Ajker Patrika

হোয়াটসঅ্যাপে নিজের অবতার তৈরি করবেন যেভাবে

অনলাইন ডেস্ক
আপডেট : ২০ মার্চ ২০২৫, ০৮: ৩৩
এসব অবতার দিয়ে মেসেজের মধ্যে বিভিন্ন অনুভূতি প্রকাশ করা যাবে। ছবি: হোয়াটসঅ্যাপ
এসব অবতার দিয়ে মেসেজের মধ্যে বিভিন্ন অনুভূতি প্রকাশ করা যাবে। ছবি: হোয়াটসঅ্যাপ

বার্তা আদান–প্রদানের জন্য বিশ্বব্যাপী জনপ্রিয় যোগাযোগমাধ্যম হলো হোয়াটসঅ্যাপ। তবে ব্যবহারকারীদের ব্যক্তিত্ব বা অনুভূতির প্রতিফলন হিসেবে অ্যাভাটার বা অবতার তৈরির বিষয়টি হোয়াটসঅ্যাপের এক নতুন সংযোজন। হোয়াটসঅ্যাপে অবতার তৈরির মাধ্যমে নিজের ডিজিটাল চেহারা তৈরি করে তা প্রোফাইল ছবি হিসেবে ব্যবহার করতে পারবেন। এ ছাড়া এটি ইমোজি বা স্টিকারের মতো ব্যবহার করা যাবে।

অবতার ফিচারে বিভিন্ন কাস্টমাইজেশনের অপশন রয়েছে। যেমন: বিভিন্ন চুলের স্টাইল, মুখাবয়বের বৈশিষ্ট্য ও পোশাক।

এসব অবতার দিয়ে মেসেজের মধ্যে বিভিন্ন অনুভূতি প্রকাশ করা যাবে। অবতার দুভাবে তৈরি করা যায়—ম্যানুয়ালি ও নিজের সেলফি তোলার মাধ্যমে।

ম্যানুয়ালি নিজের অবতার তৈরি করবেন যেভাবে

১. হোয়াটসঅ্যাপ চালু করুন।

২. অ্যান্ড্রয়েড ফোনে ওপরের ডান দিকে থাকা তিন ডট আইকনে ট্যাপ করুন। ফলে একটি মেনু চালু হবে। মেনু থেকে ‘সেটিংস’ অপশনে ট্যাপ করুন। আর আইফোনে এই সেটিংস হোয়াটসঅ্যাপ খুললেই নিচের দিকে পাবেন।

৩. এখন অ্যাভাটার অপশন খুঁজে বের করুন এবং এতে ট্যাপ করুন।

৪. এখন ‘ক্রিয়েট ইউওর অ্যাভাটার’ অপশনে ট্যাপ করুন। এরপর ‘গেট স্টার্টটেড’ অপশনে ট্যাপ করুন।

৫. এবার ‘ক্রিয়েট ম্যানুয়ালি’ অপশন নির্বাচন করুন।

৬. এখন স্ক্রিনে অনেকগুলো ত্বকের রং দেখাবে, সেখান থেকে একটি নির্বাচন করুন। এরপর নেক্সট বাটনে ট্যাপ করুন। এভাবে একে একে চুলের স্টাইল, মুখের আকার ও শরীরের গঠন নির্বাচন করুন।

৭. এবার ‘সেভ অ্যান্ড কনটিনিউ’ অপশনে ট্যাপ করুন।

নিজের চেহারার আদলে অবতার তৈরি করবেন যেভাবে

নিজের ছবি দিয়ে অবতার তৈরির সুযোগ রয়েছে। এভাবে অবতার তৈরি করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন—

১. হোয়াটসঅ্যাপ চালু করুন।

২. অ্যান্ড্রয়েড ফোনে ওপরের ডান দিকে থাকা তিন ডট আইকনে ট্যাপ করুন। ফলে একটি মেনু চালু হবে। মেনু থেকে ‘সেটিংস’ অপশনে ট্যাপ করুন। আর আইফোনে এই সেটিংস হোয়াটসঅ্যাপ খুললেই নিচের দিকে পাবেন।

৩. এখন অবতার অপশন খুঁজে বের করুন এবং এতে ট্যাপ করুন।

৪. এখন ‘ক্রিয়েট ইউওর অ্যাভাটার’ অপশনে ট্যাপ করুন। এরপর ‘গেট স্টার্টটেড’ অপশনে ট্যাপ করুন।

৫. এবার ‘ক্রিয়েট ফ্রম সেলফি’ অপশন নির্বাচন করুন।

৬. যদি ক্যামেরা অ্যাকসেসের অনুমতি চাওয়া হয়, তবে ‘কনটিনিউ’ অপশনে ট্যাপ করুন; তারপর ‘হোয়াইল ইউজিং দ্য অ্যাপ’ বা ‘অনলি দিস টাইম’ অপশন ট্যাপ করুন।

৭. আপনার মুখ ফ্রেমের মাঝখানে রাখুন এবং ক্যামেরা বাটনে ট্যাপ করুন।

৮. আপনার অবতারের শরীরের আকার সমন্বয় করুন। তারপর ‘সেভ অ্যান্ড কনটিনিউ’ অপশনে ট্যাপ করুন।

৯. অবতারের লুক কাস্টমাইজ করতে বিভিন্ন অপশন অনুসরণ করুন।

১০. শেষে ‘সেভ’ অপশনে ট্যাপ করুন।

এভাবে আপনি খুব সহজে একটি কাস্টম অবতার তৈরি করতে পারবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত