প্রযুক্তি ডেস্ক
গত বছরের শেষ দিকে বিপুলসংখ্যক কর্মী ছাঁটাই করে ফেসবুকের মূল কোম্পানি মেটা। এর আগে মাইক্রোসফটও হেঁটেছে একই পথে। ফলে অফিসে বসে কাজ করার মতো যথেষ্ট কর্মীও নেই দুই প্রতিষ্ঠানের অফিসে।
যাঁরা আছেন তাঁদের বেশির ভাগই বাসায় থেকে কাজ করছেন। এমন পরিস্থিতিতে নিজেদের অফিস স্পেস ভাড়া দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দুই টেক জায়ান্ট। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের সিয়াটল এবং বেলভিউ শহরের অফিস বিল্ডিং খালি করে ভাড়ায় দেওয়ার কাজ শুরু করেছে মেটা ও মাইক্রোসফট।
সিয়াটল টাইমসের প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের সিয়াটল শহরের ডাউন টাউনে অবস্থিত ফেসবুকের সকল অফিস ভাড়া দেওয়া শুরু হয়েছে। ভাড়ায় দেওয়া অফিসের তালিকায় রয়েছে ডাউন টাউনের ছয়তলা আর্বার ব্লক ৩৩৩ এবং বেলভিউতে স্প্রিং ডিস্ট্রিক্টের ১১ তলার অফিসও।
এদিকে ভাড়ায় দেওয়া হচ্ছে মাইক্রোসফটের বেলভিউ শহরের সিটি সেন্টার প্লাজা। ধারণা করা হচ্ছে, ‘হোম অফিস’ এবং ব্যাপক ছাঁটাইসহ মন্দার কারণে সংস্থা দুটির এমন অবস্থা দাঁড়িয়েছে। গত নভেম্বরে সিয়াটল অফিস থেকে ৭২৬ কর্মী ছাঁটাই করেছে মেটা। এ ছাড়া কোম্পানির মোট ১১ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণাও দেয় মেটা।
মেটার মুখপাত্র ট্রেসি ক্লেটন বলেন, কর্মীরা বাসায় থেকে কাজ করছেন, তাই অফিস স্পেস ভাড়া দেওয়া হচ্ছে। পাশাপাশি অর্থনৈতিক সংকটের কথাও স্বীকার করেছেন তিনি।
ক্লেটন আরও বলেন, মেটার এখনো ২৯টি ভবনে অফিস রয়েছে এবং সিয়াটল এলাকায় প্রায় ৮ হাজার কর্মী রয়েছেন, যা ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের মেনলো পার্ক শহরের সদর দপ্তরের বাইরে কোম্পানির দ্বিতীয় বৃহত্তম ইঞ্জিনিয়ারিং হাব।
গত বছরের শেষ দিকে বিপুলসংখ্যক কর্মী ছাঁটাই করে ফেসবুকের মূল কোম্পানি মেটা। এর আগে মাইক্রোসফটও হেঁটেছে একই পথে। ফলে অফিসে বসে কাজ করার মতো যথেষ্ট কর্মীও নেই দুই প্রতিষ্ঠানের অফিসে।
যাঁরা আছেন তাঁদের বেশির ভাগই বাসায় থেকে কাজ করছেন। এমন পরিস্থিতিতে নিজেদের অফিস স্পেস ভাড়া দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দুই টেক জায়ান্ট। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের সিয়াটল এবং বেলভিউ শহরের অফিস বিল্ডিং খালি করে ভাড়ায় দেওয়ার কাজ শুরু করেছে মেটা ও মাইক্রোসফট।
সিয়াটল টাইমসের প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের সিয়াটল শহরের ডাউন টাউনে অবস্থিত ফেসবুকের সকল অফিস ভাড়া দেওয়া শুরু হয়েছে। ভাড়ায় দেওয়া অফিসের তালিকায় রয়েছে ডাউন টাউনের ছয়তলা আর্বার ব্লক ৩৩৩ এবং বেলভিউতে স্প্রিং ডিস্ট্রিক্টের ১১ তলার অফিসও।
এদিকে ভাড়ায় দেওয়া হচ্ছে মাইক্রোসফটের বেলভিউ শহরের সিটি সেন্টার প্লাজা। ধারণা করা হচ্ছে, ‘হোম অফিস’ এবং ব্যাপক ছাঁটাইসহ মন্দার কারণে সংস্থা দুটির এমন অবস্থা দাঁড়িয়েছে। গত নভেম্বরে সিয়াটল অফিস থেকে ৭২৬ কর্মী ছাঁটাই করেছে মেটা। এ ছাড়া কোম্পানির মোট ১১ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণাও দেয় মেটা।
মেটার মুখপাত্র ট্রেসি ক্লেটন বলেন, কর্মীরা বাসায় থেকে কাজ করছেন, তাই অফিস স্পেস ভাড়া দেওয়া হচ্ছে। পাশাপাশি অর্থনৈতিক সংকটের কথাও স্বীকার করেছেন তিনি।
ক্লেটন আরও বলেন, মেটার এখনো ২৯টি ভবনে অফিস রয়েছে এবং সিয়াটল এলাকায় প্রায় ৮ হাজার কর্মী রয়েছেন, যা ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের মেনলো পার্ক শহরের সদর দপ্তরের বাইরে কোম্পানির দ্বিতীয় বৃহত্তম ইঞ্জিনিয়ারিং হাব।
মোবাইল অপারেটর বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন ইওহান বুসে। তিনি এরিক অসের স্থলাভিষিক্ত হবেন। বাংলালিংকের মূল কোম্পানি ভিওন সোমবার ইওহান বুসেকে বাংলালিংকের নতুন সিইও পদে নিয়োগ দিয়েছে।
৭ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি কনটেন্টের জন্য নতুন ‘পরিচয় নির্ধারণব্যবস্থা’ গ্রহণ করতে যাচ্ছে চীন। এসব কনটেন্টে মানুষের পঠনযোগ্য এবং মেশিন-পঠনযোগ্য নোটিফিকেশন (মেটাডেটা বা জলছাপ) থাকবে। গত সপ্তাহে এআই নিয়ে এসব নতুন নিয়মাবলি ঘোষণা করেছে চীনা কর্তৃপক্ষ।
১৭ ঘণ্টা আগেইন্টেল বা এএমডির চিপসেটের পরিবর্তে নিজস্ব প্রসেসর কিরিন এক্স ৯০ ব্যবহার করে নতুন সিরিজের নোটবুক নিয়ে আসবে হুয়াওয়ে। সম্প্রতি, চীনে নিজেদের প্রথম পিসি প্রসেসরের লাইসেন্স গ্রহণের মাধ্যমে কোম্পানিটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। এটি বিশ্বব্যাপী কম্পিউটার বাজারে তাদের স্বাধীনতা ও প্রভাব বাড়াবে...
১৮ ঘণ্টা আগেডিজিটাল ছবির কপিরাইট বা মালিকানা চিহ্নিত করতে ছবির ওপর ওয়াটারমার্ক বা জলছাপ যুক্ত করা হয়। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ার বেশ কিছু ব্যবহারকারী দাবি করছেন, গুগলের নতুন জেমিনি ২.০ মডেল ব্যবহার করে এই জলছাপ সহজেই মুছে ফেলা যায়। এমনকি গেটি ইমেজ থেকে শুরু করে অন্যান্য পরিচিত প্ল্যাটফর্মের স্টক ছবির জলছাপ...
২০ ঘণ্টা আগে