ফেসবুক পেজের পোস্ট বুস্ট করবেন যেভাবে

প্রযুক্তি ডেস্ক
Thumbnail image

আপনার ফেসবুক পেজের প্রমোশনের জন্য বুস্ট করার অপশন বেছে নিতে পারেন। এ জন্য ফেসবুক পেজের কোনো পোস্ট বুস্ট করার উদ্যোগ নিতে পারেন। 

বুস্ট করার জন্য প্রথমেই আপনার ফেসবুক পেজে যান। আপনি যে পেজটির পোস্ট বুস্ট করতে চান সেটি খুঁজে বের করুন। এটি হতে পারে কোনো ইভেন্ট অথবা ভিডিও অথবা কোনো ছবি। 

বুস্ট পোস্ট সিলেক্ট করুন। এটি সাধারণত নিচের দিকে হাতের ডান পাশে থাকে। আপনার বুস্ট পোস্টের ডিটেইলস পূরণ করুন। এগুলো হলো–অডিয়েন্স, টোটাল বাজেট, ডিউরেশন, পেমেন্ট মেথড ইত্যাদি। ডিটেইলস পূরণ করা হয়ে গেলে বুস্ট অপশনে চাপ দিন। 

আপনার বুস্ট করা পোস্টের রেজাল্ট দেখার জন্য প্রথমে অ্যাড সেন্টারে যান। ফেসবুক পেজের বাম হাতের দিকে এই অ্যাড সেন্টার থাকে। এই অ্যাড সেন্টারের নিচের দিকে অল অ্যাড বাছাই করুন। সেখান থেকে আপনার অ্যাকটিভ বুস্ট পোস্ট সিলেক্ট করুন। এরপর ভিউ রেজাল্ট দেখুন। এভাবে আপনার বুস্ট করা পোস্টের রেজাল্ট জানতে পারবেন। 

ফেসবুক পেজ বুস্ট করার পর এটি সম্পাদনা করার সুযোগ আছে। এ জন্য প্রথমে ফেসবুক পেজে যেতে হবে। তারপর অ্যাড সেন্টারে যান। ফেসবুক পেজের বাম হাতের দিকে এই অ্যাড সেন্টার থাকে। এই অ্যাড সেন্টারের নিচের দিকে অল অ্যাড বাছাই করুন। আপনার যে বুস্ট পোস্টটি সম্পাদনা করতে চান সেটি বাছাই করুন এবং ক্লিক করুন। এরপর এডিট অ্যাড বাছাই করুন। এরপর অ্যাড ক্রিয়েটিভ অংশে গিয়ে ইউআরএল, টেক্সট, ইমেজ এবং ভিডিও সম্পাদনা করতে পারবেন। অডিয়েন্স অংশে গিয়ে কী ধরনের অডিয়েন্স এবং কী পরিমাণ অডিয়েন্সের কাছে পৌঁছাতে চান তা তুলে ধরতে পারবেন। ডেইলি বাজেট অংশে গিয়ে প্রতিদিন কত খরচ করতে চান সেটি সম্পাদনা করতে পারবেন। ডিউরেশন অংশে গিয়ে কতক্ষণ আপনার বুস্ট পোস্টটি চলবে তা সম্পাদনা করতে পারবেন। পেমেন্ট মেথড অংশে গিয়ে আপনার পেমেন্ট পদ্ধতি সম্পাদনা করতে পারবেন। এগুলো করা হয়ে গেলে সেভ চেঞ্জ বাটনে চাপ দিন। 

এভাবে ফেসবুক পেজের পোস্ট বুস্ট করতে পারবেন এবং পাশাপাশি প্রয়োজন পড়লে বুস্ট করা পোস্ট সম্পাদনা করতে পারবেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত