অনলাইন ডেস্ক
বার্তা আদান–প্রদানের জন্য বিশ্বব্যাপী জনপ্রিয় যোগাযোগমাধ্যম হলো হোয়াটসঅ্যাপ। তবে ব্যবহারকারীদের ব্যক্তিত্ব বা অনুভূতির প্রতিফলন হিসেবে অ্যাভাটার বা অবতার তৈরির বিষয়টি হোয়াটসঅ্যাপের এক নতুন সংযোজন। হোয়াটসঅ্যাপে অবতার তৈরির মাধ্যমে নিজের ডিজিটাল চেহারা তৈরি করে তা প্রোফাইল ছবি হিসেবে ব্যবহার করতে পারবেন। এ ছাড়া এটি ইমোজি বা স্টিকারের মতো ব্যবহার করা যাবে।
অবতার ফিচারে বিভিন্ন কাস্টমাইজেশনের অপশন রয়েছে। যেমন: বিভিন্ন চুলের স্টাইল, মুখাবয়বের বৈশিষ্ট্য ও পোশাক।
এসব অবতার দিয়ে মেসেজের মধ্যে বিভিন্ন অনুভূতি প্রকাশ করা যাবে। অবতার দুভাবে তৈরি করা যায়—ম্যানুয়ালি ও নিজের সেলফি তোলার মাধ্যমে।
ম্যানুয়ালি নিজের অবতার তৈরি করবেন যেভাবে
১. হোয়াটসঅ্যাপ চালু করুন।
২. অ্যান্ড্রয়েড ফোনে ওপরের ডান দিকে থাকা তিন ডট আইকনে ট্যাপ করুন। ফলে একটি মেনু চালু হবে। মেনু থেকে ‘সেটিংস’ অপশনে ট্যাপ করুন। আর আইফোনে এই সেটিংস হোয়াটসঅ্যাপ খুললেই নিচের দিকে পাবেন।
৩. এখন অ্যাভাটার অপশন খুঁজে বের করুন এবং এতে ট্যাপ করুন।
৪. এখন ‘ক্রিয়েট ইউওর অ্যাভাটার’ অপশনে ট্যাপ করুন। এরপর ‘গেট স্টার্টটেড’ অপশনে ট্যাপ করুন।
৫. এবার ‘ক্রিয়েট ম্যানুয়ালি’ অপশন নির্বাচন করুন।
৬. এখন স্ক্রিনে অনেকগুলো ত্বকের রং দেখাবে, সেখান থেকে একটি নির্বাচন করুন। এরপর নেক্সট বাটনে ট্যাপ করুন। এভাবে একে একে চুলের স্টাইল, মুখের আকার ও শরীরের গঠন নির্বাচন করুন।
৭. এবার ‘সেভ অ্যান্ড কনটিনিউ’ অপশনে ট্যাপ করুন।
নিজের চেহারার আদলে অবতার তৈরি করবেন যেভাবে
নিজের ছবি দিয়ে অবতার তৈরির সুযোগ রয়েছে। এভাবে অবতার তৈরি করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. হোয়াটসঅ্যাপ চালু করুন।
২. অ্যান্ড্রয়েড ফোনে ওপরের ডান দিকে থাকা তিন ডট আইকনে ট্যাপ করুন। ফলে একটি মেনু চালু হবে। মেনু থেকে ‘সেটিংস’ অপশনে ট্যাপ করুন। আর আইফোনে এই সেটিংস হোয়াটসঅ্যাপ খুললেই নিচের দিকে পাবেন।
৩. এখন অবতার অপশন খুঁজে বের করুন এবং এতে ট্যাপ করুন।
৪. এখন ‘ক্রিয়েট ইউওর অ্যাভাটার’ অপশনে ট্যাপ করুন। এরপর ‘গেট স্টার্টটেড’ অপশনে ট্যাপ করুন।
৫. এবার ‘ক্রিয়েট ফ্রম সেলফি’ অপশন নির্বাচন করুন।
৬. যদি ক্যামেরা অ্যাকসেসের অনুমতি চাওয়া হয়, তবে ‘কনটিনিউ’ অপশনে ট্যাপ করুন; তারপর ‘হোয়াইল ইউজিং দ্য অ্যাপ’ বা ‘অনলি দিস টাইম’ অপশন ট্যাপ করুন।
৭. আপনার মুখ ফ্রেমের মাঝখানে রাখুন এবং ক্যামেরা বাটনে ট্যাপ করুন।
৮. আপনার অবতারের শরীরের আকার সমন্বয় করুন। তারপর ‘সেভ অ্যান্ড কনটিনিউ’ অপশনে ট্যাপ করুন।
৯. অবতারের লুক কাস্টমাইজ করতে বিভিন্ন অপশন অনুসরণ করুন।
১০. শেষে ‘সেভ’ অপশনে ট্যাপ করুন।
এভাবে আপনি খুব সহজে একটি কাস্টম অবতার তৈরি করতে পারবেন।
বার্তা আদান–প্রদানের জন্য বিশ্বব্যাপী জনপ্রিয় যোগাযোগমাধ্যম হলো হোয়াটসঅ্যাপ। তবে ব্যবহারকারীদের ব্যক্তিত্ব বা অনুভূতির প্রতিফলন হিসেবে অ্যাভাটার বা অবতার তৈরির বিষয়টি হোয়াটসঅ্যাপের এক নতুন সংযোজন। হোয়াটসঅ্যাপে অবতার তৈরির মাধ্যমে নিজের ডিজিটাল চেহারা তৈরি করে তা প্রোফাইল ছবি হিসেবে ব্যবহার করতে পারবেন। এ ছাড়া এটি ইমোজি বা স্টিকারের মতো ব্যবহার করা যাবে।
অবতার ফিচারে বিভিন্ন কাস্টমাইজেশনের অপশন রয়েছে। যেমন: বিভিন্ন চুলের স্টাইল, মুখাবয়বের বৈশিষ্ট্য ও পোশাক।
এসব অবতার দিয়ে মেসেজের মধ্যে বিভিন্ন অনুভূতি প্রকাশ করা যাবে। অবতার দুভাবে তৈরি করা যায়—ম্যানুয়ালি ও নিজের সেলফি তোলার মাধ্যমে।
ম্যানুয়ালি নিজের অবতার তৈরি করবেন যেভাবে
১. হোয়াটসঅ্যাপ চালু করুন।
২. অ্যান্ড্রয়েড ফোনে ওপরের ডান দিকে থাকা তিন ডট আইকনে ট্যাপ করুন। ফলে একটি মেনু চালু হবে। মেনু থেকে ‘সেটিংস’ অপশনে ট্যাপ করুন। আর আইফোনে এই সেটিংস হোয়াটসঅ্যাপ খুললেই নিচের দিকে পাবেন।
৩. এখন অ্যাভাটার অপশন খুঁজে বের করুন এবং এতে ট্যাপ করুন।
৪. এখন ‘ক্রিয়েট ইউওর অ্যাভাটার’ অপশনে ট্যাপ করুন। এরপর ‘গেট স্টার্টটেড’ অপশনে ট্যাপ করুন।
৫. এবার ‘ক্রিয়েট ম্যানুয়ালি’ অপশন নির্বাচন করুন।
৬. এখন স্ক্রিনে অনেকগুলো ত্বকের রং দেখাবে, সেখান থেকে একটি নির্বাচন করুন। এরপর নেক্সট বাটনে ট্যাপ করুন। এভাবে একে একে চুলের স্টাইল, মুখের আকার ও শরীরের গঠন নির্বাচন করুন।
৭. এবার ‘সেভ অ্যান্ড কনটিনিউ’ অপশনে ট্যাপ করুন।
নিজের চেহারার আদলে অবতার তৈরি করবেন যেভাবে
নিজের ছবি দিয়ে অবতার তৈরির সুযোগ রয়েছে। এভাবে অবতার তৈরি করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. হোয়াটসঅ্যাপ চালু করুন।
২. অ্যান্ড্রয়েড ফোনে ওপরের ডান দিকে থাকা তিন ডট আইকনে ট্যাপ করুন। ফলে একটি মেনু চালু হবে। মেনু থেকে ‘সেটিংস’ অপশনে ট্যাপ করুন। আর আইফোনে এই সেটিংস হোয়াটসঅ্যাপ খুললেই নিচের দিকে পাবেন।
৩. এখন অবতার অপশন খুঁজে বের করুন এবং এতে ট্যাপ করুন।
৪. এখন ‘ক্রিয়েট ইউওর অ্যাভাটার’ অপশনে ট্যাপ করুন। এরপর ‘গেট স্টার্টটেড’ অপশনে ট্যাপ করুন।
৫. এবার ‘ক্রিয়েট ফ্রম সেলফি’ অপশন নির্বাচন করুন।
৬. যদি ক্যামেরা অ্যাকসেসের অনুমতি চাওয়া হয়, তবে ‘কনটিনিউ’ অপশনে ট্যাপ করুন; তারপর ‘হোয়াইল ইউজিং দ্য অ্যাপ’ বা ‘অনলি দিস টাইম’ অপশন ট্যাপ করুন।
৭. আপনার মুখ ফ্রেমের মাঝখানে রাখুন এবং ক্যামেরা বাটনে ট্যাপ করুন।
৮. আপনার অবতারের শরীরের আকার সমন্বয় করুন। তারপর ‘সেভ অ্যান্ড কনটিনিউ’ অপশনে ট্যাপ করুন।
৯. অবতারের লুক কাস্টমাইজ করতে বিভিন্ন অপশন অনুসরণ করুন।
১০. শেষে ‘সেভ’ অপশনে ট্যাপ করুন।
এভাবে আপনি খুব সহজে একটি কাস্টম অবতার তৈরি করতে পারবেন।
বর্তমান ডিজিটাল যুগে ই-বুক পড়া এবং সংরক্ষণ করা অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। আর এই ক্ষেত্রে একটি অপরিহার্য টুল হিসেবে সামনে এসেছে ‘ক্যালিব্রি’। এটি একটি মুক্ত ও ওপেন সোর্স ই-বুক লাইব্রেরি ম্যানেজমেন্ট সফটওয়্যার, যা শুধু ই-বুক পড়ার সুবিধাই দেয় না, বরং এগুলোকে সুসংগঠিত করে, রূপান্তর করতে এবং বিভিন্ন
১৫ ঘণ্টা আগেসাবেক কর্মী সারাহ ওয়েন-উইলিয়ামসের বিতর্কিত স্মৃতিকথা ‘কেয়ারলেস পিপল’ বইটি ঠেকাতে একাধিক কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে ফেসবুকের মূল কোম্পানি মেটা। তবে, এসব প্রচেষ্টার পরও বইটি এখন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নজরে এসেছে, যা মেটার জন্য নতুন মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।
১৭ ঘণ্টা আগেকোড থেকে শুরু করে ছবি ও ভিডিও তৈরি বিভিন্ন কাজ সহজেই করে দেয় কৃত্রিম বুদ্ধিমত্তা। এবার অডিও ওভারভিউ তৈরি করার সুবিধা পাওয়া যাবে গুগলের এআইভিত্তিক জেমিনি অ্যাপে। অর্থাৎ, জেমিনির মাধ্যমে তৈরি করা প্রতিবেদনগুলোকে একটি কথোপকথনমূলক পডকাস্টে পরিণত করতে পারবেন ব্যবহারকারীরা, যেখানে দুটি এআই ‘হোস্ট’...
২০ ঘণ্টা আগেভারত সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করেছে ধনকুবের ইলন মাস্কের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স (সাবেক টুইটার)। নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে এক্সের অভিযোগ হলো, ভারতের তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় অবৈধভাবে তার সেন্সরশিপের ক্ষমতা বাড়িয়েছে। এর ফলে অনলাইন কনটেন্ট মুছে ফেলা এখন আরও সহজ হবে।
১ দিন আগে