অনলাইন ডেস্ক
স্ক্রিন বন্ধ করেও ইউটিউবের ভিডিও চালু রাখার সুবিধা রয়েছে শাওমির স্মার্টফোনগুলোতে। তবে ফিচারটি বন্ধ করে দিচ্ছে চীনের এই কোম্পানি। ফলে স্ক্রিন বন্ধ করে আর ইউটিউবের ভিডিওর অডিও শোনা যাবে না। এই ফিচার গান শোনার জন্য সবচেয়ে বেশি কার্যকরী ছিল।
ইউটিউব প্রিমিয়ামের সাবস্ক্রাইবাররাই শুধু পিকচার ইন পিকচার (পিআইপি) মোড ব্যবহার করতে পারে। এই মোডের মাধ্যমে ইউটিউবের ভিডিও একটি মিনি প্লেয়ারের মাধ্যমে অন্য অ্যাপ চালু রাখা অবস্থায়ও দেখা যায়। ইউটিউবের স্ক্রিন বন্ধ করে ভিডিও চালু রাখার অপশনটি পিআইপির সঙ্গে সাংঘর্ষিক। কারণ এই ফিচারের ফলে অনেকই ইউটিউবের সাবস্ক্রিপশন কিনবে না। এ জন্য শাওমি ফিচারটি বন্ধ করে দিচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
টেলিগ্রাম চ্যানেলে এক পোস্টে শাওমি বলেছে, ভিডিও টুলবক্সের ফিচারের মধ্যে ‘প্লে ভিডিও সাউন্ড উইথ স্ক্রিন অফ’ ও ‘টার্ন অফ স্ক্রিন’ অপশনটি বন্ধ করে দেওয়া হবে। তবে এই ফিচার বন্ধ করার জন্য কোনো স্পষ্ট কারণ জানায়নি শাওমি।
ব্যবহারকারীদের প্রিমিয়ামে সাবস্ক্রাইব করানোর জন্য অনেক চেষ্টা করছে ইউটিউব। যারা থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করে ইউটিউবে বিজ্ঞাপন দেখানো বন্ধ করেন তাঁদের জন্য প্ল্যাটফর্মটি ভিডিওর গতি কমিয়ে দেয়। এ কারণে ব্যবহারকারীদের বিজ্ঞাপন এড়িয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছে।
শাওমির অপারেটিং সিস্টেম মিউআউইউআই ১২, মিউআউইউআই ১৩, মিউআউইউআই ১৪ ও নতুন হাইপারওএস থেকে ফিচারটি সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি। আর শাওমি ১৪, শাওমি ১৩ শাওমি ১৩ প্রো ও শাওমি ১২টি মডেল থেকেও এই ফিচার সরিয়ে ফেলা হবে।
২০২১ সালের মিউআউইউআই ১২ আপডেটের মাধ্যমে ডিভাইসগুলোতে এই ফিচার যুক্ত করে শাওমি।
কিছুদিন আগে এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের বাইরে সাবস্ক্রিপশনবিহীন ব্যবহারকারীরাও পিআইপি মোড ব্যবহার করার সুবিধা দেবে ইউটিউব।
তথ্যসূত্র: গ্যাজেটস ৩৬০
স্ক্রিন বন্ধ করেও ইউটিউবের ভিডিও চালু রাখার সুবিধা রয়েছে শাওমির স্মার্টফোনগুলোতে। তবে ফিচারটি বন্ধ করে দিচ্ছে চীনের এই কোম্পানি। ফলে স্ক্রিন বন্ধ করে আর ইউটিউবের ভিডিওর অডিও শোনা যাবে না। এই ফিচার গান শোনার জন্য সবচেয়ে বেশি কার্যকরী ছিল।
ইউটিউব প্রিমিয়ামের সাবস্ক্রাইবাররাই শুধু পিকচার ইন পিকচার (পিআইপি) মোড ব্যবহার করতে পারে। এই মোডের মাধ্যমে ইউটিউবের ভিডিও একটি মিনি প্লেয়ারের মাধ্যমে অন্য অ্যাপ চালু রাখা অবস্থায়ও দেখা যায়। ইউটিউবের স্ক্রিন বন্ধ করে ভিডিও চালু রাখার অপশনটি পিআইপির সঙ্গে সাংঘর্ষিক। কারণ এই ফিচারের ফলে অনেকই ইউটিউবের সাবস্ক্রিপশন কিনবে না। এ জন্য শাওমি ফিচারটি বন্ধ করে দিচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
টেলিগ্রাম চ্যানেলে এক পোস্টে শাওমি বলেছে, ভিডিও টুলবক্সের ফিচারের মধ্যে ‘প্লে ভিডিও সাউন্ড উইথ স্ক্রিন অফ’ ও ‘টার্ন অফ স্ক্রিন’ অপশনটি বন্ধ করে দেওয়া হবে। তবে এই ফিচার বন্ধ করার জন্য কোনো স্পষ্ট কারণ জানায়নি শাওমি।
ব্যবহারকারীদের প্রিমিয়ামে সাবস্ক্রাইব করানোর জন্য অনেক চেষ্টা করছে ইউটিউব। যারা থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করে ইউটিউবে বিজ্ঞাপন দেখানো বন্ধ করেন তাঁদের জন্য প্ল্যাটফর্মটি ভিডিওর গতি কমিয়ে দেয়। এ কারণে ব্যবহারকারীদের বিজ্ঞাপন এড়িয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছে।
শাওমির অপারেটিং সিস্টেম মিউআউইউআই ১২, মিউআউইউআই ১৩, মিউআউইউআই ১৪ ও নতুন হাইপারওএস থেকে ফিচারটি সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি। আর শাওমি ১৪, শাওমি ১৩ শাওমি ১৩ প্রো ও শাওমি ১২টি মডেল থেকেও এই ফিচার সরিয়ে ফেলা হবে।
২০২১ সালের মিউআউইউআই ১২ আপডেটের মাধ্যমে ডিভাইসগুলোতে এই ফিচার যুক্ত করে শাওমি।
কিছুদিন আগে এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের বাইরে সাবস্ক্রিপশনবিহীন ব্যবহারকারীরাও পিআইপি মোড ব্যবহার করার সুবিধা দেবে ইউটিউব।
তথ্যসূত্র: গ্যাজেটস ৩৬০
ইলন মাস্কের মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম এক্স–এর মতো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক ফিচার নিয়ে পরীক্ষা নিয়ে করছে মেটার থ্রেডস। ফিচারটি এআই ব্যবহার করে ট্রেন্ডিং বিষয়গুলো সারসংক্ষেপ তৈরি করে দেবে।
২ ঘণ্টা আগেওপেনএআই-এর প্রতিদ্বন্দ্বী অ্যানথ্রোপিক–এ আরও ৪ বিলিয়ন বা ৪০০ কোটি ডলার বিনিয়োগ করেছে যুক্তরাষ্ট্রের বহুজাতিক কোম্পানি আমাজন। বড় প্রযুক্তি প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে জেনারেটিভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (জেনএআই) প্রযুক্তি ব্যবহার করার প্রতিযোগিতায় লিপ্ত হওয়ার কারণে ই-কমার্স জায়ান্টটি এই বিনিয়োগ করেছে। সং
৩ ঘণ্টা আগেএক্সের (সাবেক টুইটার) প্রতিদ্বন্দ্বী মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম থ্রেডসের অ্যালগরিদম পরিবর্তন করল মেটা। এর ফলে যেসব অ্যাকাউন্ট ব্যবহারকারীরা ফলো করেন সেগুলোর কনটেন্টই বেশি দেখানো হবে। গত বৃহস্পতিবার থেকে ফিচারটি চালু হয়।
২০ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা টাইম ম্যাগাজিন–এর কভারে ধনকুবের ইলন মাস্কের ‘টু ডু লিস্ট’ বা দিনের কাজের তালিকা প্রকাশ করেছে। তবে এটি মাস্কের ব্যক্তিগত চেকলিস্ট নয় বলে স্পষ্টভাবে জানিয়েছেন মাস্ক।
২১ ঘণ্টা আগে