Ajker Patrika

চীনা চিপ দিয়েই তৈরি হুয়াওয়ের মেট ৬০ প্রো, জানাল টেকইনসাইট

অনলাইন ডেস্ক
চীনা চিপ দিয়েই তৈরি হুয়াওয়ের মেট ৬০ প্রো, জানাল টেকইনসাইট

চীনের এসএমআইসি কোম্পানির চিপসেট দিয়ে হুয়াওয়ের ৫জি ফোন মেট ৬০ প্রো তৈরি হয়েছে বলে কানাডার প্রযুক্তি বিশ্লেষক কোম্পানি টেকইনসাইট জানিয়েছে। 

চিপ তৈরির কাঁচামাল রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়ে চীনকে আটকাতে চেয়েছিল যুক্তরাষ্ট্র। কিন্তু চোখে ধুলা দিয়ে উন্নত চিপ ব্যবহার করে ৫জি স্মার্টফোন তৈরি করে তাক লাগিয়ে দিয়েছে চীনা কোম্পানি হুয়াওয়ে। চীন ফাঁকি দিয়ে কোনোভাবে যুক্তরাষ্ট্রের চিপ ব্যবহার করছে কিনা তা তদন্ত করছে যুক্তরাষ্ট্র। 

টেকইনসাইট বলছে, হুয়াওয়ের ৫জি ফোন মেট ৬০ প্রোতে এসএমআইসির এন ‍+ ২ ৭ ন্যানোমিটার প্রসেস নোড (সিপিউ তৈরির প্রক্রিয়া ও নকশা) ব্যবহার করা হয়েছে।

সেমিকন্ডাক্টর প্রস্তুতকারক মিনারভা কোম্পানি বিটকয়েনের চিপের জন্য এন ‍+ ১ (ছদ্ম) ৭ ন্যানোমিটার প্রসেস নোড তৈরি করে। ফোনটিতে ব্যবহার করা চিপটি এন ‍+ ১ এরই উত্তরসূরি।  

চীনের প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম প্যাসিফিক প্রযুক্তি বলছে, মেট ৬০ প্রো ফোনটির ৯০ শতাংশ উপাদান ও যন্ত্রাংশ অন্তত ৪৬টি চীনের উৎপাদকেরা তৈরি করেন। 

টেকইনসাইট আরও বলেছে, চীনের সেমিকন্ডাক্টর শিল্পের জন্য বড় মাইলফলক ও অগ্রগতিকে চিহ্নিত করে এই এসএমআইসির এন ‍+ ২,৭ ন্যানোমিটার রোড ও ৫জি আর এফ (রেডিও ফ্রিকুয়েন্স) ফ্রন্ট–এন্ড চিপসেট। 

এসএমআইসি চিপের বিশাল পরিমাণের উৎপাদনের জন্য সমস্যা কাটিয়ে উঠেছে ও হুয়াওয়ে ফোনের জন্য সন্তোষজনক সরবরাহ নিশ্চিত করতে পেরেছে। তবে বিশাল পরিমাণে ফোন তৈরির প্রতিযোগিতায় হুয়াওয়ে কতগুলো সাপ্লাই চেইন অপারেটরের সঙ্গে অংশীদারত্ব করবে সেই বিষয়টি এখন প্রশ্নবিদ্ধ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত