Ajker Patrika

হোয়াটসঅ্যাপে গ্রুপ খুলে পরিচিতদের আমন্ত্রণ জানাবেন যেভাবে

অনলাইন ডেস্ক
হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর কাছে গ্রুপের লিংক শেয়ার করলে তারা সহজেই গ্রুপে যোগ দিতে পারে। ছবি: লিংকডইন
হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর কাছে গ্রুপের লিংক শেয়ার করলে তারা সহজেই গ্রুপে যোগ দিতে পারে। ছবি: লিংকডইন

অনেক মেসেজিং প্ল্যাটফর্মে মতো হোয়াটসঅ্যাপও একটি গ্রুপ তৈরি করার সুবিধা দেয়। হোয়াটসঅ্যাপের গ্রুপ চ্যাট পরিবার, বন্ধু, সহকর্মী বা অন্য যেকোনো গ্রুপের সঙ্গে একসঙ্গে কথা বলার সুযোগ দেয়। গ্রুপ চ্যাটের মাধ্যমে টেক্সট ছাড়াও ছবি, ভিডিও, অডিও, ডকুমেন্ট পাঠানোর যায়।

ফোনের কন্টাক্ট লিস্টে থাকা সর্বোচ্চ ১ হাজার ২৪ জন পর্যন্ত ব্যক্তিকে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করা যায়।

অ্যান্ড্রয়েডে গ্রুপ খুলবেন যেভাবে

১. অ্যান্ড্রয়েড ফোনে হোয়াটসঅ্যাপ খুলুন।

২. এরপর ডান দিকের নিচের দিকে থাকা ‘নিউ চ্যাট’ (প্লাস আইকোন) অপশনে ট্যাপ করুন।

৩. এবার ‘নিউ গ্রুপ’ অপশনে ট্যাপ করুন।

৪. এখন কন্টাক্ট তালিকা থেকে পছন্দমতো গ্রুপ সদস্য নির্বাচন করুন বা ওপরের দিকে সার্চ বাটনের মাধ্যমে কাঙ্ক্ষিত ব্যক্তিদের খুঁজে বের করুন। কোনো কন্টাক্টের হোয়াটসঅ্যাপ না থাকলে তাদের এসএমএসের মাধ্যমে আমন্ত্রণ জানানো হবে।৫. এবার নিচের দিকে থাকা তীর চিহ্নে ট্যাপ করুন।

৬. এখন ‘গ্রুপ নেম’-এর জায়গায় পছন্দমতো নাম টাইপ করুন। তবে এই নাম সর্বোচ্চ ১০০টি অক্ষরে হতে পারবে।

৭. নামের সঙ্গে ইমোজি যুক্ত করতে চাইলে ‘ইমোজি’ আইকোনে ট্যাপ করুন।

৮. গ্রুপের ছবি দিতে চাইলে গ্রুপের নামের পাশে থাকা ক্যামেরা বাটনে ট্যাপ করুন। ফলে নিচের দিকে একটি ছোট মেনু চালু হবে। মেনু থেকে ক্যামেরা, গ্যালারি, ইমোজি অ্যান্ড স্টিকারস এবং সার্চ টু ওয়েব অপশনের মাধ্যমে গ্রুপের জন্য ছবি নির্বাচন করতে পারবেন।

৯. এখন নিচের দিকে থাকা ‘টিক’ চিহ্নে ট্যাপ করুন। এর মাধ্যমে হোয়াটসঅ্যাপে গ্রুপ চ্যাট তৈরি হবে। পরবর্তীকালে পছন্দমতো সদস্যও যুক্ত করা যাবে।

ফোনের কন্টাক্টের মাধ্যমে আমন্ত্রণ পাঠানো

১. গ্রুপ চ্যাট খুলুন এবং গ্রুপের নামের ওপর ট্যাপ করুন।

২. এবার ‘অ্যাড’ অপশনে ট্যাপ করুন এবং কন্টাক্ট নির্বাচন করুন। যদি কোনো কন্টাক্টের হোয়াটসঅ্যাপ না থাকে, তবে তাদের একটি এসএমএসের মাধ্যমে আমন্ত্রণ পাঠানো হবে।

৩. কন্টাক্ট নির্বাচনের পর নিচের দিকে থাকা ‘টিক’ চিহ্নে এ ট্যাপ করুন।

৪. বিকল্পভাবে চ্যাটের শুরুতে স্ক্রল করে ‘অ্যাড মেম্বারস’ অপশনে ট্যাপ করেও নতুন সদস্যদের আমন্ত্রণ জানাতে পারেন।

লিংক বা কিউআর ‍কোডের মাধ্যমে গ্রুপে আমন্ত্রণ পাঠানো

গ্রুপ অ্যাডমিনরা লিংক বা কিউআর কোড শেয়ার করে লোকজনকে গ্রুপে যোগ দিতে আমন্ত্রণ জানাতে পারেন। এ জন্য গ্রুপ চ্যাট খুলুন এবং গ্রুপের নামের ওপর ট্যাপ করুন।

  • নিচের দিকে স্ক্রল করে ‘ইনভাইট ভিয়া লিংক’ অপশনে ট্যাপ করুন। এবার ‘সেন্ড লিংক ভিয়া হোয়াটসঅ্যাপ’-এ ট্যাপ করুন। লিংকটি হোয়াটসঅ্যাপে পাঠানোর জন্য কন্টাক্ট নির্বাচন করুন। অন্যান্য প্ল্যাটফর্মের মাধ্যমে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমন্ত্রণ পাঠানোর জন্য এখন ‘কপি লিংক’ অপশনে ট্যাপ করুন। এবার লিংক কপি করে অন্যান্য প্ল্যাটফর্মে শেয়ার করতে পারেন।
  • এ ছাড়া ‘শেয়ার লিংক’ ফিচারে ট্যাপ করে অন্য কোনো অ্যাপে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক শেয়ার করা যাবে।
  • আবার কিউআর কোডে মাধ্যমে আমন্ত্রণ জানাতে চাইলে এই অপশনে ট্যাপ করুন। এর ফলে হোয়াটসঅ্যাপ একটি স্ক্যানযোগ্য কিউআর কোড তৈরি করবে। এখন অন্য ফোনের ক্যামেরা দিয়ে স্ক্রিনটি সরাসরি স্ক্যান করলে অপরজনের হোয়াটসঅ্যাপে আমন্ত্রণ যাবে। এ ছাড়া কিউআর কোডটি অন্যান্য প্ল্যাটফর্মে শেয়ারও করা যাবে। এ জন্য ওপরের দিকে থাকা শেয়ার আইকোনে ট্যাপ করুন। এর ফলে শেয়ারযোগ্য অ্যাপগুলো তালিকার দেখাবে হোয়াটসঅ্যাপ। এখন যেকোনো অ্যাপের ওপর ট্যাপ করে হোয়াটসঅ্যাপ গ্রুপের কিউআর কোডটি পাঠাতে পারবেন।

তবে খেয়াল রাখতে হবে, যেকোনো হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর কাছে গ্রুপের লিংক শেয়ার করলে তারা সহজেই গ্রুপে যোগ দিতে পারে। তাই এই ফিচারটি কেবল বিশ্বাসযোগ্য ব্যক্তিদের সঙ্গে ব্যবহার করা উচিত। কেউ লিংকটি ফরওয়ার্ড করে অন্যদের কাছে পাঠাতে পারে এবং তারা গ্রুপে যোগ দিতে পারে। এতে গ্রুপ অ্যাডমিনের কাছ থেকে কোনো অতিরিক্ত অনুমতি প্রয়োজন হবে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চূড়ান্ত হচ্ছে সাত কলেজের নতুন বিশ্ববিদ্যালয়ের নাম, শিগগির ঘোষণা

প্রবাসীর স্ত্রীর ঘরে ধরা পড়া সেই নেতাকে বহিষ্কার করল ছাত্রশিবির

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ডিজির অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন

ফ্রিতে নৌকা না পেয়ে ভূমি অফিস সহকারীকে মারধর এসপির

এশিয়ার ১০টিসহ ৪৩ দেশের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা দিচ্ছেন ট্রাম্প

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত