Ajker Patrika

বাজারে এখন রিয়েলমি ১০ প্রো ফাইভ-জি

নওরোজ চৌধুরী
বাজারে এখন রিয়েলমি ১০ প্রো ফাইভ-জি

বছর শেষে বাজারে এসেছে রিয়েলমি ১০ প্রো ফাইভ-জি। এই ফোনে শক্তিশালী প্রসেসরের সঙ্গে রয়েছে চোখ ধাঁধানো হাই রিফ্রেশ রেট অ্যামুলেট ডিসপ্লে। এ ছাড়া ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা। এই ফোনে অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমের ওপরে চলবে সম্প্রতি লঞ্চ হওয়া কোম্পানির নিজস্ব রিয়েলমি ইউআই ৪.০ স্কিন। হালকা ও পাতলা এই ফোনে রয়েছে ৫ হাজার এমএএইচ ব্যাটারি ও ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট।

রিয়েলমি ১০ প্রো ফাইভ-জি ডিজাইন
হালকা ও পাতলা ডিজাইনের এই ফোনের দুই দিকে রয়েছে কার্ভড ডিজাইন। ফলে এই ফোন হাতে নিয়ে আরও পাতলা মনে হবে। ফোনের পেছনে রয়েছে গ্র্যাডিয়েন্ট রিফলেকটিভ ফিনিশ। ফোনের পেছনে গ্লসি ফিনিশ হওয়ার কারণে খুব বেশি আঙুলের ছাপ দেখা যাবে।

ডিসপ্লে ও অডিও
রিয়েলমি ১০ প্রো ফাইভ-জিতে ব্যবহার হয়েছে এফএইচডি অ্যামুলেট ডিসপ্লে। ১২০ হার্জ রিফ্রেশ রেট। রয়েছে সাইডবার টুল, যা এই ফোনে মাল্টিটাস্কিংয়ে সাহায্য করে। ডুয়াল স্টিরিও স্পিকার ব্যবহার করা হয়েছে। ফলে স্পিকারের সব আওয়াজ জোরে ও পরিষ্কার শোনা যাবে।  

পারফরম্যান্স ও সফটওয়্যার
পারফরম্যান্সের জন্য এই ফোনে রয়েছে মিডিয়াটেকের ডাইমেনসিটি ১০৮০ ফাইভ-জি চিপসেট। এই ফোনে অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমের ওপর চলবে কোম্পানির রিয়েলমি ইউআই ৪.০ স্কিন। অ্যানড্রয়েড স্কিনে খুব বেশি অপ্রয়োজনীয় অ্যাপ ইনস্টল রয়েছে।

ক্যামেরা
রিয়েলমি ১০ প্রো ফাইভ-জিতে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। ১০৮ এমপি প্রাইমারি ক্যামেরার সঙ্গেই ৮ এমপি আলট্রা ওয়াইড ক্যামেরা ও একটি ম্যাক্রো ক্যামেরা পাবেন। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য রয়েছে ১৬ এমপি ক্যামেরা। যদিও এই ফোনের ক্যামেরার একাধিক খামতি রয়েছে। দিনের আলোয় প্রাইমারি ক্যামেরায় ভালো ছবি উঠবে। পাবেন ভালো ডিটেল। যদিও ঘরের ভেতরে ও কম আলোয় ছবি তোলার সময় ধাক্কা খেয়েছে এই ফোনের প্রাইমারি ক্যামেরা। সেলফি ক্যামেরায়ও দিনের আলোয় ভালো ছবি উঠলেও কম আলোয় তোলা ছবিতে সমস্যা দেখা দেবে। 

ব্যাটারি
৫ হাজার এমএএইচ ব্যাটারি। ফাইভ-জি নেটওয়ার্ক ব্যবহার করলেও খুব সহজেই এক চার্জে সারা দিন চলবে এই ফোন। ফাইভ-জি নেটওয়ার্ক সিলেক্ট করলে ব্যাকআপ আরও কয়েক ঘণ্টা বেড়ে যাবে। সঙ্গে রয়েছে ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। মাত্র ৫০ মিনিটে এই ফোনের ব্যাটারি ফুল চার্জ হবে। 

তথ্যসূত্র: এনডিটিভি

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বনশ্রীতে স্বর্ণ ডাকাতির মামলায় গ্রেপ্তার আমিনুল ছাত্রলীগের, সুমন শ্রমিক দলের নেতা

সামরিক বাহিনীর ৮ সংস্থা ও স্থাপনার নাম পরিবর্তন

ককটেল ফুটতেই সেলুনে লুকায় পুলিশ, রণক্ষেত্র হয় এলাকা

মসজিদে লুকিয়েও রক্ষা পেলেন না স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তাঁর ভাই, ঘরবাড়ি জ্বালিয়ে দিল প্রতিপক্ষ

বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক নিয়ে আবারও যা বললেন ভারতের সেনাপ্রধান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত