স্টোরিজের সুবিধা বন্ধ করছে ইউটিউব

প্রযুক্তি ডেস্ক
প্রকাশ : ২৭ মে ২০২৩, ১৫: ০৪

আগামী মাস থেকে নিজেদের স্টোরিজ সুবিধা বন্ধ করে দিচ্ছে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। আগামী ২৬ জুন থেকে ব্যবহারকারীরা আর নিজেদের চ্যানেলে স্টোরিজ ভিডিও পোস্ট করতে পারবেন না। তবে উক্ত তারিখের আগে আপলোড করা স্টোরিজগুলো পরবর্তী সাত দিন পর্যন্ত দেখা যাবে। এ ছাড়া, ব্যবহারকারীরা চাইলে নিজেদের স্টোরিজ ভিডিওগুলো নামিয়ে সংরক্ষণের সুবিধা পাবেন।

দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, ২০১৭ সালে স্টোরিজ সুবিধা চালু করে ইউটিউব। ইনস্টাগ্রাম বা ফেসবুকের মতো ইউটিউবেও স্টোরিজ ভিডিও আপলোডের নির্দিষ্ট সময় পর স্বয়ংক্রিয়ভাবে মুছে যায়। এক ব্লগ বার্তায় ইউটিউব জানিয়েছে, ২৬ জুনের পর স্টোরিজ তৈরির সুবিধা আর পাবেন না ব্যবহারকারীরা। স্টোরিজ না থাকলেও ইউটিউবে বড় ভিডিওর পাশাপাশি দৈর্ঘ্যে ছোট ভিডিও তৈরির সুবিধা থাকছে। লাইভের সুবিধাও ব্যবহার থাকছে। এসব সুবিধাগুলোকে অগ্রাধিকার দিতে স্টোরিজের সুবিধা বন্ধ করছে ইউটিউব। 

এদিকে, শর্টস ভিডিও নির্মাতাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির টুল চালু করছে ইউটিউব। দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, গত বুধবার (২৪ মে) গুগলের এআই বিভাগ ডিপমাইন্ডের একটি ভিজ্যুয়াল ল্যাঙ্গুয়েজ মডেল (ভিএলএম) কীভাবে ইউটিউব শর্টসের বর্ণনা লিখতে ব্যবহার করা হচ্ছে তার বিস্তারিত দেখিয়েছে প্রতিষ্ঠানটি। এআই টুলটি ভিডিওর বিষয়বস্তু বুঝে নিজ থেকেই স্বয়ংক্রিয়ভাবে বর্ণনা লিখে দেবে। ফলে নির্মাতারা সহজেই নিজেদের তৈরি ভিডিওতে বর্ণনা যুক্ত করতে পারবেন। গুগলের ভিজ্যুয়াল ল্যাঙ্গুয়েজ মডেলটির নাম ফ্লামিঙ্গো।

এক ব্লগপোস্টে গুগল ডিপমাইন্ড জানিয়েছে, ‘শর্টস ভিডিও মাত্র কয়েক মিনিটের মধ্যে তৈরি করা হয় এবং প্রায়ই এতে বিবরণ ও সহায়ক শিরোনাম দেওয়া হয় না। ফলে ভিডিওগুলো খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়ে।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আবু সাঈদকে ৪–৫ ঘণ্টা পরে হাসপাতালে নেওয়া হয়—শেখ হাসিনার দাবির সত্যতা কতটুকু

মেট্রোরেল থেকে আমলাদের বিদায়, অগ্রাধিকার প্রকৌশলীদের

সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দেওয়ার সময় বাড়ল

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

ব্যাংক খাতে নতুন নীতিমালা: আটকে গেল ২৫৮ কর্মকর্তার জিএম পদে পদোন্নতি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত