অনলাইন ডেস্ক
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিতে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করছে মাইক্রোসফট। এআইভিত্তিক কোম্পানি ডিপমাইন্ডের সহ–প্রতিষ্ঠাতা মুস্তাফা সুলেমানের নেতৃত্বে নতুন একটি এআই দলও গঠন করছে এই টেক জায়ান্ট। তবে এই বিভাগের কর্মীরা মাইক্রোসফটের অন্য বিভাগের কর্মীদের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি বেতন পায়। ফাঁস হওয়া স্প্রেডশীট থেকে বেতনের এই তথ্য প্রকাশ পেয়েছে।
বিজনেস ইনসাইডারের প্রতিবেদনের মতে, এই ফাঁস হওয়া অনানুষ্ঠানিক স্প্রেডশিট মাইক্রোসফটের কর্মীরা তৈরি করেছে।
স্প্রেডশিটের তথ্য অনুযায়ী, মাইক্রোসফটের নতুন এআই বিভাগের সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের গড় বেতন প্রায় ৩ লাখ ৭৭ হাজার ৬১১ ডলার। এই পরিমাণ অন্যান্য বিভাগের (যেমন: আজুর ও ক্লাউড সেবা) গড় বেতন থেকে কমপক্ষে ১ লাখ ২০ হাজার ডলার বেশি।
চলতি বছরের মার্চ মাসে মুস্তাফা সুলেমানের অধীনে এআই বিভাগটি গঠিত হয়। দলটি মাইক্রোসফটের এআই কৌশলকে এগিয়ে নেওয়ার ওপর জোর দিচ্ছে। এই বিভাগের প্রকল্পগুলো মধ্যে রয়েছে—কোপাইলট এআই চ্যাটবট, বিং সার্চে এআই ফিচার যুক্তসহ বিভিন্ন কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সেবা।
ফাঁস হওয়া তথ্যটি কোম্পানির কোনো আনুষ্ঠানিক নথি না হলেও এআই বিশেষজ্ঞদের ওপর মাইক্রোসফট বেশি গুরুত্ব দিচ্ছে বলে এর মাধ্যমেই বোঝা যায়। গত বছর ধরেই মাইক্রোসফট অনেক কর্মীদের বেতন স্থগিত করে এবং বোনাসও কমিয়েছিল। তবে এই বছর মেধাভিত্তিক বেতন বাড়ানো আবার শুরু করেছে মাইক্রোসফট।
অপরদিকে ২০২২ সালে সব কর্মীদের বেতন দ্বিগুণ করেছিল কোম্পানিটি। বিশেষ করে সিনিয়র কর্মীদের বেতন বেশি বাড়ানো হয়েছিল।
এই বেতন ব্যবধানটি অন্য বিভাগের কর্মীদের মধ্যে অসন্তোষের কারণ হতে পারে বলে প্রতিবেদনটিতে দাবি করা হয়। অন্যান্য বিভাগের কর্মীদের বোনাস কমে গেছে ও বেতন স্থগিতও হয়েছিল দেখেছে। গুগল, মেটা ও আমাজনের মতো কোম্পানির সঙ্গে প্রতিযোগিতা তীব্র হওয়ায় মাইক্রোসফট এআই প্রযুক্তির ওপর বেশি গুরুত্ব দিচ্ছে বলে ধারণা করা হয়।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিতে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করছে মাইক্রোসফট। এআইভিত্তিক কোম্পানি ডিপমাইন্ডের সহ–প্রতিষ্ঠাতা মুস্তাফা সুলেমানের নেতৃত্বে নতুন একটি এআই দলও গঠন করছে এই টেক জায়ান্ট। তবে এই বিভাগের কর্মীরা মাইক্রোসফটের অন্য বিভাগের কর্মীদের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি বেতন পায়। ফাঁস হওয়া স্প্রেডশীট থেকে বেতনের এই তথ্য প্রকাশ পেয়েছে।
বিজনেস ইনসাইডারের প্রতিবেদনের মতে, এই ফাঁস হওয়া অনানুষ্ঠানিক স্প্রেডশিট মাইক্রোসফটের কর্মীরা তৈরি করেছে।
স্প্রেডশিটের তথ্য অনুযায়ী, মাইক্রোসফটের নতুন এআই বিভাগের সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের গড় বেতন প্রায় ৩ লাখ ৭৭ হাজার ৬১১ ডলার। এই পরিমাণ অন্যান্য বিভাগের (যেমন: আজুর ও ক্লাউড সেবা) গড় বেতন থেকে কমপক্ষে ১ লাখ ২০ হাজার ডলার বেশি।
চলতি বছরের মার্চ মাসে মুস্তাফা সুলেমানের অধীনে এআই বিভাগটি গঠিত হয়। দলটি মাইক্রোসফটের এআই কৌশলকে এগিয়ে নেওয়ার ওপর জোর দিচ্ছে। এই বিভাগের প্রকল্পগুলো মধ্যে রয়েছে—কোপাইলট এআই চ্যাটবট, বিং সার্চে এআই ফিচার যুক্তসহ বিভিন্ন কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সেবা।
ফাঁস হওয়া তথ্যটি কোম্পানির কোনো আনুষ্ঠানিক নথি না হলেও এআই বিশেষজ্ঞদের ওপর মাইক্রোসফট বেশি গুরুত্ব দিচ্ছে বলে এর মাধ্যমেই বোঝা যায়। গত বছর ধরেই মাইক্রোসফট অনেক কর্মীদের বেতন স্থগিত করে এবং বোনাসও কমিয়েছিল। তবে এই বছর মেধাভিত্তিক বেতন বাড়ানো আবার শুরু করেছে মাইক্রোসফট।
অপরদিকে ২০২২ সালে সব কর্মীদের বেতন দ্বিগুণ করেছিল কোম্পানিটি। বিশেষ করে সিনিয়র কর্মীদের বেতন বেশি বাড়ানো হয়েছিল।
এই বেতন ব্যবধানটি অন্য বিভাগের কর্মীদের মধ্যে অসন্তোষের কারণ হতে পারে বলে প্রতিবেদনটিতে দাবি করা হয়। অন্যান্য বিভাগের কর্মীদের বোনাস কমে গেছে ও বেতন স্থগিতও হয়েছিল দেখেছে। গুগল, মেটা ও আমাজনের মতো কোম্পানির সঙ্গে প্রতিযোগিতা তীব্র হওয়ায় মাইক্রোসফট এআই প্রযুক্তির ওপর বেশি গুরুত্ব দিচ্ছে বলে ধারণা করা হয়।
সৌরবিদ্যুতে চলা নতুন ল্যাপটপ উন্মোচন করল লেনেভো। স্পেনের বার্সেলোনায় শুরু হওয়া মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে (এমডব্লিউসি) নতুন এই কনসেপ্ট ল্যাপটপটি উন্মোচন করে প্রতিষ্ঠানটি। এটি ল্যাপটপটি ব্যবহারকারীদের বিদ্যুৎ তারের ওপর নির্ভরশীলতা কমাতে এবং বাইরের পরিবেশে কাজ করতে উৎসাহ দেবে।
৪ ঘণ্টা আগেআগামী পাঁচ বছরে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিতে ১০ বিলিয়ন বা ১ হাজার কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে চীনা স্মার্টফোন নির্মাতা অনার। এই বিনিয়োগের মাধ্যমে এআই চালিত উন্নত পিসি, ট্যাবলেট এবং ওয়্যারেবল (পরিধানযোগ্য) ডিভাইস তৈরি করতে চায় কোম্পানিটি। গতকাল রোববার বার্সেলোনায় অনুষ্ঠিত মোবাইল...
৭ ঘণ্টা আগেসামাজিক যোগাযোগমাধ্যম টিকটক, রেডিট এবং অনলাইন ছবি শেয়ারিং সাইট ইমগুরের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে যুক্তরাজ্যের তথ্য কমিশনার অফিস (আইসিও)। শিশুদের ব্যক্তিগত তথ্য সংরক্ষণ ও সুরক্ষায় প্ল্যাটফর্মগুলো যথাযথ পদক্ষেপ গ্রহণ করছে কি না, তা যাচাইয়ে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
৮ ঘণ্টা আগেব্যক্তিগত ও পেশাগত উভয় কাজে হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন অনেকেই। তাই বিভিন্ন মেসেজের ভিড়ে জরুরি মেসেজগুলো নিচের দিকে দিকে চলে যায়। ফলে সেগুলো দ্রুত খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়ে। প্ল্যাটফর্মটির ‘পিন মেসেজ’ ফিচার ব্যবহারের মাধ্যমে এই সমস্যা থেকে মুবতি পাওয়া যায়। কাঙ্ক্ষিত মেসেজ থ্রেডগুলো চ্যাট তালিকার...
৯ ঘণ্টা আগে