Ajker Patrika

প্রায় তিন কোটি টাকায় বিক্রি হলো স্টিভ জবসের চাকরির আবেদনপত্র

অনলাইন ডেস্ক
আপডেট : ২৪ নভেম্বর ২০২১, ১১: ৫৭
প্রায় তিন কোটি টাকায় বিক্রি হলো স্টিভ জবসের চাকরির আবেদনপত্র

অ্যাপলের সহপ্রতিষ্ঠাতা স্টিভ জবস সারা জীবনে মাত্র একবারই চাকরির জন্য আবেদন করেছিলেন। আর সেই আবেদনপত্রটি নিলামে বিক্রি হলো ৩ লাখ ৪৩ হাজার ডলার বা ২ কোটি ৮৫ লাখ টাকায়।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়, ১৯৭৩ সালে ১৮ বছর বয়সে চাকরির জন্য চেষ্টা করেছেন স্টিভ জবস। আবেদনপত্রটি তিনি হাতে লিখেছিলেন। সেখানে নিজের ড্রাইভিং লাইসেন্সেরও উল্লেখ করেছেন। যদিও তাতে ফোন নম্বরের কোনো উল্লেখ ছিল না।

তবে এই প্রথম নয়, এর আগে জবসের এই চাকরির আবেদনপত্রটি নিলামে ওঠে নিউইয়র্কের বোনহামসে। তারপরই বারবার সেটির মালিকানা বদল হতে থাকে। চলতি বছর মার্চেও একবার এই আবেদনপত্রটির নিলাম হয়েছিল। তখন সেটির দাম উঠেছিল ১ লাখ ৬২ হাজার পাউন্ডে। অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ৯৪ লাখ টাকা। তবে এবারের নিলামের একটি বিশেষত্বও ছিল। এবার শুধু স্টিভ জবসের আবেদনপত্রের আসল কপিটিইও শুধু নয়, নন-ফাঙ্গিবল টোকেনেও সেটি বিক্রি করা হয়েছে। প্রচলিত পদ্ধতির বাইরে গিয়ে ব্লক চেইন প্রযুক্তি ব্যবহার করে বানানো ডিজিটাল সম্পদকে বলা হয় নন-ফাঙ্গিবল টোকেন বা এনএফটি। অর্থাৎ একদিকে যখন মার্কিন ডলারে সেটি কেনাবেচা হচ্ছে, অন্যদিকে ইথেরিয়ামের মাধ্যমে অনলাইনেও সেটির নিলাম চলছিল।

স্টিভ জবসের হাতে লেখা চাকরির আবেদন

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত