্যাপেল হোমপড ২অ্যাপেল হোমপড ২
এখনো নিশ্চিত করে বলা যায় না, তবে আশা করা হচ্ছে এ বছরের মার্চ মাসে আসতে পারে সেকেন্ড জেনারেশন অ্যাপেল ভয়েস কন্ট্রোল স্মার্ট স্পিকার। 

স্যামসাং গ্যালাক্সি  এস২৩ আলট্রা ছবি: সংগৃহীত২০০ মেগাপিক্সেল ক্যামেরা
স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ ফোন গ্যালাক্সি এস২৩ সিরিজ। শোনা যাচ্ছে, এ বছরের ফেব্রুয়ারি মাসে এই স্মার্টফোন সিরিজ লঞ্চ হতে পারে। স্যামসাং গ্যালাক্সি এস২৩ ফ্ল্যাগশিপ সিরিজে থাকতে চলেছে গ্যালাক্সিএস২৩ আলট্রা মডেল।

সে ফোনে ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর থাকার সম্ভাবনা রয়েছে। এ ছাড়া কম আলোয় দুর্দান্ত ছবি তোলার ফিচার থাকবে এই ফোনে—এমনটাই শোনা যাচ্ছে। স্যামসাং গ্যালাক্সি এস২৩ আলট্রা ফোনে ৫ হাজার এমএইচ ব্যাটারি থাকতে পারে। 

অটোনমাস সিস্টেম
ডেলিভারি ও লজিস্টিকসের ক্ষেত্রে অটোনমাস সিস্টেমের ব্যবহার বাড়বে এ বছর। অনেক ফ্যাক্টরি ও ওয়্যারহাউস ইতিমধ্যে কিছুটা আংশিক বা সম্পূর্ণভাবে অটোনমাসে পরিণত হয়েছে। এ বছর সেলফ-ড্রাইভিং ট্রাক ও শিপের পাশাপাশি ডেলিভারি রোবটেরও দেখা মিলবে।

তথ্যসূত্র: দ্য নিউইয়র্ক টাইমস, বিবিসি, ফোর্বস, টেকরিডার ডট কম

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত