অনলাইন ডেস্ক
স্মার্টফোনের বাজার মাতাচ্ছে হুয়াওয়ের সর্বাধুনিক মডেলের অ্যান্ড্রয়েড ফোন মেট ৬০ প্রো। গত ছয় সপ্তাহে ১৬ লাখ ফোন বিক্রি করেছে এই চীনা কোম্পানি। মোবাইল ফোনের বাজারে মন্দাভাবের মধ্যেও চীনা ফোনের চাহিদা বেড়েছে। কাউন্টারপয়েন্টের গবেষণার বরাত দিয়ে সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
গত দুই সপ্তাহেই ৪ লাখ মেট ৬০ প্রো বিক্রি হয়েছে। একই সময়ে বাজারে আসে অ্যাপলের আইফোন ১৫ প্রো।
প্রথম ১৭ দিনে আইফোন ১৪ মডেলের তুলনায় আইফোন ১৫-এর বিক্রি ৪ দশমিক ৫ শতাংশ কম হয়। তবে এই বিক্রির সুনির্দিষ্ট সংখ্যা গবেষণায় জানানো হয়নি। এ বিষয়ে হুয়াওয়ের মন্তব্য জানা যায়নি।
গত আগস্টে প্রিমিয়াম মেট ৬০ প্রো ফোনটি বাজারে ছেড়ে চমক দেয় হুয়াওয়ে। বিশ্লেষকেরা বলছেন, যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত নিষেধাজ্ঞার মধ্যেই চীনে তৈরি চিপ দিয়ে ফোনটি তৈরি করা হয়েছে।
চীনের এসএমআইসি কোম্পানির চিপসেট দিয়ে হুয়াওয়ের ৫জি ফোন মেট ৬০ প্রো তৈরি হয়েছে বলে কানাডার প্রযুক্তি বিশ্লেষক কোম্পানি টেকইনসাইট জানিয়েছে। হুয়াওয়ের ৫জি ফোন মেট ৬০ প্রোতে এসএমআইসির এন + ২ ৭ ন্যানোমিটার প্রসেস নোড (সিপিউ তৈরির প্রক্রিয়া ও নকশা) ব্যবহার করা হয়েছে।
কাউন্টারপয়েন্টের সিনিয়র বিশ্লেষক ইভান ল্যাম বলেন, ফোনগুলোর চাহিদা বেশি থাকায় সেগুলো মজুত করার সঙ্গে সঙ্গেই বিক্রি হয়ে যাচ্ছে।
বিশ্বে স্মার্টফোনের বিক্রি কমে গত ১০ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে স্মার্টফোনের বিক্রি ৮ শতাংশ কমেছে। অ্যাপল ও স্যামসাংয়ের মতো জনপ্রিয় ব্র্যান্ডের ফোনগুলোর চাহিদাও কমেছে।
শুধু হুয়াওয়ের সাব-ব্র্যান্ড অনার এবং চীনের মোবাইল ফোন প্রস্তুতকারক ট্রান্সসিয়ন গ্রুপের বিক্রি এই সময়ের মধ্যে বেড়েছে।
আরও পড়ুন—
স্মার্টফোনের বাজার মাতাচ্ছে হুয়াওয়ের সর্বাধুনিক মডেলের অ্যান্ড্রয়েড ফোন মেট ৬০ প্রো। গত ছয় সপ্তাহে ১৬ লাখ ফোন বিক্রি করেছে এই চীনা কোম্পানি। মোবাইল ফোনের বাজারে মন্দাভাবের মধ্যেও চীনা ফোনের চাহিদা বেড়েছে। কাউন্টারপয়েন্টের গবেষণার বরাত দিয়ে সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
গত দুই সপ্তাহেই ৪ লাখ মেট ৬০ প্রো বিক্রি হয়েছে। একই সময়ে বাজারে আসে অ্যাপলের আইফোন ১৫ প্রো।
প্রথম ১৭ দিনে আইফোন ১৪ মডেলের তুলনায় আইফোন ১৫-এর বিক্রি ৪ দশমিক ৫ শতাংশ কম হয়। তবে এই বিক্রির সুনির্দিষ্ট সংখ্যা গবেষণায় জানানো হয়নি। এ বিষয়ে হুয়াওয়ের মন্তব্য জানা যায়নি।
গত আগস্টে প্রিমিয়াম মেট ৬০ প্রো ফোনটি বাজারে ছেড়ে চমক দেয় হুয়াওয়ে। বিশ্লেষকেরা বলছেন, যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত নিষেধাজ্ঞার মধ্যেই চীনে তৈরি চিপ দিয়ে ফোনটি তৈরি করা হয়েছে।
চীনের এসএমআইসি কোম্পানির চিপসেট দিয়ে হুয়াওয়ের ৫জি ফোন মেট ৬০ প্রো তৈরি হয়েছে বলে কানাডার প্রযুক্তি বিশ্লেষক কোম্পানি টেকইনসাইট জানিয়েছে। হুয়াওয়ের ৫জি ফোন মেট ৬০ প্রোতে এসএমআইসির এন + ২ ৭ ন্যানোমিটার প্রসেস নোড (সিপিউ তৈরির প্রক্রিয়া ও নকশা) ব্যবহার করা হয়েছে।
কাউন্টারপয়েন্টের সিনিয়র বিশ্লেষক ইভান ল্যাম বলেন, ফোনগুলোর চাহিদা বেশি থাকায় সেগুলো মজুত করার সঙ্গে সঙ্গেই বিক্রি হয়ে যাচ্ছে।
বিশ্বে স্মার্টফোনের বিক্রি কমে গত ১০ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে স্মার্টফোনের বিক্রি ৮ শতাংশ কমেছে। অ্যাপল ও স্যামসাংয়ের মতো জনপ্রিয় ব্র্যান্ডের ফোনগুলোর চাহিদাও কমেছে।
শুধু হুয়াওয়ের সাব-ব্র্যান্ড অনার এবং চীনের মোবাইল ফোন প্রস্তুতকারক ট্রান্সসিয়ন গ্রুপের বিক্রি এই সময়ের মধ্যে বেড়েছে।
আরও পড়ুন—
মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে মানব মস্তিষ্কে চিপ স্থাপনের অনুমোদন পেল ইলন মাস্কের নিউরো প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান নিউরালিংক। কানাডায় মানব ট্রায়াল চালানোর জন্য অনুমোদন পেয়েছে প্রতিষ্ঠানটি। এই প্রক্রিয়ার জন্য ‘প্রথম এবং একমাত্র সার্জিক্যাল সাইট’ হবে কানাডার টরন্টো ওয়েস্
১৭ মিনিট আগেবিশ্বব্যাপী নতুন সিরিজ ফাইন্ড এক্স ৮ উন্মোচন করল চীনের স্মার্টফোন নির্মাতা অপো। এই সিরিজে অপো ফাইন্ড এক্স ও অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেল দুটি অন্তর্ভুক্ত রয়েছে। মডেল দুটিতেই ৫০ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। তবে অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেলে আইফোনের মতো ক্যামেরা বাটন যুক্ত করা হয়েছে। সিরিজটিতে মিডিয়াটেক
১৮ ঘণ্টা আগেবৈদ্যুতিক গাড়ির জন্য সলিড স্টেট ব্যাটারি ব্যাপক পরিমাণে তৈরি করবে হোন্ডা। এ জন্য জাপানে একটি উৎপাদন কেন্দ্র তৈরি করেছে কোম্পানিটি। এখানে ব্যাটারিটি তৈরি পরিকল্পনাটি পরীক্ষা–নিরীক্ষা করা হবে। এই পরিকল্পনা কম খরচে ও টেকসই ব্যাটারি তৈরিতে সহায়ক হবে।
২০ ঘণ্টা আগেম্যাসেজিং প্ল্যাটফর্ম মেসেঞ্জারে একযোগে বেশ কিছু ফিচার যুক্ত করেছে মেটা। ফিচারগুলো ভিডিও কল ও অডিও কলের অভিজ্ঞতাকে আরও উন্নত করবে। নতুন আপডেটের মাধ্যমে মেসেঞ্জারে নয়েজ সারপ্রেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক ব্যাকগ্রাউন্ড, এইচডি ভিডিও কল এবং হ্যান্ডস ফ্রি কলিংয়ের মতো ফিচার পাওয়া যাবে। এক ব্লগ প
১ দিন আগে