নওরোজ চৌধুরী
বছর শেষে বাজারে এসেছে রিয়েলমি ১০ প্রো ফাইভ-জি। এই ফোনে শক্তিশালী প্রসেসরের সঙ্গে রয়েছে চোখ ধাঁধানো হাই রিফ্রেশ রেট অ্যামুলেট ডিসপ্লে। এ ছাড়া ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা। এই ফোনে অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমের ওপরে চলবে সম্প্রতি লঞ্চ হওয়া কোম্পানির নিজস্ব রিয়েলমি ইউআই ৪.০ স্কিন। হালকা ও পাতলা এই ফোনে রয়েছে ৫ হাজার এমএএইচ ব্যাটারি ও ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট।
রিয়েলমি ১০ প্রো ফাইভ-জি ডিজাইন
হালকা ও পাতলা ডিজাইনের এই ফোনের দুই দিকে রয়েছে কার্ভড ডিজাইন। ফলে এই ফোন হাতে নিয়ে আরও পাতলা মনে হবে। ফোনের পেছনে রয়েছে গ্র্যাডিয়েন্ট রিফলেকটিভ ফিনিশ। ফোনের পেছনে গ্লসি ফিনিশ হওয়ার কারণে খুব বেশি আঙুলের ছাপ দেখা যাবে।
ডিসপ্লে ও অডিও
রিয়েলমি ১০ প্রো ফাইভ-জিতে ব্যবহার হয়েছে এফএইচডি অ্যামুলেট ডিসপ্লে। ১২০ হার্জ রিফ্রেশ রেট। রয়েছে সাইডবার টুল, যা এই ফোনে মাল্টিটাস্কিংয়ে সাহায্য করে। ডুয়াল স্টিরিও স্পিকার ব্যবহার করা হয়েছে। ফলে স্পিকারের সব আওয়াজ জোরে ও পরিষ্কার শোনা যাবে।
পারফরম্যান্স ও সফটওয়্যার
পারফরম্যান্সের জন্য এই ফোনে রয়েছে মিডিয়াটেকের ডাইমেনসিটি ১০৮০ ফাইভ-জি চিপসেট। এই ফোনে অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমের ওপর চলবে কোম্পানির রিয়েলমি ইউআই ৪.০ স্কিন। অ্যানড্রয়েড স্কিনে খুব বেশি অপ্রয়োজনীয় অ্যাপ ইনস্টল রয়েছে।
ক্যামেরা
রিয়েলমি ১০ প্রো ফাইভ-জিতে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। ১০৮ এমপি প্রাইমারি ক্যামেরার সঙ্গেই ৮ এমপি আলট্রা ওয়াইড ক্যামেরা ও একটি ম্যাক্রো ক্যামেরা পাবেন। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য রয়েছে ১৬ এমপি ক্যামেরা। যদিও এই ফোনের ক্যামেরার একাধিক খামতি রয়েছে। দিনের আলোয় প্রাইমারি ক্যামেরায় ভালো ছবি উঠবে। পাবেন ভালো ডিটেল। যদিও ঘরের ভেতরে ও কম আলোয় ছবি তোলার সময় ধাক্কা খেয়েছে এই ফোনের প্রাইমারি ক্যামেরা। সেলফি ক্যামেরায়ও দিনের আলোয় ভালো ছবি উঠলেও কম আলোয় তোলা ছবিতে সমস্যা দেখা দেবে।
ব্যাটারি
৫ হাজার এমএএইচ ব্যাটারি। ফাইভ-জি নেটওয়ার্ক ব্যবহার করলেও খুব সহজেই এক চার্জে সারা দিন চলবে এই ফোন। ফাইভ-জি নেটওয়ার্ক সিলেক্ট করলে ব্যাকআপ আরও কয়েক ঘণ্টা বেড়ে যাবে। সঙ্গে রয়েছে ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। মাত্র ৫০ মিনিটে এই ফোনের ব্যাটারি ফুল চার্জ হবে।
তথ্যসূত্র: এনডিটিভি
বছর শেষে বাজারে এসেছে রিয়েলমি ১০ প্রো ফাইভ-জি। এই ফোনে শক্তিশালী প্রসেসরের সঙ্গে রয়েছে চোখ ধাঁধানো হাই রিফ্রেশ রেট অ্যামুলেট ডিসপ্লে। এ ছাড়া ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা। এই ফোনে অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমের ওপরে চলবে সম্প্রতি লঞ্চ হওয়া কোম্পানির নিজস্ব রিয়েলমি ইউআই ৪.০ স্কিন। হালকা ও পাতলা এই ফোনে রয়েছে ৫ হাজার এমএএইচ ব্যাটারি ও ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট।
রিয়েলমি ১০ প্রো ফাইভ-জি ডিজাইন
হালকা ও পাতলা ডিজাইনের এই ফোনের দুই দিকে রয়েছে কার্ভড ডিজাইন। ফলে এই ফোন হাতে নিয়ে আরও পাতলা মনে হবে। ফোনের পেছনে রয়েছে গ্র্যাডিয়েন্ট রিফলেকটিভ ফিনিশ। ফোনের পেছনে গ্লসি ফিনিশ হওয়ার কারণে খুব বেশি আঙুলের ছাপ দেখা যাবে।
ডিসপ্লে ও অডিও
রিয়েলমি ১০ প্রো ফাইভ-জিতে ব্যবহার হয়েছে এফএইচডি অ্যামুলেট ডিসপ্লে। ১২০ হার্জ রিফ্রেশ রেট। রয়েছে সাইডবার টুল, যা এই ফোনে মাল্টিটাস্কিংয়ে সাহায্য করে। ডুয়াল স্টিরিও স্পিকার ব্যবহার করা হয়েছে। ফলে স্পিকারের সব আওয়াজ জোরে ও পরিষ্কার শোনা যাবে।
পারফরম্যান্স ও সফটওয়্যার
পারফরম্যান্সের জন্য এই ফোনে রয়েছে মিডিয়াটেকের ডাইমেনসিটি ১০৮০ ফাইভ-জি চিপসেট। এই ফোনে অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমের ওপর চলবে কোম্পানির রিয়েলমি ইউআই ৪.০ স্কিন। অ্যানড্রয়েড স্কিনে খুব বেশি অপ্রয়োজনীয় অ্যাপ ইনস্টল রয়েছে।
ক্যামেরা
রিয়েলমি ১০ প্রো ফাইভ-জিতে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। ১০৮ এমপি প্রাইমারি ক্যামেরার সঙ্গেই ৮ এমপি আলট্রা ওয়াইড ক্যামেরা ও একটি ম্যাক্রো ক্যামেরা পাবেন। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য রয়েছে ১৬ এমপি ক্যামেরা। যদিও এই ফোনের ক্যামেরার একাধিক খামতি রয়েছে। দিনের আলোয় প্রাইমারি ক্যামেরায় ভালো ছবি উঠবে। পাবেন ভালো ডিটেল। যদিও ঘরের ভেতরে ও কম আলোয় ছবি তোলার সময় ধাক্কা খেয়েছে এই ফোনের প্রাইমারি ক্যামেরা। সেলফি ক্যামেরায়ও দিনের আলোয় ভালো ছবি উঠলেও কম আলোয় তোলা ছবিতে সমস্যা দেখা দেবে।
ব্যাটারি
৫ হাজার এমএএইচ ব্যাটারি। ফাইভ-জি নেটওয়ার্ক ব্যবহার করলেও খুব সহজেই এক চার্জে সারা দিন চলবে এই ফোন। ফাইভ-জি নেটওয়ার্ক সিলেক্ট করলে ব্যাকআপ আরও কয়েক ঘণ্টা বেড়ে যাবে। সঙ্গে রয়েছে ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। মাত্র ৫০ মিনিটে এই ফোনের ব্যাটারি ফুল চার্জ হবে।
তথ্যসূত্র: এনডিটিভি
স্যামসাং গ্যালাক্সি এস ২৫ সিরিজের চতুর্থ এবং শেষ ফোন হল গ্যালাক্সি এস ২৫ এজ। এই মডেল আগামী মাসে আনুষ্ঠানিকভাবে বাজারে আসার বেশ সম্ভাবনা রয়েছে। তবে এর আগে ফোনটি সম্পর্কে বেশ কিছু নতুন তথ্য ফাঁস হয়েছে, যা ফোনটি সম্পর্কে আরও বিস্তারিত ধারণা প্রদান করছে। এমনকি এর সম্ভাব্য দাম সম্পর্কেও জানা গেছে।
১০ ঘণ্টা আগেওপেনএআই-এর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই রিজনিং মডেলগুলো তৈরি করতে শুরু করেছে টেক জায়ান্ট মাইক্রোসফট। এসব মডেলগুলো ডেভেলপারদের কাছে বিক্রির উদ্যোগও নিতে পারে কোম্পানিটি। সংশ্লিষ্ট একাধিক সূত্রের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমে ‘দ্য ইনফরমেশন’ এসব তথ্য জানিয়েছে।
১৪ ঘণ্টা আগেডিজিটাল যুগে যোগাযোগের জন্য বহুল ব্যবহৃত প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। একসময় এটি শুধু ব্যক্তিগত ম্যাসেজিং অ্যাপ হিসেবে পরিচিত ছিল। তবে এখন এটি ব্যবসা, ব্র্যান্ডের প্রচার-প্রচারণা এবং বৃহত্তর শ্রোতাদের সঙ্গে যোগাযোগের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। হোয়াটসঅ্যাপ চ্যানেল নামক নতুন ফিচারটি এ
১৬ ঘণ্টা আগেস্মার্টফোনের সবচেয়ে সংবেদশীল অংশ হলো ডিভাইসের স্ক্রিন। হাত থেকে পড়ে গেলে তা সহজেই ভেঙে যেতে পারে। তাই ফোন কেনার সঙ্গে সঙ্গে স্ক্রিন প্রটেক্টর লাগিয়ে থাকেন অনেকেই। এটি মূল স্ক্রিনকে একটি অতিরিক্ত সুরক্ষা দেয়। টেম্পারড গ্লাস থেকে শুরু করে লিকুইড কোটিং পর্যন্ত, বিভিন্ন ধরনের স্ক্রিন প্রটেক্টর বাজারে...
১ দিন আগে