Ajker Patrika

ইনফিনিক্সের সাশ্রয়ী গেমিং স্মার্টফোন

প্রযুক্তি ডেস্ক
আপডেট : ৩১ আগস্ট ২০২১, ১১: ৩৬
ইনফিনিক্সের সাশ্রয়ী গেমিং স্মার্টফোন

ইনফিনিক্স মোবাইলের সাশ্রয়ী গেমিং স্মার্টফোন হচ্ছে হট ১০ এস। এটি বাংলাদেশের বাজারে বেশ জনপ্রিয় হয়েছে। দুরন্ত গতির জন্য স্মার্টফোনটিতে একটি শক্তিশালী মিডিয়াটেক হেলিও জি৮৫ গেমিং প্রসেসর ব্যবহার করা হয়েছে। সঙ্গে রয়েছে ৯০ হার্টজের আলট্রা স্মুথ ডিসপ্লে। এই গেমিং মোবাইলে আরও রয়েছে সুপার নাইটস্কেপ ইমেজিংয়ের সঙ্গে একটি ৪৮ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা। গেমারদের নিরবচ্ছিন্ন সার্ভিস দিতে মোবাইলটিতে রয়েছে ৬ হাজার এমএএইচ ক্ষমতার দীর্ঘস্থায়ী ব্যাটারি রয়েছে।

হট ১০ এস স্মার্টফোনটিতে ৬ দশমিক ৮২ ইঞ্চির এইচডি প্লাস আল্ট্রা-স্মুথ ডিসপ্লে রয়েছে। এই স্মার্টফোনটিতে ৪ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি রম স্টোরেজ রয়েছে। ফোনটির মিডিয়াটেক হেলিও জি৮৫ শুধুমাত্র দ্রুত এবং নির্ভুল টাচ সুবিধাই দেবে না, সঙ্গে নির্ঝঞ্ঝাট গেমিংয়ের জন্য ইলেকট্রনিক ইমেজ স্ট্যাবিলাইজেশন (ইআইএস) সুবিধাও দেবে। এ ছাড়া এর ৯০ হার্টজের রিফ্রেশ রেট টেকনোলজির কারণে সচেতন ব্যবহারকারীদের জন্য এক চমৎকার স্মার্টফোন হলো ইনফিনিক্স হট ১০ এস।

দারুণ সব ফিচারে সাজানো ইনফিনিক্স হট ১০ এস বাংলাদেশে পাওয়া যাচ্ছে মাত্র ১২ হাজার ৯৯০ টাকায়। যা এই ফোনটিকে ১৫ হাজার টাকা দামের মধ্যে সেরা গেমিং ফোন এর স্বীকৃতি এনে দিয়েছে। দেশব্যাপী বিভিন্ন শোরুম ছাড়াও দারাজ.কম, অথবা.কম, প্রিয়শপ.কম প্রভৃতি অনলাইন শপে পাওয়া যাচ্ছে ফোনটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত