প্রযুক্তি ডেস্ক
সংবাদকর্মীদের সংবাদ বিষয়ে টুইটারকে ই-মেইল করলে রিপ্লাইতে স্বয়ংক্রিয়ভাবেই বিষ্ঠার অর্থাৎ ‘পুপ’ নামের এক ইমোজি পাঠাবে প্ল্যাটফর্মটি। টুইটারের প্রধান নির্বাহী ইলন মাস্ক নিজেই এক টুইটে এই তথ্য জানিয়েছেন। মাস্ক টুইটার অধিগ্রহণের দীর্ঘদিন পর গণমাধ্যম কর্মীদের সঙ্গে আবার যোগাযোগ চালু করে প্রতিষ্ঠানটি। তবে উত্তরে ইমোজি পাঠাচ্ছে টুইটার।
বিজনেস ইনসাইডারের প্রতিবেদন অনুযায়ী, নতুন নীতিমালা সম্পর্কে টুইট করে এই মাস্ক বলেন, ‘[email protected] ই-মেইল ঠিকানা এখন থেকে স্বয়ংক্রিয়ভাবে বিষ্ঠার ইমোজি’র মাধ্যমে রিপ্লাই দেবে।’ গত অক্টোবরে টুইটার অধিগ্রহণের পর চালানো ছাঁটাই কার্যক্রমে প্ল্যাটফর্মটির যোগাযোগ দলও ছাঁটাই করেন মাস্ক।
এদিকে, কর্মীদের জন্য নতুন একটি শহর বানানোর পরিকল্পনা করছেন মাস্ক। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের অস্টিন শহরের কাছে ৩ হাজার ৫০০ একরেরও বেশি জমি কিনেছেন তিনি। স্পেসএক্স, টেসলা ও বোরিং কোম্পানির বড় কারখানাগুলো অস্টিন শহরের কাছেই। কর্মীরা এই শহরে থেকেই প্রতিষ্ঠানের কাজ করতে পারবেন বলে আশাবাদী মাস্ক।
সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, নতুন এই শহরের নাম দেওয়া হবে স্নেইলব্রুক। এতে তৈরি করা হবে শতাধিক বাড়ি। ফ্ল্যাট ভাড়া শুরু হবে ৮০০ ডলার থেকে। থাকার জায়গার পাশাপাশি শহরটিতে কর্মীদের জন্য নানা রকম মনোরঞ্জনের ব্যবস্থাও থাকবে। এ ছাড়া, একটি শহরের প্রয়োজনীয় অন্যান্য সুবিধাও থাকবে সেখানে। মাস্কের সমস্ত প্রতিষ্ঠানের হেড অফিসও থাকবে এখানে। তবে যে কেউ চাইলেই এই শহরে থাকার অনুমতি পাবেন না।
সম্প্রতি, এক শারীরিক প্রতিবন্ধী কর্মীকে বিদ্রূপ ও ছাঁটাই করে সমালোচনার মুখে পড়েন মাস্ক। তবে পরে ক্ষমা চেয়ে নেন তিনি। দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, হ্যারালডুর থরলিফসন নামের ওই কর্মী টুইটারে ‘হ্যালি’ নামে পরিচিত। একটি হুইলচেয়ার ব্যবহার করেন তিনি এবং তাঁর পেশি সংক্রান্ত সমস্যা রয়েছে। হ্যালিকে ছাঁটাই করার পাশাপাশি টুইটারে তাঁর সঙ্গে বাক-বিতণ্ডাতেও জড়িয়ে পড়েন মাস্ক। প্রকাশ্যেই ওই কর্মীকে বিদ্রূপ করেন তিনি। তবে তীব্র সমালোচনার মুখে শেষ পর্যন্ত ওই কর্মীর কাছে এক টুইটে ক্ষমা চেয়েছেন মাস্ক।
এর আগে, জনপ্রিয়তা কমেছে বলায় টুইটার ইঞ্জিনিয়ারকে বরখাস্ত করেন মাস্ক। বিজনেস ইনসাইডারের প্রতিবেদন অনুযায়ী, গত ৭ ফেব্রুয়ারি টুইটারের শীর্ষ প্রযুক্তি কর্মকর্তাদের নিয়ে বৈঠকে বসেছিলেন ইলন মাস্ক। বৈঠকে সম্প্রতি নিজের করা টুইটের ভিউ কাউন্ট অস্বাভাবিক হারে কমে যাওয়া নিয়ে বিস্ময় প্রকাশ করেন তিনি। যেখানে টুইটারে তার ফলোয়ার ১০ কোটিরও বেশি, সেখানে টুইটের ভিউ কাউন্ট মাত্র কয়েক হাজার কীভাবে হয় তা জানতে চান মাস্ক।
মাস্কের প্রশ্নের জবাবে কর্মকর্তারা তথ্য-উপাত্ত ও গুগল ট্রেন্ডস চার্ট থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে দেখান তাঁর প্রতি মানুষের আগ্রহ আর আগের মতো নেই। টুইটার কেনার পর থেকেই মাস্কের জনপ্রিয়তা কমছে বলে জানান এক কর্মকর্তা। এ বক্তব্য নিতে না পেরে মাস্ক তাৎক্ষণিকভাবে ওই কর্মকর্তাকে বরখাস্ত করেন।
সংবাদকর্মীদের সংবাদ বিষয়ে টুইটারকে ই-মেইল করলে রিপ্লাইতে স্বয়ংক্রিয়ভাবেই বিষ্ঠার অর্থাৎ ‘পুপ’ নামের এক ইমোজি পাঠাবে প্ল্যাটফর্মটি। টুইটারের প্রধান নির্বাহী ইলন মাস্ক নিজেই এক টুইটে এই তথ্য জানিয়েছেন। মাস্ক টুইটার অধিগ্রহণের দীর্ঘদিন পর গণমাধ্যম কর্মীদের সঙ্গে আবার যোগাযোগ চালু করে প্রতিষ্ঠানটি। তবে উত্তরে ইমোজি পাঠাচ্ছে টুইটার।
বিজনেস ইনসাইডারের প্রতিবেদন অনুযায়ী, নতুন নীতিমালা সম্পর্কে টুইট করে এই মাস্ক বলেন, ‘[email protected] ই-মেইল ঠিকানা এখন থেকে স্বয়ংক্রিয়ভাবে বিষ্ঠার ইমোজি’র মাধ্যমে রিপ্লাই দেবে।’ গত অক্টোবরে টুইটার অধিগ্রহণের পর চালানো ছাঁটাই কার্যক্রমে প্ল্যাটফর্মটির যোগাযোগ দলও ছাঁটাই করেন মাস্ক।
এদিকে, কর্মীদের জন্য নতুন একটি শহর বানানোর পরিকল্পনা করছেন মাস্ক। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের অস্টিন শহরের কাছে ৩ হাজার ৫০০ একরেরও বেশি জমি কিনেছেন তিনি। স্পেসএক্স, টেসলা ও বোরিং কোম্পানির বড় কারখানাগুলো অস্টিন শহরের কাছেই। কর্মীরা এই শহরে থেকেই প্রতিষ্ঠানের কাজ করতে পারবেন বলে আশাবাদী মাস্ক।
সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, নতুন এই শহরের নাম দেওয়া হবে স্নেইলব্রুক। এতে তৈরি করা হবে শতাধিক বাড়ি। ফ্ল্যাট ভাড়া শুরু হবে ৮০০ ডলার থেকে। থাকার জায়গার পাশাপাশি শহরটিতে কর্মীদের জন্য নানা রকম মনোরঞ্জনের ব্যবস্থাও থাকবে। এ ছাড়া, একটি শহরের প্রয়োজনীয় অন্যান্য সুবিধাও থাকবে সেখানে। মাস্কের সমস্ত প্রতিষ্ঠানের হেড অফিসও থাকবে এখানে। তবে যে কেউ চাইলেই এই শহরে থাকার অনুমতি পাবেন না।
সম্প্রতি, এক শারীরিক প্রতিবন্ধী কর্মীকে বিদ্রূপ ও ছাঁটাই করে সমালোচনার মুখে পড়েন মাস্ক। তবে পরে ক্ষমা চেয়ে নেন তিনি। দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, হ্যারালডুর থরলিফসন নামের ওই কর্মী টুইটারে ‘হ্যালি’ নামে পরিচিত। একটি হুইলচেয়ার ব্যবহার করেন তিনি এবং তাঁর পেশি সংক্রান্ত সমস্যা রয়েছে। হ্যালিকে ছাঁটাই করার পাশাপাশি টুইটারে তাঁর সঙ্গে বাক-বিতণ্ডাতেও জড়িয়ে পড়েন মাস্ক। প্রকাশ্যেই ওই কর্মীকে বিদ্রূপ করেন তিনি। তবে তীব্র সমালোচনার মুখে শেষ পর্যন্ত ওই কর্মীর কাছে এক টুইটে ক্ষমা চেয়েছেন মাস্ক।
এর আগে, জনপ্রিয়তা কমেছে বলায় টুইটার ইঞ্জিনিয়ারকে বরখাস্ত করেন মাস্ক। বিজনেস ইনসাইডারের প্রতিবেদন অনুযায়ী, গত ৭ ফেব্রুয়ারি টুইটারের শীর্ষ প্রযুক্তি কর্মকর্তাদের নিয়ে বৈঠকে বসেছিলেন ইলন মাস্ক। বৈঠকে সম্প্রতি নিজের করা টুইটের ভিউ কাউন্ট অস্বাভাবিক হারে কমে যাওয়া নিয়ে বিস্ময় প্রকাশ করেন তিনি। যেখানে টুইটারে তার ফলোয়ার ১০ কোটিরও বেশি, সেখানে টুইটের ভিউ কাউন্ট মাত্র কয়েক হাজার কীভাবে হয় তা জানতে চান মাস্ক।
মাস্কের প্রশ্নের জবাবে কর্মকর্তারা তথ্য-উপাত্ত ও গুগল ট্রেন্ডস চার্ট থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে দেখান তাঁর প্রতি মানুষের আগ্রহ আর আগের মতো নেই। টুইটার কেনার পর থেকেই মাস্কের জনপ্রিয়তা কমছে বলে জানান এক কর্মকর্তা। এ বক্তব্য নিতে না পেরে মাস্ক তাৎক্ষণিকভাবে ওই কর্মকর্তাকে বরখাস্ত করেন।
এক্সের (সাবেক টুইটার) প্রতিদ্বন্দ্বী মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম থ্রেডসের অ্যালগরিদম পরিবর্তন করল মেটা। এর ফলে যেসব অ্যাকাউন্ট ব্যবহারকারীরা ফলো করেন সেগুলোর কনটেন্টই বেশি দেখানো হবে। গত বৃহস্পতিবার থেকে ফিচারটি চালু হয়।
৩ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা টাইম ম্যাগাজিন–এর কভারে ধনকুবের ইলন মাস্কের ‘টু ডু লিস্ট’ বা দিনের কাজের তালিকা প্রকাশ করেছে। তবে এটি মাস্কের ব্যক্তিগত চেকলিস্ট নয় বলে স্পষ্টভাবে জানিয়েছেন মাস্ক।
৪ ঘণ্টা আগেটাইপ করার চেয়ে ভয়েস মেসেজ পাঠানো বেশ সহজ। তবে অনেক সময় ভয়েস মেসেজ সবার সামনে শোনা যায় না। সে ক্ষেত্রে মেসেজ না শুনে রিপ্লাই–ও দেওয়া যায়না। এই সমস্যা থেকে মুক্তি দেওয়ার জন্য মেসেজ ট্রান্সক্রাইব ফিচার যুক্ত করল হোয়াটসঅ্যাপ। এই ফিচারের মাধ্যমে ভয়েস মেসেজগুলো সহজে টেক্সটে রূপান্তর করা যাবে।
৫ ঘণ্টা আগেনিয়মিত নতুন উদ্ভাবনী ধারণা ও প্রযুক্তি দিয়ে বিশ্বকে চমকে দেওয়ার জন্য পরিচিত জাপান। এবার ‘মানুষ ধোয়ার মেশিন’ তৈরি করে তাক লাগিয়ে দিল দেশটি। এটি মানুষ গোসলের জন্য ব্যবহার করতে পারবে। যন্ত্রটির কার্যকারিতা ও ডিজাইন দেখে একে ‘মানুষ ধোয়ার ওয়াশিং মেশিন’ বলে আখ্যা দিয়েছে অনেকই।
৬ ঘণ্টা আগে