কিশোর-কিশোরীদের ‘সুরক্ষা’ দেবে মেটা 

প্রযুক্তি ডেস্ক
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২২, ১৩: ৫৩
আপডেট : ২৩ নভেম্বর ২০২২, ১৪: ০৯

কিশোর-কিশোরীদের অনলাইনে সুরক্ষা প্রদান করতে ফেসবুক ও ইনস্টাগ্রামে নতুন আপডেট এনেছে মেটা। এখন থেকে ১৬ বছরের কম (কিছু দেশে ১৮-এর কম) বয়সী কিশোর-কিশোরীরা ফেসবুকে কিছু অতিরিক্ত গোপনীয়তা সেটিংস এর সুবিধা পাবে। 

১৬ বছরের কম বয়সী কিশোর–কিশোরীরা ফেসবুকে নতুন অ্যাকাউন্ট খুললেই স্বয়ংক্রিয়ভাবে নতুন এই সেটিংসের সুবিধা পাবে। তবে ইতিমধ্যে যেসব কিশোর-কিশোরী ফেসবুক ব্যবহার করছে, তাদের নতুন গোপনীয়তা সেটিংসটি নিজ থেকে নির্বাচন করে ব্যবহার করতে হবে। 

কিশোর-কিশোরীরা নিজেদের বন্ধুতালিকা, ট্যাগ, ফলোয়ারের তালিকা ইত্যাদি দেখতে পারবে, কারা তাদের পাবলিক পোস্টে কমেন্ট করতে পারবে ইত্যাদি ঠিক করতে পারবে নতুন এই সেটিংসের মাধ্যমে। 

সন্দেহজনক কোনো অ্যাকাউন্ট থেকে আসা মেসেজ থেকেও সুরক্ষা দেবে নতুন এই সেটিংস। সন্দেহজনক অ্যাকাউন্ট বলতে একজন প্রাপ্তবয়স্কের আইডি বোঝানো হচ্ছে, যার বিরুদ্ধে ফেসবুকে ইতিমধ্যেই কোনো অভিযোগ জমা পড়েছে। এসব সন্দেহজনক অ্যাকাউন্টকে কিশোর-কিশোরীদের ফেসবুক আইডি থেকে দূরে রাখবে মেটা। কিশোর-কিশোরীদের ইনস্টাগ্রাম প্রোফাইলে কোনো সন্দেহজনক অ্যাকাউন্ট প্রবেশ করামাত্রই ম্যাসেজ বাটন চলে যাওয়ার সুবিধাও পরীক্ষামূলক অবস্থায় রেখেছে মেটা। 

কিশোর-কিশোরীদের নিরাপত্তায় গত বছর ইনস্টাগ্রামেই প্রথম গোপনীয়তা সেটিংস পরিবর্তন করেছিল মেটা। এ বছর গোপনীয়তা সেটিংস ফেসবুকেও আনার পাশাপাশি ইনস্টাগ্রামেও সেটি আপডেট করা হয়েছে। এ ছাড়া, কিশোর-কিশোরীদের ব্যক্তিগত ছবি অনলাইনে ছড়ানো বন্ধ করতে নতুন আপডেট নিয়ে কাজ করছে মেটা।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত