অনলাইন ডেস্ক
চীনের এসএমআইসি কোম্পানির চিপসেট দিয়ে হুয়াওয়ের ৫জি ফোন মেট ৬০ প্রো তৈরি হয়েছে বলে কানাডার প্রযুক্তি বিশ্লেষক কোম্পানি টেকইনসাইট জানিয়েছে।
চিপ তৈরির কাঁচামাল রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়ে চীনকে আটকাতে চেয়েছিল যুক্তরাষ্ট্র। কিন্তু চোখে ধুলা দিয়ে উন্নত চিপ ব্যবহার করে ৫জি স্মার্টফোন তৈরি করে তাক লাগিয়ে দিয়েছে চীনা কোম্পানি হুয়াওয়ে। চীন ফাঁকি দিয়ে কোনোভাবে যুক্তরাষ্ট্রের চিপ ব্যবহার করছে কিনা তা তদন্ত করছে যুক্তরাষ্ট্র।
টেকইনসাইট বলছে, হুয়াওয়ের ৫জি ফোন মেট ৬০ প্রোতে এসএমআইসির এন + ২ ৭ ন্যানোমিটার প্রসেস নোড (সিপিউ তৈরির প্রক্রিয়া ও নকশা) ব্যবহার করা হয়েছে।
সেমিকন্ডাক্টর প্রস্তুতকারক মিনারভা কোম্পানি বিটকয়েনের চিপের জন্য এন + ১ (ছদ্ম) ৭ ন্যানোমিটার প্রসেস নোড তৈরি করে। ফোনটিতে ব্যবহার করা চিপটি এন + ১ এরই উত্তরসূরি।
চীনের প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম প্যাসিফিক প্রযুক্তি বলছে, মেট ৬০ প্রো ফোনটির ৯০ শতাংশ উপাদান ও যন্ত্রাংশ অন্তত ৪৬টি চীনের উৎপাদকেরা তৈরি করেন।
টেকইনসাইট আরও বলেছে, চীনের সেমিকন্ডাক্টর শিল্পের জন্য বড় মাইলফলক ও অগ্রগতিকে চিহ্নিত করে এই এসএমআইসির এন + ২,৭ ন্যানোমিটার রোড ও ৫জি আর এফ (রেডিও ফ্রিকুয়েন্স) ফ্রন্ট–এন্ড চিপসেট।
এসএমআইসি চিপের বিশাল পরিমাণের উৎপাদনের জন্য সমস্যা কাটিয়ে উঠেছে ও হুয়াওয়ে ফোনের জন্য সন্তোষজনক সরবরাহ নিশ্চিত করতে পেরেছে। তবে বিশাল পরিমাণে ফোন তৈরির প্রতিযোগিতায় হুয়াওয়ে কতগুলো সাপ্লাই চেইন অপারেটরের সঙ্গে অংশীদারত্ব করবে সেই বিষয়টি এখন প্রশ্নবিদ্ধ।
চীনের এসএমআইসি কোম্পানির চিপসেট দিয়ে হুয়াওয়ের ৫জি ফোন মেট ৬০ প্রো তৈরি হয়েছে বলে কানাডার প্রযুক্তি বিশ্লেষক কোম্পানি টেকইনসাইট জানিয়েছে।
চিপ তৈরির কাঁচামাল রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়ে চীনকে আটকাতে চেয়েছিল যুক্তরাষ্ট্র। কিন্তু চোখে ধুলা দিয়ে উন্নত চিপ ব্যবহার করে ৫জি স্মার্টফোন তৈরি করে তাক লাগিয়ে দিয়েছে চীনা কোম্পানি হুয়াওয়ে। চীন ফাঁকি দিয়ে কোনোভাবে যুক্তরাষ্ট্রের চিপ ব্যবহার করছে কিনা তা তদন্ত করছে যুক্তরাষ্ট্র।
টেকইনসাইট বলছে, হুয়াওয়ের ৫জি ফোন মেট ৬০ প্রোতে এসএমআইসির এন + ২ ৭ ন্যানোমিটার প্রসেস নোড (সিপিউ তৈরির প্রক্রিয়া ও নকশা) ব্যবহার করা হয়েছে।
সেমিকন্ডাক্টর প্রস্তুতকারক মিনারভা কোম্পানি বিটকয়েনের চিপের জন্য এন + ১ (ছদ্ম) ৭ ন্যানোমিটার প্রসেস নোড তৈরি করে। ফোনটিতে ব্যবহার করা চিপটি এন + ১ এরই উত্তরসূরি।
চীনের প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম প্যাসিফিক প্রযুক্তি বলছে, মেট ৬০ প্রো ফোনটির ৯০ শতাংশ উপাদান ও যন্ত্রাংশ অন্তত ৪৬টি চীনের উৎপাদকেরা তৈরি করেন।
টেকইনসাইট আরও বলেছে, চীনের সেমিকন্ডাক্টর শিল্পের জন্য বড় মাইলফলক ও অগ্রগতিকে চিহ্নিত করে এই এসএমআইসির এন + ২,৭ ন্যানোমিটার রোড ও ৫জি আর এফ (রেডিও ফ্রিকুয়েন্স) ফ্রন্ট–এন্ড চিপসেট।
এসএমআইসি চিপের বিশাল পরিমাণের উৎপাদনের জন্য সমস্যা কাটিয়ে উঠেছে ও হুয়াওয়ে ফোনের জন্য সন্তোষজনক সরবরাহ নিশ্চিত করতে পেরেছে। তবে বিশাল পরিমাণে ফোন তৈরির প্রতিযোগিতায় হুয়াওয়ে কতগুলো সাপ্লাই চেইন অপারেটরের সঙ্গে অংশীদারত্ব করবে সেই বিষয়টি এখন প্রশ্নবিদ্ধ।
ফেসবুক, ইনস্টাগ্রামসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া জায়ান্টেদের ওপর বৈশ্বিক আয়ের ৫ শতাংশ পর্যন্ত জরিমানা আরোপ করার পরিকল্পনা প্রত্যাহার করেছে অস্ট্রেলিয়া। চলতি বছরের প্রস্তাবিত একটি আইন অনুযায়ী, কোম্পানিগুলোর বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে জরিমানা আরোপ করার পরিকল্পনা করেছিল দেশটি।
১ ঘণ্টা আগেমার্কেট ইন্টেলিজেন্স ফার্ম সিমিলার ওয়েবের মতে, প্রতিদিনের সক্রিয় ব্যবহারকারীদের দিক থেকে থ্রেডসের সঙ্গে প্রতিযোগিতা করছে ব্লুস্কাই। বর্তমানে ব্লুস্কাইয়ের অ্যাপটি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের অ্যাপল অ্যাপ স্টোরে সবচেয়ে বেশি ডাউনলোড করা অ্যাপ। এরপরেই রয়েছে থ্রেডস।
১৯ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সানি ভ্যালে শহরে অত্যাধুনিক ও পরিবেশবান্ধব পাঁচতলা অফিস ভবন তৈরি করেছে টেক জায়ান্ট গুগল। এই ভবনের বিশেষত্ব হলো—এটি তৈরিতে প্রথমবারের মতো ‘মাস টিম্বার’ ব্যবহার করেছে কোম্পানিটি। কাঠ বিভিন্নভাবে প্রক্রিয়াকরণের মাধ্যমে মাস টিম্বার তৈরি করা হয়। তাই ভবনটি...
২ দিন আগেপাশ্চাত্যে উৎসবের মৌসুমে বা নতুন বছর আসার আগে প্রায় সবাই ছুটি উপভোগ করেন। এই সময়টিতে পরিবার এবং বন্ধুদের সঙ্গে সময় কাটানো, বিশ্রাম নেওয়া এবং গত বছরের কঠিন কাজের চাপ থেকে মুক্তি পাওয়া একটি সাধারণ বিষয়। অনেক কোম্পানি এসময় কর্মীদের ছুটি দেয়, যাতে তারা শারীরিক এবং মানসিকভাবে পুনরুজ্জীবিত হতে পারে। তবে এ
২ দিন আগে