Ajker Patrika

নিজেদের অফিস ভাড়ায় দিচ্ছে মেটা, মাইক্রোসফট

প্রযুক্তি ডেস্ক
আপডেট : ১৭ জানুয়ারি ২০২৩, ১৭: ১৮
নিজেদের অফিস ভাড়ায় দিচ্ছে মেটা, মাইক্রোসফট

গত বছরের শেষ দিকে বিপুলসংখ্যক কর্মী ছাঁটাই করে ফেসবুকের মূল কোম্পানি মেটা। এর আগে মাইক্রোসফটও হেঁটেছে একই পথে। ফলে অফিসে বসে কাজ করার মতো যথেষ্ট কর্মীও নেই দুই প্রতিষ্ঠানের অফিসে।

যাঁরা আছেন তাঁদের বেশির ভাগই বাসায় থেকে কাজ করছেন। এমন পরিস্থিতিতে নিজেদের অফিস স্পেস ভাড়া দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দুই টেক জায়ান্ট। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের সিয়াটল এবং বেলভিউ শহরের অফিস বিল্ডিং খালি করে ভাড়ায় দেওয়ার কাজ শুরু করেছে মেটা ও মাইক্রোসফট। 

সিয়াটল টাইমসের প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের সিয়াটল শহরের ডাউন টাউনে অবস্থিত ফেসবুকের সকল অফিস ভাড়া দেওয়া শুরু হয়েছে। ভাড়ায় দেওয়া অফিসের তালিকায় রয়েছে ডাউন টাউনের ছয়তলা আর্বার ব্লক ৩৩৩ এবং বেলভিউতে স্প্রিং ডিস্ট্রিক্টের ১১ তলার অফিসও। 

এদিকে ভাড়ায় দেওয়া হচ্ছে মাইক্রোসফটের বেলভিউ শহরের সিটি সেন্টার প্লাজা। ধারণা করা হচ্ছে, ‘হোম অফিস’ এবং ব্যাপক ছাঁটাইসহ মন্দার কারণে সংস্থা দুটির এমন অবস্থা দাঁড়িয়েছে। গত নভেম্বরে সিয়াটল অফিস থেকে ৭২৬ কর্মী ছাঁটাই করেছে মেটা। এ ছাড়া কোম্পানির মোট ১১ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণাও দেয় মেটা। 

মেটার মুখপাত্র ট্রেসি ক্লেটন বলেন, কর্মীরা বাসায় থেকে কাজ করছেন, তাই অফিস স্পেস ভাড়া দেওয়া হচ্ছে। পাশাপাশি অর্থনৈতিক সংকটের কথাও স্বীকার করেছেন তিনি। 

ক্লেটন আরও বলেন, মেটার এখনো ২৯টি ভবনে অফিস রয়েছে এবং সিয়াটল এলাকায় প্রায় ৮ হাজার কর্মী রয়েছেন, যা ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের মেনলো পার্ক শহরের সদর দপ্তরের বাইরে কোম্পানির দ্বিতীয় বৃহত্তম ইঞ্জিনিয়ারিং হাব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চূড়ান্ত হচ্ছে সাত কলেজের নতুন বিশ্ববিদ্যালয়ের নাম, শিগগির ঘোষণা

প্রবাসীর স্ত্রীর ঘরে ধরা পড়া সেই নেতাকে বহিষ্কার করল ছাত্রশিবির

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ডিজির অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন

ফ্রিতে নৌকা না পেয়ে ভূমি অফিস সহকারীকে মারধর এসপির

এশিয়ার ১০টিসহ ৪৩ দেশের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা দিচ্ছেন ট্রাম্প

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত