এনভিডিয়ার আয় দ্বিগুণ হয়ে ৩০ বিলিয়ন ডলার, তবু শেয়ারের দরপতন

অনলাইন ডেস্ক
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৪, ১২: ৫১

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) চিপ তৈরির মাধ্যমে প্রযুক্তি জগতে সবচেয়ে দামী কোম্পানির একটি এনভিডিয়া। চলতি বছরের এপ্রিল থেকে জুলাই মাসে কোম্পানিটির আয় গত বছরের একই সময়ের তুলনায় দ্বিগুণ হয়ে ৩০ বিলিয়ন ডলার বা ৩০ হাজার কোটি ডলারে পৌঁছেছে। এই ইতিবাচক আয়ের ফলাফল ঘোষণা দেওয়ার পরও গত বুধবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে কোম্পানিটির শেয়ার দর ৬ শতাংশেরও বেশি কমেছে। বিবিসির প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।

এআই বিপ্লবের ফলে এনভিডিয়ার তৈরি চিপের চাহিদা অনেক বেড়ে যায়। গত জুনে কোম্পানির বাজার মূলধন বেড়ে দাঁড়ায় ৩ ট্রিলিয়ন ডলার বা ৩ লাখ কোটি ডলার। শুধু এই বছরেই কোম্পানিটির শেয়ার ১৬০ শতাংশেরও বেশি বেড়েছে।

আর্থিক পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান হারগ্রিভস ল্যান্সডাউন এর সিনিয়র ইকুইটি বিশ্লেষক ম্যাট ব্রিটজম্যান বলেন, ‘এখন কেবলমাত্র বিশ্লেষকদের অনুমানের চেয়ে ভালো ফলাফল করা গুরুত্বপূর্ণ নয়। এসব অনুমান বিশাল ব্যবধানে অতিক্রম করুক তাই এখনকার বাজারগুলো চায়। তাই আজকের ফলাফলটি সম্ভবত কিছুটা হতাশ করেছে।’

এনভিডিয়ার বাজারমূল্য বেড়ে যাওয়ায় এর প্রতি প্রত্যাশাগুলোও বেড়েছে। কারণ দুই বছরেরও কম সময়ে কোম্পানিটির বাজারমূল্য নয় গুণ বেড়েছে এবং এর মূল কারণ হলো—এআই চিপ বাজারে এর আধিপত্য।

এই সময়ের মধ্যে কোম্পানিটির লাভও বেড়েছে। গত বছরের একই সময়ের তুলনায় অপারেটিং আয় ১৭৪ শতাংশ বেড়ে ১৮ দশমিক ৬ বিলিয়ন ডলার বা ১ হাজার ৮৬০ কোটি ডলার হয়েছে। বিশ্লেষকদের ত্রৈমাসিক অনুমানকে টানা সাত বার অতিক্রম করেছে কোম্পানিটি।

এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াং বলেন, ‘জেনারেটিভ এআই প্রত্যেক শিল্পে বিপ্লব এনেছে। এ জন্য প্রতি ত্রৈমাসিক ওয়াল স্ট্রিটে শেয়ার কেনা-বেচার নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়।

বিশ্বব্যাপী এআই ক্ষেত্রে সবচেয়ে পরিচিত মুখ হয়ে উঠেছেন জেনসন হুয়াং ও তার কোম্পানি এনভিডিয়া। জেনসনকে ‘টেইলর সুইফট অব টেক’ উপাধি দেওয়া হয়েছে।

আন্তর্জাতিক বাজার গবেষণা কোম্পানি ফরেস্টারের সিনিয়র বিশ্লেষক অ্যালভিন এনগুয়েন বলেন, এখন পর্যন্ত কোম্পানিটিকে লাভ করতে সাহায্য করেছে এআই। তবে এই প্রযুক্তিতে বিলিয়ন ডলার বিনিয়োগ করার পরে এটি ফলস্বরূপ প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হলে এনভিডিয়ার ব্যবসায় লোকসান হতে পারে। এখন হাজার উপায়ে এআই ব্যবহার এখন যথেষ্ট নয়। এটি এখন কোটি কোটি উপায়ে ব্যবহার করতে হবে।

এনভিডিয়ার বিশেষ অর্জন হলো—এটি এআই বাজারে সেরা পণ্য সরবরাহ করে এবং গ্রাহকেরা তাদের পণ্য বহু বছর ধরে ব্যবহার করছে। সেই সঙ্গে তাদের ‘সফটওয়্যার ইকোসিস্টেম’ রয়েছে।

এনগুয়েন বলেন, আরও ভালো পণ্য তৈরি করতে পারলে তাহলে এনভিডিয়া বাজারে ভাগ বসাতে পারে ইন্টেল। তবে এ জন্য ইন্টেলের আরও সময় লাগবে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত