অনলাইন ডেস্ক
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিতে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করছে মাইক্রোসফট। এআইভিত্তিক কোম্পানি ডিপমাইন্ডের সহ–প্রতিষ্ঠাতা মুস্তাফা সুলেমানের নেতৃত্বে নতুন একটি এআই দলও গঠন করছে এই টেক জায়ান্ট। তবে এই বিভাগের কর্মীরা মাইক্রোসফটের অন্য বিভাগের কর্মীদের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি বেতন পায়। ফাঁস হওয়া স্প্রেডশীট থেকে বেতনের এই তথ্য প্রকাশ পেয়েছে।
বিজনেস ইনসাইডারের প্রতিবেদনের মতে, এই ফাঁস হওয়া অনানুষ্ঠানিক স্প্রেডশিট মাইক্রোসফটের কর্মীরা তৈরি করেছে।
স্প্রেডশিটের তথ্য অনুযায়ী, মাইক্রোসফটের নতুন এআই বিভাগের সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের গড় বেতন প্রায় ৩ লাখ ৭৭ হাজার ৬১১ ডলার। এই পরিমাণ অন্যান্য বিভাগের (যেমন: আজুর ও ক্লাউড সেবা) গড় বেতন থেকে কমপক্ষে ১ লাখ ২০ হাজার ডলার বেশি।
চলতি বছরের মার্চ মাসে মুস্তাফা সুলেমানের অধীনে এআই বিভাগটি গঠিত হয়। দলটি মাইক্রোসফটের এআই কৌশলকে এগিয়ে নেওয়ার ওপর জোর দিচ্ছে। এই বিভাগের প্রকল্পগুলো মধ্যে রয়েছে—কোপাইলট এআই চ্যাটবট, বিং সার্চে এআই ফিচার যুক্তসহ বিভিন্ন কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সেবা।
ফাঁস হওয়া তথ্যটি কোম্পানির কোনো আনুষ্ঠানিক নথি না হলেও এআই বিশেষজ্ঞদের ওপর মাইক্রোসফট বেশি গুরুত্ব দিচ্ছে বলে এর মাধ্যমেই বোঝা যায়। গত বছর ধরেই মাইক্রোসফট অনেক কর্মীদের বেতন স্থগিত করে এবং বোনাসও কমিয়েছিল। তবে এই বছর মেধাভিত্তিক বেতন বাড়ানো আবার শুরু করেছে মাইক্রোসফট।
অপরদিকে ২০২২ সালে সব কর্মীদের বেতন দ্বিগুণ করেছিল কোম্পানিটি। বিশেষ করে সিনিয়র কর্মীদের বেতন বেশি বাড়ানো হয়েছিল।
এই বেতন ব্যবধানটি অন্য বিভাগের কর্মীদের মধ্যে অসন্তোষের কারণ হতে পারে বলে প্রতিবেদনটিতে দাবি করা হয়। অন্যান্য বিভাগের কর্মীদের বোনাস কমে গেছে ও বেতন স্থগিতও হয়েছিল দেখেছে। গুগল, মেটা ও আমাজনের মতো কোম্পানির সঙ্গে প্রতিযোগিতা তীব্র হওয়ায় মাইক্রোসফট এআই প্রযুক্তির ওপর বেশি গুরুত্ব দিচ্ছে বলে ধারণা করা হয়।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিতে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করছে মাইক্রোসফট। এআইভিত্তিক কোম্পানি ডিপমাইন্ডের সহ–প্রতিষ্ঠাতা মুস্তাফা সুলেমানের নেতৃত্বে নতুন একটি এআই দলও গঠন করছে এই টেক জায়ান্ট। তবে এই বিভাগের কর্মীরা মাইক্রোসফটের অন্য বিভাগের কর্মীদের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি বেতন পায়। ফাঁস হওয়া স্প্রেডশীট থেকে বেতনের এই তথ্য প্রকাশ পেয়েছে।
বিজনেস ইনসাইডারের প্রতিবেদনের মতে, এই ফাঁস হওয়া অনানুষ্ঠানিক স্প্রেডশিট মাইক্রোসফটের কর্মীরা তৈরি করেছে।
স্প্রেডশিটের তথ্য অনুযায়ী, মাইক্রোসফটের নতুন এআই বিভাগের সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের গড় বেতন প্রায় ৩ লাখ ৭৭ হাজার ৬১১ ডলার। এই পরিমাণ অন্যান্য বিভাগের (যেমন: আজুর ও ক্লাউড সেবা) গড় বেতন থেকে কমপক্ষে ১ লাখ ২০ হাজার ডলার বেশি।
চলতি বছরের মার্চ মাসে মুস্তাফা সুলেমানের অধীনে এআই বিভাগটি গঠিত হয়। দলটি মাইক্রোসফটের এআই কৌশলকে এগিয়ে নেওয়ার ওপর জোর দিচ্ছে। এই বিভাগের প্রকল্পগুলো মধ্যে রয়েছে—কোপাইলট এআই চ্যাটবট, বিং সার্চে এআই ফিচার যুক্তসহ বিভিন্ন কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সেবা।
ফাঁস হওয়া তথ্যটি কোম্পানির কোনো আনুষ্ঠানিক নথি না হলেও এআই বিশেষজ্ঞদের ওপর মাইক্রোসফট বেশি গুরুত্ব দিচ্ছে বলে এর মাধ্যমেই বোঝা যায়। গত বছর ধরেই মাইক্রোসফট অনেক কর্মীদের বেতন স্থগিত করে এবং বোনাসও কমিয়েছিল। তবে এই বছর মেধাভিত্তিক বেতন বাড়ানো আবার শুরু করেছে মাইক্রোসফট।
অপরদিকে ২০২২ সালে সব কর্মীদের বেতন দ্বিগুণ করেছিল কোম্পানিটি। বিশেষ করে সিনিয়র কর্মীদের বেতন বেশি বাড়ানো হয়েছিল।
এই বেতন ব্যবধানটি অন্য বিভাগের কর্মীদের মধ্যে অসন্তোষের কারণ হতে পারে বলে প্রতিবেদনটিতে দাবি করা হয়। অন্যান্য বিভাগের কর্মীদের বোনাস কমে গেছে ও বেতন স্থগিতও হয়েছিল দেখেছে। গুগল, মেটা ও আমাজনের মতো কোম্পানির সঙ্গে প্রতিযোগিতা তীব্র হওয়ায় মাইক্রোসফট এআই প্রযুক্তির ওপর বেশি গুরুত্ব দিচ্ছে বলে ধারণা করা হয়।
বিশ্বব্যাপী নতুন সিরিজ ফাইন্ড এক্স ৮ উন্মোচন করল চীনের স্মার্টফোন নির্মাতা অপো। এই সিরিজে অপো ফাইন্ড এক্স ও অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেল দুটি অন্তর্ভুক্ত রয়েছে। মডেল দুটিতেই ৫০ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। তবে অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেলে আইফোনের মতো ক্যামেরা বাটন যুক্ত করা হয়েছে। সিরিজটিতে মিডিয়াটেক
৩ ঘণ্টা আগেবৈদ্যুতিক গাড়ির জন্য সলিড স্টেট ব্যাটারি ব্যাপক পরিমাণে তৈরি করবে হোন্ডা। এ জন্য জাপানে একটি উৎপাদন কেন্দ্র তৈরি করেছে কোম্পানিটি। এখানে ব্যাটারিটি তৈরি পরিকল্পনাটি পরীক্ষা–নিরীক্ষা করা হবে। এই পরিকল্পনা কম খরচে ও টেকসই ব্যাটারি তৈরিতে সহায়ক হবে।
৫ ঘণ্টা আগেম্যাসেজিং প্ল্যাটফর্ম মেসেঞ্জারে একযোগে বেশ কিছু ফিচার যুক্ত করেছে মেটা। ফিচারগুলো ভিডিও কল ও অডিও কলের অভিজ্ঞতাকে আরও উন্নত করবে। নতুন আপডেটের মাধ্যমে মেসেঞ্জারে নয়েজ সারপ্রেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক ব্যাকগ্রাউন্ড, এইচডি ভিডিও কল এবং হ্যান্ডস ফ্রি কলিংয়ের মতো ফিচার পাওয়া যাবে। এক ব্লগ প
৬ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের সরকার যেন অ্যাপলের বিরুদ্ধে দায়ের করা অ্যান্টিট্রাস্ট বা প্রতিযোগিতা মামলা খারিজ করে, এ জন্য ফেডারেল বিচারককে অনুরোধ করেছে কোম্পানিটি। টেক জায়ান্টটি বলছে, তাদের বিরুদ্ধে দায়ের করা মামলাটি কাল্পনিক এবং অ্যাপল একচেটিয়া আধিপত্য বিস্তার করে তা প্রমাণ করতে পারেনি যুক্তরাষ্ট্রের সরকার।
৭ ঘণ্টা আগে