Ajker Patrika

স্যামসাং গ্যালাক্সি এস২৪ কেমন হবে, জানা যাবে বেশ আগেই

অনলাইন ডেস্ক
আপডেট : ০৩ নভেম্বর ২০২৩, ১৫: ৫৫
স্যামসাং গ্যালাক্সি এস২৪ কেমন হবে, জানা যাবে বেশ আগেই

স্যামসাংয়ের নতুন স্মার্টফোন গ্যালাক্সি এস২৪ কেমন হবে, তা প্রত্যাশিত সময়ের বেশ আগেই জানা যাবে বলে ধারণা করা হচ্ছে। স্যামসাংয়ের নতুন মডেলটি ফেব্রুয়ারিতে উন্মোচিত হওয়ার কথা ছিল। কিন্তু এর বহু আগেই তা প্রকাশ পাবে বলে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট স্যামমোবাইল জানায়।

স্যামসাং গ্যালাক্সি এস২৪ ফোনটি ১৭ জানুয়ারি উন্মোচন করা হবে বলে দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম এসবিএস বিজ দাবি করেছে। ওই দিন ফোন উন্মোচনের জন্য এক লঞ্চিং ইভেন্ট আয়োজনের প্রস্তুতি নিচ্ছে কোম্পানিটি।

এদিকে গ্যালাক্সি এস২৩ এফই মডেল ১ ডিসেম্বর দক্ষিণ কোরিয়াতে উন্মোচন করা হবে। এই মডেলের দাম প্রায় ৬০০ ডলার। 

তিন বছর পর দক্ষিণ কোরিয়াতে গ্যালাক্সি এস সিরিজের ফ্যান এডিশন লঞ্চ করবে স্যামসাং। দক্ষিণ কোরিয়ার নাগরিকেরা সাধারণত দামি ফোন কিনতে পছন্দ করে। তবে চলমান অর্থনৈতিক সংকট ও মন্থর বাজারের জন্য স্যামসাং মাঝারি দামের ফোন আনছে। 

দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি চ্যালেঞ্জিং সময় পার করছে। গ্যালাক্সি এস ২৪ ফোনটির মাধ্যমে ব্যবসায় ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে কোম্পানিটি।

বিভিন্ন তথ্যসূত্র বলছে, এই মডেল একটি এআইভিত্তিক ফোন হবে। চ্যাটজিপিটি ও ডাল-ই এর মতো জেনারেটিভ এআই এই ফোনটিতে ব্যবহার করা হবে।

ইতিমধ্যে স্যামসাং নিজস্ব প্রসেসর এক্সিনস ২৪০০ এর ঘোষণা দিয়েছে। এই প্রসেসরের জিপিইউ (গ্রাফিক্স প্রসেসিং ইউনিট) ৩০ শতাংশ, সিপিইউ (সেন্ট্রাল প্রসেসর ইউনিট) ৭০ শতাংশ ও এনপিইউ (নেটওয়ার্ক প্রসেসর ইউনিট) ১৪ দশমিক ৭ গুণ দ্রুত চলবে। এটি ডিভাইসে এআই ফিচারগুলোর প্রসেসরের জন্য তৈরি করা হয়েছে। 

আইফোন ১৫ প্রো সিরিজের মতো গ্যালাক্সি ২৪ আল্ট্রাতে টাইটেনিয়াম ফ্রেম ব্যবহার করবে স্যামসাং। এ ছাড়া ২৫০০ নিট ব্রাইটনেসসহ ডাইনামিক অ্যামোলেড ২ এক্স এলটিপিও স্ক্রিন ব্যবহার করা হতে পারে এই ফোনে। 

প্রতিবছর এই সিরিজ সাধারণত ফেব্রুয়ারিতে বাজারে আসে এবং মার্চ থেকে বিক্রি শুরু হয়। এবার জানুয়ারির মাঝামাঝি এই ফোনের উন্মোচন হলে, মাসের শেষ থেকে এই ফোনের বিক্রি শুরু হবে বলে ধারণা করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত