প্রযুক্তি ডেস্ক
নিজস্ব সাউন্ড লাইব্রেরির ভান্ডার বড় করতে নতুন করে একাধিক মিউজিক লেবেলের সঙ্গে চুক্তি করেছে ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ স্ন্যাপচ্যাট। এই লাইব্রেরির মাধ্যমে বিভিন্ন গানের ক্লিপ নিজের স্ন্যাপ বা স্টোরিতে ব্যবহার করতে পারেন ব্যবহারকারীরা।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশেবলের প্রতিবেদন অনুযায়ী, স্ন্যাপচ্যাট জানিয়েছে, চুক্তিতে অংশগ্রহণকারী লেবেলগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের ইউনাইটেডমাস্টার্স, নেদারল্যান্ডসের বুমা/স্টেমরা ও সুইসা ডিজিটাল লাইসেন্সিং এজি।
স্ন্যাচ্যাট আরও জানায়, ইউনাইটেডমাস্টার্স মিউজিক লেবেলের সঙ্গে চুক্তি করা একদল বাছাইকৃত গায়ক ও গীতিকারের কাজও সাউন্ড লাইব্রেরিতে পাওয়া যাবে। আর স্থানীয় শিল্পীদের গান যোগ হবে বুমা/স্টেমরা ও সুইসা ডিজিটালের লাইব্রেরি থেকে।
ইউনাইটেড মাস্টার্সের সঙ্গে কাজ করা উদীয়মান শিল্পীরা ‘সাউন্ড ক্রিয়েটর ফান্ড’— এর মাধ্যমে বিভিন্ন অনুদানের জন্য বিবেচিত হবেন।
এদিকে প্ল্যাটফর্মে অগমেন্টেড রিয়্যালিটি (এআর) প্রযুক্তির মাধ্যমে পণ্য কেনাবেচার সুবিধা এনেছে স্ন্যাপচ্যাট। নতুন এই সুবিধার নাম ‘শপিং স্যুট’ লেন্স। নতুন এই সুবিধার মাধ্যমে অ্যাপটিতে বিভিন্ন প্রতিষ্ঠান অগমেন্টেড রিয়্যালিটি প্রযুক্তিনির্ভর ভার্চু য়াল দোকান খুলে পণ্য বিক্রি করতে পারবে। ক্রেতারাও বিভিন্ন ব্র্যান্ডের পণ্য কেনার আগে সেগুলো নিজের ছবিতে যুক্ত করে পরখ করে দেখার সুযোগ পাবেন।
দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, অগমেন্টেড রিয়্যালিটি প্রযুক্তিতে পণ্য কেনাবেচার সুবিধা চালুর ফলে ব্যবহারকারীদের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানও উপকৃত হবে। স্ন্যাপচ্যাট জানিয়েছে, ভার্চুয়াল দোকানে পরিধানসামগ্রী পছন্দের পর নিজের ছবি পাঠালে ‘শপিং স্যুট’ লেন্স স্বয়ংক্রিয়ভাবে পোশাকটি ছবিতে যুক্ত করবে। ত্রিমাত্রিক প্রযুক্তিতে দেখা যাবে পোশাকটি পরলে কেমন দেখাবে। ফলে ব্যবহারকারী কেনাকাটার ক্ষেত্রে আরও স্বাচ্ছন্দ্যবোধ করবেন।
নিজস্ব সাউন্ড লাইব্রেরির ভান্ডার বড় করতে নতুন করে একাধিক মিউজিক লেবেলের সঙ্গে চুক্তি করেছে ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ স্ন্যাপচ্যাট। এই লাইব্রেরির মাধ্যমে বিভিন্ন গানের ক্লিপ নিজের স্ন্যাপ বা স্টোরিতে ব্যবহার করতে পারেন ব্যবহারকারীরা।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশেবলের প্রতিবেদন অনুযায়ী, স্ন্যাপচ্যাট জানিয়েছে, চুক্তিতে অংশগ্রহণকারী লেবেলগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের ইউনাইটেডমাস্টার্স, নেদারল্যান্ডসের বুমা/স্টেমরা ও সুইসা ডিজিটাল লাইসেন্সিং এজি।
স্ন্যাচ্যাট আরও জানায়, ইউনাইটেডমাস্টার্স মিউজিক লেবেলের সঙ্গে চুক্তি করা একদল বাছাইকৃত গায়ক ও গীতিকারের কাজও সাউন্ড লাইব্রেরিতে পাওয়া যাবে। আর স্থানীয় শিল্পীদের গান যোগ হবে বুমা/স্টেমরা ও সুইসা ডিজিটালের লাইব্রেরি থেকে।
ইউনাইটেড মাস্টার্সের সঙ্গে কাজ করা উদীয়মান শিল্পীরা ‘সাউন্ড ক্রিয়েটর ফান্ড’— এর মাধ্যমে বিভিন্ন অনুদানের জন্য বিবেচিত হবেন।
এদিকে প্ল্যাটফর্মে অগমেন্টেড রিয়্যালিটি (এআর) প্রযুক্তির মাধ্যমে পণ্য কেনাবেচার সুবিধা এনেছে স্ন্যাপচ্যাট। নতুন এই সুবিধার নাম ‘শপিং স্যুট’ লেন্স। নতুন এই সুবিধার মাধ্যমে অ্যাপটিতে বিভিন্ন প্রতিষ্ঠান অগমেন্টেড রিয়্যালিটি প্রযুক্তিনির্ভর ভার্চু য়াল দোকান খুলে পণ্য বিক্রি করতে পারবে। ক্রেতারাও বিভিন্ন ব্র্যান্ডের পণ্য কেনার আগে সেগুলো নিজের ছবিতে যুক্ত করে পরখ করে দেখার সুযোগ পাবেন।
দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, অগমেন্টেড রিয়্যালিটি প্রযুক্তিতে পণ্য কেনাবেচার সুবিধা চালুর ফলে ব্যবহারকারীদের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানও উপকৃত হবে। স্ন্যাপচ্যাট জানিয়েছে, ভার্চুয়াল দোকানে পরিধানসামগ্রী পছন্দের পর নিজের ছবি পাঠালে ‘শপিং স্যুট’ লেন্স স্বয়ংক্রিয়ভাবে পোশাকটি ছবিতে যুক্ত করবে। ত্রিমাত্রিক প্রযুক্তিতে দেখা যাবে পোশাকটি পরলে কেমন দেখাবে। ফলে ব্যবহারকারী কেনাকাটার ক্ষেত্রে আরও স্বাচ্ছন্দ্যবোধ করবেন।
২০৩০ সালের মধ্যে ৬ থেকে ৮ মিলিয়ন দক্ষ আইটি পেশাদার তৈরির পরিকল্পনা নিয়েছে সরকার। আজ শনিবার পূর্বাচলের বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে ‘বাংলাদেশ: দ্য ইমার্জিং আইসিটি পাওয়ার হাউস’ শীর্ষক এক সেমিনারে তথ্য ও যোগাযোগ...
১১ ঘণ্টা আগেচলতি বছরে স্মার্টফোন শিল্প অত্যন্ত উদ্ভাবনমুখী হবে বলে আশা করা হচ্ছে। ডিভাইসগুলোতে উন্নত ক্যামেরা, বিশেষ এআই ফিচারের পাশাপাশি শক্তিশালী ও বড় আকারের ব্যাটারি দেখতে পাওয়া যাবে। ফ্ল্যাগশিপ ফোন থেকে বাজেট স্মার্টফোনেও এই ধরনের শক্তিশালী ব্যাটারি থাকবে।
১৯ ঘণ্টা আগেগরম খাবার খেতে গিয়ে জিভ পুড়ে যাওয়ার অভিজ্ঞতা কম বেশি সবারই রয়েছে। আবার ব্যস্ততার সময় ফুঁ দিয়ে খাবার বা পানীয় ঠান্ডা করাও একটি বিরক্তির বিষয়। তবে এ ধরনের সমস্যা সমাধানের জন্য ‘নেকোজিতা ক্যাট ফুফু’ নামের ছোট একটি বিড়াল রোবট তৈরি করেছে জাপানের ইয়ুকাই ইঞ্জিনিয়ারিং স্টার্টআপ। কফি, স্যুপ বা অন্য কোনো গরম
২০ ঘণ্টা আগেচলমান তদন্তের অংশ হিসেবে সোশ্যাল মিডিয়া কোম্পানি এক্স (সাবেক টুইটার)–এর কাছে অ্যাপটির অ্যালগরিদম সিস্টেমের কার্যকারিতা সম্পর্কিত তথ্য চেয়েছে ইউরোপীয় কমিশন। বিশেষত, অ্যালগরিদমের মধ্যে সম্প্রতি যে কোনো পরিবর্তনের বিষয়ে জানতে চেয়েছে কমিশন।
১ দিন আগে