পকেট ২: হুয়াওয়ের ফোল্ডিং ফোনে স্যাটেলাইট ম্যাসেজিং সুবিধা 

অনলাইন ডেস্ক
আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ১৬: ০৩
Thumbnail image

আগামী ২২ ফেব্রুয়ারি চীনের বাজারে আসছে হুয়াওয়ের ফোল্ডিং ফোন ‘পকেট ২ ’। বাজারে ছাড়ার তারিখ ঘোষণা হলেও এর স্পেসিফিকেশন নিয়ে কোনো তথ্য দেয়নি কোম্পানিটি। তবে বিভিন্ন ফাঁস হওয়া তথ্য থেকে জানা যায়, ভাঁজযোগ্য ফোনটি স্যাটেলাইট ম্যাসেজিং সমর্থন করবে। সেই সঙ্গে ডিভাইসটি পানি নিরোধক হবে এবং ফোনটি এক পাশে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকবে।

চীনের মাইক্রোব্লগিং ওয়েবসাইট ওয়েবুতে ফোনটির একটি টিজার দেখানো হয়। ফোনটির পেছনে হুয়াওয়ে পকেট এস ও হুয়াওয়ের পি৫০ পকেটের মতো দুইটি বৃত্তাকার অংশ দেখা যায়। এর একটি অংশে ক্যামেরা ও আরেকটি অংশে সেকেন্ডারি ডিসপ্লে বা স্ক্রিন থাকবে।

ফোনটির পেছনে তিনটি ক্যামেরা থাকতে পারে। এতে চিপসেট হিসেবে কিরিন ৯০০০ এস ব্যবহার করা হতে পারে। আগের মডেলগুলোর মতো শক্তিশালী ব্যাটারি ব্যবহার করা হতে পারে। ৬৬ ওয়াটের ফাস্ট চার্জিংসহ ৪,৫২০ এমএইচের ব্যাটারি ব্যবহার কর হতে পারে।

ডিভাইসটি ১২ জিবি র‍্যাম ও ৫১২ জিবি ইন্টারনাল সংস্করণে পাওয়া যাবে। এতে হারমনি ওএস ৪ অপারেটিং সিস্টেম থাকবে।

ফোনটির সম্ভাব্য রং
হুয়াওয়ে পকেট ২ মডেলটি কালো, বেগুনি ও সাদা রঙে পাওয়া যেতে পারে। সাদা রঙের সংস্করণে মার্বেলর মতো প্যাটার্ন দেখা যাবে। আর বেগুনি সংস্করণের পেছনে অংশে কৃত্রিম চামড়ার ডিজাইন করা হতে পারে।

আবার আরেক প্রযুক্তি ব্লগার ফোনের পেছনের অংশের ছবি প্রকাশ করা যায়। সেই ছবি থেকে অনুসারে, ফোনটি সবুজ ও নীল রংয়ে নিয়ে আসা হতে পারে।

তথ্যসূত্র: গ্যাজেট ৩৬০ ও গিজমোচায়না

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত