অনলাইন ডেস্ক
চীনের এসএমআইসি কোম্পানির চিপসেট দিয়ে হুয়াওয়ের ৫জি ফোন মেট ৬০ প্রো তৈরি হয়েছে বলে কানাডার প্রযুক্তি বিশ্লেষক কোম্পানি টেকইনসাইট জানিয়েছে।
চিপ তৈরির কাঁচামাল রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়ে চীনকে আটকাতে চেয়েছিল যুক্তরাষ্ট্র। কিন্তু চোখে ধুলা দিয়ে উন্নত চিপ ব্যবহার করে ৫জি স্মার্টফোন তৈরি করে তাক লাগিয়ে দিয়েছে চীনা কোম্পানি হুয়াওয়ে। চীন ফাঁকি দিয়ে কোনোভাবে যুক্তরাষ্ট্রের চিপ ব্যবহার করছে কিনা তা তদন্ত করছে যুক্তরাষ্ট্র।
টেকইনসাইট বলছে, হুয়াওয়ের ৫জি ফোন মেট ৬০ প্রোতে এসএমআইসির এন + ২ ৭ ন্যানোমিটার প্রসেস নোড (সিপিউ তৈরির প্রক্রিয়া ও নকশা) ব্যবহার করা হয়েছে।
সেমিকন্ডাক্টর প্রস্তুতকারক মিনারভা কোম্পানি বিটকয়েনের চিপের জন্য এন + ১ (ছদ্ম) ৭ ন্যানোমিটার প্রসেস নোড তৈরি করে। ফোনটিতে ব্যবহার করা চিপটি এন + ১ এরই উত্তরসূরি।
চীনের প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম প্যাসিফিক প্রযুক্তি বলছে, মেট ৬০ প্রো ফোনটির ৯০ শতাংশ উপাদান ও যন্ত্রাংশ অন্তত ৪৬টি চীনের উৎপাদকেরা তৈরি করেন।
টেকইনসাইট আরও বলেছে, চীনের সেমিকন্ডাক্টর শিল্পের জন্য বড় মাইলফলক ও অগ্রগতিকে চিহ্নিত করে এই এসএমআইসির এন + ২,৭ ন্যানোমিটার রোড ও ৫জি আর এফ (রেডিও ফ্রিকুয়েন্স) ফ্রন্ট–এন্ড চিপসেট।
এসএমআইসি চিপের বিশাল পরিমাণের উৎপাদনের জন্য সমস্যা কাটিয়ে উঠেছে ও হুয়াওয়ে ফোনের জন্য সন্তোষজনক সরবরাহ নিশ্চিত করতে পেরেছে। তবে বিশাল পরিমাণে ফোন তৈরির প্রতিযোগিতায় হুয়াওয়ে কতগুলো সাপ্লাই চেইন অপারেটরের সঙ্গে অংশীদারত্ব করবে সেই বিষয়টি এখন প্রশ্নবিদ্ধ।
চীনের এসএমআইসি কোম্পানির চিপসেট দিয়ে হুয়াওয়ের ৫জি ফোন মেট ৬০ প্রো তৈরি হয়েছে বলে কানাডার প্রযুক্তি বিশ্লেষক কোম্পানি টেকইনসাইট জানিয়েছে।
চিপ তৈরির কাঁচামাল রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়ে চীনকে আটকাতে চেয়েছিল যুক্তরাষ্ট্র। কিন্তু চোখে ধুলা দিয়ে উন্নত চিপ ব্যবহার করে ৫জি স্মার্টফোন তৈরি করে তাক লাগিয়ে দিয়েছে চীনা কোম্পানি হুয়াওয়ে। চীন ফাঁকি দিয়ে কোনোভাবে যুক্তরাষ্ট্রের চিপ ব্যবহার করছে কিনা তা তদন্ত করছে যুক্তরাষ্ট্র।
টেকইনসাইট বলছে, হুয়াওয়ের ৫জি ফোন মেট ৬০ প্রোতে এসএমআইসির এন + ২ ৭ ন্যানোমিটার প্রসেস নোড (সিপিউ তৈরির প্রক্রিয়া ও নকশা) ব্যবহার করা হয়েছে।
সেমিকন্ডাক্টর প্রস্তুতকারক মিনারভা কোম্পানি বিটকয়েনের চিপের জন্য এন + ১ (ছদ্ম) ৭ ন্যানোমিটার প্রসেস নোড তৈরি করে। ফোনটিতে ব্যবহার করা চিপটি এন + ১ এরই উত্তরসূরি।
চীনের প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম প্যাসিফিক প্রযুক্তি বলছে, মেট ৬০ প্রো ফোনটির ৯০ শতাংশ উপাদান ও যন্ত্রাংশ অন্তত ৪৬টি চীনের উৎপাদকেরা তৈরি করেন।
টেকইনসাইট আরও বলেছে, চীনের সেমিকন্ডাক্টর শিল্পের জন্য বড় মাইলফলক ও অগ্রগতিকে চিহ্নিত করে এই এসএমআইসির এন + ২,৭ ন্যানোমিটার রোড ও ৫জি আর এফ (রেডিও ফ্রিকুয়েন্স) ফ্রন্ট–এন্ড চিপসেট।
এসএমআইসি চিপের বিশাল পরিমাণের উৎপাদনের জন্য সমস্যা কাটিয়ে উঠেছে ও হুয়াওয়ে ফোনের জন্য সন্তোষজনক সরবরাহ নিশ্চিত করতে পেরেছে। তবে বিশাল পরিমাণে ফোন তৈরির প্রতিযোগিতায় হুয়াওয়ে কতগুলো সাপ্লাই চেইন অপারেটরের সঙ্গে অংশীদারত্ব করবে সেই বিষয়টি এখন প্রশ্নবিদ্ধ।
বর্তমানে অনেক গুরুত্বপূর্ণ বার্তা আদান-প্রদানের জন্য হোয়াটসঅ্যাপ ব্যবহৃত হয়। তবে ফোন হারিয়ে গেলে বা অন্য কারণে এসব মূল্যবান কথোপকথন বা গুরুত্বপূর্ণ ডেটা হারিয়ে যেতে পারে। তাই সঠিক সময়ে ব্যাকআপ করে রাখতে হয়। হোয়াটসঅ্যাপের ব্যাকআপ ফিচারের মাধ্যমে সহজেই আপনার সমস্ত চ্যাট, মিডিয়া ফাইল ও ভয়েস...
৫ ঘণ্টা আগেজাপানি প্রতিষ্ঠান শিমাদজু করপোরেশন বাজারে এনেছে বিশ্বের সবচেয়ে নির্ভুল ঘড়ি ‘এথার ক্লক ওসি জিরো টু জিরো’। স্ট্রনটিয়াম অপটিক্যাল ল্যাটিস প্রযুক্তির এই ঘড়ি এক হাজার বছরে মাত্র এক সেকেন্ড বিচ্যুত হয়। গবেষণার জন্য তৈরি ঘড়িটির দাম ৩৩ লাখ ডলার।
১৯ ঘণ্টা আগেগুগল তাদের সার্চ ফিচারকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেছে। গত বুধবার কোম্পানিটি ঘোষণা করেছে, তারা নতুন একটি অভিনব এআই টুল নিয়ে এসেছে। যার নাম–‘এআই মোড’। এটি ব্যবহারকারীদের জটিল এবং বহুস্তরের প্রশ্নের জন্য উন্নত উত্তর দেবে, যেগুলোর জন্য সাধারণত একাধিক অনুসন্ধানের প্রয়োজন হয়।
২১ ঘণ্টা আগেবিশ্বখ্যাত কৃত্রিম বুদ্ধিমত্তা টুল চ্যাটজিপিটি এর নির্মাতা ওপেনএআই–এর সঙ্গে পাঁচ বছরের অংশীদারত্ব ঘোষণা করেছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। এই অংশীদারত্বের মাধ্যমে অক্সফোর্ডের শিক্ষার্থী ও গবেষকেরা উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) টুলের সুবিধা পাবেন...
১ দিন আগে