অনলাইন ডেস্ক
স্ক্রিন বন্ধ করেও ইউটিউবের ভিডিও চালু রাখার সুবিধা রয়েছে শাওমির স্মার্টফোনগুলোতে। তবে ফিচারটি বন্ধ করে দিচ্ছে চীনের এই কোম্পানি। ফলে স্ক্রিন বন্ধ করে আর ইউটিউবের ভিডিওর অডিও শোনা যাবে না। এই ফিচার গান শোনার জন্য সবচেয়ে বেশি কার্যকরী ছিল।
ইউটিউব প্রিমিয়ামের সাবস্ক্রাইবাররাই শুধু পিকচার ইন পিকচার (পিআইপি) মোড ব্যবহার করতে পারে। এই মোডের মাধ্যমে ইউটিউবের ভিডিও একটি মিনি প্লেয়ারের মাধ্যমে অন্য অ্যাপ চালু রাখা অবস্থায়ও দেখা যায়। ইউটিউবের স্ক্রিন বন্ধ করে ভিডিও চালু রাখার অপশনটি পিআইপির সঙ্গে সাংঘর্ষিক। কারণ এই ফিচারের ফলে অনেকই ইউটিউবের সাবস্ক্রিপশন কিনবে না। এ জন্য শাওমি ফিচারটি বন্ধ করে দিচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
টেলিগ্রাম চ্যানেলে এক পোস্টে শাওমি বলেছে, ভিডিও টুলবক্সের ফিচারের মধ্যে ‘প্লে ভিডিও সাউন্ড উইথ স্ক্রিন অফ’ ও ‘টার্ন অফ স্ক্রিন’ অপশনটি বন্ধ করে দেওয়া হবে। তবে এই ফিচার বন্ধ করার জন্য কোনো স্পষ্ট কারণ জানায়নি শাওমি।
ব্যবহারকারীদের প্রিমিয়ামে সাবস্ক্রাইব করানোর জন্য অনেক চেষ্টা করছে ইউটিউব। যারা থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করে ইউটিউবে বিজ্ঞাপন দেখানো বন্ধ করেন তাঁদের জন্য প্ল্যাটফর্মটি ভিডিওর গতি কমিয়ে দেয়। এ কারণে ব্যবহারকারীদের বিজ্ঞাপন এড়িয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছে।
শাওমির অপারেটিং সিস্টেম মিউআউইউআই ১২, মিউআউইউআই ১৩, মিউআউইউআই ১৪ ও নতুন হাইপারওএস থেকে ফিচারটি সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি। আর শাওমি ১৪, শাওমি ১৩ শাওমি ১৩ প্রো ও শাওমি ১২টি মডেল থেকেও এই ফিচার সরিয়ে ফেলা হবে।
২০২১ সালের মিউআউইউআই ১২ আপডেটের মাধ্যমে ডিভাইসগুলোতে এই ফিচার যুক্ত করে শাওমি।
কিছুদিন আগে এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের বাইরে সাবস্ক্রিপশনবিহীন ব্যবহারকারীরাও পিআইপি মোড ব্যবহার করার সুবিধা দেবে ইউটিউব।
তথ্যসূত্র: গ্যাজেটস ৩৬০
স্ক্রিন বন্ধ করেও ইউটিউবের ভিডিও চালু রাখার সুবিধা রয়েছে শাওমির স্মার্টফোনগুলোতে। তবে ফিচারটি বন্ধ করে দিচ্ছে চীনের এই কোম্পানি। ফলে স্ক্রিন বন্ধ করে আর ইউটিউবের ভিডিওর অডিও শোনা যাবে না। এই ফিচার গান শোনার জন্য সবচেয়ে বেশি কার্যকরী ছিল।
ইউটিউব প্রিমিয়ামের সাবস্ক্রাইবাররাই শুধু পিকচার ইন পিকচার (পিআইপি) মোড ব্যবহার করতে পারে। এই মোডের মাধ্যমে ইউটিউবের ভিডিও একটি মিনি প্লেয়ারের মাধ্যমে অন্য অ্যাপ চালু রাখা অবস্থায়ও দেখা যায়। ইউটিউবের স্ক্রিন বন্ধ করে ভিডিও চালু রাখার অপশনটি পিআইপির সঙ্গে সাংঘর্ষিক। কারণ এই ফিচারের ফলে অনেকই ইউটিউবের সাবস্ক্রিপশন কিনবে না। এ জন্য শাওমি ফিচারটি বন্ধ করে দিচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
টেলিগ্রাম চ্যানেলে এক পোস্টে শাওমি বলেছে, ভিডিও টুলবক্সের ফিচারের মধ্যে ‘প্লে ভিডিও সাউন্ড উইথ স্ক্রিন অফ’ ও ‘টার্ন অফ স্ক্রিন’ অপশনটি বন্ধ করে দেওয়া হবে। তবে এই ফিচার বন্ধ করার জন্য কোনো স্পষ্ট কারণ জানায়নি শাওমি।
ব্যবহারকারীদের প্রিমিয়ামে সাবস্ক্রাইব করানোর জন্য অনেক চেষ্টা করছে ইউটিউব। যারা থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করে ইউটিউবে বিজ্ঞাপন দেখানো বন্ধ করেন তাঁদের জন্য প্ল্যাটফর্মটি ভিডিওর গতি কমিয়ে দেয়। এ কারণে ব্যবহারকারীদের বিজ্ঞাপন এড়িয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছে।
শাওমির অপারেটিং সিস্টেম মিউআউইউআই ১২, মিউআউইউআই ১৩, মিউআউইউআই ১৪ ও নতুন হাইপারওএস থেকে ফিচারটি সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি। আর শাওমি ১৪, শাওমি ১৩ শাওমি ১৩ প্রো ও শাওমি ১২টি মডেল থেকেও এই ফিচার সরিয়ে ফেলা হবে।
২০২১ সালের মিউআউইউআই ১২ আপডেটের মাধ্যমে ডিভাইসগুলোতে এই ফিচার যুক্ত করে শাওমি।
কিছুদিন আগে এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের বাইরে সাবস্ক্রিপশনবিহীন ব্যবহারকারীরাও পিআইপি মোড ব্যবহার করার সুবিধা দেবে ইউটিউব।
তথ্যসূত্র: গ্যাজেটস ৩৬০
কোম্পানির গোপন তথ্য বাইরে ফাঁস করায় সম্প্রতি প্রায় ২০ জন কর্মীকে বরখাস্ত করেছে ফেসবুকের মূল কোম্পানি মেটা। এ তথ্য নিশ্চিত করেছেন মেটার একজন মুখপাত্র ডেভ আর্নল্ড।
১ দিন আগেরমজান শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই তাদের প্রিয়জনদের রমজানের শুভেচ্ছা জানান অনেকেই। এই বার্তা জানাতে ব্যবহার করতে পারেন হোয়াটসঅ্যাপ। আর এসব বার্তার সঙ্গে রমজানের জন্য বিশেষ স্টিকার বা জিআইফ পাঠিয়ে সেগুলো আরও আকর্ষণীয় করে তুলতে পারবেন।
১ দিন আগেনতুন পথচলার প্রস্তুতি নিচ্ছে মেটার কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি। কারণ চলতি বছরে দ্বিতীয় ত্রৈমাসিকে চ্যাটজিপিটির মতো আলাদা অ্যাপ হিসেবে এই প্রযুক্তি উন্মোচন করার পরিকল্পনা করছে কোম্পানিটি। নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনবিসি।
১ দিন আগেবিশ্বব্যাপী জনপ্রিয় ইন্টারনেটভিত্তিক ফোন এবং ভিডিও কলিং সেবা স্কাইপ ২০ বছর পর পুরোপুরি বন্ধ হতে যাচ্ছে। মাইক্রোসফট নিশ্চিত করেছে, আগামী মে মাস থেকে স্কাইপ আর ব্যবহারযোগ্য হবে না। তবে স্কাইপের লগ ইন তথ্য দিয়ে বিনা মূল্যে মাইক্রোসফট টিমস ব্যবহার করা যাবে। শিগগিরই উন্মুক্ত হবে এই সেবা।
১ দিন আগে