Ajker Patrika

গুনগুন করে এবার ইউটিউব মিউজিকেও গান খোঁজা যাবে 

অনলাইন ডেস্ক
গুনগুন করে এবার ইউটিউব মিউজিকেও গান খোঁজা যাবে 

গান আরও সহজভাবে খোঁজার জন্য নতুন সার্চ ফিচার নিয়ে এল ইউটিউব মিউজিক। এই ফিচারের মাধ্যমে গুনগুন করলেও মিউজিক খুঁজে দেবে এই প্ল্যাটফর্ম। এ ছাড়া মিউজিকের কোনো অংশ উচ্চ স্বরে বাজালেও তা খুঁজে দিতে পারবে ইউটিউব মিউজিক।

অনেক সময় কিছু গান মাথায় ঘুরপাক খেলেও তার লিরিক সহজে মনে পড়ে না। তাই অনলাইনে গানটি সার্চ করে খুঁজে পেতে ঝামেলা হয়ে যায়। এই ধরনের মুহূর্তে গান খুঁজে পেতে ফিচারটি কাজে লাগবে। 

এই ফিচার গুগলের প্লে মিউজিক ও ইউটিউবের অ্যান্ড্রয়েড মোবাইল আপডেটে আগেই নিয়ে আসা হয়েছে। 

এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি ব্যবহার করে এই ফিচার মিউজিকগুলো খুঁজে দেবে। সুরগুলো এআই তার ডেটাবেজের সঙ্গে মিলিয়ে দেখে ও গানগুলো খুঁজে বের করে দেবে। 

প্ল্যাটফর্মটির ওপরের ডান পাশের সার্চ অপশনে পাশে ভয়েস বাটনের সঙ্গে নতুন ফিচারটি থাকবে। ফলে ইউটিউবের চেয়ে দ্রুত সার্চ করা যাবে। কারণ ইউটিউবে এই বাটন ভয়েস বাটনের ভেতরে থাকে।

ফিচারটি ধীরে ধীরে ইউটিউব মিউজিকের সব ব্যবহারকারীর জন্য ছাড়া হবে। কিছু আইওএস ব্যবহারকারীর ফোনে ফিচারটি দেখা গিয়েছে। 

 তবে বিভিন্ন প্রযুক্তি বিশ্লেষকদের মতে, যদি স্পটিফাইয়ের মতো সার্চ করা গানগুলো একটি প্লে লিস্টে সেভ করা যায় তাহলে ফিচারটি আরও কাজে দেবে।

ইউটিউব মিউজিকের জন্য এই ফিচার খুবই গুরুত্বপূর্ণ। গুগল প্লে মিউজিক এই ফিচার অনেক আগেই উন্মোচন করেছে।

গান খোঁজার জন্য গুগল অ্যাস্টিটেন্ট জেমিনি, গুগল সার্চ ও পিক্সেল ডিভাইসে ‘নাও প্লেয়িং’ অপশনও ব্যবহার করা যাবে। 

এছাড়া স্পটিফাইকে টেক্কা দিতে গত বছরে নভেম্বরে ইউটিউব মিউজিকে অনেকগুলো ফিচার যুক্ত করা হয়েছিল। এর মধ্যে ছিল গানের নিচে কমেন্ট যুক্ত করা, এআই দিয়ে গানের কভার আর্ট তৈরি করা ইত্যাদি। 

তথ্যসূত্র: নাইনটুফাইভ গুগল

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

এনসিপির কর্মীদের ঢাকায় আনতে সরকারের বাস রিকুইজিশন, সমালোচনার ঝড়

নয়াদিল্লিতে নতুন হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ, ৩ মাস সময় নিল ভারত

চাপে পড়ে ৫টি বাস রিকুইজিশন দিয়েছেন পিরোজপুরের ডিসি, সরকারের হস্তক্ষেপ নেই: প্রেস সচিব

রাতে স্বামীর জন্মদিন উদ্‌যাপন, সকালে নদীতে মিলল নববধূর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত