ভ্রমণের সঙ্গীদের বেছে নিন

অলকানন্দা রায়, ঢাকা
প্রকাশ : ২৮ জুলাই ২০২২, ০৬: ২৫
আপডেট : ২৮ জুলাই ২০২২, ১০: ৫১

দিনক্ষণ ঠিক করে, অফিস থেকে ছুটি নিয়ে, টাকাপয়সা জমিয়ে পছন্দের জায়গায় ঘুরতে যাওয়া হলো ভ্রমণ। আবার খুব জরুরি প্রয়োজনে কোথাও যাওয়াটাও ভ্রমণ। দুই ভ্রমণেই সঙ্গী থাকলে তা হয় আরামদায়ক। তবে সব সময় যে সঙ্গী হিসেবে পছন্দের কাউকে পাবেন, তা নয়। মানুষের অভাব পূরণ করতে না পারলেও, কিছু প্রয়োজনীয় গ্যাজেট আপনার ভ্রমণ আনন্দময় করে তুলতে পারে।

এখন ঘোরাফেরার জন্য মানুষ আর শীতের অপেক্ষা করে না। বলা চলে, ইচ্ছে হলেই বেরিয়ে পড়ে ঘুরতে। বৃষ্টি মানেই হাওর-বাঁওড়ের দুনিয়া কিংবা বনবাদাড়, শীত মানে উত্তরবঙ্গ বা পাহাড়। ঋতু যা-ই হোক, ঘোরাফেরা চলছে।

একসময় ভ্রমণের সময় মানুষ সম্ভব হলে একটি ক্যামেরা নিত সঙ্গে, যাতে স্মৃতি ধরে রাখা যায়। আর ছিল মাইক, উচ্চ শব্দে গান শোনার জন্য। এখন বিষয়গুলো আর তেমন নেই। এখন ক্যামেরাই বরং থাকে না, সঙ্গে থাকে উচ্চ মেগাপিক্সেলের মোবাইল ফোন। উচ্চ শব্দে নয়, এখন গান শোনার জন্য আছে বিভিন্ন ধরনের ডিভাইস। গান শুনতে শুনতে পড়তেও পারেন পছন্দের বইপত্র। তার জন্যও আছে আলাদা ডিভাইস বা গ্যাজেট। এসব জিনিস ব্যবহারের ক্ষেত্রে এগিয়ে আছেন তরুণেরা। ফুরসত পেলেই একা কিংবা দল বেঁধে, কখনো দেশের ভেতর তো কখনো সীমানা পেরিয়ে পছন্দের দেশে ঘুরে আসেন আমাদের তরুণেরা। আমরা জানি, ঘরে কিংবা ঘরের বাইরে তরুণ প্রজন্ম এখন প্রযুক্তিকে জীবনের অংশ করে নিয়েছে। ভ্রমণেও তাদের সঙ্গে এখন থাকে বিভিন্ন ধরনের গ্যাজেট। এগুলো এখন বরং ভ্রমণের আবশ্যকীয় অংশ হয়ে উঠেছে।

ভ্রমণ এখন অনেকটাই আনন্দময় হয়ে উঠেছে প্রযুক্তির কল্যাণে। ভ্রমণের অবসর মুহূর্তগুলোকে এখন অনেকভাবে কাজে লাগানো যায় বিভিন্ন গ্যাজেটের মাধ্যমে।

যা কিছু সঙ্গে নিতে পারেন
ইবুক রিডার
অনেকেরই আছে বই পড়ার অভ্যাস। ব্যাগে বই রাখার জায়গা নিয়ে এখন আর তেমন চিন্তা করতে হয় না। ঘুরতে গেলেও এখন পড়া যায় পছন্দের লেখকের বই। পড়া যায় অর্ধেক পড়ে রাখা বইও। বইপড়ুয়াদের নিরবচ্ছিন্ন বই পড়ার জন্য এখন অনেক গ্যাজেট আছে। তাঁদের জন্য আছে ইবুক রিডার, কিন্ডলে, কোবো বা আরও অনেক ধরনের ডিভাইস। এ ছাড়া মোবাইল ফোনেও এখন পিডিএফ ফরম্যাটের বই পড়া যায়। কাজেই, ঘুরতে গিয়ে এখন আর বইয়ের বাইরে থাকার কোনো আশঙ্কা নেই।

ট্যাব
ঘুরতে গেলেও যাঁদের অফিস পেছন ছাড়ে না কিংবা লেখালেখির নেশা আছে যাঁদের, তাঁদের জন্য খুবই জরুরি গ্যাজেট ট্যাব। এটি আকারে ছোট বলে বহন ও ব্যবহার দুটি জায়গাতেই সুবিধা পাওয়া যায়। এক ট্যাবেই করা যাবে অনেক কাজ একসঙ্গে। ট্যাব থাকলে লেখালেখি করা, অফিসের কাজ করা যায়, গান শোনা যায়, সিনেমা দেখা যায়, বই পড়া যায় আবার ছবিও তোলা যায়।

পাওয়ার ব্যাংক
ভ্রমণের অত্যাবশ্যকীয় গ্যাজেট পাওয়ার ব্যাংক। ফোনে চার্জ দেওয়া নিয়ে বেশ বিপদেই পড়তে হয় মাঝেমধ্যে। পাওয়ার ব্যাংক সে বিপদ থেকে রক্ষা করবে। সারা দিন ঘোরাফেরার পর আস্তানায় ফিরে পাওয়ার ব্যাংকে পাওয়ার আছে কি না দেখে নিতে হবে। না থাকলে সেটি চার্জ দিতে হবে। তাহলেই আপনি নিশ্চিন্ত।

লাইফপ্রুফ কেস
ভ্রমণে দরকারি গ্যাজেট পানি থেকে বাঁচানোর ক্ষেত্রে লাইফপ্রুফ কেসের বিকল্প নেই। বৃষ্টি কিংবা হাওর-বাঁওড়, নদ-নদী বা সমুদ্রে ঘুরতে গিয়ে লাইফপ্রুফ কেসে প্রয়োজনীয় গ্যাজেটগুলো ঢুকিয়ে নিন। তাতে পানিতে আর কোনো সমস্যা হবে না। এই বর্ষায় লাইফপ্রুফ কেস খুব গুরুত্বপূর্ণ। শুধু ভ্রমণেই নয়, বৃষ্টি থেকে বাঁচতেও এগুলো ব্যবহার করতে পারেন এই সময়।

ব্যাকপ্যাক
ভ্রমণের জন্য আজকাল ফোন, ক্যামেরা বা অন্যান্য ডিভাইসের চার্জ দেওয়া যায় এমন ব্যবস্থাযুক্ত ব্যাকপ্যাক পাওয়া যায়। এগুলো ব্যবহার করা বেশ সুবিধাজনক। এসব ব্যাকপ্যাকে রেখেই ডিভাইসগুলো চার্জ করা যায়।

নেক পিলো
ভ্রমণে আরও একটু সুবিধা পেতে সঙ্গে নেওয়া যেতে পারে নেক পিলো বা বাতাস ভরে ফুলিয়ে নেওয়া যায় এমন বালিশ। এ ধরনের বালিশ বাস, ট্রেন এবং তাঁবুতে আপনার আরামের ঘুমে সহায়তা করবে। ভ্রমণ একটি শারীরিক পরিশ্রমের বিষয়। তাই ভ্রমণে ঘুম খুবই দরকার। নেক পিলো আরামের ঘুমে সহায়তা করবে।

ইয়ার বাডস বা হেডফোন
গান শোনার নেশা প্রায় সবারই আছে। এখন আর রাস্তার মোড়ে বড় বড় সাউন্ড বক্স বাজিয়ে গান শোনা হয় না। গান এখন ঢুকে গেছে ইয়ার বাডস বা হেডফোনের ভেতর। পাশের মানুষটিকে বিরক্ত না করে যেকোনো সময় আপনি গান শুনতে পারেন কিংবা শুনতে পারেন পছন্দের বিষয় নিয়ে তৈরি করা পডকাস্ট কিংবা যেকোনো অডিও। এ বিষয়গুলো দীর্ঘ ভ্রমণে আপনাকে ক্লান্ত হওয়ার হাত থেকে রক্ষা করতে পারে।

ক্যামেরা
ক্যামেরা হলো স্মৃতি ধরে রাখার যন্ত্র। কোথাও ঘুরতে গেলে তাই আমরা ক্যামেরা নিয়ে যাই। ভ্রমণে ক্যামেরা নিতে হবে, এটি না বললেও চলে। কিন্তু কেমন ক্যামেরা নেবেন? এখন প্রায় প্রতিটি স্মার্টফোনে ক্যামেরা থাকে। দামি স্মার্টফোনের ক্যামেরার মান অবশ্যই ভালো, সে বিষয়ে বলার কিছু নেই। মধ্যম দামের স্মার্টফোনের ক্যামেরাগুলোও ভালোই ছবি তোলে। তবে সেগুলো সঠিক আলো পেলে তবেই ভালো ছবি তুলতে পারে। আইফোন বা দামি অ্যান্ড্রয়েড ফোনের ক্যামেরা রাতে বা কম আলোয় ভালো ছবি তোলে। সাধারণ যেকোনো ক্যামেরায় দিনের বেলা ভালো ছবি তোলা যায়।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

ভারতের পাল্টা আক্রমণে দিশেহারা অস্ট্রেলিয়া

ঢাকা কলেজে সংঘর্ষকালে বোমা বিস্ফোরণের ছিটকে পড়েন সেনাসদস্য—ভাইরাল ভিডিওটির প্রকৃত ঘটনা

ঐশ্বরিয়ার বিচ্ছেদের খবরে মুখ খুললেন অমিতাভ

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত